Saturday, August 31, 2019

সামাজিক, সুসামাজিক এবং অসামাজিক

ফেসবুকে প্রতিদিন একাধিক পোস্ট করা হতো। অনেকটা লাইফ ডায়েরির মতো ব্যবহার করেছি একে। ২00৯ থেকে। একদম নিয়মিত বলতে যা বোঝায়, তাই ছিলাম। গত কয়েকমাস থেকে ফেসবুকের প্রতি ভালোবাসাটা অনেকটা হারিয়েছি। কিংবা বলা যায় আসক্তি কমেছে। টাইমলাইনে সর্বশেষ পাবলিক পোস্ট করা হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে।

এসময়ে মাঝেমধ্যে ফেসবুকের পাতায় চোখ রেখেছি। বইটি পাঠ করে মোটিভেটেড হতে চেয়েছি। দুর্ভাগ্য কিংবা সৌভাগ্যক্রমে এখনো মোটিভেটেড হতে পারিনি। কয়েকবার কিছু পোস্ট করতে গিয়ে শেষমেশ পারিনি।  'অনলি মি' হয়ে গেছে। 

সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বাংলাদেশে 'সাংঘাতিক' জনপ্রিয় এবং অতীব ব্যবহৃত। অপ্রাপ্ত, প্রাপ্ত এবং অতিপ্রাপ্ত- সব বয়েসের মানুষই ফেসবুকভক্ত। এভাবেই  আমরা সবাই এখন সামাজিক, সুসামাজিক

ভাবছি- আমি এখন যে আমি অনিয়মিত হয়ে আছি, আমি কি সামাজিক আছি? আমাকে কি অসামাজিক বলে গণ্য করা হবে?

এখন তো আমি বন্ধুদের পোস্ট/ লেখায় রিয়েকশন ও একশন করছি না-

- অসাধারণ / চমৎকার / অনিন্দ্য/ নেক্সট/  Prefect/ Superb/ Excellent [ ছবি ভালো লাগলো কি লাগলো না কিংবা লেখা পড়লাম কি পড়লাম না সেটা মূখ্য নয়]
- Get well soon [জানতে চাইছি না- কী হয়েছে কিংবা কোনোভাবে সাহায্য করতে পারি কি না।
- ইন্নালিল্লাহ / RIP [বেদনাবোধ হোক বা না হোক তা কোনো বিষয় না। জানতেও চাই না- কী হয়েছিলো!]
- অভিনন্দন / Congrats [বিষয়টা বুঝি বা না বুঝি কিংবা কখনো মনেমনে অখুশি হলেও। মানুষতো মন দেখতে পায় না। হাহাহা]

এই সবগুলো পয়েন্টের আবার ভাইসভার্সাও আছে। অর্থাৎ, নিজের লেখায়/ পোস্টে বন্ধুদের একশন/রিয়েশন। 

[আমাদের অনুভূতিগুলো যেনো রঙ বদলাচ্ছে। আচ্ছা, অনুভূতিরাও কি অনুভুতিহীন হয়? পারে?]



পাদটীকা: কখনো মনের বাইরে গিয়ে ফেসবুকে রিয়েশন বাটনও চেপেছি বলে মনে পড়ে না। এজন্য অনেকসময় অনেক কিছু এভয়েড করে গেছি। আর পেশাগত কারণেও আমার ফেসবুক কাজে লাগে কখনো কখনো। এই বইয়ে তাই নিবন্ধিতই থাকছি। আর হয়তো একসময়, সামাজিক কিংবা সুসামাজিকও হয়ে ওঠতে পারবো আবার।

বন্ধুসকল, কেমন আছেন? সুন্দর হোক প্রতিক্ষণ। 


Sunday, August 4, 2019

অণু অনুভবে বন্ধু

(১)
বন্ধু মানি তাকেই
পরম সুখে
চরম দুঃখে
হৃদয়ে যে থাকেই।

(২)
বন্ধু মানি তাকেই
চোখের 'পরে
অনেক দূরে
হৃদয়ে যে থাকেই। 

(৩)
 বৃত্তজুড়ে আমার ভালোবাসা
তুমি শুধু বিন্দু ছোঁয়া দিও,
জানুক বা না জানুক কেউ ধরায়
তুমিই আমার অন্ত:বন্ধু প্রিয়।
‪#‎অণুঅনুভব‬

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়