Friday, July 5, 2019

জীবনসমগ্র- অণু অনুভবে জীবন

জীবন কি এক নদীর সমান
নাকি জীবন দীর্ঘতর!
যায় কি বোঝা জীবন-দৈর্ঘ্য
মেপে শুধু শির গতর?
 
"আমার সময় আমার জীবন
এসব অসার নয় আমার
হৃদয় পাড়ে পরান দিয়ে
সাজাই তবে কার খামার?"

জীবনটা কি আকাশসম
কিংবা তারচে' কমবেশি!
জীবন আপন, চাই না জীবন
জীবনভাবনায় ভ্রম বেশি!!


জীবন কোনো কাব্য নাকি
জীবন বোধের-গল্প?
সেকি অসীম ভাবনা বেলুন!
শেষ না হওয়া অল্প? 


জীবন মানে হারিয়ে যাওয়া
ক্ষণগুলো
চলার পথে বন্ধু পরান
মনগুলো।

বেশতো সবাই জীবন দ্যাখে
হাসিখুশি প্রাণ,
কেউ কি দ্যাখে উল্টোপিঠে
সুখে থাকার ভাণ!

যাত্রা যখন শুদ্ধতার
পাবেই কিছু রূদ্ধদ্বার
জীবন নামের খেয়াপথে
এটাই নিয়ম যুদ্ধটার। 

মিছে মায়ার মানব জীবন
এইতো রঙিন, এই সে নাই,
রয় না সে যে আপন ঘরে
না বলে চকিত হারায়।

বেগ পেয়েছে জীবন অনেক
আবেগ মূল্যহারা
স্বার্থ-টানে সবাই ছুটে
সবেগ পাগলপারা ।

'অনিয়ম' বেশ ছন্দে থাকে
'নিয়ম' বাঁধার পাহাড়ে,
কুটিলতার সুখের জীবন
সরল কাঁদে আহারে!


জীবন কোনো চাঁদ তারা নয়
জীবন সাতান্ন ধারা নয়
জীবন দুমুঠো ভাত,
জীবন প্রহর পথেই কাঁদে
জীবন সেথায় যে ঘর বাঁধে
জীবন কঠোর দু'ঘাত!



 

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়