Thursday, July 21, 2016

লিমেরিকঃ ইয়াবা ভয়ঙ্কর


ইয়া বাবা এ যে বড়ো ইয়াবার মরণ ছোবল
ওরে তোরা ডুবিস নে আর সময় থাকতে 'নো' বল
 ইয়াবার করাল গ্রাসে
মেধাবীও হায় ফাঁসে
নিজ ও জাতির প্রয়োজনে ওকে সবাই 'থু' বল!
-
[২০১৬০৭২১/১১১৫]

Wednesday, July 20, 2016

মাটি

মাটির শুধুই প্রাণ থাকে না
থাকে রূপ ও লাবণ্য
কখনো সে স্নিগ্ধ বকুল
ঠেকে কভু তা বন্য।
 
 ভালোবাসেই মাটি
হৃদয় পরিপাটি।

Sunday, July 17, 2016



গুচ্ছপ্রেম গুচ্ছ ভালোবাসা


°এ যে বিলাসিতা
কিংবা জেলাসি তা°
১৭/৭/১৬ 


নানান ছুতোয় ছল
আর কতোকাল বল?

>>

এমনও বরিষণে
~~~~~~~~~~
এমনও বরিষণে
হাত ধরে তোরি সনে
ডুব ও সাঁতার চিত্তে
~~
জলে ধোয়া এ হৃদে
প্রেম ছোঁয়া যে বিঁধে
শুভতাতে জিততে।
‪#‎অণুঅনুভব‬ (২০১৬০৭১৬)



রক্তখেলা ঈদে
মননে খুব বিঁধে
দেয় দাগা এই হৃদে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৭/১৪৪৩]




ঈদ এলে 'নাড়ির টান' - এই কথাটি বেশ শোনা যায়। আচ্ছা, নাড়ি'র বিস্তারটা ঠিক কতোদূর? নাড়ির টানেও কি টান পড়তে পারে? নাড়ির বোধও কি ভোতা হয়ে যেতে পারে!!
‪#‎নাড়ির_টান‬ 

০৬/৭/১৬


তোর অহঙ্কার ভারি বেশ
আচরণে তারই রেশ
থাকিস ভালো প্রতিক্ষণই
এই কামনা নির্নিমেষ।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৬/১১০০]



 



Partisan thought
Enough a lot!

[২০১৬০৭১৪]



স্মার্টফোন আছে
স্মার্টব্যাটারি হবে?

[২০১৬০৭১৪]  



আমার ভাষা থমকে গেছে
আমি তো আজ বোবা-ই,
আমরা সবাই নিদয় নিঠুর
ভালোবাসা ডুবাই ।
...
১৪/৭/১৫



'ভালোবাসা'কে ভালোবেসে ভালোবাসুন।
১৩/৭/১৬


I was nothing to anything of anyone
১৩/৭/১৬

 >>>>>>>>>>>>>>>>>>>>>
এক একবার আমি মরে যাই
ভেতরে
কেউ দেখে না
কেউ কেউ দেখে তৃপ্তির লালা গেলে মুহুর্মুহু ।
|||
At times, I die
Die inside me
No one notices
Some see the same
And salivate gratifications..

১৩/৭/১৬   



 স্বার্থ ছাড়া গাছের পাতাও নড়ে না
স্বার্থবিহীন নীড়টুকু কেউ গড়ে না
আছে ম্যালা খোলা স্বার্থ
কিছু মূলা ঝুলা স্বার্থ
মরার আগে স্বার্থচিন্তা মরে না।
‪#‎লিমেরিক‬ ‪#‎স্বার্থচিন্তা‬
[২০১৬০৭১২/১৪৩৫]


কষ্ট এবং দুঃখ
যায় না দেখা; সূক্ষ্ম
১২/৭/১৬


জিবাংলা ও জলসা-ই
ঘরেঘরে বল সাঁই~
১২/৭/১৬


ফেবুমেট্রিক ফ্রান্স ||| অনিবন্ধিত বন্ধু
~~~~~~~~~~~~~~~~~~~~~
ফেবু নিবন্ধিত (ফেবুমেট্রিক) ফ্রান্স ছাড়াও জীবনে দু'একজন প্রকৃত বন্ধু থাকা খুব প্রয়োজন। একদিন স্কুলে অনুপস্থিত থাকলে বা এক বিকেলে খেলার মাঠে না গেলে যে বন্ধুটি এক মাইল (তখন মাইল ই ছিলো) হেঁটে বাড়ি চলে আসতো খোঁজ নিতে ~~ তেমন বন্ধু। কোনো ফ্রান্স নয়।
১১/৭/১৬



দুষ্টচিন্তায় যতি দিন
ভালো বাঁচুন প্রতিদিন।
১০/৭/১৬

মনের সে চোখ অন্ধ
তাইতে এতো দ্বন্দ্ব
১০/৭/১৬

বিজ্ঞাপনের চিপায়
অনুষ্ঠানতো হাঁপায়
০৯/৭/১৬

And we forget what we were..

০৯/৭/১৬

একসময় তোর প্রয়োজন ছিলো! আমি ছিলাম।
০৯/৭/১৬
 >>>

আহা!
এভাবে কি স্বর্গ গড়ো?
মিছে!
পাপের বোঝা বর্গ করো!
০৯/৭/১৬

 বন্ধু সুজন সুখেই পাখা মেলে
দুঃখের ঘরে রয় না আলো জ্বেলে
দেয়া নেয়ার হিসেবখানা কড়া
স্বার্থ যোগে তেল দিয়ে যায় তেলে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৯/০১০০]


ভালোবাসা যতো বড়ো হতে থাকে, অভিমানগুলো টুকরো টুকরো হয়ে ছোট হতে থাকে; হতে থাকে ক্রমশ শক্তিধর ।
০৮/৭/১৬


আমার ভুলের নেইরে সীমা
আমার দোষের শেষ নেই,
আগাগোড়াই ভ্রান্ত জীবন
গুণের কোনো লেশ নেই।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৮/০১৩৩]



বৃষ্টিটা আষাঢ়ে
মাঠঘাট ভাসারে
ঠেকে ভারি খাসারে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৬/১০২৫]


মনের মাঝে
জমাট রেখে ঘৃণা
দিনে দিনে
হচ্ছো হৃদয়হীনা।
এইতো সময়
ঘৃণায় বলো "জ্বী না"।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৬/১০১২


রাতের ওপারে স্নিগ্ধ ভোর দেখবো বলেই সারারাত চোখ বন্ধ করে জেগে থাকি। কিন্তু সকালগুলোও কেনো যে আঁধারে মোড়ানো থাকে!! আঁধারের পাতা উল্টাই। পরের পাতাও ঘুঁটঘুঁটে।
০৩/৭/১৬

ভাইরাল আহা || অফটপিকঃ হিরো আলম কে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ভাইরালে কেউ হিরো হয়
কেউবা পচে জিরো হয়
ইউটিউব ফেসবুকের ঠ্যালায়
কেউবা হাসির মীরও হয়।

‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০১/১৪৫৫]


ঈদে সবাই ঘরমুখো। আর আমি চিরদিন তোর মুখো হওয়ায় ঈদ আমার কাছে এখন এক নির্মুখ যাত্রাহীনতার নাম।
০১/৭/১৬


আষাঢ় আশায় রই
আষাঢ় ভাসা কই?
আষাঢ় আসে একা
নেই তার বিষ্টি-সই!
‪#‎অণুঅনুভব‬
[20160630/1535]
উৎসর্গঃ Sanat Ghose দাদাকে; যিনি অনেক সুন্দর অণু সৃষ্টি করে থাকেন।



রহস্যের জট খুলে না
আসল দৃশ্যপট খুলে না
কে যে দায়ি, কে দায়ি নয়
মুক্ত হাওয়ায় তা দোলে না।

৩০/৬/১৬


গাছ রেখে আগাছায় ঢেলে জল
কী আর বলো পাবে ভালো ফল?
কথা কিবা হাওয়া খেয়ে
বাড়বে কি আর তোমার দেহের বল?
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৯/০৩১৩]



Time has changed... People now don't feel like talking at all; rather they use Emoticons ... I don't feel like in these Emos although graphical>>
--
আজকাল সবাই কথা বলে মনের ভাবটি প্রকাশ করতে চায় না। সবাই ইমো ব্যবহার করেন। ইমো দিয়ে মনকে ছোঁয়া যায়! যেভাবে পারা যায় অক্ষরবন্দি লেখায়। জানি না।


২৯/৬/১৬

সবই এখন ব্যয়বহুল
হতো যদি ন্যায় বহুল!!
‪#‎অণুঅনুভব‬ ‪#‎আফসোস‬ 

২৮/৬/১৬


ধুম পড়েছে ধুম
~~~~~~~~~~~~~~
হারাম করে আরামের ওই
ঘুম
রাত-বিকেলে কেনাকাটার
ধুম।
নূতনটা চাই থাকুক আগে
শতো
হাল ফ্যাশনে হবে মনের
মতো।
ক্ষদ্র হলেও ভেবো কথা
ওর
সে তো কাজের; খুলেও দেবে
দোর।
~~
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৮/১৩২০]
রাত-বিকেলে>> শুরু হয় রাতদুপুরের পরে


প্লাস্টিকের চাল খাই
মরিচের ঝাল খাই
গিন্নির গাল খাই
~
নাই কোনো তাল নাই
বাঁচার আর ঢাল নাই।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৭/১২৩০]


স্বপ্ন ছিলো তোকে ঘিরেই
দেখি না আজ বাস্তবে,
সবই অলীক মিথ্যে ছিলো
ভেবে নেবো আজ তবে?
~
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৭/১১০০]


আগের দিনের বায়স্কোপ
এখন দেখার নাই স্কোপ
ভাণ ফান অভিনয়
শুধু দেখার পাই স্কোপ।
~
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৬/১২১৫]


   
 

Saturday, July 16, 2016

এমনও বরিষণে


এমনও বরিষণে
হাত ধরে তোরি সনে
ডুব ও সাঁতার চিত্তে
~~
জলে ধোয়া এ হৃদে
প্রেম ছোঁয়া যে বিঁধে
শুভতাতে জিততে।
-
২০১৬০৭১৬ 


Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়