Monday, December 3, 2018

মিলনমেলা

মা মাটি মানুষের মিলনমেলায়
হবে দেখা বন্ধুরে,
হাতে হাত রাখো পরানে পরান
নেইযে কোনো দ্বন্দ্বরে।


কবিতা হবে, হবে যে গল্প
হাসি খুশি আনন্দ,
ছন্দে দোলে হবে গান ও কৌতুক
হবে আর আর যা নন্দ।


হবে জ্ঞানের কথা, গুণীর কদর
অভিনয়ও থাকবে তায়,
লাল হলুদ নীল রঙের বাহার রবে
কেউবা আসবে নুপুর পায়।

মিলনমেলার মহামিলনকুঞ্জে
ফুটবে থোকা মানব ফুল,
আচ্ছা  সেথায় দেখা হবে তবে
ভুল করো না; কিংবা গোল।




এক মানবজীবন

আচ্ছা তুমি থাকো তোমার কক্ষপথে
আবর্তিত হও নিজস্ব মহাবিশ্বে
আহ্নিকে দিবানিশি।
আমি তোমার কাজলদিঘি চোখ দেখেদেখেই
কাটিয়ে দেবো এক মানবজীবন।

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়