Friday, September 26, 2014

লিমেরিক: ইতিহাস

ইতিহাসের ইতিহাসটা সুখকর নয় মোটে
নিজের ও দলের মতো সাজানো কেটেকুটে
ইতিহাসতো সত্য
নয় গল্প উপাত্ত
ইতিহাসগৃহ তবে কেনো আঁধার ঘুটঘুটে!

Friday, September 19, 2014

লিমেরিকঃ লোডশেডিংয়ের চাপে


সকাল, দুপুর, সাঁঝ ও রাতে লোডশেডিংয়ের চাপে
জীবনযাত্রা অতিষ্ঠ হায় শ্রম ও দমের ধাপে !
দেয় না নোটিশ মোটে
কষ্টটুকুই জোটে
দিনদিন তা বেড়েই চলে তীব্রতা ও মাপে।
##২০১৪০৯১৯(১৩১)##
ছবিঃ ইন্টারনেট

Monday, September 15, 2014

লিমেরিকঃ সেলফি


সেলফির সময় এখন, চলছে সেলফি খেলা
স্মার্টফোন বা ট্যাব ক্যামেরায় হচ্ছে যে তা ম্যালা
যাচ্ছে পোস্ট সব ফেসবুকে
না না স্টাইল ও নিউলুকে
এ সেলফিই কাল যে হবে স্মৃতির ঘরে ফেলা।
##২০১৪০৯১৫(১৩০)##

লিমেরিকঃ ফুল-কন্যা

 

এই মেয়েটি ফুল বেঁচে যায়, সে যে ফুল-কন্যা
সবাই হাতের ফুল দেখে তার, কেউতো মন না
সকাল থেকে সাঁঝে
থাকে সেতো কাজে
সংগ্রামী জীবন সে, সমাজের একজন না?
##২০১৪০৯১৫(১২৯)##

Sunday, September 14, 2014

প্রথম-আলো ব্লগে পরানের ২০০ কথা




আমার ব্লগিংকাল


আমার ব্লগিং-জীবন শুরু প্রথম আলো ব্লগ দিয়েই। ১৮ মার্চ ২০১৪। আমি আজ যে ব্লগালোচনা লিখছি তা প্রকাশ হলে, এটি হবে আমার ২০০-তম পোস্ট প্রথম আলো ব্লগে। আমার ১০০-তম পোস্টে এক জায়গায় উল্লেখ করেছিলামঃ লেখালেখিটা মজ্জায় ছিলো ছেলেবেলা থেকে। ---- প্রথম আলো ব্লগ যেনো পুরনো অভ্যাসটাকে জাগিয়ে দেয়। আমি নেশাগ্রস্থ হয়ে যাই আবার লেখালেখিতে।

প্রথম আলো ব্লগে আমিঃ

প্রথম আলো ব্লগে ২০০ পোস্টের মধ্যে আমি সবচেয়ে বেশি লিখেছি লিমেরিক। কিছু কবিতা আর ছড়াও লিখেছি। আলো ব্লগে আমার লিমেরিকের সংখ্যা ১২৫। লিমেরিক লিখতে গিয়ে কিছু মজার অভিজ্ঞতাও হয়েছে। পরানের কথা দেখলেই কেউ কেউ ধরে নেন - এটা লিমেরিকই (যদিও লেখাটি অন্য প্রকৃতির)।

লিমেরিক নিয়ে আমার স্বপ্নের কথা বলেছিলাম আগের এক পোস্টেঃ লিমেরিক কে অনেকেই হাল্কা ফর্ম মনে করেন। আমার কাছে মনে হয়, লিমেরিক হতে পারে সাহিত্যের শক্তিশালী মাধ্যম। সময় ও সমাজকে লিমেরিকে প্রকাশ করা আমার লক্ষ্য। বিনীতভাবে বলতে চাই, আমার সবসময় নিয়মের সবটুকু মেনে লিমেরিক লেখা হয় না। মাত্রা নিয়ে মাঝেসাঝেই সমস্যা থাকে। আমি সময়কে পোট্রে করতে চাই।

লিমেরিক, কবিতা ও ছড়ার পাশাপাশি পরানের কথা নামে একধরনের সিরিজ লেখা শুরু করেছি। চার লাইনের কথকতা। এখানে আমার লক্ষ্য হলো-- কতো কম কথায় একটা ভাব(বিষয়) তুলে আনা যায়। সহ-ব্লগার আয়শা আহমেদ আপার সুবচন থেকে অনুপ্রাণিত এ প্রয়াস আমার। এছাড়াও, ভাবের কণা নামেও কিছু লেখা ধারাবাহিকভাবে দিচ্ছি। অনেকটা অণুকবিতার মতোঃ
ভাবের কণা
পরানের কথা ০১৬

আমার লেখা আমার প্রিয়ঃ

পরানের ১০০ লিমেরিক
মানিয়ে চলা এবং অতপর
প্রতীক্ষা
আদুরি উপাখ্যান
ভালোবাসার মহাকাব্য
আড্ডাঃ সেদিন এদিন
ক্রমশ ফিকে হয়ে আসে

আলো ব্লগে ভালোলাগাঃ

প্রথম আলো ব্লগের সাথে জড়িত হবার পরপরই একটা বিষয় বুঝতে পেরে খুব ভালো লেগেছে। তাহলো - এখানে সহ-ব্লগারগণের মাঝে একটা প্রগাঢ় আত্মিক বন্ধন লক্ষ্যনীয়। পোষ্টে বিভিন্ন মন্তব্য থেকে তা সহজে অনুমেয়। আড্ডা থেকে তা বুঝা যায়। যেনো একই পরিবারের কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্য। এঁরা প্রাণের টানে জাল বুনে আলো ব্লগে।
কিছু ব্যতিক্রম হয়তো আছে; কিন্তু একজন পজেটিভ মানুষ হিসেবে আমি তা ধর্তব্যে নিতে নারাজ।

আলো-ব্লগে ভালো না লাগাটুকুঃ

যখন তখন নোটিশ না দিয়ে ব্লগ হ্যাং হয়ে যাওয়া;
পোস্ট রিলিজে কনসিস্টেন্সসি না থাকা।
নোটিফিকেশনের ব্যবস্থা না থাকা।

অনুরোধঃ

আলোব্লগের ব্লগারগণ অধীর আগ্রহে অপেক্ষা করেন পোস্ট মুক্তি পাবার। পোস্ট রিলিজে অনুগ্রহ করে কন্সিস্টেন্স হোন। টেকনিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে নোটিফিকেশনসহ অন্যান্য স্ট্যাটিস্টিক্স দেখার ব্যবস্থা করলে ভালো হয়। প্রাণের এ মেলাকে প্রাণবন্ত করার ও তা ধরে রাখার প্রয়াস নিন।

আলো ব্লগের আলোগণঃ

ব্লগের আলো হলো ব্লগারগণ। ব্লগারগণই ব্লগকে আলোকিত করে রেখেছেন। লিখে। মন্তব্য দিয়ে। বিভিন্ন আয়োজনে। আমার অল্পদিনের (পাঁচ মাস) ব্লগাভিজ্ঞতায়ও অনেক সম্মানীয় ব্লগারকে পেয়েছি সুহৃদ হিসেবে। তাঁরা নানা ভাবে পাশে থেকেছেন সবসময়। কেউ প্রশংসা করে, কেউ উৎসাহ দিয়ে; কেউবা গঠনমূলক সমালোচনা করে। এ তালিকাটা অনেক বড়ো। যাদের কথা না বললেই নয়ঃ

বালুচর
আরজু মুন জারিন
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম
মোহাম্মাদ আব্দুলহাক
মেজদা
আলভী
অনিন্দ্য অন্তর অপু
নাসরিন চৌধুরী
কামরুন্নাহার
আলমগীর সরকার
সুখেন্দু বিশ্বাস
আয়েশা আহমদ
সাদাত সবুজ
রব্বানী চৌধুরী
ফেরদৌসা
ডাঃ সুরাইয়া ‍‍‍‍হেলেন
ফেরদৌসী বেগম (শিল্পী)
রুদ্রনীল
ধ্রুব নুর
নীল সাধু
সনৎ ঘোষ
রোদের ছায়া
মাঈনউদ্দিন মইনুল
লুৎফুন নাহার জেসমিন
শ্রাবণ মাহমুদ
উননুর
সফিউল্লাহ লিটন
কামাল উদ্দিন
বিষাদনীলিমা
মো: মালেক জোমাদ্দার
দীপংকর চন্দ
হামিদ
এম এ কাশেম
শাহ আলম বাদশা
শ‍হীদুল ইসলাম প্রামানিক
আজ তোমায় ধ্বংসের নিমন্ত্রণ
এই মেঘ এই রোদ্দুর
শাহিদুল হক
উদয়ের বাণি
নূর মোহাম্মদ নূরু
মুক্তমন৭৫
আমির হোসেন
চারুমান্নান
অসংজ্ঞায়িত মেহেদী
কষ্টের দেবতা
আহমেদ রব্বানী
আদম অনুপম
পুলক বিশ্বাস
বৈশাখী ঝড়
আজিম হোসেন ’আকাশ’
হাফিজুল ইসলাম
সাঈদ চৌধুরী
ছায়া
রুবিনা মজুমদার
সালমা কবীর
আমির হোসেন
মোসাদ্দেক
এক রঙ্গা এক ঘুড়ি
নাজনীন পলি
আরবাচীন পথিক
কাজী আনোয়ার হোসেন
শরিফুল আলম
সোলাইমান ইসলাম নিলয়
জি এম আরিফ
বিপ্লব মন্ডল
লিনা জামবিল
মোহাম্মদ জমির হায়দার বাবলা
মোস্তফা সোহেল
আমির আসহাব
বিল্লাল হোসাইন
ভোরের মিছিল
প্রতীক্ষা
হারানো ওয়াছিম
এন্টি ভাইরাস
অপদেবতা



(সবার নাম হয়তো এখানে আসেনি। আর এ তালিকা কোনো ক্রমঃ রক্ষা করে করা হয়নি।)

আমার সীমাবদ্ধতাঃ

বর্তমানে আমি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। মানবসম্পদ নিয়ে। তাই সময় আমাকে দেয় না সময়। বড়ো কোনো প্লট নিয়ে চিন্তার সময়ই বের করতে পারি না মাল্টিটাস্কিং এর চাপে পড়ে। তাই বেঁছে নিয়েছি ছোট ছোট ফর্মেট ।

একই কারণে, অন্যদের বড়ো লেখাগুলো ইচ্ছে থাকা সত্ত্বেও পড়তে পারি না। গল্পগুলো পড়তে পারি না। আমার না কষ্ট হয় খুব।

আমার ২০০তম পোষ্টে সকল সহ-ব্লগারকে শুভেচ্ছা জানাচ্ছি। জানাচ্ছি সালাম । সবার সহযোগিতা কামনা করছি পথ চলায়।

আলো ব্লগের সাফল্য কামনা করছি। কামনা একটি অনিন্দ্য সুন্দর একটি ব্লগ পরিবার আর স্বপ্নের বাংলাদেশের ।



পরানের কথা চায় যে বলতে পরান
মন আর প্রাণকে একসুতোয় জড়ান
শুদ্ধচিন্তার শুধু ফেরি
সত্যকথনে নেইতো দেরি
হৃদয়ের অলিগলি ভালোবাসায় ভরান।





সোহেল আহমেদ পরান
(পরানের কথা)


https://www.facebook.com/shohel121
https://www.facebook.com/poranerkotha
http://banglakobita-limerick.blogspot.com/
bd.linkedin.com/in/shohelahmed/
৬৯ টি মন্তব্য
fardousha ফেরদৌসা১৭ আগস্ট ২০১৪, ১৯:১৮
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২২:৩৮
আন্তরিক ধন্যবাদ আপা।

শুভেচ্ছা মুছে ফেলুন
Rabbani রব্বানী চৌধুরী১৭ আগস্ট ২০১৪, ১৯:২৩
অনেক অনেক অভিনন্দন পরাণ ভাই, নিয়মিত লিখবেন। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২২:৪০
আন্তরিক ধন্যবাদ প্রিয় রব্বানী ভাই।

পাশে পেয়েছি সবসময়।

ভালোবাসা: মুছে ফেলুন
nuru07 নূর মোহাম্মদ নূরু১৭ আগস্ট ২০১৪, ২০:০৫
চমৎকার উপস্থাপন
ধন্যবাদ পরাণের কথা
পরাণের সাথে গেঁথে নিলাম।
শুভকামনা সর্বদা। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২২:৪১
অনেক ধন্যবাদ প্রিয় নূরু ভাই।

ভালো থাকুন মুছে ফেলুন
kamaluddin কামাল উদ্দিন১৭ আগস্ট ২০১৪, ২০:১০
২০০০ ব্লগে স্বাগতম জানানোর অপেক্ষায় থাকলাম, আপনার যে গতি খুব সময় লাগবে না বলেই আমার বিশ্বাস। চালিয়ে যান আছি সাথে.............শুভেচ্ছা অনেক। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
Mzarin31 আরজু মুন জারিন ১৭ আগস্ট ২০১৪, ২১:২০
কামাল ভাই এর মত আমার ও। শুভেচ্ছা। মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২২:৪৩
২০০০!!!

পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ কামাল ভাই।

ইনশাল্লাহ । পথ অফুরান।

ভালো থাকবেন মুছে ফেলুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২২:৪৪
আরজু আপা ধন্যবাদ মুছে ফেলুন
kamaluddin কামাল উদ্দিন১৯ আগস্ট ২০১৪, ০৯:২৪
আপনিও ভালো থাকুন সব সময় মুছে ফেলুন | ব্লক করুন
ZOMADDER মো: মালেক জোমাদ্দার ১৭ আগস্ট ২০১৪, ২০:১৪
পরানের বন্ধু কহিল সকলের পরানেরই কথা,ভালো থাকবেন সদা এই কামনা রইল।
আপনার প্রতিটি লেখাই আমার কাছে বেশ অর্থবহ মনে হয়েছে, পরানের কথা ২০০টি লেখা যা আমাদের বাংলা সাহিত্যেকে সমৃদ্ধ করছে।আপনার প্রতি আমার কৃতজ্ঞ রইল। সুদীর্ঘ জীবন কামনা করছি।


উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২২:৪৭
আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করছে।

যদিও আমি ভাবি না আমার লেখা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার থেকে আমি অনেক দূরে।

আন্তরিক ধন্যবাদ প্রিয় জোমাদ্দার ভাই মুছে ফেলুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২২:৪৯
আমার সংগ্রহে তো ছবি নাই।

হৃদয়ের ধন্যবাদ কামাল ভাই মুছে ফেলুন
Maeen মাঈনউদ্দিন মইনুল১৭ আগস্ট ২০১৪, ২০:২৬
নিঃসন্দেহে বিশাল অর্জন এবং বাংলা ব্লগের গুরুত্বপূর্ণ সংযুক্তি হয়ে থাকবে........

আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২২:৫৩
নিঃসন্দেহে বিশাল অর্জন এবং বাংলা ব্লগের গুরুত্বপূর্ণ সংযুক্তি হয়ে থাকবে........

আপনার এ মন্তব্যটুকু আমার কাছে অনেক মূল্যবান হয়ে থাকবে। আমার শততম লিমেরিকে আপনি বলেছিলেন, যারা লিমেরিক লিখে তারা শুধু কবি না, লিমেরিক শিল্পী।

আমার হৃদ্য ধন্যবাদ প্রিয় মইনুল ভাই মুছে ফেলুন
ANIKA2012 আমির হোসেন১৭ আগস্ট ২০১৪, ২০:৫০
২ লাখ পোস্ট দিন এই আশা করি। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২২:৫৩
Mzarin31 আরজু মুন জারিন ১৭ আগস্ট ২০১৪, ২১:১৯
লিমেরিক কে অনেকেই হাল্কা ফর্ম মনে করেন। আমার কাছে মনে হয়, লিমেরিক হতে পারে সাহিত্যের শক্তিশালী মাধ্যম। সময় ও সমাজকে লিমেরিকে প্রকাশ করা আমার লক্ষ্য। বিনীতভাবে বলতে চাই, আমার সবসময় নিয়মের সবটুকু মেনে লিমেরিক লেখা হয় না। মাত্রা নিয়ে মাঝেসাঝেই সমস্যা থাকে। আমি সময়কে পোট্রে করতে চাই।

পরান ভাই দুইশ পোস্ট হয়ে গেছে। ....ওহ। ..অভিনন্দন অনেক অনেক। ...

আমি হালকা ফর্ম মনে করিনা লিমেরিক কে। আর তুমি অনেক ভাল লিখ।

অনেক অনেক ভক্ত পরানের কথার ,পরানের লিমেরিকের।

চমত্কার পোস্ট টির জন্য জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২২:৫৬
আমি হালকা ফর্ম মনে করিনা লিমেরিক কে। আর তুমি অনেক ভাল লিখ।

অনেক অনেক ভক্ত পরানের কথার ,পরানের লিমেরিকের।


প্রিয় আরজু আপা, আপনার মন্তব্য আমার কাছে মহামূল্যবান।

শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন মুছে ফেলুন
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ১৭ আগস্ট ২০১৪, ২১:৩৩
সময় ও সমাজকে লিমেরিকে প্রকাশ করা আমার লক্ষ্য।

কাজটি আপনি দারুনভাবে করেছেন।অভিন্দন ২০০তম পোস্টের জন্য।
শুভকামনা। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২২:৫৮
স্বীকৃতি কার না ভালো লাগে?

আন্তরিক ধন্যবাদ প্রিয় বাবলা ভাই।

আশাকরি পাশে থাকবেন মুছে ফেলুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২২:৫৯
MUSADDEK71 মোসাদ্দেক১৮ আগস্ট ২০১৪, ০৬:১৭
MUSADDEK71 মোসাদ্দেক১৭ আগস্ট ২০১৪, ২২:২৭
খুব লাজুক লাগছে কিন্তু শিখতে হলে অবশ্যই সংকোচ দূর করতে হবে......

লিমারিক শব্দটা আর এর বিষয়টা আমার অজানা...

প্রায়ই দেখে বর্তমানের প্রেক্ষাপটে আপনি কিছু তুলে ধরেন ছন্দে....

একটু জানাবেন প্লিজ উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২৩:০৩
লাজুক লাগার বিষয়টি একটু ক্লিয়ার করবেন প্লিজ।

লিমেরিক(limerick) ইংরেজি শব্দ। শব্দটি ইংরেজি ভাষা থেকে বাংলায় গৃহীত হয়েছে। লিমেরিক পদ্যের এক বিশেষ ধরনের রচনা শৈলী। সাধারণত ৫ টি চরণে হয়। মিলের বিন্যাস : ক ক খ খ ক। ৩য় ও ৪র্থ পঙ্‌ক্তি অন্যগুলোর চেয়ে মাপে ছোট হয়।

A limerick is a five-line witty poem with a distinctive rhythm. The first, second and fifth lines, the longer lines, rhyme. The third and fourth shorter lines rhyme. (AABBA)

This five line poem also follows a syllable count.
Line 1: 7-10 syllables
Line 2: 7-10 syllables
Line 3: 5-7 syllables
Line 4: 5-7 syllables
Line 5: 7-10 syllables

লিমেরিকের সংজ্ঞা নিয়ে আমার একটি লিমেরিক আছেঃ

পাঁচ লাইনে ভাবের বিন্যাস, নিয়মটা মেনে ঠিক
প্রথম, দ্বিতীয় ও পঞ্চম ছন্দমিলে হয় আন্তরিক
তৃতীয় চতুর্থ লাইন দুটো
ছন্দে হয় কিঞ্চিৎ ছোট
একটা ভাবের দীপ্ত প্রকাশ, এইতো লিমেরিক।



অনেক ধন্যবাদ মুছে ফেলুন
MUSADDEK71 মোসাদ্দেক১৭ আগস্ট ২০১৪, ২৩:১৬
ঐ পোস্টেও সম্ভবত আমি জানতে চেয়েছিলাম...

ধন্যবাদ...

আমিও চেষ্টা করব দু একটি লিখবার...

শুভকামনা রইল অবিরাম মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২৩:১৮
MUSADDEK71 মোসাদ্দেক১৮ আগস্ট ২০১৪, ০০:০৯
KohiNoor মেজদা১৭ আগস্ট ২০১৪, ২২:২৮
২০০ তম পোস্টের জন্য ধন্যবাদ। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২৩:০৪
অনেক আন্তরিক ধন্যবাদ প্রিয় মেজদা মুছে ফেলুন
CHOWDHURY88 সাঈদ চৌধুরী১৭ আগস্ট ২০১৪, ২২:৩০
আপনাকে অভিনন্দন । ব্লগকে সুন্দর করায় আপনার কৃতিত্বও কিন্তু কম নয় । আপনার প্রিয় ব্লগারের তালিকায় আমার নাম থাকাতে নিজে ধণ্য মনে করছি । অনেক অনেক লিখুন । পাশে আছি সবসময় । ভালো তাকুন প্রতিদিন । উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২৩:০৭
ব্লগকে সুন্দর করায় আপনার কৃতিত্বও কিন্তু কম নয় ।

আমি জানি না সাঈদ ভাই। তবে আপনার লেখা আমার খুব ভালো লাগে।]

আর আপনাকে পাশে পেয়ে খুব ভালো লাগছে।

ধন্যবাদ, মন থেকে। মুছে ফেলুন
ahmedrhl আহমেদ রুহুল আমিন১৭ আগস্ট ২০১৪, ২২:৫২
ভাল লাগল । তবে , একটি ব্যাপার আপনিসহ সকল ছদ্মনাম ব্যবহার কারীদের একটি অনুরোধ জানাব আসল নিক নাম ব্যবহার করার জন্য । ছদ্মনাম ব্যবহারে সুবিধা কি ? বনফুলের যুগতো এখন নেই । আমার খুব জানার ইচ্ছা করে লেখকের আসল নাম ও পরিচয় । বিশেষ করে করে , যাদের লেখা ভাল লাগে । ধন্যবাদ, শুভেচ্ছা রইল । উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২৩:১০
ভালো লাগায় আন্তরিক ধন্যবাদ।

হাঁ আপনি ঠিকই বলেছেন। আমি অবশ্য এই ব্লগ ছাড়া অন্য ব্লগে পুরো নামেই লিখে থাকি।
আর সুবিধার জন্য এই পোস্টের নিচে আমার পুরো নাম দেয়া হয়েছে।

সোহেল আহমেদ পরান
(পরানের কথা)

https://www.facebook.com/shohel121
https://www.facebook.com/poranerkotha
http://banglakobita-limerick.blogspot.com/
bd.linkedin.com/in/shohelahmed/

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। মুছে ফেলুন
sulary আলভী১৭ আগস্ট ২০১৪, ২৩:০৪
অনেক পথ পাড়ি দিয়ে ২০০শত তম পোষ্টের মাইল ফলক স্পর্শ করে আপনি এক অনন্য নজির স্হাপন করেছেন!
আপনার পথচলা হোক আরো মসৃণ আরো সুদর প্রসারী।
আজকের পোষ্টের প্রতিটি কথা আমার হৃদয়ের একান্ত অনুলিপি।
পোষ্টটিকে প্রিয়তে নিয়ে রাখলাম।
অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে প্রিয় পরান ভাই।

অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৭ আগস্ট ২০১৪, ২৩:১৫
আজকের পোষ্টের প্রতিটি কথা আমার হৃদয়ের একান্ত অনুলিপি।
পোষ্টটিকে প্রিয়তে নিয়ে রাখলাম।
অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে প্রিয় পরান ভাই।


আমার অন্তরের ধন্যবাদ জানবেন প্রিয় আলভী ভাই। আপনার এতো ভালো লাগায় আমি নিজেকে ধন্য মনে করছি ভাই। প্রিয়তে রাখার জন্যও কৃতজ্ঞতা।

শুভেচ্ছা সতত। মুছে ফেলুন
sulary আলভী১৮ আগস্ট ২০১৪, ১৩:৩৮
shohel121 পরানের কথা১৮ আগস্ট ২০১৪, ১৩:৪২
sulary আলভী১৮ আগস্ট ২০১৪, ১৩:৫১
diponkar07 দীপংকর চন্দ১৭ আগস্ট ২০১৪, ২৩:২৫
অনেক অনেক শুভেচ্ছা ভাই।

২০০তম পোস্ট অনেক বড়ো কৃতিত্ব!

আশাকরি অনন্য এই কৃতিত্ব আপনাকে টেনে নিয়ে যাবে অধিক সাফল্যের পথে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৮ আগস্ট ২০১৪, ১৩:১১
আন্তরিক ধন্যবাদ দীপ দা।

অনুপ্রাণিত হলেম।

শুভেচ্ছা অপার মুছে ফেলুন
MirHamid হামি্দ১৮ আগস্ট ২০১৪, ০০:১৯
পোস্টের ডাবল সেঞ্চুরি উপলক্ষে অভিনন্দন পরান ভাই ......................... উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৮ আগস্ট ২০১৪, ১৪:৫০
ধন্যবাদ
ধন্যবাদ
হামিদ ভাই/ পেয়েছি পাশে সবসময় মুছে ফেলুন
baganbilas1207 কামরুন্নাহার ১৮ আগস্ট ২০১৪, ০১:০৪
২০০ তম পোষ্টের জন্য অজস্র শুভেচ্ছা, পরানের কথা ভাই।
আপনার পথচলা হোক আরো মসৃণ আরো সুদর প্রসারী।

আজ এই আনন্দমুখর দিনে আপনি বলবেন কি, আপনার নাম কি ?????

উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
baganbilas1207 কামরুন্নাহার ১৮ আগস্ট ২০১৪, ০১:০৭
সোহেল আহমেদ পরান????????

মুছে ফেলুন | ব্লক করুন
sulary আলভী১৮ আগস্ট ২০১৪, ১৩:৪১
আপু আপনি আমার মন্তব্য কপি করেছেন কেন? মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৮ আগস্ট ২০১৪, ১৫:১৪
আন্তরিক ধন্যবাদ প্রিয় নাহার আপা।

আপনাদের ভালবাসায় আপ্লুত মুছে ফেলুন
shohel121 পরানের কথা১৮ আগস্ট ২০১৪, ১৫:১৫
সোহেল আহমেদ পরান?

মুছে ফেলুন
baganbilas1207 কামরুন্নাহার ২৩ আগস্ট ২০১৪, ২০:০৫
আলভী ভাই কি যে কয় !!!! মুছে ফেলুন | ব্লক করুন
kamaluddin কামাল উদ্দিন২৩ আগস্ট ২০১৪, ২০:১৭
নকল করলে ম্যজিষ্ট্রেটের হাতে ধরিয়ে দিন মুছে ফেলুন | ব্লক করুন
rudronil রুদ্রনীল১৮ আগস্ট ২০১৪, ০১:১৭
লিমেরিক কে অনেকেই হাল্কা ফর্ম মনে করেন। আমার কাছে মনে হয়, লিমেরিক হতে পারে সাহিত্যের শক্তিশালী মাধ্যম। সময় ও সমাজকে লিমেরিকে প্রকাশ করা আমার লক্ষ্য। বিনীতভাবে বলতে চাই, আমার সবসময় নিয়মের সবটুকু মেনে লিমেরিক লেখা হয় না। মাত্রা নিয়ে মাঝেসাঝেই সমস্যা থাকে। আমি সময়কে পোট্রে করতে চাই।----------------সহমত।

আপনি তো লিমেরিকের রাজা। আপনার লিমেরিক আমার খুব প্রিয়। আপনার লিমেরিক পড়েইতো আমি লিমেরিক লিখেছিলাম। কিন্তু আপনার মতো আমি পারি না। ষীদ ভাইয়ের ছড়া পড়ে আমি ছড়া লেখা শুরু করি। তাই শহীদ ভাই আমার ছড়ার গুরু, তেমনি আপনি আমার লিমেরিকের গুরু।

প্রথম আলো ব্লগের সাথে জড়িত হবার পরপরই একটা বিষয় বুঝতে পেরে খুব ভালো লেগেছে। তাহলো - এখানে সহ-ব্লগারগণের মাঝে একটা প্রগাঢ় আত্মিক বন্ধন লক্ষ্যনীয়। পোষ্টে বিভিন্ন মন্তব্য থেকে তা সহজে অনুমেয়। আড্ডা থেকে তা বুঝা যায়। যেনো একই পরিবারের কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্য। এঁরা প্রাণের টানে জাল বুনে আলো ব্লগে।
কিছু ব্যতিক্রম হয়তো আছে; কিন্তু একজন পজেটিভ মানুষ হিসেবে আমি তা ধর্তব্যে নিতে নারাজ।
--------------সহমত।


ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইলো দাদা। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৯ আগস্ট ২০১৪, ২১:০৯
প্রিয় রুদ্রনীল, অপার কৃতজ্ঞতা দাদা।

তবে গুরু নয়; বন্ধু হয়েই থাকতে চাই।

ধন্যবাদ। ভালো থাকুন সবসময় । মুছে ফেলুন
tmboss172 তৌফিক মাসুদ১৮ আগস্ট ২০১৪, ০৪:৪৯
সত্যি এইরকম নিয়মিত লেখালেখি চালিয়ে যাওয়া কষ্টকর। আপনি পেরেছেন। আমি যতদিনই ব্লগে এসেছি গত কয়েক মাসে আপনার লেখা পেয়েছি প্রায়ই। সব সময় পড়া হয়নি এটা ঠিক।


আপনার জন্য শুভেচ্ছা রইল। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৯ আগস্ট ২০১৪, ২২:০৭
আপনার মন্তব্যে যারপরনাই ভালো লাগলো ।
আন্তরিক ধন্যবাদ জানবেন: মুছে ফেলুন
Kabirsalma123 সালমা কবীর১৮ আগস্ট ২০১৪, ০৮:৪২
একেবারেই পরাণের কথা জানা গেল।
শুভ ব্লগিং এর শুভেচ্ছা জানাই আপনাকে‘ সোহেল আহমেদ পরান’ উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা২০ আগস্ট ২০১৪, ১৪:০৫
অন্নেক আন্তরিক ধন্যবাদ আপা

শুভেচ্ছা সতত মুছে ফেলুন
aihena039 আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ১৮ আগস্ট ২০১৪, ০৮:৫৫
২০০ তম পোস্টের জন্য অভিনন্দন।

পেশাগত কারণে সাহিত্য চর্চায় (লেখা ও পড়ায়) আপনার কিছুটা অস্থিরতা আছে বলে আমার কাছে মনে হচ্ছে। সাহিত্য হলো সৃষ্টিশীল কাজ। এই কাজে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কবি সুকান্ত ভট্টাচার্য সামান্য কিছু কবিতা লিখে মাত্র ২১ বছর বয়সে পরলোকগমন করেছেন। কিন্তু বাংলা কবিতা যতদিন থাকবে, সুকান্তের নাম ততদিন উচ্চারিত হবে।
তাই সাহিত্য চর্চার ক্ষেত্রে সুস্থিরভাবে লেগে থাকাটা অত্যাবশ্যকীয় শর্ত। আপনি খুব সুন্দর লিখেন। বিশেষ করে লিমেরিক গুলো। তবে সাহিত্য জগতের বিশাল ক্যানভাসে ঠাই করে নিতে হলে আপনাকে বৃহত্তর লেখালেখির মধ্যে প্রবেশ করতে হবে। আর আপনি বলেছেন অন্যের বড় লেখাগুলো পড়ার সময় সুযোগ করে উঠতে পারেন না। ভালো লেখার ক্ষেত্রে এটি কিন্তু একটি অন্তরায়। প্রচুর না পড়লে ভালো লেখা সম্ভব নয়। ধন্যবাদ, পরানের কথা। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৮ আগস্ট ২০১৪, ১০:০১
তাই সাহিত্য চর্চার ক্ষেত্রে সুস্থিরভাবে লেগে থাকাটা অত্যাবশ্যকীয় শর্ত। আপনি খুব সুন্দর লিখেন। বিশেষ করে লিমেরিক গুলো। তবে সাহিত্য জগতের বিশাল ক্যানভাসে ঠাই করে নিতে হলে আপনাকে বৃহত্তর লেখালেখির মধ্যে প্রবেশ করতে হবে। আর আপনি বলেছেন অন্যের বড় লেখাগুলো পড়ার সময় সুযোগ করে উঠতে পারেন না। ভালো লেখার ক্ষেত্রে এটি কিন্তু একটি অন্তরায়। প্রচুর না পড়লে ভালো লেখা সম্ভব নয়।

প্রিয় ও শ্রদ্ধেয় আবু হেনা ভাই, আপনার কথাগুলো একবারে নিরেট সত্য। প্রচুর পড়তে হবে। তাহলেই ভালো লেখা যাবে। সময়ের অভাবে বড়ো লেখার প্লট নিয়ে ভাবতে পারছি না বলেই, ছোট লেখা বেছে নিয়েছি আমি। আমি যা লিখি তা কিন্তু পরান থেকেই। না লিখে থাকতে পারি না। ইমোশনাল ইঙ্গেজমেন্ট থেকে লেখা হয়। সমাজের অসঙ্গতি নিয়ে বেশি লেখা হয় আমার।

আপনার উপদেশ মনে রাখবো। বড়ো পরিসরে ঢুকতে হবে। হবে ইনশাল্লাহ। দোয়া করবেন।

আড্ডায় আপনার উপস্থিতি দেখে আমার একটি লেখা আপনাকে উপহার দিচ্ছি আজঃ

আড্ডাঃ সেদিন এদিন
.।.।.।.।.।.।.।.।.।.।.।

আগের দিনে আড্ডা হতো
চায়ের কাপে ঝড়-তোলা
সময়-কাঁটা চলতো শুধু
আড্ডাবাজরা ঘরভুলা ।

রাজনীতি আর লেখালেখি
কিংবা দিনের মূলখবর
জমিয়ে তুফান, ঘামিয়ে দেহ
জম্পেশ আড্ডা খুব জবর।

কথাযুদ্ধ, তর্ক হতো
ভাঙ্গার আগে বন্ধুসব
সৃষ্টি বহু দেখতো আলো
মিলিয়ে শেষে কলরব।

আজকে দেখি নেটে বসে
আড্ডা চলে ভার্চুয়াল
দূরত্ব নয় বাঁধা কোনো
ব্যবহার নেই কার চোয়াল।

কফির ঘ্রাণ আর চায়ের স্বাদ
থাকে আড্ডায় অধরা
হৈ-হুল্লুড়ে সেই আড্ডাটা
ইথার আড্ডায় তাই মরা।
মুছে ফেলুন
aihena039 আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ১৮ আগস্ট ২০১৪, ১০:০৮
চমৎকার ছড়ার জন্য ধন্যবাদ, পরানের কথা। এটি পোস্ট আকারে দিলে আরও অনেকে পড়তে পারতেন। মুছে ফেলুন | ব্লক করুন
neelsadhu নীল সাধু১৮ আগস্ট ২০১৪, ১৩:১৮


অভিনন্দন!
দীর্ঘদিন আপনি লিমেরিক সহ অন্যান্য লেখালেখি চালিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি।

সুন্দর থাকুন। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা১৯ আগস্ট ২০১৪, ১৮:১৮
আন্তরিক ধন্যবাদ প্রিয় নীল সাধু ভাই।

আপনাদের মন্তব্যে খুব অনুপ্রেরণা পাই।

আশাকরি পাশে পাবো সবসময়।

শুভেচ্ছা মুছে ফেলুন
bappi76 সুখেন্দু বিশ্বাস ১৯ আগস্ট ২০১৪, ১০:০০
পরানের কথা দুইশত হল পার,
এখন সময় সাধুবাদ জানাবার।



আপনাকে অভিনন্দন পরান দা। আরও লিখুন

শুভেচ্ছা সতত। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা২১ আগস্ট ২০১৪, ১০:৫০
আন্তরিক ধন্যবাদ প্রিয় সুখেন দা।

ভালো থাকুন মুছে ফেলুন
Shariful123 শরিফুল আলম১৯ আগস্ট ২০১৪, ১২:০৩
অভনন্দন । আপনি আরো লিখবেন এই প্রত্যাশা করি । উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
shohel121 পরানের কথা২১ আগস্ট ২০১৪, ১৩:৫৭
আন্তরিক ধন্যবাদ জানবেন

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়