Sunday, June 26, 2016

"মহা= সাধারণ" সমাচার

তখন একটি গ্রুপে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। হাস্যরস প্রিয় আমার এক বন্ধু আমাকে সব সময় বলতো- সাধারণ ম্যানেজার (জেনারেল=সাধারণ)। আমি হাসতাম। তবে বাস্তবতা হলো- আমি কখনোই "মহা" ছিলাম না; ছিলাম, আছি সাধারণ হয়ে সধারণের মাঝে।
সাধারণ হয়ে থাকার মধ্যে অনেক প্রাপ্তি আছে। অনেক আগে যাদের সাথে (যাদের নিয়ে) কাজ করেছি, তারা আমাকে মনে রেখেছেন শুধু এজন্যই। তাই কোনো জব ছেড়ে দেবার সময় অনেকের চোখের কোণে পানিও দেখেছি। আবার যারা নিজেদের "মহা' জাতীয় কিছু মনে করেন, তারা খুশী হয়েছেন আমার অনুপস্থিতিতে।
সাধারণ হতে পারা, সাধারণ থাকতে পারা এবং সাধারণ্যে থাকতে পারায় কী আনন্দ ও তৃপ্তি - তা তো "মহা"জনরা বুঝতে পারবেন না।
‪#‎অণুঅনুভূতি‬
[২০১৬০৬২৫]

Weekly Summary from Facebook

অণু অনুভব
~~~~~~~~~
ক্রমাগত পান্থ চলা
কারো রুদ্ধশ্বাস,
কেউবা শুধু তক্কে থাকে
নিয়ে ক্রুদ্ধ গ্রাস।
~
২০১৬০৬১৯


Bin your negatives
Bin your sin
Grow your ray of hopes
Grow lively green.
[২০১৫০৬২০]

 ~~~~
রোজা আমাকে কমবেশি ধরেই...
কিন্তু আমিও ছাড়ি না তাকে।
তাই সম্পর্কটা শেষতক ভালোবাসাতেই রূপ নেয়।
~
[২০১৬০৬২০]

আধুনিক ও স্মার্ট সময়ের
ধূর্ত কুটচালে
সত্য বন্দি মন পিঞ্জরে
মিথ্যা ধুম্মা তালে।
--
বিত্ত দিয়ে চিত্ত মাপা
নয়তো সঠিক মোটে
অনেক উচ্চবিত্তমনে
রয় আঁধার ঘুটঘুটে।
---
নীরব কিংবা সরব তা হোক
জাগুন ভেজাল রোধে
শুদ্ধচিন্তায় মুক্তি মেলে
বাজুক এ সুর বোধে।
‪#‎পরানেরকথা‬ [২০১৫০৬২০]


 ~~
মায়ার বাঁধন হারায় কায়া
মায়ার শুধু হাহাকার
মায়ার কুঞ্জ যায় যে পোড়ে
কেউ বুঝে না তাহা কার!
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২০/১৬২০]


 ~~
Hanker after good look
No room for good thought?
Achieve millions of 'like'
Heart would be dark-caught!
‪#‎weefeel‬
[20160620/1844]


~~
গরীব কোথায়
গরীব-শূণ্য দুনিয়া!
এক-আধজনও
পাইনে বেবাক গুণিয়া।
--
[২০১৬০৬২১/১৩৩৭]

~
সটান বাড়িয়ে দেয়া তোমার হাত
প্রিয়জনকে কাছে টেনে নেয়ার জন্য প্রত্যয়ী নয় এখন আর
আহা! নিষ্প্রাণ সেলফি স্টিক আজ কেবলি তা!
~~
The arm you extended
No more for embracing the beloved
Alas! This is mere a selfie stick today!!
~~
‪#‎সময়কথা‬ ‪#‎সেলফিম্যানিয়া‬ ‪#‎selfie_mania‬
[২০১৬০৬২২/১৪৪৭]

~~
You
~~
Dawn fades into the noon’s brightness
You remain fresh to me.
Day engraves to evening blush
You remain the same recent to me.
Night dies down to dark
You till remain unfold aura of worship to me.
-
[20150623]

~~

কড়কড়ে কর
করে ধর ধর
ছোট সৎ করদাতা
কাঁপে থর থর।
-
রাঘব বোয়াল এ করে
কভু তারা না ডরে।
-
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৩/১৯২৯]


~~
তোকে ভেবেই উড়িয়েছিলেম
ইচ্ছে নীলে ঘুড়ি,
নাটাইটা তার গুঁড়িয়ে দিলি
বাজিয়ে এক তুড়ি।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৩/১৯২৩]

~~

আমায় আমি দেখি সেরা
হোক না শূণ্য জ্ঞানের ডেরা
আমায় আমি বলি বড়
আমিময় এ জগৎ ঘেরা।
‪#‎আমিময়তা‬ ‪#‎অণুঅনুভব‬
[২০১৬০৬২৪/২২২৪]

~~
বৃটেন ছিলো দুধ ভাই
আজকে দিলো গুডবাই
মন খারাপের দিনে ইইউ
করছে শুধু দূর ছাই!
[২০১৬০৬২৪]

~
কথা আছে কাজ নাই
বেশি শুধু বাজনা-ই
ফলাফলে শূন্য
যেনো কোনো লাজ নাই.
‪#‎কথাকাজ‬ 

~


EU- Be You
~~~~~~~~~
বৃটেন বলে ইইউ
টা টা, বাই, সি ইউ
রেসপেক্ট হ্যাজ প্যাক
ওহ ইইউ বী ইউ।
--
Britain bade EU
Ta ta, bye, see you
Respect has pack
Oh EU be you.
‪#‎weefeel‬ [20160625/0355]

~~

সত্য মিথ্যার গোলক ধাঁধাঁয়
সত্যটা কি হবে আদায়?
অস্থির এই কপট সময়
সকরুণ সময়কে কাঁদায়।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৫/১৭২২]

~~
মডার্ন সময়ের টিউমার
প্রতি মুহূর্তের রিউমার।
~~
Modern time tumor
All abrupt rumor.
‪#‎TimeTumor‬ [20160626/0008]

~~
সত্য মিথ্যার গোলক ধাঁধাঁয়
সত্যটা কি হবে আদায়?
অস্থির এই কপট সময়
সকরুণ সময়কে কাঁদায়।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৫/১৭২২]


আগের দিনের বায়স্কোপ
এখন দেখার নাই স্কোপ
ভাণ ফান অভিনয়
শুধু দেখার পাই স্কোপ।
~
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৬/১২১৫]
 

        

Sunday, June 19, 2016

পরানেরকথা‬

হন্যে খুঁজে মূল্যবোধ?
সে তো নিজেই ভুললো বোধ!
দুষ্টাচারের কঠিন ফাঁদে
কাঁটাতারে ঝুললো বোধ!
‪#‎অণুঅনুভব‬ ‪#‎পরানেরকথা‬
[২০১৬০৫২৪/১৫৪৯]

সময় কথা

হাবভাবে সে পামেলা
সব ভাবে সে ঝামেলা
নিজের দোষ দেখে না সে
যদিও আছে তা ম্যালা!
[২০১৬০৫২৬/০৭২১]

অণু অনুভব

কান নিয়ে ভাণ নয়
আর মিছে ফান নয়
ছিঃ ছ্যাঃ কানাকানি!
কান গেলে মান যায়
কেউ ইস্যু ঘ্রাণ পায়
পিছে হানাহানি।
-
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫২৬/১৪১৭]
‪#‎কান‬

সময় কথা

আগের দিনের 'পতি', 'স্বামী'
ডিজিটালে 'হাবি",
হাবিজাবির জীবন নিয়েই
যায় খেয়ে সে খাবি।
‪#‎অণুঅনুভব‬ ‪#‎সময়কথা‬
[২০১৬০৫২৬/১৫৪৫]


Relevant earlier post:
আগের দিনের 'লক্ষ্মী, প্রিয়া'
এ সময়ে 'হেই বেবী',
'বিএফ' শুধু 'জিএফ' খোঁজে
সুদূর অতীত সেই 'দেবী'।
#অণুঅনুভব #সময়কথা
[২০১৬০৫২৩/১০২৭]

পরানের কথা

যশ ও রসের পরচর্চা
এ সময়ের বড়ো চর্চা
অন্যের ক্ষতির জন্যে রাজি
দিতে যদি ধরো খরচা!!
‪#‎পরচর্চা‬
‪#‎অণুঅনুভব‬ ‪#‎পরানেরকথা‬
[২০১৬০৫৩০/১৪৩২]

সময় কথা

লেখাপড়া আর পরীক্ষা
সবই যখন লাইভ,
প্রশ্ন তোলা অবান্তর তো
"এই জিপিএ ফাইভ?
=৩০/৫/১৬

বইপড়া বিনাশ


সেলফোনে কল দিয়ে প্রিয় লেখক ইমদাদুল হক মিলন বললেন, তাঁর বইয়ের অডিও. ভার্সন মোবাইল ফোনে শোনা যাবে।
খুব কষ্ট পেলাম। বই পড়ে কতো রাত পার করে দিয়েছি। নতুন বউকে পর্যন্ত ইগ্নোর করেছি ।
এরপর আর বইপড়া শব্দটি জীবিত থাকবে কতোদিন জানি না।
-
[একজন ব্যাকডেটেড]
৩১/৫/১৬ 

লিমেরিকঃ ভাইরাল ইস্যু


আহা ইস্যু, হাহা ইস্যু; ইস্যুগুলো ভাইরাস
পলকে পরতে চলে, মোটে টানা নাই রাশ
এই ডানে, বায়ে এই হুজুগে
ভাইরাল বুঝা দায় এ কুযুগে
ঝড় ওঠে আর ঝড় থেমে যায়; বোধ ও বিবেক পায় হ্রাস।
-
[২০১৬০৫৩১/২৩০৮]

অণু অনুভব- ভাণ

বেশতো সবাই জীবন দ্যাখে
হাসি খুশি প্রাণ,
কেউ কি দ্যাখে উল্টোপিঠে
সুখে থাকার ভাণ।
‪#‎অণুঅনুভব‬ ‪#‎ভাণ‬
[২০১৬০৬০১/১৬৩৮]

অনুভব

তোমার সব ছলচাতুরি কেনো আমি বুঝতে পারি!!
আর আমি কেবল এ নিয়ে আমার হাসিটুকু আটকে রাখার ছল করে যাই।
-
০১/৬/১৬

#‎অণুঅনুভব‬

প্রিয় বিশ্বাসগুলোকে সযতনে আগলে রাখি। অসময়ে, দুঃসময়ে আর পাথর সময়ে এগুলো খুব কাজে লাগে। বাঁচিয়ে রাখে- বাঁচিয়ে তোলে।
‪#‎অণুঅনুভব‬
০২/৬/১৬ 

যখন তোমার


যখন তোমার আয় থাকে
বন্ধু সুহৃদ ভাই থাকে
বড়ো ছোট নানান পদে
হরেক রকম দায় থাকে।


যখন তোমার আয় থোড়া
কপাল যেনো হয় পোড়া
ভালোবাসা যতোই থাকুক
সঙ্গী চোখ এই এক জোড়া।
-
[২০১৬০৬০২/১৫১১]

বাঁধন কিংবা তা নয়

তোর তরে যে স্নেহ আশীষ
কভু সেতো ভ্রম ছিলো না,
নিরেট ছিলো ভালোবাসা
পরিমাণেও কম ছিলো না। 


বাঁধতে তোকে পারিনি তাও
সুদূর হয়ে আছিস কাছে,
আমি কেবল আশায় থাকি
একটু আদর যাচিস পাছে!
...
[২০১৬০৬০৩/১৪০২]

বাঁধনহারা

নিত্যপণ্যের বাজার
নেই আয়ত্ত্বে আজ আর
~~~~বাঁধনহারা,
আমজনতার ঘটে
কী আর বলো জোটে
~~~ কাঁদন ছাড়া!!
‪#‎অণুঅনুভব‬ [ ২০১৬০৬০৪/১৪০১]

অণু অনুভব

কিছু নিঃস্বার্থ কান্না আবশ্যক
স্বল্পদৈর্ঘ্য হলেও ক্ষতি নেই
বিনিময়ে প্রস্তুত রেখেছি বোধের বাতিঘর
পুরোটাই দিয়ে দেবো।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬০৪/১৫১৫]

অণু অনুভব

মুখে চাউর 'পরিবেশ'
না যেনো কেউ ধরি 'বেশ'
প্রাণের খনিটা বাঁচাতে
চলো যতন করি বেশ।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬০৫ ‪#‎পরিবেশদিবস‬]

অণু অনুভব

বেশ আমাকে বুঝে গেছিস তুই
শূন্যটাকে ইচ্ছে ভাবিস দুই
সমীকরণ মিলবে কি আর
ক্যাম্নে বল আর বোধটাকে যে থুই।
-
০৫/৬/১৬ 

অনুভব

আমাদের জীবনগুলো যেনো আমাদের নয়; মৃত্যুগুলোকেই নিজের করে পাই। আর মৃতদের কথা বলার ক্ষমতা নেই; থাকে না।
০৬/৬/১৬ 

•••••••••••ঘরকন্না•••• ঘরকন্না •••• ঘরকন্না ••••••


কষ্ট থাকে আমার ঘরে
আয়েশে,
হাসে রাগে কিংবা নাচে
খায়েশে।

সেনাপতির বুট যে পরে
পায়ে সে,
যখন ইচ্ছে কাঁদায় সেটার
ঘায়ে সে।

বদ-মেজাজি ভাবটা বুঝায়
রা' এ সে,
অসুর পশুর শক্তি রাখে
গায়ে সে।

যখন তখন ডাকে রুদ্র
তা'য়ে সে,
আটকে রাখে দহন পালের
নায়ে সে।
-
‪#‎ঘরকন্না‬ [২০১৬০৬০৬/বি]

অণু

অবাধ ও শান্তিপূর্ণ
বিভেদ ও ভ্রান্তি চূর্ণ

অণু অনুভব

আমাদের বিবেকগুলোন অচেতন
কোমায়
বোধগুলোন ঝিমোয়
পড়ে পড়ে
চোখ শুধু বেঁচে থাকে রাতবিরাত
স্ক্রীণে।

‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬০৮/০৩১৫]

~~হন্যে প্রেম ~~


আইসিইউতে বিবেক কোমায়
বোধও সিসিইউতে ঘুমায়
হন্যে খুঁজে ভালোবাসা
পাইনে তারে দিতে তোমায় ।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬০৮/১৮০০]

অনুভব

স্বার্থচিন্তা ও নেতিবাচক ভাবনা সবসময়ই বেশ শক্তিশালী হয়ে থাকে। নিঃস্বার্থ পরিকল্পনা আর ইতিবাচক পদক্ষেপকে তাই অনেক সময়ই নেতিবাচক ফল নিয়ে মুখ ভার করে বসে থাকতে দেখা যায়।
[১০/৬/১৬]

ভাণ নয় টান


তোর সাথেই তো প্রাণ ছিলো
অন্ত্যমিলে গান ছিলো
ভুল ভাবনায় তাল কেটে যায়
ভেবে নিলি ভাণ ছিলো!
[২০১৬০৬১০/০০৫১]

পালতোলা কষ্ট


কষ্টগুলো ভালোবাসে
আমায় খুব,
সকাল সাঁঝে যায় দেখিয়ে
হরেক রূপ।

আমি কি আর যুদ্ধ করে
পারি তায়!
তাই চেপেছি পালতোলা এ
কষ্ট নায়।
[২০১৬০৬১০/০১১৬]

ভুল আশা


আজ যা মিছে ভুল আশা
সেটাই ছিলো মূল আশা
হৃদয় শুধু সরব ছিলো
হয়নি মুখে খোলাসা।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬১০/১৪১১]

অণু

মনের সংযম দামি
করছি কি তা আমি?
‪#‎আত্মপ্রশ্ন‬ [২০১৬০৬১০/২২১৪]

অণু অনুভব

তোমার ওসব গুটির চাল
হারাবেই সে খুঁটির তাল
উল্টো পথে তোমার তরে
না হয় আবার কঠিন কাল!!

১০/৬/১৬

অণু অনুভব

তোমার আভায় রাঙাতে এ মন
আকুল আমি ব্যাকুল অনুক্ষণ
জানি আমি যোগ্য তো নই তার
আশায় তবু পেতে মানিক ধন।
[২০১৬০৬১১/১৪০০]

অণু অনুভব

ছন্দোবদ্ধ মানবিক বৃষ্টিতে
ভিজে যায় যাপিত প্রথম প্রহর
তোমার হৃদয়ে তবু তাপিত খরা নদীতা
ভেজাও ভেজো
স্পন্দিত সুবোধ সোপানে বেঁচে উঠুক
সময়
ধরা।

-
১২/৬/১৬

সময় কথা

বিনয়টা আজ দুর্বলতা
বদমেজাজী শক্তিধর,
ওরে তোরা সৎ-কে ছেড়ে
বদ বাবাকে ভক্তি কর!!
‪#‎সময়কথা‬ [২০১৬০৬১২/১২১৯]

অণু অনুভব

কাজের চেয়ে প্রকাশ বেশি
না হয় যেনো রোজায়,
অন্তরে অমৃত মেলে
পাই যেনো রব বুঝায়।
‪#‎প্রার্থনা‬ [২০১৬০৬১২/১৭২৫]

পরানের কথা

হরেক রকম রঙ জমে
বাঁধ সাধে এই সংযমে
বিশ্বাস বড়ো পলকা আমার
মনেতে তাই ভঙ জমে।
‪#‎উপলব্ধি‬ [২০১৬০৬১২/১৭৩৪]

অণু

রোজাদারের ইফতার
মস্ত বড় গিফট তার্।
-
১৩/৬/১৬

ব্রেক-আপ= মেক-আপ [Breakup=Makeup]

ব্রেক-আপ= মেক-আপ [Breakup=Makeup]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে সুন্দর করে প্রকাশের জন্য মেক আপ নেয়া, পরিবর্তন/উন্নয়ন একটি নৈমিত্তিক ব্যাপার।
কিন্তু ব্রেক আপ?
অধূনা, সম্পর্ক এবং এর পরিণতি খুব সস্তা হয়ে গেছে যেনো! ব্রেক আপে তাই আজ আর কেউ বিচলিত নয়; বরং উৎফুল্ল।
ব্রেক আপ আর মেক আপ যেনো সমার্থক শব্দ যুগল!
দুটোই যেনো নিজেকে জাগাতে ও রাঙাতে!!


১৩/৬/১৬

অণু অনুভব

ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি
আছে গুচ্ছ ভুলও,
তোমার অপার কৃপা ছাড়া
নেই মুক্তি একচুলও।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬১৪/০৪২৮]

অণু অনুভব

খুব তো দেখি দোষ অপরের
দেখি কি মন ভিতর?
মুখোশ সাধুর অন্তরালে
মুচকি হাসে ইতর!
‪#‎অণুঅনুভব‬ ‪#‎আত্মপ্রশ্ন‬
[২০১৬০৬১৪/১৫৫৮]

অণু

আষাঢ় আসার আশায়
বন্দনা !
ভাসার ভাষা বুঝায়
দ্বন্দ্ব না?
[২০১৫]

*শুরু থেকে শেষ*


কবিতা দিয়েই হয় শুরুটা।
গল্প ও গানে উত্থান......
তারপর নাটক থাকে বিন্যাসে
কখনো কমেডি- মেলোডিয়াস
ট্র্যাজি-কমেডি কিংবা ট্র্যাজেডি কখনোবা!!
[২০১৬০৬১৫/০২১৩]

পরানের কথা

জ্ঞানে কম গরিমায় উচ্চ
কাজে নাই কথা এক গুচ্ছ
অন্তরে কা কা কাক ডাকে
পোশাকে মনোরম পুচ্ছ!
~~~~~~~~
[২০১৬০৬১৫/১১০০]

অণু

তোমার সু্নিপুণ ব্যবচ্ছেদ
তুমি থাকে শিল্প বলো
আমার অনুভবে দাহ ত্রাস।

১৬/৬/১৬

সময় কথা

আচ্ছা টিভির রিমোটে
বিবির থাকে মূল কন্ট্রোল
সাব'এর আছে কি মোটে?
১৬/৬/১৬

চিন্তাশুদ্ধি

কথা ভারি সোজা
বছর ঘুরে এলো আবার
আত্মশুদ্ধির রোজা।

ভেজাল খেয়ে দেখে
ঠাউর করা কষ্ট বড়
কোনটা সঠিক, চেখে।

ধূর্ত কুটচালে
সত্য বন্দি মন পিঞ্জরে
মিথ্যা ধুমমা তালে।

সংযমের এই মাসে
চিন্তাশুদ্ধি অভিযান হোক
মেকি ভেজাল নাশে।
>>>>
সোআপ
১৯/৬/১৫ (১ রমযান)

প্রকাশে ঋদ্ধ রুচি কি অসম্ভব?


মানুষ কতো সহজে অশ্লীল, অরুচি/কুরুচিপূর্ণ শব্দচয়নে লিখে যাচ্ছেন আর ভাবছেন সাহিত্যকে সমৃদ্ধ করার চুক্তিবদ্ধ কাজ করে যাচ্ছেন তাঁরা। আমার ভাবতেই রুচিতে লাগে! শুদ্ধ ও মার্জিত শব্দ ভাণ্ডার কি অপ্রতুল; নাকি তা সাহিত্য সৃষ্টিতে অক্ষম? সস্তা লাইক/কমেন্ট পাবার মানসিকতায় নিজেকে নিচে নামানোর পাশাপাশি সমাজকেও (বিশেষত তরুণ প্রজন্মকে) ঠেলে দেয়া হচ্ছে অশ্লীলতার ঘূর্ণিপাকে!!
-
১৯/৬/১৬

পরানের কথা

ক্রমাগত পান্থ চলা
কারো রুদ্ধশ্বাস,
কেউবা শুধু তক্কে থাকে
নিয়ে ক্রুদ্ধ গ্রাস।
-
১৯/৬/১৬

বাবার পরান | পরানের অণু অনুভব

সময় চলে। চলে। মিনিট। ঘন্টা। দিন। মাস। বছর। এভাবেই চলে আসছে সময়ের পরিক্রমা। সময় আসলে সময়েরই গহ্বরে মুখ লুকায়। পুরনো সময় গিয়ে আসে নূতন সময়। সময়ের সাথে সবই বদলায়। ফিরে আসে নূতন সাজে। ভিন্ন রূপে। 

আর, সময়ের অমোঘ চক্করে পড়ে হারিয়ে যায় সময়ের সেরা সৃষ্টি- মানুষও। মৃত্যু কেড়ে মানুষের জীবন।  মানুষের বিকল্প অন্য একজন মানুষ হতে পারে না কখনোই। তাই হারিয়ে যাওয়া মানুষটি শুধু স্মৃতি হয়েই বেঁচে থাকে প্রিয়জনদের কাছে। স্বজনদের কাছে।

মাকে হারিয়েছি কিশোরবেলায়। মায়ের স্মৃতি এখনো কাঁদায়। মা চলে যাবার পর, বাবা ছায়া হয়ে ছিলেন মাথার ওপর। আমাকে কাঁদিয়ে বাবাও চলে গেলেন ২০১৫এর অক্টোবরে। 

বাবাকে ঘিরে অমিয় স্মৃতিকণাঃ

বাবাকে ঘিরে স্মৃতির শেষ নেই। উচ্চশিক্ষিত ছিলেন না কিন্তু অনেক পড়াশোনা করতেন আমার বাবা। অনেকদিন গ্রামের মাদ্রাসায় শিক্ষকতাও করেছেন। কোরআনের তাফসির, হাদিসের ব্যাখ্যা যেমন জানতেন, তেমনি মুখস্ত ছিলো অসংখ্য বচন/প্রবচন-শ্লোক। গ্রামের মানুষ সে সময় পঞ্জিকা দেখতে চলে আসতো বাবার কাছে। ডাক্তার তখন গ্রামে ছিলো দুর্লভ। প্রায়ই দেখতাম সকালে পাড়ার কিছু লোক বাড়িতে এসে হাজির। উদ্দেশ্য – ইঞ্জেকশন দেয়া। বাবা ডাক্তারের নির্দেশনা মতো ইঞ্জেকশন দিয়ে দিতেন গ্রামের লোকজনদের।

কয়েকটি স্মৃতিকণা ঝলঝল করছে মানের কোণেঃ

একঃ
~~~
স্কুল থেকে ফিরে দেখি- সুন্দর ঘুড়িটা উড়ছে।  নাটাইটা বাড়ির সামনে আকন্দ গাছে বাঁধা। লম্বা লেজের ঘুড়িটা দেখে মনটা ভরে যায়। ঘুড়িটা আমার জন্য বানিয়েছিলেন আমার বাবা। আমাকে সারপ্রাইজ দেয়ার জন্য স্কুল থেকে ফেরার আগেই তা উড়িয়ে রেখেছে। 

দুইঃ
~~~
তুমুল বৃষ্টি হচ্ছে। স্কুলের মাঠ ভেসে গেছে পানিতে। বৃষ্টি থামার নাম নেই। দিনের বেলায় নেমে এসেছে আঁধার। টিনশেড স্কুলে আটকা পড়ে আছি। দেখি- বাবা হাজির স্কুলে ছাতা নিয়ে। বাবার হাত ধরে বাড়ি ফেরা - কতোই না সুখের।

তিনঃ
~~~
বইয়ের মলাটগুলো সুন্দর করে করে দিতেন বাবা। আর সুন্দর স্টাইল করে ক্লাস-রুটিনও লিখে দিতেন তিনি।

চারঃ

রাতে শুয়ে বাবা জানতে চাইলেন, স্কুলে আজ কী পড়িয়েছে। একপর্যায়ে বলেছিলাম- মাটির প্রকারভেদ। মাটি প্রকারগুলোর কথা জানতে চাইলে, আমি ভুল করে বলেছিলামঃ এলেট মাটি। বাবা বললেন, এটা এঁটেল মাটি হবে, এই নিয়ে তর্ক। তার আবার হারিকেন জ্বালিয়ে বই বের করা। আহা!!

পাচঃ 
কোনো ভুল বা অন্যায় করলে মা সব সময় বাবার ভয় দেখাতেন। বলতেন, আসুক তোর বাবা আজ বাড়ি আসুক। বাবা বাড়ি এলে, মা অভিযোগ করতেন আবার নিজেই বলতেন, দৌড়ে পালা। মারবে তো। 
বাবা আসলে কখনোই মারতেন না।

ছয়ঃ
বাবা প্রায়ই বলেতেন, আমাকে দেখলে তাঁর বাবার (মানে আমার দাদার) কথা মনে পড়ে। আমার নাক আর পিঠ নাকি দাদার মতো। পেছন থেকে আমাকে দেখলে আমাকে নাকি দাদার মতো লাগে। আমার নাক অনেক উঁচু বলে  আমার নাক শিং মাছের নাকের মতো বলে খেপাতেন আমাকে। 

বাবার চলে যাওয়াঃ
২০১৫এর অক্টোবরের ৩ তারিখ। বাড়ি তেকে জরুরি ফোন পেয়ে বাড়ি গেলাম। বাবা আমাকে দেখে কাঁদলেন। সন্ধ্যায় বাবার বিছানায় বাবার পাশে বসে আমি বাবার হাত ধরে আছি। দেখলাম বাবার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। বাবা যেনো বিড়বিড় করে কী বললেন। 

চলে যাবার মুহূর্তে আমি বাবার হাত ধরে ছিলাম। বাবাও শক্ত করে ধরে ছিলেন আমার হাত। এভাবেই চলে গেলেন। আমি যে কতো একা হয়ে গেলাম- কতোখানি- তা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না জানি।

আমি ছিলাম বাবার পরান!
বাবার আদর, বাবার স্নেহ একটু ব্যতিক্রম ছিলো
বাবা কেবল শাসন করেন এমন একটা ভ্রম ছিলো
কিন্তু বাবার ভালোবাসা
ছিলো গভীর, নয়তো ভাসা
প্রাণটা ছিলো আমার তরে, প্রকাশটাই যা কম ছিলো।

বাবা। আহা বাবা। আমার বাবা কৃষক ছিলো। কিন্তু আমি যেনো রাজপুত্তুরই ছিলাম।

~~~
ছবিতেঃ বাম থেকে বাবা, মাঝে আমি ও ডানে ছোট কাকু। জুলাই ২০১৫ তে তোলা।

Thursday, June 2, 2016

যখন তোমার

যখন তোমার আয় থাকে
বন্ধু সুহৃদ ভাই থাকে
বড়ো ছোট নানান পদে
হরেক রকম দায় থাকে।

যখন তোমার আয় থোড়া
কপাল যেনো হয় পোড়া
ভালোবাসা যতোই থাকুক
সঙ্গী চোখ এই এক জোড়া।
-
[২০১৬০৬০২/১৫১১]

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়