Saturday, May 31, 2014

লিমেরিকঃ আজকের পণ

ধূমপানে ক্ষতি অনেক, ধূমপান আর করবো না
সুখের টান দিতে কভু সিগ্রেটের বাট ধরবো না
পান জর্দাও দিলাম বাদ
এসব কিছুই মরণ ফাঁদ
তামাকে বাহাদুরি নেই, রোগের প্রাসাদ গড়বো না।

পাদটীকাঃ আজ বিশ্ব তামামুক্ত দিবস

Friday, May 30, 2014

লিমেরিকঃ কোচিং বাণিজ্য

কোচিং সেন্টারের বাণিজ্যটা চলছে রমরমা
ছাত্রদের পদভারে কোচিংপাড়া গমগমা
নীতিমালার ধার
কেউ ধারে না আর
জিম্মি হয় ছাত্ররা সব; লাভের পয়সা ঝমঝমা।
##২০১৪০৫৩০##

লিমেরিকঃ পরচর্চা


নিজের দোষটা নিজে দেখো না কেউ সহজে
অন্যের এক বিন্দু ভুলে এক প্রস্থ লহ যে
নেই বিবেকের জবাব
আত্ম-প্রশ্নের অভাব
পরচর্চাই মূখ্য বনে, "না বোধক"টাই কহ যে।
##২০১৪০৫৩০##


Thursday, May 29, 2014

লিমেরিকঃ একটু আড়াল



একটু না হয় ছিলেম আমি আড়ালে
তাইতে তুমি পিঠ ঘুরিয়ে দাঁড়ালে ?
ভালোবাসার মূল্য
প্রশ্নে তবে ঝুললো
ভেবেছো কি আমায় তুমি হারালে?

লিমেরিকঃ তোমার কান্না



বৃষ্টি কি আজ তোমার চোখের কান্না?
না, না চাই না, তাহোক হীরে কিবা পান্না।
দুষ্টু তোমার চোখের ভাষায়
উতল আমি ভালোবাসায়
হাসবে তুমি, নাচবে হৃদয়; কান্না তবে আর না।

(বিঃ দ্রঃ ইহা মস্তিষ্ক হইতে রিকাভার করা হইয়াছে। গতকাল গুম হইয়া গিয়াছিলো। )



Tuesday, May 27, 2014

লিমেরিকঃ রাজনীতি ও রক্ত



রাজনীতি আর রক্ত কি এক সুতোয় গাঁথা (?)
অমূল্য সব জীবন কেনো ঝরছে যথাতথা (?)
অহিংসা আজ কই(?)
তার প্রতীক্ষায় রই।
বিজ্ঞ সুজন এ বিষয়ে ঘামান একটু মাথা।

Monday, May 26, 2014

আমার বৃষ্টি


আমার বৃষ্টি
আমার হয়েই থাক
চাই না কেউ আর
গলাক এসে নাক।

আমার বৃষ্টি
আমার আঙিনায়
ভেজা রঙে
আমি সাজি তায়।

আমার বৃষ্টি
রুম ঝুমাঝুম ঝুপ
তার ঘ্রাণে যে
আমার আনাক ডুব।

আমার বৃষ্টি
আহা প্রেম আমার
ডাক দিয়ে যাই
হৃদয়ময় নামার।।

   (ছবিঃ নিজস্ব)
##২০১৪০৫২৫##

Sunday, May 25, 2014

লিমেরিকঃ ভুলতে তোমারে দাওনি



দূরে আছো প্রাণের কবি, ভুলতে তোমারে দাওনি
প্রেম শিখিয়েছো সাথে বিদ্রোহ গানে তাল লাউনি
রিক্তের বেদন জেনেছি কি তা
অগ্নিবীণার রণ-কবিতা
এমন কোনো সুর নেই কবি, যে সুরে তুমি গাওনি।
##২০১৪০৫২৪##

Saturday, May 24, 2014

কবি নজরুলের কবিতা



আমরা আজও পুরুষ-নারীতে নানাভাবে বিভেদ করি। নারীকে দমিয়ে রাখার প্রয়াস চালানো হয়। চেষ্টা করা হয় তাকে হেয় প্রতিপন্ন করার। আবার উল্টোটাও হয়ে থাকে কিছু ক্ষেত্রে। পুরুষরা হয় অত্যাচারিত। 

অথচ আমাদের জাতীয় কবি কতো সুন্দর করেই না সাম্যের কথা বলে গেছেন। নারীকে করেছেন সম্মনীত। পুরুষের সম্মান অক্ষুন্ন রেখেই। 

অনন্যসধারণ এক কবিতাখানি হুবহু শেয়ার করছি সবার জন্য। এতে কোনো অন্যায় হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

জাতীয় কবির জন্য ভালোবাসা আর শ্রদ্ধা।
 



নারী 


সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বে যা-কিছু মহান্‌ সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান?
তারে বলো, আদি পাপ নারী নহে, সে যে নর-শয়তান।
অথবা পাপ যে-শয়তান যে-নর নহে নারী নহে,
ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে।
এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল,
নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল।
তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছে যত ফল,
অন্তরে তার মোমতাজ নারী, বাহিরেতে শা-জাহান।
জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী,
সুষমা-লক্ষ্মী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারি’।
পুরুষ এনেছে যামিনী-শানি-, সমীরণ, বারিবাহ!
দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হ’য়েছে বধূ,
পুরুষ এসেছে মরুতৃষা ল’য়ে, নারী যোগায়েছে মধু।
শস্যক্ষেত্র উর্বর হ’ল, পুরুষ চালাল হল,
নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল।
নর বাহে হল, নারী বহে জল, সেই জল-মাটি মিশে’
ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে।

স্বর্ণ-রৌপ্যভার,
নারীর অঙ্গ-পরশ লভিয়া হ’য়েছে অলঙ্কার।
নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি-প্রাণ,
যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে’
জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে!
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান,
মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান্‌।
কোন্‌ রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপড়ি’ কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোনো কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারী,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী।
রাজা করিতেছে রাজ্য-শাসন, রাজারে শাসিছে রাণী,
রাণীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।

পুরুষ হৃদয়-হীন,
মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ।
ধরায় যাঁদের যশ ধরে না’ক অমর মহামানব,
বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব,
খেয়ালের বশে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা,-
লব-কুশে বনে ত্যজিয়াছে রাম, পালন ক’রেছে সীতা।
নারী সে শিখা’ল শিশু-পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া,
দীপ্ত নয়নে পরা’ল কাজল বেদনার ঘন ছায়া।
অদ্ভুতরূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ,
বুকে ক’রে তারে চুমিল যে, তারে করিল সে অবরোধ!
তিনি নর-অবতার-
পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি’ কুঠার।
পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর-
নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়িয়াছে নর।
সে যুগ হয়েছে বাসি,
যে যুগে পুরুষ দাস ছিল না ক’, নারীরা আছিল দাসী!
বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি,
কেহ রহিবে না বন্দী কাহারও , উঠিছে ডঙ্কা বাজি’।
নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে
আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে!
যুগের ধর্ম এই-
পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।

শোনো মর্ত্যের জীব!
অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব!
স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের যক্ষপুরীতে নারী
করিল তোমায় বন্দিনী, বল, কোন্‌ সে অত্যাচারী?
আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা,
আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা!
চোখে চোখে আজ চাহিতে পার না; হাতে রুলি, পায় মল,
মাথার ঘোম্‌টা ছিঁড়ে ফেল নারী, ভেঙে ফেল ও-শিকল!
যে ঘোমটা তোমা’ করিয়াছে ভীরু, ওড়াও সে আবরণ,
দূর ক’রে দাও দাসীর চিহ্ন, যেথা যত আভরণ!

ধরার দুলালী মেয়ে,
ফির না তো আর গিরিদরীবনে পাখী-সনে গান গেয়ে।
কখন আসিল ‘প্নুটো’ যমরাজা নিশীথ-পাখায় উড়ে,
ধরিয়া তোমায় পুরিল তাহার আঁধার বিবর-পুরে!
সেই সে আদিম বন্ধন তব, সেই হ’তে আছ মরি’
মরণের পুরে; নামিল ধরায় সেইদিন বিভাবরী।
ভেঙে যমপুরী নাগিনীর মতো আয় মা পাতাল ফুঁড়ি’!
আঁধারে তোমায় পথ দেখাবে মা তোমারি ভগ্ন চুড়ি!
পুরুষ-যমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে
লুটায়ে পড়িবে ও চরণ-তলে দলিত যমের সাথে!
এতদনি শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে,
যে-হাতে পিয়ালে অমৃত, সে-হাতে কূট বিষ দিতে হবে।
সেদিন সুদূর নয়-
যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়!

Tuesday, May 20, 2014

লিমেরিক: আহা ক্রেস্ট



মুক্তিযুদ্ধ সম্মাননা ক্রেস্টেও নাকি ভেজাল(!)
বিশ্বব্যাপি বাংলা মায়ের সম্মানের আজ কী হাল?
সোনায় ওজন কম দিয়ে
রূপাটাকেও সরিয়ে
কতো আর সইবে স্বদেশ, বিনাশ কখন এ জাল?
##২০১৪০৫২০##

লিমেরিক: ফেসবুক ট্রেন্ড

ক্লাস বুক নয়, এখন তারা ডুবে থাকে ফেসবুকে 
স্ট্যাটাস, কমেন্ট, ব্রাউজ, চ্যাটে মাতে তারা নিউলুকে
এ এক কঠিন নেশার ট্রেন্ড
কে ফেক, কে যে আসল ফ্রেন্ড!
ভালোটা থাক, মন্দ দেখে হৃদয় যেনো কেস ঠুকে।
##২০১৪০৫২০##

লিমেরিকঃ লাশের খোঁজ

লঞ্চ-ডুবিটা আমার দেশে কমন বড়ো
হারাচ্ছে প্রাণ আচমকাতে খেয়াল করো
সংখ্যাটা ঠিক কতো
ফাইল হিসেবে যতো?
স্বজন পায় না লাশের খোঁজও, কেমনতরো!!
##২০১৪০৫১৯##

Saturday, May 17, 2014

মানিয়ে চলা এবং অতঃপর ......

সত্য আজ নির্বাসনে
মিথ্যা আছে চটকে
ভালো মানুষ ঘুমরে কাঁদে
শয়তানরা আজ ফটকে।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

মূল্যবোধ আজ বোধশক্তিহীন
মানবিকতা পথ খুজে,
ন্যায়ের ধ্বজা মুখ থুবড়ে রয়
ক্ষমতাকেই সব পুজে।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

গুম হয়ে যায় দেশের মানুষ
যখন তখন যথা তথা,
নেশার জাল ছড়ায় দেশে
নেই যে কারো মাথাব্যথা।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়
সব পরীক্ষায় সবস্তরে
কেউ ভাবে না সমস্যাটা
গুরুতর মস্তরে ।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

অহঙ্কারীর হয় না পতন
চলে সে বুক ফুলিয়ে,
অবৈধতায় জমায় রতন
অন্যায়ে সব গুলিয়ে।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।


খাদ্যে ভেজাল; যায় না খাওয়া
ঔষধেও তো ভেজাল আজ,
ভেজাল চিন্তায়, মন-মননে
আসল চেনা শক্ত কাজ।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

বেগের কাছে আবেগ হারা
অনুভূতি অসার রয়,
স্বার্থ -টানে সবাই ছোটে
নীরিহদের প্রাণের ভয়।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

চেতনা আজ গৃহবন্দি
ইতর-বিশেষ সংজ্ঞাতে,
সবাই সাজায় নিজের মতো
স্ব স্ব তরী রঙ্গাতে।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

তঃ

কিন্তু বলো কতোদিন আর
'মানিয়ে চলা' চলবে?
ছাইচাপা এই আগুনটা কি
আচমকাতে জ্বলবে ??

##২০১৪০৫১৭##


লিমেরিকঃ ডাক্তারগণ



ডাক্তারগণ সব মফস্বলে থাকেন না
গরিব আর্তের খবর তারা রাখেন না
সবার লক্ষ্য ঢাকা
চলে তদবির-চাকা
সেবা ব্রতের মন্ত্র গায়ে মাখেন না।।
##২০১৪০৫১৭##

হাইকু ৩


আমাদের ছুঁয়ে ছুঁয়ে থাকা

বিশ্বাস আর ভালোবাসার বন্ধন
জ্বলে মরে মেঘবতী।
#২০১৪০৫১৬(৩)#

Thursday, May 15, 2014

লিমেরিক: ঢাকার জীবন

বিদ্যুৎ মিয়া 'যাই যাই' করে
গ্যাস থাকে না রান্নার ঘরে
ওয়াসার পানি
দূষিত তা জানি
এইতো জীবন, ঢাকাবাসীর তরে।
##২০১৪০৫১৫##

লিমেরিক: মোবাইল কানে

 
 
 
মোবাইল কানে পথচলায় বিপদ বড়ো
তবু কেনো সতর্কতায় হেলা করো?
সময় নাকি জীবন
বলে তোমার কী মন?
সচেতন হও, নিরাপদে জীবন গড়ো।
##২০১৪০৫১৪##

ছবি কৃতজ্ঞতাঃ বাংলাদেশ প্রতিদিন ।

Tuesday, May 13, 2014

শ্বশুরবাড়ি

শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি
বলে লোকে জানি
শ্বশুরবাড়ি নিয়েই আবার
হরেক কানাকানি।

শ্বশুরবাড়ি পেয়ে কেউবা
যায় ভুলে যায় বাড়ি
শ্বশুর-স্বজন মাথায় থাকে
মা-বাবার শূন্য হাঁড়ি।

শ্বশুরবাড়ির যৌতুকে কেউ
হাঁকায় দামি গাড়ি
ভাই যে পায় না পড়ার খরচ
খবর যে নেই তারি।

বিয়ে করে কেউবা আবার
ঘর-জামাই-এর পদ ধরে
স্বার্থপর হয়ে সে খুব
স্ট্যাটাস রাখতে মদ ধরে।

শ্বশুরবাড়ি পর নয় জেনো
কাছের সেতো আত্মীয়
বউয়ের স্বজন, নিজের সুজন
ভাবতে নেইতো ব্যত্যয়।

শ্বশুরবাড়ি নিজের বাড়ি
ইতর বিশেষ নেই কোনো
বিবেকটাকে সজাগ রেখে
শুদ্ধ সুখের জাল বুনো।

##২০১৪০৫১৩##

লিমেরিকঃ সেবা বাণিজ্য

চিকিত্সা আজ সেবা নাকি চিকিত্সা আজ বাণিজ্য?
এ প্রশ্নটা করা বুঝি নয় এখন আর অন্যায্য।
ভুক্তভোগী জানে কী যে জ্বালা
চিকিত্সক এর হৃদয়ে কি তালা?
মমতা, মায়া, সেবার ব্রত আজ সবই কি তা ত্যাজ্য?
##২০১৪০৫১৩##

লিমেরিকঃ কালো টাকা সাদাকরণ

কালো টাকা হয় সাদা কি কোনো যন্ত্রে?
সম্ভব কি তা ঝাড়ফুঁক কিংবা মন্ত্রে?
শোধন চলুক বোধে
তাতেই কালো রোধে
হয় না সাদা ইজম কিংবা তন্ত্রে ।।
##২০১৪০৫১০#

লিমেরিক ঃ কালো টাকা

টাকা কি করে হয় কালো জানেন কি? 
গায়ের রঙে টাকার মান নয় মানেন কি?
আসল কালো মানব মন
অবৈধতায় জমায় যে জন
চোখে লজ্জার পর্দাটা টানেন কি?
##২০১৪০৫০৯##

Sunday, May 11, 2014

লিমেরিকঃ মাকে নিয়ে



ফ্রেমে বন্দি একটি দিনে মাকে ভালোবাসা
তা নয় জেনো, মা যে আমার নিত্য কাঁদাহাসা
মা যে অনেক দূরে
সুদূর অচিনপুরে
অনুক্ষণ তাও মাকে যে পাই, মা-ই সকল আশা।
##২০১৪০৫১১##

Saturday, May 10, 2014

কষ্টের পদাবলি

আমার দুঃখ
বলবো কি আর তারে?
বলতে গিয়ে
দুঃখ  শুধুই বাড়ে।

সে কি বুঝে
কী যে আমার জ্বালা?
কষ্টে কাঁদি
হৃদয় ফালাফালা।

আমার সেতো
আছেই  মহাসুখে
কেবল দাহ
শেল হয়ে এ বুকে।

ভালোবাসার
এই বুঝি এক ধরন
কারো সুখ আর
কারো জীবন-মরণ।
##২০১৪০৪১০(০৩১২র)

Friday, May 9, 2014

এক একটা তাজা প্রাণ লাশ হয়ে যায়




ঝরে যায় অমূল্য জান প্রতিদিন
রাস্তায়
যানের চাপায়
মানুষের জীবন যেনো মশা-মাছির
কিংবা 'কিছুই না'


পিষে যায় প্রতিদিন যন্ত্র-দানব
এক একটা তাজা প্রাণ
যায় হয়ে নিথর মুহূর্তে
বীভৎস লাশ হয়ে ফেরে স্বজনের কাছে
আহা! প্রাণের কী  নিদারুণ অপচয়!!

অথচ
কারো কোনো দায় নেই
নেই কোনো মাথাব্যথা
প্রতিদিন লাশ বাড়ে
      ক্রমান্বয়ে বর্ধিত হয়।

'নিরাপদ সড়ক চাই'
চিৎকার পৌঁছে না
     যেখানে প্রয়োজন।

এক একটা তাজা প্রাণ
লাশ হয়ে যায়
   ভ্রূক্ষেপ নেই কারো!!

সভ্যতা সভ্যতা বলে চিৎকার আমাদের
অধিকার আদায়ে ব্যস্ত সুশীল
আইনতো তার নিজস্ব গতিতেই!!

জীবনের কি নেই অধিকার এতোটুকু
স্বাভাবিক মৃত্যুর (??)

এক একটা তাজা প্রাণ
লাশ হয়ে ঘরে ফেরে
মানুষের জীবন মশা-মাছির
নাকি 'কিছুই না' কিছু!!

এক একটা তাজা প্রাণ
লাশ হয়ে যায়
সংখ্যা দীর্ঘতর ক্রমশঃ
............নেই প্রতিকার।।

##২০১৪০৫০৯##

একটা তুমি

আমার আকাশ

পৃথক আকাশ
         তোমার জন্যে গড়া,
স্নিগ্ধ আবেশ
সুখতা রেশ
          ভালোবাসায় ভরা।

আমার যে চাঁদ
একলা সে চাঁদ
        দেবে তোমায় আলো,
আঁধার ঢেকে
জোছনা মেখে
      বাসবে শুধু ভালো।

আমার বাড়ি
তা আমারি
     আর যে শুধু তোমার,
আমরা দু'জন
কুহু ও কুজন
     প্রেম শুধু বেশুমার।

আমার তুমি
একটা তুমি
      আর কিছু নেই আর,
ছন্দে তালে
আপন পালে
      সময় পারাপার।।

##২০১৪০৫০৯##

Tuesday, May 6, 2014

হাইকু...২

প্রতিক্ষণ ভালোবাসি
জানো যা তারচে' বেশি
দুজন এক সুতোয়।

২০১৪০৫০৬(০২)

Monday, May 5, 2014

হাইকু...০১

রাত কি কেবল তার

অসার অভিসার
ভালোবাসা কাতরায়।
২০১৪০৫০৫(০১)

Friday, May 2, 2014

ভালোবাসার অণু

তোমায় আমি ভালোবাসি
এটাই জেনো ফাইনাল
একটু তোমায় দেখার আশায়
চাতক-সম যায় কাল।

তাও কি তুমি আসবে না আর
রাখবে আমায় তৃষিত
হবে না আর সোনালি ভোর
থাকবে শুধু নিশীথ?

##২০১৪০৫০২##

Thursday, May 1, 2014

লিমেরিক: শ্রমিকের তরে

শ্রমিকের ঘাম ও রক্তে উর্বর শিল্প আজ
বিশ্ব দরবারে নেয় করে স্থান পায় যে তাজ
স্বার্থবাদীদের নানান খেলায়
শ্রমিকের ভাগ্য থাকে হেলায়
নেই সময় শ্রমিকের তরে করবে যে কাজ।
##২০১৪০৫০১##

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়