Tuesday, August 25, 2015

লিমেরিকঃ তেল

মধুর চেয়ে মিষ্টি বেশি 'তেল'
বুদ্ধি ও যোগ্যতা সেথায় ফেল
তেলতেলে সময় আজ
থাকে তায় ম্যালা ঝাঁঝ
বুঝে না কেউ এসবই যে ভেল।
--
২৫/০৮/১৫

Saturday, August 22, 2015

লতিফাঃ বদ্ধতায় বসবাস

নগরপথ  আর অলিগলি জলাবদ্ধ
আমজনতার আশা সবই গলাবদ্ধ
দিন যাপনে ছন্দপাত 
ভোগান্তিও দ্বন্দ্বসাথ 
নিরাশা আর হতাশা তো দলাবদ্ধ
আমাদের এই প্রয়াসটুকু কলাবদ্ধ। 
...
২১/৮/১৫

Friday, August 21, 2015

লিমেরিক: বদ্ধতায় বসবাস

নগরপথ  আর অলিগলি জলাবদ্ধ
আমজনতার আশা সবই গলাবদ্ধ
দিন যাপনে ছন্দপাত
ভোগান্তিও দ্বন্দ্বসাথ
আমাদের এই প্রয়াসটুকু কলাবদ্ধ।
...
২১/৮/১৫

Thursday, August 20, 2015

লিমেরিক: বীরশ্রেষ্ঠ মতিউর




স্যালুট, স্যালুট,  স্যালুট বীরশ্রেষ্ঠ মতিউর
বিস্ময়ে বিশ্ব, কী সাহস কী গতি ওঁর
আকাশের সীমানা
চাই -ই চাই , কী মানা?
আহা দেশপ্রেম, আহা কী রণদ্যুতি ওঁর!

-

Friday, August 14, 2015

স্মার্ট সময়ের অনুষঙ্গঃ নোমোফোবিয়া

উত্তরাধুনিক আমাদের এ সময়টাকে স্মার্ট সময় বলা যায়। নিত্যনূতন টেকনোলজির বদৌলতে সময় গেছে পাল্টে। এক স্মার্টফোনই সময়কে করে দিয়েছে "স্মার্ট সময়"। সবকিছুরই সাইড-ইফেক্ট থাকে- এ হিসেবে এই স্মার্ট সময়েরও আছে। এই স্মার্ট সময়- মানুষকে এক ধরনের অসুস্থ করে তুলেছে। স্মার্ট ফোন ছাড়া এখন এক মুহূর্ত চলতে না পারার ভয় - এখন রোগে পরিণত হয়েছে। আর একেই বলে নোমোফোবিয়া।

ফোবিয়া সম্পর্কে কম বেশি ধারণা সবারই আছে। কোনো বিষয়ে অস্বাভাবিক ভীতিকে সাধারণভাবে ফোবিয়া বলা যায়। আর ফোবিয়া জগতে আধুনিক সংযোজন হলো - নোমোফোবিয়া (Nomophobia)।


Nomophobia কে ভেঙ্গে লেখা যায়ঃ

No
Mobile
Phobia

এরকম মোবাইল নির্ভরতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? সহজে লক্ষ্যণীয়, সকালে ঘুম থেকে ওঠে এখন সবার আগে চোখ যায় আপানার মোবাইল ফোনটির স্ক্রীনে- নতুন নোটিফিকেশন দেখার জন্য। সারাদিন সকল কাজের মাঝেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকে এই ফোন। আবার রাতে ঘুমাবার আগে এর মুখ দেখেই কিন্তু সবাই যাচ্ছে ঘুমাতে।

ছবিতে দেখা যাকঃ























Huffingtonpost এর এক সমীক্ষায় দেখা দেখা গেছে- মানুষ ব্যাপকহারে Nomophobia তে আক্রান্ত হচ্ছে । ২০১৩ সালে চালানো এ সমীক্ষায় দেখা গেছে- ৬৩% মানুষ প্রতি ঘণ্টায় ফোন চেক করছে আর ৯% করছে প্রতি ৫ মিনিটে। ৬৪% মানুষ মোবাইল হাতে নিয়েই ঘুমিয়ে পড়ছে। বর্তমানে চালালে সমীক্ষার ফল কী হবে তা সহজে অনুমেয়।

নোমোফোবিয়ার স্বাস্থগত অনেক নেতিবাচক ও ভয়াবহ প্রভাব আছে। সে আলোচনায় এখন যাচ্ছি না। এই ট্রেন্ড আমাদের সামাজিক ও পারিবারিক জীবনকেও করছে ভয়ানকভাবে প্রভাবিত। কাছে থেকেও আজ দুজন মানুষ কাছে থাকে না।



সময় এখনই সজাগ হওয়ার। তা কীভাবে? আমারও নেই জানা। আপনার?
--
ছবিঃ গুগল থেকে
--
১৪/৮/১৫






লিমেরিকঃ শুদ্ধাচার

আঁতিপাঁতি খুঁজেফিরে যায় না দেখা শুদ্ধাচার
চতুর কলায় ফেরী যে হয় মেকি যতো বোদ্ধাচার
সত্য সহজ চিন্তাধারা
গৃহহীন আজ খেয়ে তাড়া
চতুর্দিকে পাখামেলা নিদয় নিঠুর ক্রুদ্ধাচার। 
-
১৪/৮/১৫
০০ঃ০৭মিঃ 

Thursday, August 13, 2015

পরানের কথা ০৪০

মিছেই শুধু কেঁদে ফেরা
যায় না দেখা শুদ্ধাচার
সময়, মানুষ সব বিপরীত
অযাচিত যুদ্ধাচার্।

পরানের কথা ০৩৯

ছলটা তুমি বুঝো ভালো
কলটাও তো বেশ নাড়ো,
স্বার্থলোভে অন্ধ হওয়া
দক্ষতো  খুব তারও।

Wednesday, August 12, 2015

লিমেরিকঃ ঢাকাই রাস্তা

ঢাকার রাস্তায় গর্ত খানাখন্দ
বর্ষা এলে পায় যেনো তা ছন্দ
আমজনতার ভোগান্তি
গা-সওয়া আর অগুনতি
কর্তৃপক্ষের কাটে না তো দ্বন্দ্ব।
-
১২/৮/১৫
রা১০ঃ৫৬

Thursday, August 6, 2015

Nomophobia

Nomophobia grasps the minds of mass
Taking the thoughts a whole for mere Smartphones
Rising at the dawn
Fetching eyes to the screen
Checking apps one after one
Relentless – all day long
All long night
Being at work
Travel
Gossip
Even Dating and Romance
Nomophobia be the persistent algorithm of modern smart time.

For you
I only am opposed to nomophobia
I am deeply on you only
My thought processor works on you  only
Nomophobia – No more with me.
-

06.8.15

Sunday, August 2, 2015

বন্ধু

বন্ধু মানি তাকেই
পরম সুখে
চরম দুঃখে
হৃদয়ে যে থাকেই ।

বন্ধু মানি তাকেই
চোখের 'পরে
অনেক দূরে
হৃদয়ে যে থাকেই।


০২/৮/১৫

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়