Wednesday, April 30, 2014

পরানের কথা: লিমেরিক: মৃত্যুশয্যায় বুড়িগঙ্গা

পরানের কথা: লিমেরিক: মৃত্যুশয্যায় বুড়িগঙ্গা: মৃত্যুশয্যায় বুড়িগঙ্গার করুণ কান্না "কতো আর সইবো জ্বালা; আর না" দূষণের মাত্রা তবু বাড়ে গেলো না বাঁচানো বুঝি তারে আইন, পরিবেশ...

লিমেরিকঃ মূল্যবোধ আজ

মূল্যবোধ আজ বোধশক্তিহীন; মূল্যও নেই যে তার

দয়া, মায়া, ভালোবাসা সব ঠেকে অসার

স্বার্থসিদ্ধ্বি আজকে শুধু লক্ষ্য

ন্যায় অন্যায় নয়তো মোটেও মোক্ষ
মানবতা শৃঙ্খলিত; অস্থির সময় পাড়।।
।##২০১৪০৪৩০##

লিমেরিক: মৃত্যুশয্যায় বুড়িগঙ্গা

মৃত্যুশয্যায় বুড়িগঙ্গার করুণ কান্না
"কতো আর সইবো জ্বালা; আর না"
দূষণের মাত্রা তবু বাড়ে
গেলো না বাঁচানো বুঝি তারে
আইন, পরিবেশবাদী শুনতে কি পান না!!
##২০১৪০৪২৯##

লিমেরিক: জ্যাম

চরম এ গরমে পাবলিক বাসে জ্যামে পড়ে
হাঁসফাঁস করে যাই, প্রাণ রাখা দায় ধড়ে
চলে নাতো আর চাকা
আহা স্বপ্নের ঢাকা !!
ঝিম মেরে থাকি ঠায়, অনুভূতি ভোঁতা করে। 
##২০১৪০৪২৯##

Monday, April 28, 2014

লিমেরিক: তিস্তার পানি

ধু ধু করে তিস্তার বুক; পানি নাই
পানির হিস্যা পাবো; জানি তাই
থাকে শুধু আশ্বাস
কতোক্ষণ আর বিশ্বাস
দিনের শেষে থাকে কেবল গ্লানিটাই।
##২০১৪০৪২৬##

লিমেরিকঃ ইয়াবার জাল



ইয়াবার জাল পড়ছে ছড়িয়ে নতুন করে দেশজুড়ে
দেশের প্রাণ যুব-সমাজ যাচ্ছে জড়িয়ে নেশার তোড়ে
তারুণ্যের এই নেশাসক্তি
হবেই রুখতে দিয়ে শক্তি
বিনাশ হবে অশুভ এ জাল; দৃষ্টি শুধু সোনালি ভোরে।
##২০১৪০৪২৫##

Friday, April 25, 2014

ঝাঁঝালো কষ্ট-চূর্ণ



তাড়াতে পারি না
ঝাঁঝালো কষ্ট-চূর্ণ লেপ্টে থাকে হৃৎপিণ্ডে আমার
খোঁচায় আমায়
দহন করে
দগ্ধ হৃদয় আমার চোখ মেলে দ্যাখে
ধ্বংসের পলস্তরা- রানা প্লাজার
কী করুণ এক একটি খণ্ড
কাঁদতে পারে না হৃদয়
জ্বালা উদ্গীরণ হয় ক্রমাগত
হৃৎপিণ্ড থেকে।
১১৩৪ প্রাণ এগিয়ে আসে
বলতে চায় কথা তারা কবির সাথে
নির্বাক কবি হৃদয়
চৌচির মরুময়
চেয়ে অপলক
কাঁদতে পারি না।
অথবা কান্নাতো নয় কোনো সুরাহা।

তীক্ষ্ণ কষ্টচূর্ণ করে হৃদয় ক্ষতবিক্ষত

সভ্যতা কি স্বার্থপরতা শুধু!!
দায়বদ্ধ্বতা কি থাকবে চাপা ভাঙ্গা কংক্রিটের নিচে?

চলে যাওয়া পোষাক কর্মীর
ছুঁড়ে দেয়া লাথি
দেখতে কি পায় আজকের সভ্যতা!!

##২০১৪০৪২৫##

Thursday, April 24, 2014

লিমেরিকঃ স্মৃতিতে রানা প্লাজা



রানা প্লাজার সকরুণ ঘটনার রেশ
হৃদয়ে খুদিত, হয়নিকো তা শেষ
হাজারো প্রাণের আহাজারি
ভুলতে কি তা আমি পারি !!
কর্তব্যটা করে দায়মূক্ত হোক দেশ।।

ছবিঃ প্রথম আলো
##২০১৪০৪২৪##

Tuesday, April 22, 2014

লিমেরিকঃ সোনার খনি




বিমানবন্দর যাচ্ছে হয়ে সোনার খনি
নিত্য নতুন ছকে আসছে সোনা-মনি
চোরাচালানের এ চক্র
নয় সোজা; খুব বক্র
ঘুচবে কবে এ অসাধুতা (?), কাটবে শনি।

##২০১৪০৪২২##

Sunday, April 20, 2014

লিমেরিক: যারে যাবি যদি যা

পিঞ্জর খুলে পাখি আজ তার আকাশে গেছে যে উড়ে
পোষ মানেনি  পাখিটি আহা, খাঁচা ফেলেছে ছুঁড়ে
যা কিছু বলার হয়েছে কি সব বলা
চলার পথের সব কি হয়েছে চলা?
রবে কিংবদন্তি বশীর আহমেদ বাঙ্গালি হৃদয় জুড়ে।।

## ২০১৪০৪২০ ##

লিমেরিক: লাগে কিঞ্চিৎ চক্ষে

না হয় তিনি হাকান দামি গাড়ি, বসেন এসি কক্ষে
তবু এ গরমে এমন স্যুটেড দেখে লাগে কিঞ্চিৎ চক্ষে
গরম যে তার হুল ফুটিয়ে যায়
গ্রীস্মের তাপে এবং লু হাওয়ায়
একটু প্রশান্তি সবার তরে ; কাজ হোক সেই লক্ষ্যে।।
##২০১৪০৪১৯##

Friday, April 18, 2014

লিমেরিকঃ এক ফোঁটা জল

গ্রীস্মের তপ্তদাহ; রৌদ্র ফুটায় হুল
গরমে হা-পিত্যেস; চলনে গণ্ডগোল
বৃষ্টির এক ফোঁটা ছোঁয়া
আহা যেতো যদি পাওয়া!
খুঁজে ফেরে এক ফোঁটা জল, তৃষিত পক্ষিকুল।।

##২০১৪০৪১৮##

লিমেরিকঃ ভালোবাসায় দূরত্ব

যখন আমি অনেক দূরে, দূরত্ব কি পারে
দিতে আড়াল,  কিংবা ভালোবাসা ছাড়ে?
দুরত্ব বড়ো তো নয় জেনো
ইথার যে তা বহন করে মেনো
ভালোবাসা ভালোবাসারই ধার ধারে।।
##২০১৪০৪১৮##

Thursday, April 17, 2014

লিমেরিকঃ গুম



যখন তখন, যথায় তথায় দেশে মানুষ হচ্ছে  গুমের শিকার
টিভি চ্যানেল পায় যে নিউজ; পত্রিকা যায় লিখে যা লিখার।
স্বজন পায় না বিচার কিংবা খোঁজ
চোখের পানিই যেনো সঙ্গী রোজ
হারাতে হবে এভাবেই কি সাধারণের মৌলিক অধিকার !!
##২০১৪০৪১৭##

লিমেরিক: 'নেটওয়ার্কের বাইরে '


'চলে যাচ্ছি দোস্ত! নেটওয়ার্কের বাইরে!! ' এ স্ট্যাটাসটা  পড়ে
কস্টে হৃদয় বিবর্ণ হলো সাব্বির, চোখের জল রাখা দায় ধরে
এমন করুণ তোমার বিদায় !!
পারিনা মানতে, কে নেবে দায়?
ছাত্রদের এ হারিয়ে যাওয়ায় উজ্জ্বল তারারা পড়লো ঝরে ।।
##২০১৪০৪১৭##

Tuesday, April 15, 2014

লিমেরিকঃ আমার রাজকন্যে



প্রজ্ঞামনি ছোট পাখি; আমার সে রাজকন্যে
চোখের আড়াল হলে সে যে, যাই হয়ে যাই হন্যে।
নেওটা সে যে বাপের
দৌড় ও লাফ-ঝাপের
ভালোবাসার আধার আমার উজাড় তারই জন্যে।।
##২০১৪০৪১৫##

লিমেরিকঃ শোক

সেন্ট মারটিনে হারিয়ে গেলো প্রিয় মেধাবী মুখ
নিদয় স্রোতে ভাসিয়ে নিলো; শূন্য মায়ের বুক
দেশ হারালো দেশের রতন
অসময়ে তারার পতন
ভাষা নেই কোনো তাদের তরে জানাবো যে শোক।।

পাদটীকাঃ সেন্ট মারটিনে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের করুণ মৃত্যুতে কস্ট পেয়ে লেখা। তাদের আত্মার শান্তি কামনা করছি।
##২০১৪০৪১৫##

Monday, April 14, 2014

সুবর্ণ নির্বাসন

ওরা আমাকেই দোষী ধরে নিয়েছে
করেছে সাব্যস্থ নির্বাসন আমার।

যাই বলে অবলীলায়
ভালোবেসে দোষী আমি
ভালোবাসায় দোষী আমি
আজন্ম দোষী আমি ভালোবাসার তরে।

নির্বাসন অহঙ্কার আমার
চাই তোমাতে হতে নির্বাসিত।
তোমার গহীনে
বসবাস আমার
আমার সুবর্ণ নির্বাসন ।
##২০১৪০৪১৪##

জলে ঝলসানো হৃদয়

বলেছি তোমাকে
যেও না মাধবী ওই জলাশয়ে তুমি
ভিজিও না তোমার ওই রাঙা পা।

উষ্ণ প্রস্রবণে তার
কোমল মোলায়েম পা তোমার
ঝলসে না যায় আবার।

কথা তো তুমি রাখোনি মাধবী
উল্টো হলে তুমি জলের দেবী
পোড়ালে এই আমাকে
জলে ঝলসানো আজ হৃদয় আমার।

##২০১৪০৪১৪##

লিমেরিকঃ বাঙালিপনা


নববর্ষে পান্তা, ইলিশ, সানকি থাকবেই, না?
এসব ছাড়া বাঙালিপনা আর জাগবেই না!!
হয়ে একদিনের এক বাঙালি
লাল সাদায় নিজেরে রাঙালি
অন্তরে প্রেম হলে, মেকি কিছু আর লাগবেই না।।

##প্রথম প্রহর...০১ বৈশাখ ১৪২১##


Sunday, April 13, 2014

লিমেরিকঃ আজ নববর্ষ


নয় বিষাদ ক্লেদ দুঃখ; থাকুক প্রাণে-মনে হর্ষ,
বৈশাখের প্রথম দিন আজ; আজ শুভ নববর্ষ।
পুরাতন জরা সব নাশে,
নবরূপে বৈশাখ আসে
সব-জীবনে সুখ  আনে শতরূপে উৎকর্ষ।
"

লিমেরিক : প্রশ্ন ফাঁস

পাবলিক পরীক্ষার প্রশ্ন নিয়ে উঠছে নানান কথা,
পূর্বরাতে এসএমএস ফেসবুকে প্রশ্ন মেলে যথাতথা!!
এ ক্যামন তরো ফাঁস !!
জাতির আগাম সর্বনাশ।
জিপিএ রেকর্ড লক্ষ্য শুধু(!), নেই আর কোনো মাথাব্যথা!!
##ভা।২০১৪০৪১২##

লিমেরিক: প্রশ্ন ফাঁসের প্রশ্ন

প্রশ্ন ফাঁস-এর কোনো প্রশ্নই উঠে না
এ সংক্রান্ত অভিযোগ সত্য মোটে না
শুধু সেলফোন কিবা নেটে
প্রশ্ন বেড়ায় হেটে.....
শিক্ষার সত্যি মানটাই শুধু ভাগ্যে জোটে না।
##ভা ২০১৪০৪১২##।

লিমেরিকঃ হালখাতা

পুরনো হিসেব আপডেট করে নিতে হালখাতা

মিস্টি দিয়ে মৈত্রীর বন্ধন; নয় কোনো ঝালকথা।
বাংলার ঐতিহ্যটা প্রীতির
বাণিজ্যে বসতি নীতির
হালখাতা সম্প্রীতি ছড়াক; মেলে দিয়ে ডালপাতা।।

Tuesday, April 8, 2014

স্বাধীনতা

স্বাধীনতা ভোরের সোনা রোদ
শিশুবেলার হইচই আর আমোদ।

স্বাধীনতা তপ্ত দুপুরে মিঠে বটের ছায়া
কী সুখে ঘুমায় মাটির মানুষ-অপার মায়া।

স্বাধীনতা শত-নদী তীরে প্রসন্ন বিকাল
বালুচরে খেলা করা দুরন্ত কিশোরকাল।

স্বাধীনতা সুখ-সাঁঝ বেলায় পাখির গান
কিচিরমিচির আহা কী প্রাণ, কলতান।

স্বাধীনতা চাঁদের হাসির বাঁধ ভাঙ্গা জোয়ার
পাগল পারা স্নিগ্ধতা যেনো খুলে দেয় দুয়ার।

স্বাধীনতা শস্যের মাঠ; সবুজ অবারিত
গাঁয়ের কৃষক গলা ছেড়ে গায় সুমোদিত।

স্বাধীনতা কিশোরের হাতে ইচ্ছেঘুড়ি চিল
আলতা-পা কিশোরীর দুরন্তবেলা অনাবিল।

স্বাধীনতা বৈশাখী ঝড়- হুংকারে আসে
আনে প্রাণ আফুরান, জরা জীর্ণতা নাশে।

স্বাধীনতা টিনের চালে রিমঝিম অবিরাম বৃষ্টি
পুকুরে সোনা হাঁস জলকেলি করে নন্দ-দৃষ্টি।

স্বাধীনতা শরতের কাশবন, নদী তটে সুষমা
ফুলকলি মেলে দল, ইচ্ছে শতদল রূপ-কুসুমা।

স্বাধীনতা ঘরে ঘরে হেমন্তের সুখ বারতা
নবান্নের আলো ঝলোমলো করে,কাটে জড়তা।

স্বাধীনতা শীতের শিশির ভেজা  সতেজ ভোর
রূপ্নীল সূর্য খুলে দিয়ে যায় নূতন বাহুডোর।

স্বাধীনতা ফাগুনের আগুন, বাসন্তী অনুরাগ
বাউড়ি মন ইচ্ছে আকাশে মেলে নব পরাগ।

স্বাধীনতা, স্বাধীনতা আহা আমারই স্বাধীনতা
দিয়েছে আমারে সেরা অনুভূতির মাধীনতা।।
 ##২০১৪০৩১৭##

লিমেরিকঃ যখন তুমি হাসো

মুক্তোঝরা অমন হাসি যখন তুমি হাসো
পাগল আমি; হিতাহিত জ্ঞান আমার তুমি নাশো
তোমার ও ই প্রেমণ হাসি
ভীষণ আমি ভালোবাসি
হাসি তোমার শিশিরবিন্দু; আমি সবুজ ঘাসও।
##২০১৪০৪০৬##

লিমেরিকঃ প্রাইভেট জব



গাছ লাগিয়ে এক ধরন;ফল চাই যে  সব
মাল্টিটাস্কিং-এর নামে এইতো প্রাইভেট জব
রাইটস আর নট শিউরড
প্রিভিলিজেস আর লিউরড
ফিটফাট লেবাসে সব; মনে শূন্য অনুভব।।
##২০১৪০৪০৮##

লিমেরিক: অহঙ্কার

অহঙ্কারে সবসময় আনে নাকি পতন !!
অহঙ্কারীর ঘরেই তবু জমা কেনো রতন ?
দম্ভভরে চলে সে
তির্যক হাসি সে হাসে
অহঙ্কারকেই করবো লালন করে তবে যতন ??
##২০১৪০৪০৮##

Monday, April 7, 2014

লিমেরিকঃ সত্য সত্য

ঢাকতে তোমার একটি মিথ্যে দশটি মিথ্যে লাগে
তারপরেও সত্যের সুখ জুটবে না তো ভাগে
সত্য দেয় না ধোঁকা
চালাক কিবা বোকা
সত্য বলো, সত্যে চলো; জেনো সত্যেই হৃদয় জাগে।
##২০১৪০৪০৭##

Sunday, April 6, 2014

লিমেরিক: তোমার হাসি

যখন হাসো,  তখন তোমার বাঁকা  হাসির চাঁদ
দোলায় আমায়, ভাসায় আমায় মানে নাতো বাঁধ
তোমার হাসি ভালোবেসে
জানি  রবো বেঁচে শেষে
হাসিই তোমার দেখে যাবো, এটাই আমার সাধ।।
##২০১৪০৪০৬##

লিমেরিকঃ অভিমান

অভিমান করি; কভু অভিনয় তো করি না
ভালোবাসায় মরি; ভালোবাসা ছাড়া নড়ি না
অভিমানটা  বুঝার দায়
তোমার-আমার সমান যায়
হৃদয়ে হৃদয় মেলি; হৃদয়হীনা আমি স্মরি না।

##২০১৪০৪০৬##

Saturday, April 5, 2014

লিমেরিকঃ অভিসার

একচিলতে পতিত সময় তুমি দেবে আমায় ধার?
বলতে তোমায়  কথা কিছু হৃদয়ে হাহাকার।
দেখে তোমায় উতলা মন
সঙ্গ তোমার হীরন্ময় ক্ষণ
ভালোবাসার দোলায় আজ তোমার আমার অভিসার।।
##২০১৪০৪০৫##

লিমেরিকঃ ভালোবাসি তবুও

মুখে মধুর কথা তোমার, অন্তরেতে বিষ
তোমার এমন ভালোবাসায় হারিয়েছি দিশ
ভালোবাসা ঢালো সাক্ষাতে
ঘৃনা বুনো আড়ালে সেইপাতে
ভালোবাসি তোমায় তবু; করি অনেক মিস।।

#সোহেল আহমেদ পরান#
<<২০১৪০৪০৫>>

লিমেরিকঃ হালখাতা

পুরনো হিসেবটা আপডেটেড করে নিতে হালখাতা
মিস্টি দিয়ে মৈত্রীর বন্ধন; নয় কোনো ঝালকথা।
বাংলার ঐতিহ্যটা প্রীতির
বাণিজ্যে বসতিটা নীতির
হালখাতায় সম্প্রীতি ছড়াক; মেলে দিয়ে ডালপাতা।।

# সোহেল আহমেদ পরান #
<<২০১৪০৪০৫>>

Friday, April 4, 2014

লিমেরিকঃ আসল ভেজাল


খাদ্যে ভেজাল; এ ভেজাল খেয়ে অসুখে ভোগা
ঔষধে ভেজাল; নষ্ট চিকিৎসায় আরো রোগা
রক্তেও নাকি দিচ্ছে ভেজাল!
আমার দেশের হলো কী হাল!!
আসল ভেজাল চিন্তায় রয়; আল্লাহ সুমতি যোগা।

#সোহেল আহমেদ পরান#
<২০১৪০৪০৪>

Wednesday, April 2, 2014

লিমেরিকঃ সাগর-রুনি




সাগর-রুনিকে হারিয়েছি-  বছর দুই তো শেষ (!)
খুনি ধরার মেলেছে আশ্বাস; নেই অগ্রগতির লেশ।
মেঘ-এর চাপা কান্না
কেউ শুনতে পান না
কবে হবে বিচার তবে; ঘোচাবে কলঙ্ক এ দেশ!!

<সোহেল আহমেদ পরান>
<<২০১৪০৪০২>>

Tuesday, April 1, 2014

লিমেরিকঃ অটিস্টিকদের জন্য



অটিস্টিকরা পর নয়তো কেউ- তারা আমাদেরই স্বজন
তদুপরি তাদের প্রতি  সহানুভূতিশীল ক'জন?
অটিজমকে শক্তিতে রূপ দিতে
কাছে তাদের টেনে হবে নিতে
প্রাণশক্তি পাক তারা, হবো অটিস্টিকের সুজন।

সোহেল আহমেদ পরান 
<২০১৪০৪০১>

পাদটীকাঃ ০২ এপ্রিল বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস

লিমেরিকঃ তেলবাজের গল্প

তেলবাজরা ভালো ছিলো; আছে এবং থাকবে
পাশাপাশি নিরীহদের অশান্তিতে রাখবে
তেলের জুড়ি মেলা ভার
তেলবাজের জয়জয়কার
তেলে চলে; তেলে গলে; তেলে আশা পাকবে।।

সোহেল আহমেদ পরান
<২০১৪০৪০১>

লিমেরিকঃ মামা কালচার

হাই মামা, হ্যালো মামা; জটিল, জোস মামা চলছে
অবলীলায় বন্ধুরা মামা মামা করে কথা বলছে
মায়ের ভাইকে মামা জানি
বন্ধুর মা কি তবে নানি (?)
মডার্ন মামা কালচার কি বাংলার সংস্কৃতি দলছে (?)।

সোহেল আহমেদ পরান
<২০১৪০৪০১>

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়