Wednesday, July 29, 2015

লিমেরিকঃ নির্মমতা সীমাহীন

মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ!
এসবও আজ গা-সওয়া ও সিদ্ধ!!
নির্মমতা সীমাহীন
জীবনও তো বীমাহীন
ভালোবাসায় কবে হবো ঋদ্ধ?
--
২৯/৭/১৫
খবরঃ মাতৃগর্ভে গুলিবিদ্ধ

Saturday, July 25, 2015

লিমেরিকঃ সূক্ষ্মমন্ত্র

পেশাদারিত্ব বইয়ে থাকে বসের খুশিই মূখ্য
বসের কৃপায় যায় ঘোচে সব চাকুরিগত দুঃখ
বেতনবৃদ্ধি প্রমোশন
থাকে না আর স্লো-মোশন
'ইউ আর গ্রেট'  'ইয়েস বস' 'কারেক্ট বস' মন্ত্র ভারি সূক্ষ্ম।
-
২৫/৭/১৫
রা ১০ঃ৩০ 



লিমেরিকঃ প্রাণের মূল্য

সড়কপথে প্রাণের বুঝি মূল্য নাই?
তাজা-জীবন গাড়ির চাকায় ঝুললো তাই!
বাড়ে লাশের সারি রোজ
কেউ রাখে না তারি খোঁজ
দায়িত্বশীল  কর্তব্য  কি ভুললো হায়?
-
২৫/৭/১৫





Friday, July 24, 2015

অন্তকথা

কেউ জানে না কেউ জানে
কেউ গৃহে রয় কেউ প্রাণে

লিমেরিক: লাশের সারি

যানের চাপায় প্রতিদিনই ঝরছে যে প্রাণ রাস্তায়
সড়ক পরিবহন তো আজ নেই আর কারো আস্থায়
বাড়ে শুধু লাশের সারি
খোঁজ রাখে না কেউ আর তারি
প্রতিকার নেই, নেই প্রতিরোধ জীবন কেবল নাশ তায়।

Monday, July 20, 2015

তুমিহীন ভূমিহীন

তুমিহীন
তুচ্ছ আমি নিঃস্ব আমি প্রান্তিক ভূমিহীন।
-
২০/৭/১৫

Thursday, July 16, 2015

বাংলাদেশ সাউথ আফ্রিকা খেলা নিয়ে

Eye only win and history
Tigers be a great story!!

--

সৌম্য শান্ত?
না না না
কথা ভ্রান্ত!
দৃঢ় শক্ত
হাঁ হাঁ হাঁ
আগুন রক্ত!!

---

উইকেট ছাড়াই
যায়তো পারাই >>>

--

সরকারে ছারখার সা/আ
 --
১৫/৭/১৫

আগের মতো

বৃষ্টিতে ভেজার সুখাবেশ
মুখ থুবড়ে পড়ে আছে সময়-কাঁদায়
শাওনধারা আজ আর পারে না টানতে আগের মতো।

You

To the sky
To ground
Around
Everywhere
Exist YOU only...-
15/7/15

বিপরীত সে

সে যে আমার জন্যে খুঁড়ে
কূপ
তারই তরে রোজ জ্বেলে যাই
ধূপ।

আমার ভালোয় গা জ্বলে যায়
তার
তার ভাবনায় আমার সময়
পাড়।

সে তো আমায় যায় দিয়ে যায়
শাপ
তার তরে রয় শুভাশীষ এক
ঝাপ।

এমনি করে সে আর আমি
রই
ভেবেই মরি আসল সে যে 
কই?
-
সো আ প
১৬/৭/১৫
(১০ঃ৩৬রা)



Tuesday, July 14, 2015

লিমেরিকঃ অমানবিক



হিংস্রতা আর নির্মমতা পশুকেও  হার মানায়
মানুষ দেখি হামলে পড়ে নির্দয় আঘাত হানায়!
মানবতাবোধ যে কাঁদে
সহনশীলতা কোন ফাঁদে?
মানুষের এই রূপ অমানবিক ছিলো না  জানায়।




পরানের কথা ০৩৮

আমার ভাষা থমকে গেছে
আমি তো আজ বোবা ই
আমরা সবাই নিদয় নিঠুর
ভালোবাসা ডুবাই ।
...
১৪/৭/১৫

Thursday, July 9, 2015

পরানের কথা ০৩৭

ফেসবুকে যায় দেখা ফেস
আসল নকল বুঝা দায়,
মাইন্ডবুকটা চাই যে এবার
মনন বুঝার অভিপ্রায়। 

--

Facebook shows the face
Real or fake no matter
Wanna a Mindbook now
Knowing the mind do matter. 
---
০৯/৭/১৫

Wednesday, July 8, 2015

ভবন পুকুরে



ও খোকা ও খুকুরে
শুনছো তোমরা
দালান ভেঙ্গে পুকুরে!
পুকুরে ডুব সাঁতারে
পাশে দালান?
ঘামাও একটু মাথারে...
°°°°°°°°°°°°°°°°°°
ও ভাই দালানপতিরে
'দুই নম্বরে'
এবার ফেলো যতিরে।
আমজনতার রোষানলে
থাকবে না আর গতি রে!!
°°°°
ছবি: বাংলাদেশ প্রতিদিন
 ০৮/৭/১৫

Monday, July 6, 2015

তোমার ছায়া

তোমার তরে শ্রদ্ধা আমার
হৃদ্য ভক্তি নতি,
তোমায় ভালোবেসে যাবো
সেই হয়েছি ব্রতী।

তুমি আমায় ছায়ায় রাখো
নেইতো কোনো যতি,
তোমার দয়া তোমার মায়া
দেয় জীবনে গতি।

হয়না জানি তোমায় স্মরা 
আমি নাদান অতি,
ক্ষমা করো নিজ গুণে
ওগো জগৎ পতি।
-
০৬/৭/১৫


তুমি

তুমি থাকো এ মনে
থাকো প্রাণের স্পন্দনে,
তোমার আমার পথচলা 
থাকে নিরেট বন্ধনে ||

Sunday, July 5, 2015

লিমেরিকঃ কিরণমালা


পাখি'র পরে কিরণমালা'র এবার বাজার গরম
কিরণমালা ক্রেজ জমারু জবর অস্থির  চরম
এবার ঈদে তাই-ই
কিরণমালা চাই-ই
কিরণমালা না কেনাটাই এখন বড় শরম! 
-
০৫/৭/১৫

Friday, July 3, 2015

লিমেরিকঃ ফেলানী-ভাগ্য


ও ফেলানীর ভাগ্য তো  মরণেও ফেরে না
কাঁটাতারে ঝুলে যায় কপালের জেরে না?
কেইবা করে তালাশ
কেউ দায়ী নয়; খালাশ
অনুভূতি কেঁদে যায়; মোড়েলের ঘেরে না!
-
০৩/৭/১৫

কথোপকথন আজকাল ০০১

ঃ তোমার নামটা বড্ড সেকেলে লাগছে শুভঙ্কর। একটা ফাঁকি-ফাঁকি গন্ধ পাওয়া যায়। আজ থেকে তোমার নাম হবে শুধু শুভ।

ঃ যথাজ্ঞা নন্দিনী। আজ থেকে তুমি আমার নদী হবে? জলাভাবে আমি পোড়ে ছাই। তুমি হবে তো আমার জলের আধার?

ঃ আমি তো তোমাকে ছুঁয়েছুঁয়েই আছি শুভ। ইচ্ছে করলেই আজলা ভরে নিতে পারো তুমি। তবে তোমার ইচ্ছেটাও খুব দামি কিনা!

ঃ না, তা  নয় নদী। চিরদিন আমি এমনই মুখচোরা। যেচে ভালোবাসা না দিলে কেউ; চেয়ে নিইনি কভু। তবে এবার আমি তোমার পাড়ে বসে জুড়াবো আমার প্রাণ। ডুব সাঁতারে আমি হবো চ্যাম্পিয়ন।

ঃ আমাকে এক্ষনি একটু উঠতে হচ্ছে শুভ। কথা হবে কাল।
--
০৩/৭/১৫


মনবাড়িতেই থাকো তুমি

আমার মনবাড়িতেই তোমার বাস
কোথায় চাও যেতে তুমি?
পারবে না কভু
যেমন পারো নি আগের তেরো ব্যর্থ চেষ্টায়। 

তোমার জন্য অবাধ্য ব্যাকুলবোধ
সীমানা প্রাচীর হয়ে বুক পেতে দাঁড়াবে ঠিক তোমার পথে
ভালোবাসা মাড়াতে তুমি ভালোবাসা বুকে তুলে নেবে জানি।

মনবাড়ির তুলতুলে আঙিনায় তোমার নিমগ্ন পায়চারি
আমার বিমুগ্ধ চোখের নিয়ত কেন্দ্র হয়ে রয় 
পরিধিতে পাহাড়ায় থাকে স্বাপ্নিক অনুভব

ব্যালকনির রেলিং ধরে তোমার উদাস আকাশ-বিহার
কিংবা বসার ঘরে সলজ্জ আনত স্মিত আভা
মনবাড়িকে আভিজাত্যের সোপান দেখায় কেবল

মনবাড়ির খাসকামরায় তোমার জন্য সযতনে কর্ষিত আসন
উন্মুখ হাহাকারে তোমার প্রতীক্ষায় প্রহর গুণে
একদিন এসে  সর্বাঙ্গে ছুঁয়ে যেও মনোনীতা।
--
০৩/৭/১৫


Thursday, July 2, 2015

লিমেরিকঃ কলেজ-ভর্তি

কলেজ ভর্তি আনন্দের না টেনশনের
সেটা বুঝি নাই প্রয়োজন মেনশনের
বিভ্রাট শুধু টেকনিক্যাল!
সবে মিলে দেখ নি খেল?
দরকার বড় আরো বেশি হ্যান্ডস-অনের।
--
০২/৭/১৫



পরানের কথা ০৩৬

ভেজাল চাকায় ঘুরছে সময়
সগৌরবে নির্নিমেষ
আসল-খাঁটি আকাশ কুসুম
যায় যে খেয়ে ভিরমি বেশ।

Wednesday, July 1, 2015

লিমেরিকঃ গমগমাগম গম

গমগমাগম আসর গরম বিষয়খানা গম
গম ভালো নয়, গম ঠিক আছে শুনছি যে হরদম
রোজই গমের গল্প
পাচ্ছি অল্প অল্প
গম যেনো হয় জীবন-খোরাক; না যেনো হয় যম।
-
০১/৭/১৫

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়