Monday, October 30, 2017

অণু অনুভব

গহীন স্রোতস্বিনীর টানে
আমি মাঝি কুবের,
ভালোবাসার বৈঠা হাতে
টুটি চাপি লোভের।
#অণুঅনুভব
২০১৭১০৩০/১৮৫৭

অণু অনুভব

আমার আছে ছোট্ট তরী
গহীন নদীর বুকে,
দিবা রাতে নিত্য 'ভাসান'
চরম পরম সুখে।
#অণুঅনুভব
২০১৭১০৩০

Tuesday, October 17, 2017

কঠিন ছিলো সিদ্ধান্ত | চাকরি কি কেউ ছাড়ে? (পর্ব-২)



আমার ফর্মাল চাকরি ছাড়ার দুবছর পূর্ণ হবে আগামি মাসে। আমি "পূর্ণ" শব্দটাই ব্যবহার করলাম। কারণ, এই দুই বছরকে একেবারে শূন্য হতে দেইনি আমি। অনেকদিন চাকরি করেছি। সেই কৈশোর না-পেরোনো সময় থেকেই। 
দীর্ঘ চাকরি জীবনের ইতি টেনে বের হয়ে আসার সিদ্ধান্তটি কঠিন ছিলো। খুবই কঠিন। কারণ চাকরি আমার সংসার টেনে নিয়ে যাচ্ছিলো। আর পজিশনটাও মোটামুটি সম্মানজনকই ছিলো। একটা প্রাইভেট গ্রুপে হেড অব এইচ আর অ্যান্ড এডমিন। 
জব এবং এথিকস নিয়ে আমি একটি উক্তি অনুসরণ করতে চেষ্টা করেছি বরাবরঃ "If you come down to your ethics vs a job, choose ethics. You can always find another job."

যাহোক, ছেড়েই দিলাম সেটা। মানসম্মান - সেতো উপরওয়ালার হাতে। জব বাদ দিয়ে ফ্রিল্যান্সিং-এ আসাটাকে অনেকে বোকামি বলেছে। অনেকে আড়ালে হেসেছে। আর যারা অন্যের বিপদ দেখে খুশী হয়, তারা যারপরনাই আত্মতৃপ্তি লাভ করেছে। আমি নিশ্চিত কেউ কেউ খুশী হয়েছিলো।

যাহোক ফ্রিল্যান্সিং শুরু করলাম। শূন্য থেকেই। অনেক ভালো, মন্দ, মিষ্টি, তেঁতো অভিজ্ঞতা আছে এখানেও। সবখানেই থাকে। এক ঘনিষ্ঠ বন্ধুর উৎসাহে মারকেটপ্লেস ওডেস্কে (পরবর্তীতে আপওয়ার্ক) একাউন্ট   একাউন্টটি অনেক আগে করা থাকলেও, ফ্রিল্যান্সার হিসেবে কাজের বয়স দুবছর পুরো হচ্ছে এখন।
প্রোফাইল 
আর আজ প্রোফাইল চেক করতে গিয়ে দেখিঃ ৫০০০ ঘন্টা কাজ হয়ে গেছে। এর বাইরেও ফিক্সড কন্ট্রাক্টেও কাজ করেছি বেশ কিছু। সব মিলিয়ে ৬৩ টি কন্ট্রাক্ট কমপ্লিট করতে পেরেছি। জব সাকসেস রেটঃ ১০০%। কৃতজ্ঞ আল্লাহর কাছে।
কিছু ফিক্সড  কন্ট্রাক্ট জব করার পর যখন প্রথম  আওয়ার্লি জব পাই, তখন খুব ভালো লেগেছিলো। এক ঘন্টা, দুই ঘন্টা করে যখন ১০০ ঘন্টা হলো তখনও এক্সাইটেড ফিল করেছি।

 দুই বছরের ফ্রিল্যান্সিং গল্প
গত দুইবছরের গল্পটা খুব সহজ ছিলো না। বিশেষ করে প্রথম বছরের। আল্লাহর উপর ভরসা রেখেছি। আমি হতাশ হইনি। শেখার অদম্য ইচ্ছেয় আর কাজের প্রতি ডেডিকেশনের ফলে দুতিন মাসের মাথায় আমি "টপ-রেটেড" হই। 
শুরু করেছিলাম, রাইটার হিসেবে। আর এখন মেইনলি এসইও, রিসার্চ,  এইচ আর এবং কন্সাল্টেন্সি  করছি। 

কিছু প্রাপ্তিঃ 
প্রাপ্তি বিষয়টি আমার কাছে টাকা পয়সার চেয়ে বেশি কিছু।

  •  পরপর দুবার টপরেটেড ফ্রিল্যান্সারদের মিটআপ "আপওয়ার্ক হাডল ঢাকা" হোস্ট করার সুযোগ পেয়েছি।
  • ফ্রিল্যান্সিং-এ ক্লায়েন্টদের কাছ থেকে অনেক ভালো ভালো ফিডব্যাক পেয়েছি। এগুলো আমার কাছে মহামূল্যবান। 
কয়েকটি প্রিয় ফিডব্যাকঃ  
Shohel was excellent to work with and provided a very detailed and helpful SEO audit. I would recommend him very, very highly.
 He defines the word Professional!
  Shohel is very professional, timely and has good understanding and attention to detail. I highly recommend his services.
 Shohel is clearly an SEO expert. Excellent communicator and very thorough with his work. I will absolutely use his services again.
Shohel is wonderful to work with. He has very good knowledge about web content and writing for SEO. I will work with him again.

Absolutely fantastic to work with. He is honest, fast , professional, detail oriented and a true pleasure to work with. I will absolutely hire him again.
 Excellent work. He really knows what he is doing.
Shohel does a great job writing for the web using the Yoast guidelines.
Good job Shohel, your hard work is an inspiration to us all. We appreciate your efforts during this spike in business.


আবার বলতে হচ্ছেঃ চাকরি ছাড়ার সিদ্ধান্তটি কঠিন ছিলো; কিন্তু ভুল ছিলো না ।
তবে একটা কথা- ইভেন ফ্রীল্যান্সার্স আর নট ফ্রী। প্রত্যয়, ডেডিকেশন, ইন্টেগ্রিটি, ইফেক্টিভ কমিউনিকেশন আর শেখার আগ্রহ নিয়ে যেতে পারে সামনে।

হ্যাপি ফ্রিল্যান্সিং!

~
[২০১৭১০১৭/১৮২১]

#Freelancing #Upwork #TopRated

পেপাল~ দে ফাল!



ঐ যে আসছে পেপাল
দেরে জোরে দে ফাল!

খুশিতে সব আটখানা
নয় অজানা 'বাট' খানা।
 পেপাল নয়; এ জুম
 জুমের টানে
হাসি ও গানে
নেইতো তাঁদের ঘুম।

ডিজিটালের টালমাটালে
থাকেই অটুট ডাট খানা।

ঐ যে আসছে পেপাল
দেরে জোরে দে ফাল!
~
২০১৭১০১৭/১৪৫০

Monday, October 16, 2017

লিমেরিকঃ 2441139

2441139 আজ বিকল
বোধের গলায় চেপে ধরা শিকল।
বেলা বোস আর নেই
আবেগে ধার নেই 
যায় না বোঝা কে যে নাড়ে কী কল!
~
#অণুঅনুভব
২০১৭১০১৬/০৯১৭

Saturday, October 14, 2017

কঠিন ছিলো সিদ্ধান্ত | চাকরি কি কেউ ছাড়ে?

গতকাল আমার ফর্মাল চাকরি ছাড়ার একবছর পূর্ণ হলো। আমি "পূর্ণ" শব্দটাই ব্যবহার করলাম। কারণ, এই এক বছরকে একেবারে শূন্য হতে দেইনি আমি। অনেকদিন চাকরি করেছি। সেই কৈশোর না-পেরোনো সময় থেকেই। দীর্ঘ চাকরি জীবনের ইতি টেনে বের হয়ে আসার সিদ্ধান্তটি কঠিন ছিলো। খুবই কঠিন। কারণ চাকরি আমার সংসার টেনে নিয়ে যাচ্ছিলো।
আর পজিশনটাও মোটামুটি সম্মানজনকই ছিলো। একটা প্রাইভেট গ্রুপে হেড অব এইচ আর অ্যান্ড এডমিন। যাহোক, ছেড়েই দিলাম সেটা। মানসম্মান - সেতো উপরওয়ালার হাতে। জব বাদ দিয়ে ফ্রীল্যান্সিং-এ আসাটাকে অনেকে বোকামি বলেছে। অনেকে আড়ালে হেসেছে। আর যারা অন্যের বিপদ দেখে খুশী হয়, তারা যারপরনাই আত্মতৃপ্তি লাভ করেছে।
যাহোক ফ্রীল্যান্সিং শুরু করলাম। শূন্য থেকেই। অনেক ভালো, মন্দ, মিষ্টি, তেঁতো অভিজ্ঞতা আছে এখানেও। সবখানেই থাকে। আমার একাউন্টটি অনেক আগে করা থাকলেও, ফ্রীল্যান্সার হিসেবে কাজের বয়স গতকালই এক বছর পুরো হলো। আর আজ সকালে প্রোফাইল চেক করতে গিয়ে দেখিঃ ২০০০ ঘন্টা পেরিয়ে গেছে। এর বাইরেই ফিক্সড কন্টাক্টেও কাজ করেছি বেশ কিছু। সব মিলিয়ে ৪৪ টি কন্ট্রাক্ট কমপ্লিট করতে পেরেছি। জব সাকসেস রেটঃ ১০০%। কৃতজ্ঞ আল্লাহর কাছে।
গত এক বছরের গল্পটা খুব সহজ ছিলো না। আল্লাহর উপর ভরসা রেখেছি। আমি হতাশ হইনি। শেখার অদম্য ইচ্ছেয় আর কাজের প্রতি ডেডিকেশনের ফলে সম্ভবত দুমাসের মাথায় আমি "টপ-রেটেড" হই।
শুরু করেছিলাম, রাইটার হিসেবে। আর এখন মেইনলি এসইও করছি। সাথে এসইও রাইটিং এন্ড রিসার্চ । আমার ক্লায়েন্ট ফিডব্যাকও বেশ ভালো। আবার বলতে হচ্ছেঃ চাকরি ছাড়ার সিদ্ধান্তটি কঠিন ছিলো; কিন্তু ভুল ছিলো না ।
তবে একটা কথা- ইভেন ফ্রীল্যান্সার্স আর নট ফ্রী। প্রত্যয়, ডেডিকেশন, ইন্টেগ্রিটি, ইফেক্টিভ কমিউনিকেশন আর শেখার আগ্রহ নিয়ে যেতে পারে সামনে।
~ [২০১৬১১২৫/১০৪২]

Friday, October 6, 2017

অণুঅনুভব

ভালো মানুষ
মানুষ হওয়ায়
গালি খায়!
ধূর্ত কুটিল
জটিল চালে
তালি পায়!!
~
#অণুঅনুভব

Tuesday, October 3, 2017

আকাশের মন

প্রত্যুষের আকাশ দেখে
বলে দিতে পারি আমি
আকাশের ঈশান বাড়িটার মন খারাপ আজ
উৎসব-রাঙানো দখিনা
আর উত্তরটা আজ খুব মেজাজে আছে।
এতোদিন আকাশ দেখে দেখে
আমি পড়তে পারি আজ
আকাশের মন।

Monday, October 2, 2017

অণু অনুভব

চামচারা
কাম ছাড়া
কথায় ভেজায় চিড়ে,
নেতাই বাপ
খাপের খাপ
থাকেই নেতা ঘিরে!
~
#অণুঅনুভব
২০১৭১০০২/১৩৪৫

অণু অনুভব

সৌখিন ভণ্ডামি আজ
হাততালি বেশ পায়,
নিরাবরণ সত্য
অস্তাচলের নায়।
~

Sunday, October 1, 2017

অণু

সুরহীন প্রেমে
সন্ধ্যার জ্যামে
আহা তাল আহা সুর
আয় নারে নেমে।

অণু

মন পোড়া গন্ধ আমার
ভাল্লাগেনা,
বেসুরো প্রেম কেনো এমন
তাল লাগে না!

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়