Thursday, December 22, 2016

অণু অনুভব

দু'দিনের এক মায়াজালে
বন্দী হয়ে মন,
কী হারালো কীইবা পেলো
ভাবে অনুক্ষণ।
#অণুঅনুভব
[20161222]

Friday, December 16, 2016

আমার আমি

আমি কী? আমি জানি তা। আমি নিজেকে সবসময় অতি সধারণ একজন মনে করি। দুই নম্বরি বা ভণ্ডামিটা শিখতে পারিনি জীবনে। - এই সত্য কারোকে বলতে যাবো না কখনো। প্রমাণ করার কোনো গরজ নেই আমার। আমি জানি আমি কী। আমার মন জানে আমার মনকে।
#আমারআমি

Thursday, December 15, 2016

অণু !!

তুমিহারা ভূমিছাড়া
প্রান্তিক
তুমি নাই মন তাই
যান্ত্রিক।

কবিতার গল্প তুমি



কবিতার গল্প তুমি
সত্যি আর কল্প তুমি
অসীম ধরা তুমি আমার
নও ছোট স্বল্প ভূমি।
~
#অণুঅনুভব
[২০১৬১২১৫/০০৩৮]

Monday, December 12, 2016

অণু অনুভব- সত্য আজ

ঘৃণার মিনার অনেক উঁচু
ভালোবাসা ক্ষুদ্র আজ,
মেকি মিথ্যে ডাকসাইটে খুব
সত্য নমশূদ্র আজ।
~
#অণুঅনুভব [২০১৬১২১২/০৭৩২]

Sunday, December 11, 2016

অণু - রা

মাঝ দরিয়ায় ঠেইল্যা দিয়া
বইঠা নিলা কাইড়া
ভালোবেসেই মরবো শপথ

করি না তো তাই রা।

Saturday, December 10, 2016

Payoneer Dhaka Forum | An Attendee's Review

 

Payoneer Dhaka Forum:


I had no idea over what would be the itinerary of the event but expected something worthy for the Freelancers/Outsourcers of Bangladesh. In this review, I would not go for commenting on invitation procedure (management) and hassles the invitees encountered! That has already been a much "talked about".

Event Inside | Event's Insight.

 My views are totally the inside program. What the event presented? Represented? How the things are managed?

Okay! I would go point by point:

Welcome Session:Welcome session by Shoyeb Mohammad and Emrazina Islam was just good with an informal tone. But the logistics at the beginning was awful. Projectors were not working. Logistic Assistance was not  standby.
  

Presentation Session: 
  •  Future of Artificial Intelligence and Machine Learning. Considering the latest technological development, the topic was very important. The topic wisely chosen. Personally, I was impressed by the subject matter. However, the presentation by Mr. Jakir Hossian was not up to the mark. It is assumed that he was not prepared well for such the presentation. It seemed that he was just reading out the topic. There were hardly any engagement.

  • Future of Affiliate Marketing, Automation and Passive Income: Very good  subject choice. Passive income can only make the life comfortable at a certain age. Presentation by Mr. Al min Kabir was just awesome! He had the complete control over the whole audience. Attendees were totally engaged with the session. And, Mr. Al Amin Kabir was also quite successful in making the topic an 'easy grasp' through convincing conversation. WELL DONE! 
  • The Joys of Motherhood as Freelance Artist. Freelancing is an art indeed. The topic was a good choice with a view to encouraging Women Freelancers of the country. Presentation by Ms. Emrazina Islam was good in natural mode.
  • Motivation to Work as a Freelancer.  Without a positively motivated mindset, freelancers cannot produce good results. Presenter Ms. Farah Nazifa put her effort well. 
  • Importance of Understanding Local Culture for Doing Business.  Every freelancer knows it very well that understanding Client's mindset and culture plays a vital role. Discussant was Mr. Sufi Fauq Ibne Abu Bakar. The way of his story-telling was impressive. The Audience was in engagement. Effective!
  •  Healthy Ways of Selling Skillsets Online.  Presentation by Mr. Shoyeb Mohammad was quite useful. Freelancers' practical problems and ways of dealing difficulties effectively were discussed.

Question & Answer Session:  This session could have been more efficient. In this session, talks and apology by Mr Rifat Ahmed, Payoneer Bangladesh was really praiseworthy.


Overall Logistic Support:  Logistic support was not as expected. There were several instances where logistics were failed to give instant support.


Recommendation for Future Event:
  • Keeping representatives from renowned Freelancing /Outsourcing providers/ Training providers may be invited to the event to share their role and possible involvement.
  •  Successful Freelancers / Outsourcers might be given a session for Experience Sharing.
  • An interaction session (not Q/A) may be kept for networking and socialization. 
 ~~~

Impression: GOOD inside; Clumsy Outside.

Footnote: This review is personal view and is based on the Payoneer Dhaka Forum held at Dhaka Regeny Hotel on December 3, 2016. 


Friday, December 9, 2016

বাবুই

একটা ছিলো ছোট্ট বাবুই
শুচিশিল্পী মন,
অভিমানে গাল ফুলিয়ে
রাখতো সারাক্ষণ।

রোজ বিহানে আধার পেয়ে
ফুটতো হাসি তার,
ভালোবাসায় পড়লে ভাটা
মুখটি মেঘে ভার।

কারুকল্প তার সে মনে
পেয়ে সদাগ হানা,
অভিমানী সেই পাখিটির
আজকে ভাঙা ডানা।
~
[২০১৬১২০৯/১৯৩৫]

তোমার সুশীল কপটতা

তোমার সুশীল কপটতা বহতা বেশ
আহ্নিক চক্র মানে না সে
থাকে সতত জোয়ারে...
ক্রমাগত নিয়ন দেখে দেখে
ভুলেই গেছি আমারও চাঁদ ছিলো
ছিলো বেণীদুলানো জোছনা ভাতি।
-
০৯/১২/১৫

Thursday, December 8, 2016

অণুঅনুভব -মন পরানের ওই শাখে

পরিযায়ী নই তো আমি
রই শীতে, নেই বৈশাখে,
পাবে আমায় বারো মাসই
মন পরানের ওই শাখে।
~
#অণুঅনুভব [২০১৬১২০৮/১৯৩২]



অণু -আকাশ খোঁজো

ভালো থেকো জলের কুসুম
ভালো থেকো কথার নদী
শেষরাতের ওই আকাশ খোঁজো
মনে আমায় পড়ে যদি।

[২০১৬১২০৮/১৬৪৫]

Wednesday, December 7, 2016

ভাঙার পরে

ভাঙার পরে ধ্বংস থাকে
সুখবিসুখের অংশ  থাকে
দিনের শেষে আঁতিপাঁতি
দহন যাপন কংস থাকে।
~
২০১৬১২০৭

#Myanmar #Naf #Rohingya



Naf knows.....
What human can do
And what human cannot
Naf - the witness of shame-time
Naf - ashamed of the human strained time!
#Myanmar #Naf #Rohingya

Tuesday, December 6, 2016

দুঃখ গলা নদী

এই যে আমায় নদী দ্যাখো
দুঃখ গলা নদী,
কোন জনমে শুরু করে
চলছি নিরবধি।

এই যে আমার দু'পাশ ঘিরে
সবুজ সুখের বাস,
কষ্টগুলোন আমায় ঢেলে
নিবিড় তাদের শ্বাস।

এই যে আমি নিপুণ পরান
দহন গলা নদী,
দাও দিয়ে দাও আজই তোমার
দুঃখ থাকে যদি!
~
[২০১৬১২০৬/১৮৩৬]


Sunday, December 4, 2016

অণুঃ যোগ

হুজোগ বুঝি
বুঝি না যোগ
ভোগ বুঝি বেশ
না উপভোগ! 
#অণুঅনুভব [২০১৬১২০৪/১৩১৩]

অণুঃ স্বার্থদানব

স্বার্থ-দানব সম্পর্কটুক
গিলে খায়!
আর সে ফলন পাশ পৃথিবী
মিলে খায়!! 
~~
#অণুঅনুভব [২০১৬১২০৪]

Wednesday, November 30, 2016

সোহেল আহমেদ পরান



সোহেল আহমেদ পরান ভালুকার ছায়া সুনিবিড় কাশর গ্রামের সন্তান।ছোটবেলা থেকে লেখালেখির সাথে জড়িত।স্কুলজীবন থেকেই স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় লিখতেন তিনি। ঢাকার দৈনিক আজাদ, বাংলার বাণী, ইত্তেফাক, বাংলাবাজার পত্রিকায় তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছে। পাশাপাশি গাজীপুরের গণমুখ পত্রিকায় করতেন সাংবাদিকতা। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পেশাগত ডিগ্রি এমবিএ ও মানবসম্পদ-ব্যবস্থাপনায় ডিপ্লোমা অর্জন করেন। সরকারি ও বেসরকারি জব করছেন অনেকদিন। বর্তমানে একজন ফ্রীল্যান্স লেখক ও গবেষক হিসেবে সুনাম অর্জন করেছেন। বিশ্বের বৃহত্তর আর্টিকেল গ্যালারি ‘এজাইন আর্টিকেল ডট কম’ এর একজন এক্সপার্ট অথর তিনি।
বাংলা গল্পকবিতা লেখালেখিতে দীর্ঘ বিরতির পর আবার তিনি লিখছেন বছর দুই থেকে। কবিতার পাশাপাশি তিনি গল্প, সমকালীন ছড়া ও নিবন্ধ লিখে থাকেন। বিশেষ করে – বাংলা লিমেরিক নিয়ে তাঁর ব্যতিক্রমী চিন্তা রয়েছে। তিনি অনেক লিমেরিক লিখেন। শুধু ব্যঙ্গ নয়; সময়কে লিমেরিকে তুলে আনা তাঁর  লক্ষ্য। সৃজনশীল লেখালেখি করে বেশকিছু স্বীকৃতিও পেয়েছেন। সোহেল আহমেদ পরান অনলাইন সাহিত্য ম্যাগাজিন জলছবি বাতায়ন’র নির্বাহী সম্পাদক ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। সম্মিলিত প্রকাশনার মধ্যে রয়েছেঃ কোমল গান্ধার (কাব্যগ্রন্থ) ও মুক্তিযুদ্ধ ও অন্যান্য গল্প (গল্পগ্রন্থ)। 

টিপু 

Tuesday, November 29, 2016

অণু - মোহর

বদ-বরণে শতেক তোরণ
লম্বা গাড়ির বহর,
কিছু মানুষ দেখেই ধন্য
মুখে আঁটা মোহর।

Monday, November 28, 2016

অণু অনুভবঃ তুই


তুই যে আমার ঘৃণায় থাকিস
থাকিস ভালোবাসায়,
ভীষণ আঁধার হয়ে বেড়াস
ডাকিস আলো আশায়।
~
#অণুঅনুভব [২০১৬১১২৮/২০৪০]

শেখার জন্য গঠনমূলক মন্তব্য/সমালোচনা


(১) আমাদের মধ্যে কেউ কম জানি; কেউ একটু বেশি জানেন। আমরা কেউই কিন্তু সবজান্তা নই। অনলাইন/ ফ্রীল্যান্সিং এক বিশাল জগত। সবজান্তা হওয়া এখানে প্রায় অসম্ভব। তাছাড়া, এ জগতের সবকিছু দ্রুত পরিবর্তনশীল। আজ যা আছে কাল দেখা যাবে তা নেই। তাই প্রতিদিন শিখতে হয়।
(২) শেখার জন্য কেউ 'শূন্য' থেকে শুরু করে। কেউবা বেসিক-জ্ঞান নিয়ে।
(৩) নতুন কিছু শেখার জন্য তাই পারস্পারিক আলোচনা/অংশগ্রহণ/মন্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই আলোচনা বা মন্তব্য হতে হয় গঠনমূলক। একজন যা জানেন, তা শেয়ার করলে অন্য যেজন জানেন না, তিনি জানতে পারেন।
(৪) আজ একটা পোস্ট দেখলাম। উইন্ডোজ ১০/এসইও। সেখানে অনেকের হাস্যরসাত্মক মন্তব্যগুলো হতাশাজনক। যিনি পোস্ট দিয়েছেন, হয়তো বিষয়টি ক্লিয়ারলি জানেন না, তাই দিয়েছেন। নিশ্চয়ই হাসির পাত্র হতে নয়। একে অন্যকে সহায়তা করল কি ভালো হয় না?
~~
|| Start where you are. Use what you have. Do what you can.
- Arther Ashe ||
*****

Saturday, November 26, 2016

অণু অনুভবঃ পরান পোড়ে



জ্বরে যখন গা পোড়ে যায়
ছুঁয়ে তো বেশ যায় বোঝা,
ভীষণ যখন পরান পোড়ে
চিত্তে নেয়া নয় সোজা!
~
[২০১৬১১২৬/১৭৪৪]

Friday, November 25, 2016

অণু অনুভবঃ প্রতিকৃতি



শুদ্ধ তো খুব প্রতিকৃতি
ভাণ ভণিতা
মন খনি তা
সুবর্ণতে যতিপ্রীতি!
~
[২০১৬১১২৫/১৪৪৭]


বাংলা


শীত


কঠিন ছিলো সিদ্ধান্ত | পিছু না হটার কঠিন প্রত্যয়ও ছিলো

গতকাল আমার চাকরি ছাড়ার একবছর পূর্ণ হলো। আমি "পূর্ণ" শব্দটাই ব্যবহার করলাম। কারণ, এই এক বছরকে একেবারে শূন্য হতে দেইনি আমি। দীর্ঘ চাকরি জীবনের ইতি টেনে বের হয়ে আসার সিদ্ধান্তটি কঠিন ছিলো। খুবই কঠিন। কারণ চাকরি আমার সংসার টেনে নিয়ে যাচ্ছিলো।


মোটামুটি একটা সম্মানজনক জব বাদ দিয়ে ফ্রীল্যান্সিং-এ আসাটাকে অনেকে বোকামি বলেছে। অনেকে আড়ালে হেসেছে। আর যারা অন্যের বিপদ দেখে খুশী হয়, তারা যারপরনাই আত্মতৃপ্তি লাভ করেছে।

আমার একাউন্টটি অনেক আগে করা থাকলেও, ফ্রীল্যান্সার হিসেবে কাজের বয়স গতকালই এক বছর পুরো হলো। আর আজ সকালে প্রোফাইল চেক করতে গিয়ে দেখিঃ ২০০০ ঘন্টা পেরিয়ে গেছে।

গত এক বছরের গল্পটা খুব সহজ ছিলো না। আল্লাহর উপর ভরসা রেখেছি।  আমি হতাশ হইনি। শেখার অদম্য ইচ্ছেয় আর কাজের প্রতি ডেডিকেশনের ফলে সম্ভবত দুমাসের মাথায় আমি "টপ-রেটেড" হই। শুরু করেছিলাম, রাইটার হিসেবে। আর এখন মেইনলি এসইও করছি। আর এসইও রাইটিং এন্ড রিসার্চ । অস্বীকার করার জো নেই- অনেক ভালো রেটেও কাজ করছি এখন।

আবার বলতে হচ্ছেঃ চাকরি ছাড়ার সিদ্ধান্তটি কঠিন ছিলো; আর গত এক বছরের পথচলাটাও সহজ ছিলো না। সেসব অন্য কোনো সময় শেয়ার করার ইচ্ছে রলো।

ফ্রীল্যান্সার্স আর নট ফ্রী। প্রত্যয় আর শেখার আগ্রহ নিয়ে যেতে পারে সামনে।

শুভকামনা সবার জন্য। 

~
[২০১৬১১২৫/১০৪২] 



Thursday, November 24, 2016

সময়

এই যে আমাকে দেখছো
এটা আসলে আমি না।
এ এক অপ্রসন্ন যৌগ যেনো- 
ভণিতা
ভঙ
প্রলেপ
মুখোশ
পোশাক
উত্তরাধুনিক প্রযুক্তি আমার সমূহসহায়ক।
এই যে আমাকে দেখছো
এটা আসলে আমি না।
 ~
[২০১৬১১১২৪/২২৩০] 

THANKSGIVING DAY || SORRY DAY




আমেরিকায় আজ উদযাপিত হচ্ছে  থ্যাঙ্কসগিভিং ডে (Thanksgiving Day)। সরকারি ছুটির দিন। নভেম্বরের শেষ বৃহস্পতিবার দিনটি পালন করা হয়। প্রথমদিকে এটি ছিলো হারভেস্ট ফেটিভাল (Harvest Festival)। অনেকটা আমাদের নবান্নের মতো। ধন্যবাদ নিয়ে দিবস থাকা নিঃসন্দেহে ভালো। ধন্যবাদ কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটায়। 


এর পাশাপাশি, অন্য একটা দিবস থাকলে ভালো হতো! সরি ডে (Sorry Day)। Sorry বলে নিজের ভুলচুক স্বীকার করে শুদ্ধ হবার একটা সুযোগ থাকে। আমাদের সবার জন্যই তা প্রয়োজনীয়।  অস্ট্রেলিয়ায় এমন একটি পালিত হয়ে থাকে। আমি ভাবছি, বিশ্বমোড়েল ইউএস-এর এমন একটি সরি ডে থাকা উচিৎ। সামনে ট্রাম্প টাইম। সরি দিবসটা জরুরি বৈকি। 

হ্যাপি থ্যাঙ্কসগিভিং ডে!! 
~~
[২০১৬১১২৪]

Wednesday, November 23, 2016

অণু অনুভবঃ দৌড়


বাইরে কিবা বৃত্তে
দৌড় সবারই জিততে
মুখোশমুখের ভিড়ে
আলো ঠেকে মিথ্যে!
~
 [২০১৬১১২৩/১২৪৯]

Sunday, November 20, 2016

সনৎ দাদা সনৎ দাদা ঃ জন্মদিনে ভালোবাসা

সনৎ দাদা সনৎ দাদা
মন মগজে বেজায় সাদা
মানবপ্রেমে হৃদয় উজাড়
ভালোবাসায় দেশ যে বাঁধা।

কবিতা আর অণুকথা
উচিৎ আঁকেন যথা যথা
শুদ্ধচর্চায় সবার আগে
মাড়িয়ে যান ভ্রান্ত প্রথা। 

জন্মদিনে ভালোবাসা
ছড়িয়ে যান আলো আশা।
~
[২০১৬১১২০/১৩০২]




Friday, November 18, 2016

সেবা

ট্রাফিক পুলিশ চাইলে করতে
ছিনতাই
সেবা পেতে বিনা বাঁধায়
দিন তাই!
__
খবরঃ

টাকা ছিনতাই করতে গিয়ে পুলিশ সদস্য আটক



Thursday, November 17, 2016

দেনা

চেনা মুখ চেনা সময়
যায় হয়ে অচেনা,
বেলা যায় সাঁঝ ঘনায়
বাড়ে শুধু দেনা।
(২০১৪০

Sunday, November 13, 2016

মেলানিয়া


তিন নম্বর বিবি থেকে ফার্স্টলেডি
মেলানিয়া
বুড়া মিয়া ট্রাম্পকে সাদাঘরে
গেলা নিয়া!

Saturday, November 12, 2016

কবি কাক

কবি খায় কবি'র গোসত 
খেয়ে নে' পাকায় মোছ তো!

Friday, November 11, 2016

সন্দেহ দহন

সন্দেহ আর অবিশ্বাসের ছোট ছোট মাত্রা অনেক সময়  সমপর্ককে দৃঢ় করলেও এর মাত্রাতিরিক্ততা ডেকে আনতে পারে অনাকাঙ্ক্ষিত নিস্তব্ধতা আর নীরব দহন।
-
[২০১৬১১১১/১৫৪৩] 

ভালোবাসি

তোমার আমি চাঁদ যে ছিলেম
মনের বড়ো হাত যে ছিলেম
আজ ভাবো তো আঁধার রাত!
তোমায় তবু ভালোই বাসি
তোমার সুখেই মনের হাসি
চাই তোমারই কনক প্রাত।
-
[২০১৬১১১১/১৫৩০]

Wednesday, November 9, 2016

অণু

তোকে দিয়ে নিঃস্ব হতে
আমার যতো সুখ,
জানিস কিরে তোর দুচোখে
দোলে যে ভূলোক। 

Monday, November 7, 2016

সমকালীনঃ ট্রালারী



রস হচ্ছে রঙ্গ হচ্ছে
তর্ক ও তা ভঙ্গ হচ্ছে।

সত্য মিথ্যা ভরিয়া
জিততে দুইই মরিয়া।

দেখে এসব দৃশ্য
ঠেকে অবিমৃশ্য
অবাক হাসে বিশ্ব!

ট্রাম্প এবং হিলারী
যেনো বড়ো খিলাড়ি
পলি-ট্রিক্সের  ডিলারই।

কেউ নাকাল ইমেলে
কারো নারী 'ছিঃ' মেলে।

বেশ কাদা ছোঁড়াছুঁড়ি
অতীতটা খোঁড়াখুঁড়ি
প্রাণপণ এই বুড়াবুড়ি!

যাক দেখা যাক কী হয়
ভেল্কিতে কার 'ভি' হয়!

~
[২০১৬১১১০৭/১৫৫৩] 






Wednesday, November 2, 2016

মন না মতি

মন না মতি
তার সে গতি
বুঝা দায়,
মনের বিষে
হারাই দিশে
ওঝা নাই
-
[২০১৬১১০২ / ২১০৪]


Sunday, October 30, 2016

#পদ্যাণু

শুদ্ধ-চিন্তার বপন
তাকি কেবল স্বপন!!
#পদ্যাণু

মুখদেখা সমাদরটা

মুখদেখা সমাদরটা
আজো বেশ চলছে,
জেনেশুনেই মানহীনে
'চমৎকার' সব বলছে।
[2015]

ভালোবেসে মন দে থাকি

ছন্দে থাকি দ্বন্দ্বে থাকি
ডাল পাতা ও রন্ধ্রে থাকি
অবিশ্বাস আর ঘৃণা ছেড়ে
ভালোবেসে মন দে থাকি।
-
ঢাকা
[২০১৬১০৩০/১৭৩৫]

অণু অনুভব

শুকতারা যে তুমি
দূরের আকাশ ঘর
যতোই ভাবি আপন
ততোই করো পর্।

Saturday, October 29, 2016

অনেক তুমি বদলে গেছো

অনেক তুমি বদলে গেছো 
আগের সরল ভাবটি নেই,
সহজ কথা বন্দী মনে
ঠোঁটের স্নিগ্ধ ছাপটি নেই।

বেশ শিখেছো ভাণভণিতা
সত্য ঢাকো ঢঙভঙে
হৃদয়হরা সলাজ কোমল
আজকে ডোবা রঙচঙে।

বেগের কাছে আবেগ বেঁচে
ভাবছো আকাশ করবে জয়!
মিছেই এমন ভ্রমে ছোটা
আলেয়াতে জীবন ক্ষয়!!
~~
ঢাকা
[২০১৬১০২৯/১৮২৬] 



Friday, October 28, 2016

ভালোবাসা বৃত্তান্ত

কোনো বৃত্তান্ত নেই
নেই কোনো ব্যাখ্যা
কিংবা সম্প্রসারিত ভাব
প্রয়োজনও নেই তার।

তোমায় নিয়ে আমার
আর আমায় নিয়ে তোমার
যা কিছু
আর সব কিছু
সরলরৈখিক
সোজাসাপ্টা

নিঃশ্বাসের কোনো ব্যাখ্যা বৃত্তান্তের নেই প্রয়োজন 
--- ভালোবাসি তোমায়।
~
ঢাকা
[২০১৬১০২৮/১৬০৩]

তোমার ছায়া

দিনে রাতে
সাঁঝ প্রভাতে
ডেকেই মরি
তুমি বিহীন
ভূমি শ্রীহীন
শূন্য তরী।

তুমি কি হায়
একটু আমায়
করবে মায়া!
পরান পোড়ে
পাবার ঘোরে
তোমার ছায়া।
~~
ঢাকা 
[২০১৬১০২৮/১৫৩২]





এক অবাধ্য শিশু ঘুমোয় আমার ভেতর

এক অবাধ্য শিশু ঘুমোয় আমার ভেতর
জেগে ওঠে মাঝেসাঝে
সব সুন্দর দেখে সে
অন্ধকারের দ্বন্দ্ব সে বোঝে না
সে শুধু সরলরেখা চেনে
মানবখচিত পঙ্কিল-প্যাঁচ ধাতে যায় না তার
ঘুঁটঘুঁটে কুটিল আঁধার চোখ অন্ধ করে দেয় তার
ক্রমশ নিঃসাড় সেই শিশু
আবার অচেতন বিভ্রান্ত ঘুমে।


Saturday, October 22, 2016

বৃদ্ধাশ্রমে এসে

অশীতিপর সাদিক সাহেবকে সারাজীবনের চেনা ঘর-বাড়ি, অন্তঃপুর ছেড়ে গতকাল ছেলের হাত ধরে এ বৃদ্ধাশ্রমে এসে উঠতে হয়েছে। আহা! এতোদিনের চেনা পরিসর; নিজের হাতে গড়া স্বর্গ-কুটির ছেড়ে বুক ফেটে যাচ্ছিলো তাঁর। সবার অলক্ষ্যে চোখের পানি মুছে ফেলেন তিনি। স্ত্রী ছেলেমেয়ে নিয়ে সুখময় যে সংসারের অভ্যুদয় হয়েছিলো তাঁর যৌবনে, তা আমৃত্যু ধরে রাখবেন- এ ছিলো অন্তরের অভীষ্ট। বৃদ্ধাশ্রমের চারপাশ জুড়ে সাদিক সাহেব একটা ধাবমান হাহাকার টের পান।
~
22/10/2014

অন্তঃপুরে ছিলে তুমি বন্দি

""অন্তঃপুরে ছিলে তুমি বন্দি
লোক-অলক্ষ্যে তবু হলো সন্ধি।
অভীষ্ট তো ছিলো তোমার ভালোবাসার
তার অভ্যুদয় আমার তরে আলো আশার।
অশীতিপর হইও যদি রেখো জেনে
ভালোবেসে নেবো আমি তোমায় টেনে।""

~~
২২ /১০/২০১৪

অণু - ডাইনি

যতোই তোমায় দেখি
ঠেকে বেশি মেকি।

যতোই তোমায় জানি
লাগে বেশি ফানি।

যতোই তোমায় ভাবি
যাই যে খেয়ে খাবি।

এমন তোমায়  চাইনি
ভণ্ড ফাঁকা ডাইনি!

-
২০১৬১০২২/১৫২০


ফিরে এসে খুঁজবে বলে

ফিরে এসে খুঁজবে বলে
দাঁড়িয়েছিলাম সতেরো আলোকবর্ষ
ঠায়
ঠিক যেখানে রেখে গে'ছিলে
তিন রাস্তার মাথায়
প্রত্যন্ত হৃদয়পুরে।

'আসি' বলেই তুমি পা বাড়িয়েছিলে
তোমার আসার আশায় তাই
মায়াবী দূর্বাঘাসদলও ছিলো তৃষিত প্রতীক্ষায়
ক্রমশ মলিন সব আজ
সতেরো আলোকবর্ষ
ফিরে আসার হলো না সময় তোমার আর।
~~
[২০১৬১০২২/১৫৫৬]

প্রেমাণু

সন্ধ্যে কি ভোর
রই যে বিভোর
তোমাতে,
হৃদ্য নুপুর
কাটে না ঘোর
বোমাতে!
~
[২০১৬১০২২/১৫১৪]

Wednesday, October 19, 2016

ঘরেফেরা মনেফেরা নয়

এভাবেই আমরা পর হয়ে যাই
চিনতে পারিনা একজনকে অন্যজন
আমার যে মন কাঁদে
বলিনা আমি
বুঝো না তুমিও। 



প্রাত্যহিক কাজকর্ম
চলে ঠিকঠাক –
প্রাতরাশ
অফিস
ঘরেফেরা
নিশিযাপন
এবং অতঃপর পুনরাবৃত্তি।


ঘরেফেরা আজ বুঝি আর মনেফেরা নয়।

ভালোবেসে একসময় আমরা পড়তে পারতাম মন
একে অন্যের
মনের সেই ক্ষমতা কি আজ
গুম বা খুন হলো আহ্লাদে!

--
জুলাই ১৫, ২০১৪

Monday, August 8, 2016

অণু

কে আর কাকে রাখে মনে
এই ভবে
নিজকে নিয়ে বিভোর সরব
রয় সবে।

Sunday, August 7, 2016

বন্ধু

বন্ধু বন্ধু সরব সবে
বন্ধুতা নয় সহজ খুব,
লাইক কমেন্টে বন্ধু বেজায়
মনেতো কেউ দেয় না ডুব।

বন্ধুতা আজ লোক দেখানো
স্বার্থ শুধু বাজায় ঢোল,
হৃদ্য টানের অসার মরণ
খুব চড়া তো মেকি ভোল।

বন্ধু যে জন মনের সুজন
সংখ্যা সেথায় মূখ্য নয়,
গুণ বিচারে বন্ধু পরান
ভালোবাসায় সূক্ষ্ম হয়।
°°°
সোআপ
২০১৬০৮০৭

Saturday, August 6, 2016

সূক্ষাণু

তোমার থাকে বদ্ধ দোর
আমার তো কাটে না ঘোর।
-
২০১৬০৮০৬

সূক্ষাণু

ঘোরে কিবা বেঘোরে
সে থাকে মনের দোরে।

Thursday, July 21, 2016

লিমেরিকঃ ইয়াবা ভয়ঙ্কর


ইয়া বাবা এ যে বড়ো ইয়াবার মরণ ছোবল
ওরে তোরা ডুবিস নে আর সময় থাকতে 'নো' বল
 ইয়াবার করাল গ্রাসে
মেধাবীও হায় ফাঁসে
নিজ ও জাতির প্রয়োজনে ওকে সবাই 'থু' বল!
-
[২০১৬০৭২১/১১১৫]

Wednesday, July 20, 2016

মাটি

মাটির শুধুই প্রাণ থাকে না
থাকে রূপ ও লাবণ্য
কখনো সে স্নিগ্ধ বকুল
ঠেকে কভু তা বন্য।
 
 ভালোবাসেই মাটি
হৃদয় পরিপাটি।

Sunday, July 17, 2016



গুচ্ছপ্রেম গুচ্ছ ভালোবাসা


°এ যে বিলাসিতা
কিংবা জেলাসি তা°
১৭/৭/১৬ 


নানান ছুতোয় ছল
আর কতোকাল বল?

>>

এমনও বরিষণে
~~~~~~~~~~
এমনও বরিষণে
হাত ধরে তোরি সনে
ডুব ও সাঁতার চিত্তে
~~
জলে ধোয়া এ হৃদে
প্রেম ছোঁয়া যে বিঁধে
শুভতাতে জিততে।
‪#‎অণুঅনুভব‬ (২০১৬০৭১৬)



রক্তখেলা ঈদে
মননে খুব বিঁধে
দেয় দাগা এই হৃদে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৭/১৪৪৩]




ঈদ এলে 'নাড়ির টান' - এই কথাটি বেশ শোনা যায়। আচ্ছা, নাড়ি'র বিস্তারটা ঠিক কতোদূর? নাড়ির টানেও কি টান পড়তে পারে? নাড়ির বোধও কি ভোতা হয়ে যেতে পারে!!
‪#‎নাড়ির_টান‬ 

০৬/৭/১৬


তোর অহঙ্কার ভারি বেশ
আচরণে তারই রেশ
থাকিস ভালো প্রতিক্ষণই
এই কামনা নির্নিমেষ।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৬/১১০০]



 



Partisan thought
Enough a lot!

[২০১৬০৭১৪]



স্মার্টফোন আছে
স্মার্টব্যাটারি হবে?

[২০১৬০৭১৪]  



আমার ভাষা থমকে গেছে
আমি তো আজ বোবা-ই,
আমরা সবাই নিদয় নিঠুর
ভালোবাসা ডুবাই ।
...
১৪/৭/১৫



'ভালোবাসা'কে ভালোবেসে ভালোবাসুন।
১৩/৭/১৬


I was nothing to anything of anyone
১৩/৭/১৬

 >>>>>>>>>>>>>>>>>>>>>
এক একবার আমি মরে যাই
ভেতরে
কেউ দেখে না
কেউ কেউ দেখে তৃপ্তির লালা গেলে মুহুর্মুহু ।
|||
At times, I die
Die inside me
No one notices
Some see the same
And salivate gratifications..

১৩/৭/১৬   



 স্বার্থ ছাড়া গাছের পাতাও নড়ে না
স্বার্থবিহীন নীড়টুকু কেউ গড়ে না
আছে ম্যালা খোলা স্বার্থ
কিছু মূলা ঝুলা স্বার্থ
মরার আগে স্বার্থচিন্তা মরে না।
‪#‎লিমেরিক‬ ‪#‎স্বার্থচিন্তা‬
[২০১৬০৭১২/১৪৩৫]


কষ্ট এবং দুঃখ
যায় না দেখা; সূক্ষ্ম
১২/৭/১৬


জিবাংলা ও জলসা-ই
ঘরেঘরে বল সাঁই~
১২/৭/১৬


ফেবুমেট্রিক ফ্রান্স ||| অনিবন্ধিত বন্ধু
~~~~~~~~~~~~~~~~~~~~~
ফেবু নিবন্ধিত (ফেবুমেট্রিক) ফ্রান্স ছাড়াও জীবনে দু'একজন প্রকৃত বন্ধু থাকা খুব প্রয়োজন। একদিন স্কুলে অনুপস্থিত থাকলে বা এক বিকেলে খেলার মাঠে না গেলে যে বন্ধুটি এক মাইল (তখন মাইল ই ছিলো) হেঁটে বাড়ি চলে আসতো খোঁজ নিতে ~~ তেমন বন্ধু। কোনো ফ্রান্স নয়।
১১/৭/১৬



দুষ্টচিন্তায় যতি দিন
ভালো বাঁচুন প্রতিদিন।
১০/৭/১৬

মনের সে চোখ অন্ধ
তাইতে এতো দ্বন্দ্ব
১০/৭/১৬

বিজ্ঞাপনের চিপায়
অনুষ্ঠানতো হাঁপায়
০৯/৭/১৬

And we forget what we were..

০৯/৭/১৬

একসময় তোর প্রয়োজন ছিলো! আমি ছিলাম।
০৯/৭/১৬
 >>>

আহা!
এভাবে কি স্বর্গ গড়ো?
মিছে!
পাপের বোঝা বর্গ করো!
০৯/৭/১৬

 বন্ধু সুজন সুখেই পাখা মেলে
দুঃখের ঘরে রয় না আলো জ্বেলে
দেয়া নেয়ার হিসেবখানা কড়া
স্বার্থ যোগে তেল দিয়ে যায় তেলে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৯/০১০০]


ভালোবাসা যতো বড়ো হতে থাকে, অভিমানগুলো টুকরো টুকরো হয়ে ছোট হতে থাকে; হতে থাকে ক্রমশ শক্তিধর ।
০৮/৭/১৬


আমার ভুলের নেইরে সীমা
আমার দোষের শেষ নেই,
আগাগোড়াই ভ্রান্ত জীবন
গুণের কোনো লেশ নেই।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৮/০১৩৩]



বৃষ্টিটা আষাঢ়ে
মাঠঘাট ভাসারে
ঠেকে ভারি খাসারে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৬/১০২৫]


মনের মাঝে
জমাট রেখে ঘৃণা
দিনে দিনে
হচ্ছো হৃদয়হীনা।
এইতো সময়
ঘৃণায় বলো "জ্বী না"।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৬/১০১২


রাতের ওপারে স্নিগ্ধ ভোর দেখবো বলেই সারারাত চোখ বন্ধ করে জেগে থাকি। কিন্তু সকালগুলোও কেনো যে আঁধারে মোড়ানো থাকে!! আঁধারের পাতা উল্টাই। পরের পাতাও ঘুঁটঘুঁটে।
০৩/৭/১৬

ভাইরাল আহা || অফটপিকঃ হিরো আলম কে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ভাইরালে কেউ হিরো হয়
কেউবা পচে জিরো হয়
ইউটিউব ফেসবুকের ঠ্যালায়
কেউবা হাসির মীরও হয়।

‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০১/১৪৫৫]


ঈদে সবাই ঘরমুখো। আর আমি চিরদিন তোর মুখো হওয়ায় ঈদ আমার কাছে এখন এক নির্মুখ যাত্রাহীনতার নাম।
০১/৭/১৬


আষাঢ় আশায় রই
আষাঢ় ভাসা কই?
আষাঢ় আসে একা
নেই তার বিষ্টি-সই!
‪#‎অণুঅনুভব‬
[20160630/1535]
উৎসর্গঃ Sanat Ghose দাদাকে; যিনি অনেক সুন্দর অণু সৃষ্টি করে থাকেন।



রহস্যের জট খুলে না
আসল দৃশ্যপট খুলে না
কে যে দায়ি, কে দায়ি নয়
মুক্ত হাওয়ায় তা দোলে না।

৩০/৬/১৬


গাছ রেখে আগাছায় ঢেলে জল
কী আর বলো পাবে ভালো ফল?
কথা কিবা হাওয়া খেয়ে
বাড়বে কি আর তোমার দেহের বল?
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৯/০৩১৩]



Time has changed... People now don't feel like talking at all; rather they use Emoticons ... I don't feel like in these Emos although graphical>>
--
আজকাল সবাই কথা বলে মনের ভাবটি প্রকাশ করতে চায় না। সবাই ইমো ব্যবহার করেন। ইমো দিয়ে মনকে ছোঁয়া যায়! যেভাবে পারা যায় অক্ষরবন্দি লেখায়। জানি না।


২৯/৬/১৬

সবই এখন ব্যয়বহুল
হতো যদি ন্যায় বহুল!!
‪#‎অণুঅনুভব‬ ‪#‎আফসোস‬ 

২৮/৬/১৬


ধুম পড়েছে ধুম
~~~~~~~~~~~~~~
হারাম করে আরামের ওই
ঘুম
রাত-বিকেলে কেনাকাটার
ধুম।
নূতনটা চাই থাকুক আগে
শতো
হাল ফ্যাশনে হবে মনের
মতো।
ক্ষদ্র হলেও ভেবো কথা
ওর
সে তো কাজের; খুলেও দেবে
দোর।
~~
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৮/১৩২০]
রাত-বিকেলে>> শুরু হয় রাতদুপুরের পরে


প্লাস্টিকের চাল খাই
মরিচের ঝাল খাই
গিন্নির গাল খাই
~
নাই কোনো তাল নাই
বাঁচার আর ঢাল নাই।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৭/১২৩০]


স্বপ্ন ছিলো তোকে ঘিরেই
দেখি না আজ বাস্তবে,
সবই অলীক মিথ্যে ছিলো
ভেবে নেবো আজ তবে?
~
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৭/১১০০]


আগের দিনের বায়স্কোপ
এখন দেখার নাই স্কোপ
ভাণ ফান অভিনয়
শুধু দেখার পাই স্কোপ।
~
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৬/১২১৫]


   
 

Saturday, July 16, 2016

এমনও বরিষণে


এমনও বরিষণে
হাত ধরে তোরি সনে
ডুব ও সাঁতার চিত্তে
~~
জলে ধোয়া এ হৃদে
প্রেম ছোঁয়া যে বিঁধে
শুভতাতে জিততে।
-
২০১৬০৭১৬ 


Sunday, June 26, 2016

"মহা= সাধারণ" সমাচার

তখন একটি গ্রুপে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। হাস্যরস প্রিয় আমার এক বন্ধু আমাকে সব সময় বলতো- সাধারণ ম্যানেজার (জেনারেল=সাধারণ)। আমি হাসতাম। তবে বাস্তবতা হলো- আমি কখনোই "মহা" ছিলাম না; ছিলাম, আছি সাধারণ হয়ে সধারণের মাঝে।
সাধারণ হয়ে থাকার মধ্যে অনেক প্রাপ্তি আছে। অনেক আগে যাদের সাথে (যাদের নিয়ে) কাজ করেছি, তারা আমাকে মনে রেখেছেন শুধু এজন্যই। তাই কোনো জব ছেড়ে দেবার সময় অনেকের চোখের কোণে পানিও দেখেছি। আবার যারা নিজেদের "মহা' জাতীয় কিছু মনে করেন, তারা খুশী হয়েছেন আমার অনুপস্থিতিতে।
সাধারণ হতে পারা, সাধারণ থাকতে পারা এবং সাধারণ্যে থাকতে পারায় কী আনন্দ ও তৃপ্তি - তা তো "মহা"জনরা বুঝতে পারবেন না।
‪#‎অণুঅনুভূতি‬
[২০১৬০৬২৫]

Weekly Summary from Facebook

অণু অনুভব
~~~~~~~~~
ক্রমাগত পান্থ চলা
কারো রুদ্ধশ্বাস,
কেউবা শুধু তক্কে থাকে
নিয়ে ক্রুদ্ধ গ্রাস।
~
২০১৬০৬১৯


Bin your negatives
Bin your sin
Grow your ray of hopes
Grow lively green.
[২০১৫০৬২০]

 ~~~~
রোজা আমাকে কমবেশি ধরেই...
কিন্তু আমিও ছাড়ি না তাকে।
তাই সম্পর্কটা শেষতক ভালোবাসাতেই রূপ নেয়।
~
[২০১৬০৬২০]

আধুনিক ও স্মার্ট সময়ের
ধূর্ত কুটচালে
সত্য বন্দি মন পিঞ্জরে
মিথ্যা ধুম্মা তালে।
--
বিত্ত দিয়ে চিত্ত মাপা
নয়তো সঠিক মোটে
অনেক উচ্চবিত্তমনে
রয় আঁধার ঘুটঘুটে।
---
নীরব কিংবা সরব তা হোক
জাগুন ভেজাল রোধে
শুদ্ধচিন্তায় মুক্তি মেলে
বাজুক এ সুর বোধে।
‪#‎পরানেরকথা‬ [২০১৫০৬২০]


 ~~
মায়ার বাঁধন হারায় কায়া
মায়ার শুধু হাহাকার
মায়ার কুঞ্জ যায় যে পোড়ে
কেউ বুঝে না তাহা কার!
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২০/১৬২০]


 ~~
Hanker after good look
No room for good thought?
Achieve millions of 'like'
Heart would be dark-caught!
‪#‎weefeel‬
[20160620/1844]


~~
গরীব কোথায়
গরীব-শূণ্য দুনিয়া!
এক-আধজনও
পাইনে বেবাক গুণিয়া।
--
[২০১৬০৬২১/১৩৩৭]

~
সটান বাড়িয়ে দেয়া তোমার হাত
প্রিয়জনকে কাছে টেনে নেয়ার জন্য প্রত্যয়ী নয় এখন আর
আহা! নিষ্প্রাণ সেলফি স্টিক আজ কেবলি তা!
~~
The arm you extended
No more for embracing the beloved
Alas! This is mere a selfie stick today!!
~~
‪#‎সময়কথা‬ ‪#‎সেলফিম্যানিয়া‬ ‪#‎selfie_mania‬
[২০১৬০৬২২/১৪৪৭]

~~
You
~~
Dawn fades into the noon’s brightness
You remain fresh to me.
Day engraves to evening blush
You remain the same recent to me.
Night dies down to dark
You till remain unfold aura of worship to me.
-
[20150623]

~~

কড়কড়ে কর
করে ধর ধর
ছোট সৎ করদাতা
কাঁপে থর থর।
-
রাঘব বোয়াল এ করে
কভু তারা না ডরে।
-
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৩/১৯২৯]


~~
তোকে ভেবেই উড়িয়েছিলেম
ইচ্ছে নীলে ঘুড়ি,
নাটাইটা তার গুঁড়িয়ে দিলি
বাজিয়ে এক তুড়ি।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৩/১৯২৩]

~~

আমায় আমি দেখি সেরা
হোক না শূণ্য জ্ঞানের ডেরা
আমায় আমি বলি বড়
আমিময় এ জগৎ ঘেরা।
‪#‎আমিময়তা‬ ‪#‎অণুঅনুভব‬
[২০১৬০৬২৪/২২২৪]

~~
বৃটেন ছিলো দুধ ভাই
আজকে দিলো গুডবাই
মন খারাপের দিনে ইইউ
করছে শুধু দূর ছাই!
[২০১৬০৬২৪]

~
কথা আছে কাজ নাই
বেশি শুধু বাজনা-ই
ফলাফলে শূন্য
যেনো কোনো লাজ নাই.
‪#‎কথাকাজ‬ 

~


EU- Be You
~~~~~~~~~
বৃটেন বলে ইইউ
টা টা, বাই, সি ইউ
রেসপেক্ট হ্যাজ প্যাক
ওহ ইইউ বী ইউ।
--
Britain bade EU
Ta ta, bye, see you
Respect has pack
Oh EU be you.
‪#‎weefeel‬ [20160625/0355]

~~

সত্য মিথ্যার গোলক ধাঁধাঁয়
সত্যটা কি হবে আদায়?
অস্থির এই কপট সময়
সকরুণ সময়কে কাঁদায়।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৫/১৭২২]

~~
মডার্ন সময়ের টিউমার
প্রতি মুহূর্তের রিউমার।
~~
Modern time tumor
All abrupt rumor.
‪#‎TimeTumor‬ [20160626/0008]

~~
সত্য মিথ্যার গোলক ধাঁধাঁয়
সত্যটা কি হবে আদায়?
অস্থির এই কপট সময়
সকরুণ সময়কে কাঁদায়।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৫/১৭২২]


আগের দিনের বায়স্কোপ
এখন দেখার নাই স্কোপ
ভাণ ফান অভিনয়
শুধু দেখার পাই স্কোপ।
~
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৬/১২১৫]
 

        

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়