Friday, January 31, 2020

ভুল বোঝা



অণু কবিতা
||
ভুল বুঝে এক, ভুল বুঝে দুই
বাড়ে ভুলের বোঝা,
ভুলবোঝা-বিষ নামবে কীসে
নেই যে এমন ওঝা!
#অণুঅনুভব

শরীর



'ভালোবাসি' বলেই যখন 
শরীরটাকে টানে,
প্রেমিক নয় সে- জেনো মেয়ে
ভণ্ড সে ধ্যানজ্ঞানে।
#অণুঅনুভব 
#পরানেরকথা

Thursday, January 30, 2020

কেমন আছো


জানতে চেয়ে 'কেমন আছো'
মিছেই করা বিব্রত! 
'কথার কথা' বলে সবাই
মানে মনের কি ব্রত?
#অণুঅনুভব 
#পরানেরকথা

Tuesday, January 28, 2020

দক্ষতা


দক্ষ


অবিমৃশ্য



ভাঁড়ের পিঠে সওয়ার এখন বিশ্ব
চামচাসকল চেঁচায় 'কি জোস দৃশ্য'
জীবনযাপনের ঘাঁটে
সময় পিছনে হাঁটে
কালেরকাহন ঠেকে অবিমৃশ্য!
#লিমেরিক #কালেরকাহন

Sunday, January 26, 2020

মায়ার টানে



মায়ার ছায়ায় দিন কেটে যায়
মায়ার স্বরূপ কে জানে?
মায়ার পাখি কায়ায় রাখি
সবই তো মায়ার টানে।

Saturday, January 25, 2020

রোদ্দুর



ভালোবাসা উড়িয়ে দিলেম
বিশাল আকাশ জুড়ে,
রোদ্দুর হয়ে ছড়িয়ে পড়ুক
তোমার উঠোন দোরে।
#অণুঅনুভব

Thursday, January 9, 2020

সই রবি



হৃদয়পাতা কান্না-ভেজা
বেহাগ কিবা ভৈরবী,
বেশ তো আছিস দূরের আকাশ
কথা ছিলো সই রবি।
#পরানেরকথা

শীত



অতিরিক্ত সবই খারাপ
হোক গরম, বা তা শীত,
ভোগান্তিতে নেয় যে কুরূপ
সুখ, সুন্দর ও যা গীত।
#পরানেরকথা #অণুঅনুভব

মন আমার



কষ্ট পেয়ে দুঃখ পেয়ে
হোস নে হতাশ মন আমার,
নিগৃহকে শক্তি করা
এটাই এখন পণ আমার।
#পরানেরকথা

Wednesday, January 8, 2020

শুদ্ধতা



যাত্রা যখন শুদ্ধতার
পাবেই কিছু রূদ্ধদ্বার
জীবন নামের খেয়াপথে
এটাই নিয়ম যুদ্ধটার। 
~
#পরানেরকথা
 #অণুঅনুভব

Tuesday, January 7, 2020

মিথ্যের বেসাতি



মিথ্যের বেসাতি এ সময়
বিকোয় চড়া দামে,
সত্য শুধু পাচার যে হয়
পুরান ডাকের খামে।

Thursday, January 2, 2020

খেয়া



তোমার ছিলো বরফগলা নদী
আমার ছোট্ট খেয়া,
'সন্ধি' ছিলো বিধির অমোঘ লিখন
আর যে সাক্ষী দেয়া।
#অণুঅনুভব
#পরানেরকথা

মুখোশ মানব


মুখোশটুকুই সত্য ঠেকে
আর সকলই মিথ্যে,
মুখোশমানব দুক্রোশ হাঁটে
মুখোশ সাজে জিততে।
~
#পরানেরকথা

তুমি



চিরদিনের তুমি চেনা
বুঝি না এক বিন্দু!
ক্ষণেক তুমি শিশির কণা
আর ক্ষণে এক সিন্ধু!
#অণুঅনুভব

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়