Friday, January 20, 2017

Facebook - January 19, 2016

তোমার পরিযায়ী মনের স্থিতাবস্থা খুব কমই দেখেছে সময়। বিন্দুসম সুখতা বিহারের হাতছানিতেও তুমি পায়ে দলেছো হৃদ্যবোধ । বদলেছো মন । বারবার । সময়ের শেষ বিন্দুতে তোমার কী "রূপ" হবে ... একবার ভেবেছো নদীতা?
#অণুঅনুভব


পরিযায়ী পাখি তুমি
ভাববো না আর তোমার তরে,
তোমার আকাশ বিশাল অনেক
আমার বাস তো ছোট্ট ঘরে।
#অণুঅনুভব 



মাঘের শীত!
কাঁপছে ভিত
কম্প- ঠোঁটে
শীতের গীত !!



We never get what we want
We never want what we get
We never have what we like
We never like what we have.
.....thats life. Is that life???



I believe.... I do believe


 

Sunday, January 15, 2017

#অণুঅনুভব

মায়ায় হাসি মায়ায় কাঁদি
মায়ার বাঁধন হৃদে,
মায়ায় মরি মায়ায় বাঁচি
নয় তা ভোলা সিধে।
#অণুঅনুভব
20160115

#অণুঅনুভব

দিন কি রাতে তুই ভালো থাক
সুখ ছুঁয়ে যাক নীড়ে,
আঁধার-ছায়া হয়ে আমি
নাইবা এলাম ফিরে।
#অণুঅনুভব
20160115

অণু

তোমার যতো প্রতিশ্রুতি
ঠেকে শেষে অতি শ্রুতি
[অণু অনুভব]

সময় কথা

মিথ্যেবলা আজ আর কোনো
দোষের না
সত্যবলা কেবল যেনো
হুঁশের না ||

০৮ জানুয়ারি ২০১৫ 

সময় কথা

ইয়াবার কারখানা বাড়ছে দেশে
রাজধানীতে‚
নেশার এই কালো থাবা কষ্ট হয়
আজ মানিতে।-



০৮ জানুয়ারি ২০১৭ 

কালের কাব্য

সেই ছেলেটি হায়
শুধু গালি খায়:
"তুমি একটা ইম্পসিবল
তোমায় দিয়ে ডিম পসিবল"


হায়! ছেলেটি হাসে
তবু ভালোবাসে
"ও আচ্ছা ইম্পসিবল?
ভীষণ ভালো থীম পসিবল।

লেট'স মেইক এ স্টোরি
উইথ লাভ এন্ড গ্লোরি।"
~
[২০১৭০১০৮/১৪৪৭]
(বাস যাত্রায় লিখা)

পরানের কথা

যাত্রা যখন শুদ্ধতার
পাবেই কিছু রূদ্ধদ্বার
জীবন নামের খেয়াপথে
এটাই নিয়ম যুদ্ধটার্।
~
#পরানেরকথা #অণুঅনুভব
[২০১৭০১০৮/১৭৫৫]

#নীলাক্ত

প্রতীক্ষার নিজস্ব বাধ্যগত হুল আছে কিছু
সুচাগ্রে হেমলক মেখে
খোঁচায় থেকে থেকে
হৃদয় শুধু সুখানুভবের প্রলেপ মেখে যায়
প্রতীক্ষা কি নীলাক্ত সুখহুল!!
#নীলাক্ত (২০১৫০১০৮)

পরানের কথা

কবিদেরও সনদ লাগে
সেরা কবির তকমা চাই,
মেকআপ গেটাপ নজরকাড়া
উত্তরীয়ও যেনো পাই!!
-
#পরানেরকথা
২০১৬০১০৭

পরানের কথা

এখন তো খুব যন্ত্র-সময়
কে আর কথা রাখে?
অনুভূতির বসত-বাড়ি
আগাছাতে ঢাকে।
#পরানেরকথা
২০১৬০১১০

~কিছু সক্ষমতার জন্য প্রায়োরিটি প্রত্যাশিত~


পত্রিকার খবরে জানা গেলো - প্রাথমিক স্তরের বই ছাপানোর কাজ পেয়েছিলো ক 'টি বিদেশি প্রতিষ্ঠান এবং তারা সময়মতো আউটপুট দিতে পারেননি। আর যতোটা দিয়েছেন - তার কোয়ালিটি খুব খারাপ। বিশেষ করে কাগজের মান।

আমার জানা নেই - আমাদের দেশ এবং দেশীয় প্রতিষ্ঠানের "আমাদের প্রাথমিক স্তর" এর মানসম্পন্ন বই ছাপানোর সক্ষমতা নেই কিনা!!

না থাকলে তা অর্জন জরুরি নয় কি?
কিছু বিষয় প্রায়োরিটি প্রত্যাশা করে।

১০ জানুয়ারি ২০১৭ 

পরানের কথা

মায়া এবং মিছে মায়ায়
যায় যে কেটে কাল,
ছুটছে সবে- অচিন সে পথ
উহ্য তাল বেতাল।
#পরানেরকথা
২০১৬০১১১

মৃত্যু

মৃত্যু নিশ্চিত জেনেও মানবমন তা মেনে নিতে চায় না কখনো। আর মৃত্যুর স্বাদ প্রতিটি আত্মাকে গ্রহণ করতে হবে - এ সত্য জানার পরও কিছু মৃত্যু জীবিতদের কারো কারো মনে ভীষণই দাগ কেটে যায়।
আজ উনার মৃত্যুসংবাদ মেনে নেয়াটাও খুব কষ্টের তাই। আমাদের ফুফা। বদরুল টিপু -এর বাবা। উনি আজ পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আমার প্রতিটি ভালো খবরে তিনি উচ্ছ্বসিত হতেন। খুশী হতেন। একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী হারালাম।
আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। আমীন।
~~ 
১১ জানুয়ারি ২০১৭

সময়কথা

ফটোশপে ঘষামাঝা
বেশ করা যায় ফেইসকে,
করা যদি যেতো এডিট
কালো মনের বেইসকে।
~
[২০১৭০১১২]

সময়কথা

একে তো আর হচ্ছে না কাজ
ফ্লাইওভার চাই দু'তলেও‚
ট্রাফিক অটোমেশন করে
চায় ঢাকা পথ ভুতলেও।
~
#সময়কথা
[20160112/2313]
কৃতজ্ঞতা : Nazia Hasan- এর আপডেট

অণু

ভুলও একধরনের আগুনের মতো; চাপা দিয়ে দমিয়ে রাখা দায়। হোক সে তা আঠালো চাপা।

অণু

যন্ত্র ভর করেছে বন্ধুত্বে আজ
অনুভব তাই ক্রমশ দূরের আকাশ...
#অণুঅনুভব

অণু

চিনি আমি এই আমাকে
চেনে আমার মন?
রণে পণে অন্য মনে
সে কোন মায়ার ধন!

অণু অনুভব

যখন আমি নি:স্ব পরান
দেওয়ার কিছু নাই‚
খুব আদুরে বিড়ালছানা
সেও আর পিছু নাই।
~
#অণুঅনুভব [২০১৭০১১৪/০৭৩৭]

অণুঅনুভব

হালের কালে সততা
পায় না মূল্য অতোটা
জীবন জুড়ে সত্যে রবো
হয় না আর সে ব্রতটা।
~
#অণুঅনুভব #পরানেরকথা
[২০১৭০১১৪/১৭৫৮]

শৈত্যপ্রবাহ | দৈত্যপ্রবাহ | মইত্যপ্রবাহ | তইথ্যপ্রবাহ

সইত্য শৈত্যপ্রবাহ
ছিন্নমূল কাঁপে
ভিখে সূর্য তাপে
শৈত্যপ্রবাহ দৈত্যপ্রবাহ।


সইত্য শৈত্যপ্রবাহ
ওঁদের পুলিপিঠা
গরম নরম মিঠা
শৈত্যপ্রবাহ মইত্যপ্রবাহ।

সইত্য শৈত্যপ্রবাহ
বস্ত্র বিলিয়ে
হস্ত মিলিয়ে
শৈত্যপ্রবাহ তইথ্যপ্রবাহ।
~
[২০১৭০১১৫/১৪৩৫] 


Saturday, January 14, 2017

ফ্রীল্যান্সিং সহজ কিংবা অসম্ভব নয়ঃ অভিজ্ঞতার আলোকে টিপস (পর্ব -৩)


ফ্রীল্যান্সিং।
অনলাইনে কাজ।
অনলাইনে আয়।
- এসব কি খুব সহজ? এসবই  কি রাতারাতি অর্থ উপার্জনের পথ? কিছু বিজ্ঞাপন আর কিছু হিডেন প্রলোভন দেখে তাই মনে হয়। ভাবটা এমন- ডলার যেনো নাকের ডগায়। ধরুন আর পকেটে ভরুন।

কিন্তু আসলে কি তাই? না। নট রিয়েলি!

কিন্তু এটা সত্য যে, অনলাইনে আয় কিংবা ফ্রীল্যান্সিং করে উপার্জন - অসম্ভব নয়। এমনকি নিয়মিত অনেক জব করার চেয়ে অনেকক্ষেত্রে ভালো হতে পারে।

প্রশ্ন হলো- কীভাবে?


পর্ব-৩ঃ  মার্কেটপ্লেসে আপনার প্রথম কাজ  | কীভাবে পাবেন?

আপনার প্রোফাইল হয়ে গেছে। সংশ্লিষ্ট কিছু টেস্ট দিয়ে প্রোফাইলের প্রফেশনাল লুককেও করেছেন সমৃদ্ধ। আপনার এখন কাজ খুঁজে এপ্লাই করা এবং ইন্টারভিউ ফেস করে প্রথম কাজটি পাবার পালা। একটু কি নার্ভাস লাগছে ইন্টারভিউয়ের কথা শুনে? অথবা খুব কি উচ্ছ্বসিত প্রথম কাজটি পাবার ভাবনায়? - দুটোই ভালো। তবে পরিমিত। মডারেট স্ট্রেসকে আমি ইতিবাচক হিসেবেই দেখতে অভ্যস্ত।

  • গা ঝাড়া দিয়ে প্রত্যয়দীপ্ত হয়ে উঠুনঃ  ফ্রীল্যান্সিং এবং আলসেমি বা কর্মবিমুখ মনোভাব কখনোই একসাথে চলে পারে না। হালের এ সময়ে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার ছেড়ে কাজে মনোযোগ (Concentration) দেয়া একটু কষ্টকর বৈকি। কিন্তু একটু আপনাকে করতেই হবে। আপনি সোশ্যাল নেটওয়ার্কিং (ফেসবুক বা অন্যান্য) যা করবেন তার কমপক্ষে ৮০% ভাগ হতে হবে আপনার মূল টার্গেট- ফ্রীল্যান্সিংকে ঘিরে। যদি পারেন- আপনি ৫০% এগিয়ে গেলেন- বিশ্বাস করুন। 
  •  নিজেকে অধিকতর যোগ্য করতে  প্রতিদিন শিখুনঃ আপনার পছন্দকৃত বিষয়ে (Niche>> Skill-sets) নিজেকে দক্ষ করে তুলুন। করে তুলুন অধিকতর যোগ্য। কোনো বিকল্প নেই এর। প্রতিদিন কিছু সময় নতুন কিছু শেখার চেষ্টা করুন। পুরনো শিক্ষাকে  ঝালাই /আপডেট করে নিন। পরিবর্তনের যুগ এটি। একটা গাছ ধরে বসে থাকলে চলবে না। এজন্য ভয় পাবার কোনো কারণ নেই!  রিসোর্স আপনার হাতের নাগালেই। গুগল করুন। ইউটিউব করুন। দেখবেন আপনার Efficiency and Confidence Level ঈর্ষনীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। 
  • জব-এপ্লাই | যা যা দেখে নিতে হবে আগেঃ 
    • আপনার স্কিল-সেটের সাথে জব-ডেস্ক্রিপশন ম্যাচ করে কি না।
    • এরই মধ্যে কেউ হায়ারড (Hire Process) হয়ে গেছে কি না।
    • স্পেশাল কোনো নির্দেশনা আছে কি না- যা আপনার জব-এপ্লাইয়ের প্রতিবন্ধক। সেক্ষেত্রে, আপনার সীমিত কানেক্ট (Connects)  শুধু শুধু অপচয় হবে।
    • ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ড। এটি খুব গুরুত্বপূর্ণ।
    • ক্লায়েন্টের টাইম জোন
    • প্রজেক্ট বাজেট / রেট।

আচ্ছা, ধরে নিচ্ছি, আপনি একটা জবে এসবই বিবেচনা করে এপ্লাই করার মনস্থির করেছেন। এখন অবধারিতভাবেই এসে যায়- কাভার লেটার এর বিষয়টি। আগামী পর্বে তা আলোচনার প্রত্যাশা করছি।

ফ্রীল্যান্সিং সহজ কিংবা অসম্ভব নয়ঃ অভিজ্ঞতার আলোকে টিপস (পর্ব -২)

ফ্রীল্যান্সিং সহজ কিংবা অসম্ভব নয়ঃ অভিজ্ঞতার আলোকে টিপস (পর্ব -১)
~~~

পাদটীকাঃ আমি কোনো বিশেষজ্ঞ নই। একজন ফ্রীল্যান্সার মাত্র। শুধু নতুনদের কিঞ্চিৎ ধারণা দেয়ার জন্যই আমার এ প্রয়াস।
<<>>
সোআপ
২০১৭০১১৪ (প৩) 

Friday, January 13, 2017

তোমার অগ্নিকলা


এভাবেই তুমি পোড়াও আমায়
বোধে কি অবোধে
সারল্যে কি কলায়
আগুনে বা বরফে
সময়ে
অসময়ে
এবং সময়হীনতায়। 


বুঝিনি আজও, কভুও বুঝিনি
তোমার পোড়বিদ্যা- অগ্নিকলা
পোড়ে পোড়েই আমার ভোর
সকাল
দুপুর
তিনসন্ধ্যে
কুমারী বা মাঝবয়েসি রাত
এবং ক্রমশ চক্র...
-
২০১৬০১১০

Sunday, January 8, 2017

সময়কথন

অনাঘ্রাতা স্নিগ্ধ সকাল
কেউ দেখে না ভোরের রূপ
রাতজাগা সব পাখি ঘুমোয়
ভোরের আলো দূরের খুব।
~
#অণুঅনুভব #সময়কথন
[২০১৭০১০২/০৫৫৫]

অণু

সবই দেখো
আবার কিছুই দেখো না

অণু অনুভব

চিরদিনের তুমি চেনা
বুঝি না এক বিন্দু!
ক্ষণেক তুমি শিশির কণা
আর ক্ষণে এক সিন্ধু!
~
০২/০১/২০১৭

অনুভব

অসুস্থতা বুঝিয়ে দেয় সুস্থতার সংজ্ঞা। এভাবেই কি সব ভুলও দেখিয়ে দেয় 'যা কিছু ভুল নয়'?

০৪/১/২০১৭

ফ্রেন্ডশীপঃ রেজিস্টার্ড উইথ ম্যানি অপশন্স!

তিনদিন পর একটু ভালো লাগছে এখন। উচ্চ রক্তচাপের সময়টা আসলে ভিন্নরকম কষ্টের হয়ে থাকে। এ যাত্রায় থাকলোও অনেক সময়। জানিনা আবার কতক্ষণ সুস্থ থাকা যাবে।
একটা কথা শুধু মনে পড়ছিলো এবার। আমাদের ছোটবেলায় ফেসবুক/মোবাইল না থাকায় বিকেলে খেলার মাঠে দেখা হওয়া মোটামুটি কমন দৃশ্য ছিলো। প্রতি পাড়ায় খেলার উন্মুক্ত মাঠ ছিলো। ছেলেদের জন্য ফুটবল ছিলো প্রধান খেলা। মেয়েদের জন্যও নানা খেলাধূলা ছিলো।
কোনোদিন বা দুদিন কারো সাথে স্কুলে বা মাঠে দেখা না হলে বন্ধুদল বাড়িতে চলে আসতো খোঁজ নিতে। বসে থাকতো অসুস্থ বন্ধুর বিছানার কোণে। কোনো কমেন্ট/স্ট্যাটাস ছিলো না। এমনি কোনো কথাও। কথা কি সব বলতে পারে সব সময়? সে এক মমত্ববোধের কাল ছিলো। ভালোবাসার সময়। বন্ধুতার সময়।
মজার ব্যাপার হলো- ওরা কেউই রেজিস্টার্ড বন্ধু ছিলো না। তবু কী টান ছিলো!!
ডিজিটাল এ যুগে, রেজিস্ট্রি করে বন্ধু হতে হয় (আবার অবন্ধুকরণ প্রক্রিয়াও আছে!!!)। বন্ধুদের সংখ্যাও ম্যালা। হাজার হাজার।
কিন্তু......
একজন লাপাত্তা থাকলে, অসুস্থ হলে, হারিয়ে গেলে মনে কি পড়ে তার অনুস্থিতি? মন কি কেমন করে ওঠে? কাঁদে কি হৃদয়?
#অণুঅনুভব [২০১৭০১০৫/০০৫৮]

অণুঅনুভব

অবিনয়" আর "অভিনয়" এ ভরে গেছে আজকের দুর্বিনীত সময়! অভিমান আর অনুভব নির্বাক মাথা কুটে মৃতপ্রায় আজ আধুনিক অন্ধকারে।
#অণুঅনুভব
[20160105]

মাটি মমতা মায়া

ভালোবেসে মাটিকে দিয়েছিলেম
বোধতাপ
অমিয় পলি
মাটির খেয়ালপ্রেম পড়ে রলো
রাসায়নিকবর্ধকে
অসারকরণ যাদুতে
মমতাহীন মাটি তাই আজ
মায়ার বোধ ভুলতে বসেছে!
~
মাটি মমতা মায়া
২০১৭০১০৫/০৪৩৯

লিমেরিক : আনফিট


ভালো মানুষ 'আনফিট আর বোকা' গালি খায়
'চালবাজ আর তেলবাজ' সেরা পদ ও তালি পায়
চালাকির শতো গিফট
ধূর্ত পায় যতো লিফট
সহজপ্রাণ সিঁড়ি ভাঙে ক্লান্ত খালি পায়।
~
[২০১৭০১০৬/১৭১২]

তুমি অনেক বদলে গেছো মৃত্তিকা

তুমি বদলেছো অনেক মৃত্তিকা
বৈভবে আনত আজ তোমার মন
এবং ক্রমশ তনুও...
ভৈরবী কি বেহাগ ঠেকে তাই বেসুরো বড়ো তোমার কাছে
একদা হৃদয়ে বিম্বিত নীলাকাশ তোমার
কেবলই যেনো বিবর্ণ মাঘের গুমরো অস্তাচল।
বিভব-বিবর তোমায় করেছে গ্রাস।
তুমি অনেক বদলে গেছো মৃত্তিকা।
-
০৬ জানুয়ারি ২০১৬

লিমেরিকঃ ফেবু কেস

ছেলে বুড়ো পুরুষ কি বা নারী
দক্ষ সবাই নয় তো কেউ আনাড়ি
রাতদিন ডুবে ফেসবুকে
কে আছে আর কেস ঠুকে
নেশাসক্ত কেউ যাবে না ছাড়ি!
~
#পরানেরকথা [২০১৭০১০৭]

অণু অনুভব

তোমার যতো প্রতিশ্রুতি
ঠেকে শেষে অতি শ্রুতি
[অণু অনুভব]

Wee Feel

ইয়াবার কারখানা বাড়ছে দেশে
রাজধানীতে‚
নেশার এই কালো থাবা কষ্ট হয়
আজ মানিতে।

কালের কাব্য


সেই ছেলেটি হায়
শুধু গালি খায়:
"তুমি একটা ইম্পসিবল
তোমায় দিয়ে ডিম পসিবল"

হায়! ছেলেটি হাসে
তবু ভালোবাসে
"ও আচ্ছা ইম্পসিবল?
ভীষণ ভালো থীম পসিবল।
লেট'স মেইক এ স্টোরি
উইথ লাভ এন্ড গ্লোরি।"
~
[২০১৭০১০৮/১৪৪৭]
(বাস যাত্রায় লিখা)

পরানের কথা

যাত্রা যখন শুদ্ধতার
পাবেই কিছু রূদ্ধদ্বার
জীবন নামের খেয়াপথে
এটাই নিয়ম যুদ্ধটার্।
~
#পরানেরকথা #অণুঅনুভব
[২০১৭০১০৮/১৭৫৫]

নীলাক্ত

প্রতীক্ষার নিজস্ব বাধ্যগত হুল আছে কিছু
সুচাগ্রে হেমলক মেখে
খোঁচায় থেকে থেকে
হৃদয় শুধু সুখানুভবের প্রলেপ মেখে যায়
প্রতীক্ষা কি নীলাক্ত সুখহুল!!
#নীলাক্ত (২০১৫০১০৮)

বিবর্তনে 'পিক'

বিবর্তনে 'পিক'
----------------
(১)~ পিক ~ বলতে পানের পিক-কেই বুঝাতো- এই ফেবুকা (ফেসবুক কালচার) আসার আগে। অনেক জায়গায় লিখাও থাকতোঃ "এইখানে পানের পিক ফেলিবেন না।"
(২) অভিধান কী বলে? - [[পিক [pika] বি. 1 চিবানো পানের রস; 2 থুতু।]]
(৩) আর এখন "পিক" এর মানে ভিন্ন; ইংরেজি "পিকচার" ফেবুকাতে "পিক" হয়ে গেছে। এমনকি পিক-এর আসল অর্থ আজকের ফেবুপ্র (ফেসবুক প্রজন্ম) জানতেও পারবে না।
(৪) মজার ব্যাপারঃ ছবিতে মন্তব্য আসতে দেখা যায়ঃ "দারুণ পিক" "সুন্দর পিক" আরো এখানে প্রকাশ অযোগ্য বিশেষণ। কিন্তু মন্তব্য যাই হোক, সাথে পিক শব্দটি থাকবে। ~~~ এটা খুবই ভালো; কারণ যার পিক সে তো আর অরিজিনাল পিক দিচ্ছে না। বেশির ভাগ ক্ষেত্রেই "এডিট" খপ্পরে পড়ে তা ব্যক্তির প্রতিচ্ছবিকে পেছেনে ছুঁড়ে ফেলে কেবলই "পিক" এ রূপ নেয়!!
(৫) হায় পিক!!!
#অণুঅনুভব
২০১৬০১০৮

পরানেরকথা

কবিদেরও সনদ লাগে
সেরা কবির তকমা চাই,
মেকআপ গেটাপ নজরকাড়া
উত্তরীয়ও যেনো পাই!!
-
#পরানেরকথা
২০১৬০১০৭

অণু

'জাস্ট এ মিনিট' বলে
সেই যে গেলে চলে
ঘন্টা মিনিট দিন চলে যায়
প্রতীক্ষা যায় জলে||

২০১৬০১০৮ 

Saturday, January 7, 2017

ফ্রীল্যান্সিং সহজ কিংবা অসম্ভব নয়ঃ অভিজ্ঞতার আলোকে টিপস (পর্ব -২)


ফ্রীল্যান্সিং।
অনলাইনে কাজ।
অনলাইনে আয়।
- এসব কি খুব সহজ? এসব কি রাতারাতি অর্থ উপার্জনের পথ? কিছু বিজ্ঞাপন আর কিছু হিডেন প্রলোভন দেখে তাই মনে হয়। ভাবটা এমন- ডলার যেনো নাকের ডগায়। ধরুন আর পকেটে ভরুন।

কিন্তু আসলে কি তাই? না। নট রিয়েলি!

কিন্তু এটা সত্য যে, অনলাইনে আয় কিংবা ফ্রীল্যান্সিং করে উপার্জন - অসম্ভব নয়। এমনকি নিয়মিত অনেক জব করার চেয়ে অনেকক্ষেত্রে ভালো হতে পারে।

প্রশ্ন হলো- কীভাবে?

টিপ-২ঃ  মার্কেটপ্লেস বেছে নিন এবং প্রোফাইল তৈরি করুনঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ---

টিপ-২ নিয়ে চিন্তা করার আগে আরেকবার দেখে নিন- টিপ-১। আপনি কি প্রস্তুত এই ধাপে আসার জন্য। নতুন যারা দেখছেন এই পোস্ট দেখে নিন পর্ব-১।
ফ্রীল্যান্সিং সহজ কিংবা অসম্ভব নয়ঃ অভিজ্ঞতার আলোকে টিপস (পর্ব -১) 

http://bit.ly/2hDhFdw

ফ্রীল্যান্সিং সহজ কিংবা অসম্ভব নয়ঃ অভিজ্ঞতার আলোকে টিপস (পর্ব -১) FB


ফ্রীল্যান্সিং-এর জন্য যেমন অনেক ধরনের কাজ আছে, তেমনি রয়েছে কাজের জন্য অনেক মার্কেটপ্লেস। যেমনঃ

  • Upwork
  • Freelancer
  • Fiverr
  • PeoplePerHour
  • Guru
  • Belancer (Bangladeshi).
 ......আরো অনেক মার্কেটপ্লেস আছে এছাড়াও।

অন্যান্য মার্কেটপ্লেসে আমার প্রোফাইল থাকলেও আমি মূলত কাজ করি আপওয়ার্কে। ভালো লাগে স্বাচ্ছন্দ্যবোধ করি।

আপনি আপনার পছন্দমতো মার্কেটপ্লেস সিলেক্ট করে নিন। তারপর সুন্দর একটি প্রোফাইল  তৈরি করতে মন দিন। এটা কঠিন কোনো কাজ নয়।

প্রোফাইল সাইনআপের আগে কিছু বিষয়ে প্রিপারেশন নিয়ে নিনঃ

  • আপনার স্কিলসেটস (আপনি যা কাজ করতে চান- যা আপনি ভালো বিক্রি করতে পারবেন)
  • আপনার ইমেল
  • ইউজারনেম
  • ছবি (প্রফেশনাল লুক/ মাইল্ড স্মাইলিং)
  • ঠিকানা (আইডি কার্ড/ পাসপোর্ট অনুযায়ী)
সত্য তথ্য দিন সব!!

ভালো / প্রফেশনাল প্রোফাইলের জন্য লক্ষ্য করুনঃ

  • নামঃ আসল নামটি ব্যবহার করাই উত্তম।
  • টাইটেলঃ আপনার নামের পরেই থাকবে টাইটেল। ছোট কিন্তু স্মার্টলি প্রফেশনাল করার চেষ্টা ক্রুন এটি। ক্লায়েন্ট যেনো আপনার টাইটেল দেখে উৎসাহী হন। যেমনঃ Results-Oriented SEO Expert  বা এমন। 
  • ওভারভিউঃ এখানে আপনি সুন্দর করে আপনি যা করতে পারেন তা উল্লেখ করুন। ভালো হয়, কিছু বিষয় বুলেটেড করে দিন। এতে সহজে আপনার পয়েন্টগুলো চোখে পড়বে।
  • টেস্টঃ নতুনদের জন্য অনেক সময় সংশ্লিষ্ট স্কিলসেটের ওপর টেস্ট ভালো কাজ দিয়ে থাকে ক্লায়েন্টগণ। কিছু রেলেভেন্ট টেস্ট দিয়ে প্রোফাইলকে ১০০% করার পাশাপাশি কাজ পাবার সম্ভাবনাকেও বাড়িয়ে নিতে পারেন। 
মনে রাখুনঃ আপনার প্রোফাইল আপনার প্রফেশনাল মিরর। এটাতে আপনার প্রতিচ্ছবি দেখেই ক্লায়েন্ট আপনাকে  জবের জন্য ডাক দিবে। তাই সতর্ক হোন। পেশাদারী মনোভাব নিয়ে তৈরি করুন আপনার আয়না। যেভাবে সবচেয়ে ভালো দেখা যায় আপনাকে। আপনি মানে আপনার স্কিল!!
~
পাদটীকাঃ আমি কোনো বিশেষজ্ঞ নই। একজন ফ্রীল্যান্সার মাত্র। শুধু নতুনদের কিঞ্চিৎ ধারণা দেয়ার জন্যই আমার এ প্রয়াস।
~~
[২০১৭০১০৭/প-২]




Tuesday, January 3, 2017

#অণুঅনুভব

আমি বরাবরই তোকে জিতাতে চেয়েছি, তোর জয় চেয়েছি। কিন্তু প্রতিবারই তুই আমার বুকে পা দিয়ে আমাকে ডিঙিয়ে যেতে চেয়েছিস। গিয়েছিস। এটাই তবে বড়ো হওয়া! এটাই তবে সময় যাপন!!
#অণুঅনুভব
20160103

Monday, January 2, 2017

সময় কথন

অনাঘ্রাতা স্নিগ্ধ সকাল
কেউ দেখে না ভোরের রূপ
রাতজাগা সব পাখি ঘুমোয়
ভোরের আলো দূরের খুব।
~
#অণুঅনুভব #সময়কথন
[২০১৭০১০২/০৫৫৫]

অণু অনুভব

চিরদিনের তুমি চেনা
বুঝি না এক বিন্দু!
ক্ষণেক তুমি শিশির কণা
আর ক্ষণে এক সিন্ধু!

_-
২০১৭০১০২

Sunday, January 1, 2017

দুইজন একভাই

বাসার সাদাকালো নিপ্পন টিভিটি হঠাৎ বিগড়ে যায়। একমাত্র বিনোদন বিটিভি দেখা বন্ধ। সন্ধ্যায় আমি আর আমার ছোটভাই মিলে টিভিটি ঠিক করার জন্য মহল্লারই এক টেকনিনিশিয়ান ভাইয়ের বাসায় নিয়ে যাই।
ভদ্রলোক টিভি ঠিক করার এক ফাঁকে উনার স্ত্রী হঠাৎ বল উঠলেনঃ "আপনারা দুইজন এক ভাই?"
প্রশ্ন শোনে সবাই হেসে ফেললেও আমি বললামঃ "হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন।"
#অণু-স্মৃতি

০৯/১২/২০১৬

#কষ্টবৃক্ষ

একটা ছোট্ট কষ্টলতা যত্ন আত্তিহীনও মহিরূহ হয়ে যায়।
#কষ্টবৃক্ষ
১০/১২/২০১৬ 

অনুভব

আব্বা মাঝেমধ্যে তাঁর বাবা (মানে আমার দাদাকে) স্বপ্নে দেখার কথা আমাদের সাথে বলতেন। আমার দাদা ফজরের নামাজ পড়তে গিয়ে মারা গিয়েছিলেন। আমার বাবাও চলে গেছেন গতবছর্। এখন মাঝেমধ্যে বাবাকে স্বপ্নে দেখে আমারও ঘুম ভেঙ্গে যায়।

১০/১২/১৬ 

অণু অনুভব

ঘৃণার মিনার অনেক উঁচু
ভালোবাসা ক্ষুদ্র আজ,
মেকি মিথ্যে ডাকসাইটে খুব
সত্য নমশূদ্র আজ।
~
#অণুঅনুভব [২০১৬১২১২/০৭৩২]

ভাবনা

উদ্ভূত পরিস্থিতি মানুষকে অনেকসময় উত্তেজিত করে ফেলে, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আদিম উল্লাসে মেতে ওঠে আর ন্যায়পত্রে উল্লিখিত বাণি থোড়াই কেয়ার করে সে; উষসী বা গোধুলী যেনো বিবেচ্য হয় না তখন।

১২/১২/২০১৬ 

#অণুঅনুভব

কবিতার গল্প তুমি
সত্যি আর কল্প তুমি
অসীম ধরা তুমি আমার
নও ছোট স্বল্প ভূমি।
~
#অণুঅনুভব

[২০১৬১২১৫/০০৩৮]

#পরানেরকথা

অস্থিমজ্জার গণ্ডি ছেড়ে
পচন এখন চিন্তায়,
দিনদুপুরে সুস্থ ধী সব
হয় যে নিখুঁত ছিনতাই।
#পরানেরকথা
[2015]

~আমিময়তা~

~আমিময়তা~
'আমি' এবং 'আমিময়তা' - খুব কঠিন বিষয়। আমার 'আমি' যেনো কোনো ভুল করতে পারে না। আমার 'আমি'ই যেনো সেরা। এই 'আমিময়তা' অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে যায়। এই 'আমি' যেনো টেরই পায় না। হায় 'আমি'!
২২/১২/২০১৬

#অণুঅনুভব

দু'দিনের এক মায়াজালে
বন্দী হয়ে মন,
কী হারালো কীইবা পেলো
ভাবে অনুক্ষণ।
#অণুঅনুভব
২২ /১২/২০১৬ 

অণু ভাবনা

যারা লিখেন, তাঁরা কি সব নিজের কথা লিখেন? পরিবেশ, প্রতিবেশ, পারিপারশ্বিকতা তাঁদের লেখায় আসবেই। সবকিছু ব্যক্তিগত নয়। ব্যক্তিগত জিনিসের স্থায়িত্ব কম হয়ে থাকে।
আমি সাধারণের একজন হয়ে ফেসবুকে আপডেট দিতে গিয়েই তা টের পাই। সবকিছু আমার ব্যক্তিগত নয়।

22 Dec 2016

#অণুঅনুভব


কে আর আমার আছে যে আজ
কে আর রাখে মনে?
মৃত মাঠের সবুজ ছেনে
ক্লান্ত ধূসর ক্ষণে।
#অণুঅনুভব
December 23, 2015 at 12:19am ·

weefeel

Agony of mind
An inner tale,
'Tis not measured
By weighing scale. [weefeel]

Play Group - Not Ensures Play


* We did not have "Play Group" at our school but we could play - we had large playground infront of the school.
* Now, children have to their "Play Group" as a class but they don't have playground. They can't play. They only have test & test.
* We had not good curriculum but we had good time. Children of this time have their curriculum; not their time.
~
২৪/১২/২০১৬ 

অণু

স্বপ্ন দেখার শেষ নেই
ঘুম ভাঙ্গারও লেশ নেই
জীবন যে তার স্বপন মাঝে
বাস্তবিকের রেশ নেই.।
-
২৪/১২/২০১৬

অণু অনুভব

খানিক ভাবনায় একের বসত
আর খানিকে দুই
সুখ বেদনার ভাবনারাজি
কোন মহলে থুই?

25/12/2016

অণু অনুভব

কিছু কথা হয় না 'কথা'
সুপ্ত থাকে মনে
জন্ম নিতে রয় জড়িয়ে
বোধ বিবেকের রণে।
#অণুঅনুভব

২৫/১২/২০১৬

পরানের কথা

ধূর্ত কুটিল ফাঁদে
সত্য একা কাঁদে
মুচকি হাসে মিথ্যেরাজন
তৃপ্ত ঢেকুর স্বাদে।
-
২৬/১২/২০১৬ 

পরানের কথা

চালাক তাদের চাল থাকে
মিথ্যে প্রলেপ ঢাল থাকে
যাচ্চেতাই করার পরও
'দিব্যি' থাকার নাল থাকে।
#অণুঅনুভব. #পরানেরকথা
[২০১৬১২২৬/০৮৩৬]

সম্পর্ক

সম্পর্ক- >> সে যেনো স্বার্থের কাছেই আজন্ম দাসখত দিয়ে রেখেছে। তা রক্ত-সম্পর্ক হোক; কিংবা রক্তপাতবিহীন। স্বার্থের বন্দিত্ব থেকে আর ছাড়া পেলো না সে।
আর,পাওয়া না পাওয়ার চক্রে প্রাপ্তিটা কিঞ্চিৎ কম হলেই আগের সব সুন্দর প্রাপ্তির কথাও ভুলে যাওয়া যেনো অবশ্যকর্তব্য। আহা সম্পর্ক! আহা জীবন!!
#অণুঅনুভব

অণু অনুভব

পরান যখন পোড়ে
রয় কি দেহ দূরে?
কাঁতর হৃদয় কাঁদে
অণু বোধের ঘোরে!
#অণুঅনুভব [২০১৬১২২৮]

অণু অনুভব

মনের কথা বোঝে না সে
মুখের বাণীই বড়,
হোক তা মেকি মিথ্যে প্রলেপ
জীবন্ত এক জড়।
~
[২০১৬১২২৯/১০২৯]

গেছো ভুলে

সেই যে রূপম দিন ছিলো
সবার থেকে ভিন ছিলো
হৃদ্য মূলে,
ভাবনারাজির রঙ ছিলো
প্রেমময় সব ঢঙ ছিলো
গেছো ভুলে!
~
[২০১৬১২৩০/০২২২]

অণু অনুভব

অনুক্ষণই আছি ঘিরে
নইতো কভু পরিযায়ী‚
মন হৃদয়ের শুভ্র সুতোয়
সময় জীবন গড়ি তাই-ই.
~
#অণুঅনুভব [২০১৬১৩৩০/১৪১৪]

অণু অনুভব

তিনি ম্যালা ভাবে থাকেন
স্বার্থ এবং লাভে থাকেন
ভাণভণিতার পোশাক পরে
অলীক দিবা খাবে থাকেন।
~
[২০১৬১২৩০/১৭১০]

ফ্রীল্যান্সিং সহজ কিংবা অসম্ভব নয়ঃ অভিজ্ঞতার আলোকে টিপস (পর্ব -১)



ফ্রীল্যান্সিং।
অনলাইনে কাজ।
অনলাইনে আয়।
- এসব কি খুব সহজ? এসব কি রাতারাতি অর্থ উপার্জনের পথ? কিছু বিজ্ঞাপন আর কিছু হিডেন প্রলোভন দেখে তাই মনে হয়। ভাবটা এমন- ডলার যেনো নাকের ডগায়। ধরুন আর পকেটে ভরুন।

কিন্তু আসলে কি তাই? না। নট রিয়েলি!

কিন্তু এটা সত্য যে, অনলাইনে আয় কিংবা ফ্রীল্যান্সিং করে উপার্জন - অসম্ভব নয়। এমনকি নিয়মিত অনেক জব করার চেয়ে অনেকক্ষেত্রে ভালো হতে পারে।

প্রশ্ন হলো- কীভাবে?

টিপ-১ঃ  নিজেকে জানুন- ঠিক/যাচাই করুন কীসে আপনি ভালো!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

এটা ভাবা খুবই বোকামি যে, আপনি মার্কেটপ্লেসে প্রোফাইল করবেন আর ডলার আসা শুরু হবে। বিশ্বাস করুন - নিজেকে জানার চেয়ে বড় আর কিছু নেই।
"হোয়াট ইজ মাই স্ট্রেংথ?" - এই ছোট্ট প্রশ্নটা নিজেকে করতে হবে এবং তা যাচাই করতে হবে।

কীভাবে?

খুব সহজ। কোথাও যেতে হবে না আপাতত। গুগল আর ইউটিউব হতে পারে  সবার জন্যই তাৎক্ষণিক বড় শিক্ষক মশাই। আপনার যে বিষয়টি ভালো লাগে, সে বিষয়ের উপর ভিডিও দেখেন, গুগুল করেন। জানুন। একাধিক বিষয়ও থাকতে পারে। ট্রাই করুন। সময়দিন। মনোযোগ সহকারে।

আপনি নিজেই বুঝতে পারবেন- কোন বিষয়টি (নিস) আপনার জন্য। শুধু তাই নয়- সেই বিষয়ে (স্কিল-সেট) আপনি মোটামুটি জেনেও যেতে পারবেন এভাবে।

ব্যক্তিগত অভিজ্ঞতাঃ
~~~~~~~~~~~~~~~~ 
জব ছেড়ে আমি ফ্রীল্যান্সিং-এ এসেছি। ফেসবুকে দেখলাম- অনলাইনে রাতারাতি আর্ন করার হাতছানি। একজন নারী হাতিয়ে নিলো প্রায় ৩৫,০০০ টাকা। শুধু আমার নয়- আরো অনেকের কাছ থেকেই। তারপর ডিটারমাইন্ড হয়ে নিজেই শেখা শুরু করলাম। বেশি সময় লাগেনি আমার। আপনিও পারবেন। নিজের উপর বিশ্বাস আর প্রবল ইচ্ছেশক্তিটা প্রয়োজন।
 ~~~~
টিপ-২ [ধারাবাহিকভাবে দেয়ার ইচ্ছে আছে] 
~
[২০১৭০১০১]

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়