Monday, January 26, 2015

হামিদ ভাইয়ের বিয়ে বার্ষিকীতে শুভেচ্ছা

হামিদ আহসান, হামিদ ভাই
আমাদের প্রিয় খুব
শুভেচ্ছা জানাতে তাঁকে
হচ্ছে কিঞ্চিৎ লোভ।

হামিদ ভাইয়ের আজ নাকি
বার্ষিকী শাদীর
পাইনি খবর আগে কেনো
এটাই আরজ বাদীর।

বাদী হলেও ভালোবাসা
একগুচ্ছ এই জুটিকে
সারাজীবন থাকুক সুখে
মিল মহব্বত বুটিকে।

এই দিন হোক অনন্য
আর দিন আরো
আল্লাহ তুমি কবুল করো
করছি দোয়া তারো।

হ্যাপি হ্যাপি ম্যারেজ ডে
ম্যানি হ্যাপি রিটার্ন
ঘুড়ির মতো উড়ুক সময়
ভালো'র জন্যই কী-টার্ন।

--
ঢাকা
২৬/১/১৫ সময় ১১ঃ২০ অপঃ







লিমেরিকঃ শান্তিপথ

আগুন দিয়ে নেভে না তো আগুন
হিংসায়  সমস্যা বাড়ায় দ্বিগুণ
আগুনে চাই পানি
হিংসায় প্রেম-বাণী
শান্তিপথে  হৃদয় নিয়ে জাগুন ।
--
ঢাকা
২০১৫০১২৬





Sunday, January 25, 2015

লিমেরিকঃ শিষ্টাচার-তর্ক

শিষ্টাচার-এর ব্যবচ্ছেদ হচ্ছে এখন তর্কতে
নিদান আমি শিখছি অনেক টকশোয়ের বরকতে
গীবত আর মিথ্যাচার
বুদ্ধিবৃত্তিক অত্যাচার
কাদা-ছিটা চাইনে আহা লক্ষ্য আমার মরকতে।  
--
ঢাকা
২০১৫০১২৫

Friday, January 23, 2015

সময়-চরিতঃ সত্যে হৃদয় জাগে

সময় চলে। চলে। ঘন্টা। দিন। মাস। বছর। সতত আবর্তনশীল সময়।  সময় সব সময় একই রকম থাকে না। কখনো মধুর।  কখনো অম্ল। আবার কখনো অম্ল-মধুর। সময়ের এই পথচলায় সময় আমাদের সঙ্গী করে নেয়। সময় পাল্টায়ও। সেই প্রাগৈতিহাসিক থেকে আধুনিক বা উত্তরাধুনিক। সময় ইতিহাস হয়ে থেকে যায়  তার ধরন-ধারণের মধ্যে। তবে সময়ের সবচেয়ে বড় যে গুণ, তা হলো সময় অনেক কিছু ভুলিয়ে দেয়। এর বিপরীত ব্যাখ্যাও থাকতে পারে। কিন্তু Time is the best healer - এটা মন থেকে মেনে নিয়েই সময়ের হাতে আমরা অনেক কিছু সঁপে দিয়ে নিশ্চিত বা নিশ্চিন্ত থাকতে পারি। এতে কোনো সন্দেহ নেই।

সময়ের ঐতিহাসিক বা বৈশিষ্টগত ব্যাখ্যায় যাবার অভিপ্রায় আমার নেই। নেই যোগ্যতাও। আমি শুধু এই সময়ের দু'একটি অনুষঙ্গের আলোকপাত করার প্রয়াস নিচ্ছি। ব্যক্তিগত অভিজ্ঞতার টুকরো যোগ করে।

এই সময়টা- বর্তমান সময়টা একটু যেনো অস্থির। ঠিকভাবে সঠিক কোনো ক্যাটাগরিতে ফেলা যায় না। 

মানুষের চিন্তা ও চেতনায় এসেছে ব্যাপক পরিবর্তন। সত্যটাকে সহজভাবে নিতে চায় না কেউ। সহজ চিন্তাকে মুখ থুবড়ে পড়ে থাকতে হয়। সরলতা বা সহজ সত্যের প্রকাশকে ভেবে নেয়া হয় সহজলভ্য দুর্বলতা বা বোকামী হিসেবে। চালাকী আর ধূর্ততার জয় যেনো সর্বত্র। দ্বিমত নেই, স্ট্র্যাটেজিক হওয়া ভালো। কিন্তু স্ট্র্যাটেজিক হবার নামে মিথ্যা আর কপটতার আশ্রয় নেয়া যখন স্মার্টনেস হয়, তখন মূল্যবোধের গলায় ফাঁস পড়ে বৈকি।

ব্যক্তিগত, সামাজিক, আর্থসামাজিক বা রাজনৈতিক - সকল পর্যায়ে মিথ্যাচার-পাল্টা মিথ্যাচার যেভাবে চলছে, তা দেখে লজ্জিত না হয়ে পারা যায় না। বড় বড় পদে থেকেও আজ কেউ মিথ্যাচার করতে কুণ্ঠাবোধ করে না।

মিথ্যের নিরাপদ আশ্রয়ের জন্য উত্তরাধুনিক অনেক টেকনোলজি ব্যাপকভাবে সহায়ক। মোবাইল ফোনে মিথ্যে  বলা যায় অনায়াসে। অনেকসময় হাস্যকরভাবেও। সামাজিক যোগাযোগের সব মাধ্যমেই মিথ্যের চর্চা (!) আজ সংক্রামিত। অবলীলায় মিথ্যে বলে, মিথ্যে পরিচয় দিয়ে সম্পর্ক / বন্ধুত্বের নজির ম্যালা। এসবের কুফল এখন প্রায়ই খবরে দেখা যায়। ফেসবুক এগিয়ে এক্ষেত্রে। স্যাটেলাইট চ্যানেলগুলো বিভিন্ন মেগাসিরিজের মধ্য দিয়ে শিখিয়ে যাচ্ছে মূলত মিথ্যাচার নানা পারিবারিক ষড়যন্ত্র প্রদর্শনের মাধ্যমে। এসব কতোটা  শিল্পের চর্চা তা ভেবে পাওয়া ঠাউর করা যায় না। 

এমন অনেক উদাহরণ দেয়া আজ আর কোনো কঠিন না। সত্যি বলতে কি, মিথ্যেকে স্মার্টনেস বা গর্ব করার অনুষঙ্গ মনে করলে সমাজে সত্যের চর্চা সুদূর পরাহত হবে সেটাই স্বাভাবিক। গুণের মর্যাদা দিতে না পারলে গুণী হয় না। সত্যের মূল্যায়ন না করলে তাই বুঝি  সত্য আর বিকশিত হয় না!

পরিস্থিতি যেনো এরকমঃ
"সত্য মিথ্যার কি যে খেলা চলে !
দায়তো বুঝা কে যে সত্য বলে ।
মিথ্যে বলেই যেনো তৃপ্তি
মিথ্যেবাদীর মুখেই দীপ্তি
সত্য মিথ্যার যাচাই তবে কলে?"

(কল=মেশিন)

সত্য, মিথ্যে, স্ট্র্যটেজিক সত্য/মিথ্যে, চালাক, বোকা ও বুদ্ধিমান -- ইত্যকার বিষয়ে প্রসঙ্গত ব্যক্তিগত দু'টি অনুষঙ্গ উল্লেখ করছিঃ 

অভিজ্ঞতা ১ঃ কিছুদিন আগে ফেসবুকে ফেসবুকে বিপরীত লিঙ্গের একজনের কাছ থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাই।  সাধারণত, কোনো রিকুয়েস্ট পেলে সংশ্লিষ্ট প্রোফাইল ভিজিট করে বিশেষ আপত্তিকর কিছু না থাকলে একসেপ্ট করে নিই। উনাকেও নিয়েছি। দুদিন পর, এই নতুন বন্ধুর কাছ থেকে ইনবক্সে মেসেজ পেলাম।
"হাই ফ্রেন্ড, কেমন আছো?"
প্রথমেই 'তুমি'তে একটু থতমত খাই আমি। হয়তো এতোটা আধুনিক (!) হতে পারি নি বলেই। জানার চেষ্টা করি- আমার নতুন বন্ধুটির পরিচয়। তিনি একজন কলেজ স্টুডেন্ট। এইচএসসি পরীক্ষার্থী। তখন আমি বিনীতভাবে জানালামঃ " আমাকে আপনি সম্বোধন করলে ভালো হয়। কারণ আমি একজন বয়স্ক মানুষ।" তাকে জানালাম আমার বয়স চার-দশক পূর্ণ হয়েছে। মেয়েটি বুদ্ধিমতী। বুঝতে পেরে সরি বলে 'আপনি'তে উত্তীর্ণ হলেন তিনি।

অভিজ্ঞতা ২ঃ মানুষের মনের কথা বুঝা বড় কঠিন। কিংবা অসম্ভব। বিশেষত, কেউ যদি সত্যি লুকায়, তা কী সবসময় জানা যায়? এই যে, আমার মাথার চুলের কতো অংশ পাকা তা কেবল জানে- শ্যামল কমফোট সেলুন-এর রতন। প্রতিবার হেয়ারকাটের পর রতন যতন করে মাথায় কালো রঙ লাগিয়ে দেয়।

উপরোক্ত ঘটনাদ্বয়ের আলোকে আমার ব্যাখ্যা হলো- ফেসবুকে আমার নতুন বন্ধুটিকে যেচে সত্য বলাটা জরুরি ছিলো। নইলে তা হতো কপটতা - মিথ্যাচার। এর কন্সিকুয়েন্সও নেগেটিভ হতে পারতো।  এর নাম - সহজ সত্য। এরূপ সহজ সত্যকে ছোট করে দেখার উপায় নেই।

আর পরের বিষয়টিতে আসি। কেউ যদি আমাকে জিজ্ঞেস না করে, তবে আমি কখনই যেচে বলতে যাই না যে আমার মাথার অনেক চুল  শ্বেতবর্ণ ধারণ করেছে। আর কেউ যদি প্রাসঙ্গিক কোনো কারণে জানতে চায় চুলের ব্যাপারে, তখন দ্বিধাহীন বলি সত্যটি। সহজ সত্য আর স্ট্রেটেজিক হতে মিথ্যাচার করার প্রয়োজন আছে কি? না।

শেষ করতে বলতে চাইঃ

ঢাকতে গিয়ে একটি মিথ্যে
দশটি মিথ্যে লাগে
সত্য কভু দেয় না ধোঁকা
সত্যে হৃদয় জাগে।

আসুন সত্যের চর্চা করি। সত্যের মধ্যেই মনের সুখ বিরাজ করে। 
--
ঢাকা
২০১৫০১২১














Thursday, January 22, 2015

আমজনতা বয়ান

আমজনতা আম
এই সময়ে আমজনতার
নেইতো কোনো দাম।

আমজনতা আম
ভোটের সময়, জোটের সময়
কেবল যে তার কাম।

আমজনতা আম
দুঃখেই তাদের দিন কেটে যায়
পায় না আশার খাম।

আমজনতা আম
সকাল থেকে সাঁঝ অবধি
ঝরেই গায়ের ঘাম।

আমজনতা আম
দুঃস্বপ্নেই সময় ক্ষেপণ
কাটে না আর যাম।

আমজনতা আম
চায় সাজাতে জীবন সোনায়
মেলে কেবল তাম।

আমজনতা আম
জীবন যদি ডানে ভালো
চলতে যে হয় বাম।

আমজনতা আম
অধিকারের উঠলে কথা
খায় যে ধমকঃ ‘থাম’।

আমজনতা আম
বলতে গেলে সত্য কথা
গালিই জুটে ভাম।

আমজনতা আম
ইচ্ছেপাখি বন্দি খাঁচায়
নেইতো কোনো ধাম।

আমজনতা আম
সাধারণে বিরাজিত
জাকির,জ্যাক আর রাম।


Sunday, January 18, 2015

জড় পদার্থ

আমার কোনো বোধ নেই
গরম
ঈষৎ উষ্ণ
তাপানুকূল
ঠাণ্ডা
অতি শীতল
বুঝতে পারি না আমি।

আমার কোনো আবেগ কাজ করে না; নেই কোনো অনুভূতি
প্রেম নেই
ঘৃণা নেই
রাগ নেই
দ্বেষ নেই
অভিমান নেই
যন্ত্রণা নেই
কষ্ট নেই
শোক নেই
শক নেই
শখ নেই
ভোগান্তি নেই
আলোড়ন নেই
উল্লাস নেই
কান্না নেই
সুখ নেই
মোহ নেই 
দ্রোহ নেই
ইত্যাকার বোধানুসঙ্গ থাকতে নেই আমার...
আমি তো জড় পদার্থ আজ এক।
--

ঢাকা
১৭/০১/২০১৫



Thursday, January 15, 2015

মৌলিক প্রয়োজন

তোমাকে ছুঁয়েছুঁয়ে থাকার ইচ্ছেটা কখনো
অকারণ-শৌখিন্য ছিলো না কোনোমতে
বিলাসী মনের খেয়ালী স্পর্ধা নয়
নয় আয়েশী সরোবরে নাকডুবানো সুখ
তোমার স্পর্শ তো আমার কাছে
প্রাণেরই নামান্তর কেবল
বাঁচে না, বাঁচে না পরান
তোমার নিঃশব্দ নিবিড় আলিঙ্গন বিনে
তোমার বুকের দোলনচাঁপার সৌগন্ধ
জীবন-বায়ূ হয়ে বাঁচায় আমায় নিরন্তর
তোমাকে ভালবাসা কোনো বিলাসিতা নয় আমার
বোধের মৌলিক প্রয়োজন তা জেনো ।



Tuesday, January 13, 2015

লিমেরিকঃ পা উ (ও) রু টি



পা দিয়েই দলাইমলাই নাম রাখা  পাউরুটি
সকালবেলায় নাস্তার প্লেটে চাই যে তাও দুটি 
নামকরণে স্বার্থক তা !
বিএসটিআই আছে কি রা ! 
মানের প্রশ্নে ঘ্রাণের প্রশ্নে শুধুই যেনো ফাউ ছুটি! 
---

ঢাকা 
১৩/০১/২০১৫

লিমেরিকঃ গণতন্ত্র মনতন্ত্র

গণতন্ত্র মিলছে না আজ সংজ্ঞা এবং কাজে
সরকার এবং বিরোধীগণ যুদ্ধংদেহী সাজে
গণতন্ত্রে মনের যোগ নেই
চলতে পথে হারাচ্ছে খেই
গণতন্ত্রে মনতন্ত্র গেঁথে টেকসই হয় তা যে। 
---

Democracy dis-harmonic at its terms and field
Parties are sharp opposing- not in any guild
Democracy misses mass-mind
Often it fails to go task-bind
By the people, of the people, for the people build. 

ঢাকা
১২/০১/২০১৫ (০৩ঃ১২)





Monday, January 12, 2015

লিমেরিকঃ বস্তি-ভাগ্য !!



বস্তি পোড়ে মাঝেমধ্যেই যাচ্ছে হয়ে ছাই 
স্বস্তি কেড়ে শান্তি হরে নিঃস্ব করে তায়  
মরার উপর খাড়ার ঘা 
দুর্ভাগ্য যে ছাড়ার না !  
ষড়যন্ত্র ! অন্যকিছু ! পরিত্রাণ যে চাই । 
--
ঢাকা
১২/০১/২০১৫

Sunday, January 11, 2015

লিমেরিকঃ শিল্প-চাষী


শিল্প-চাষীর চাষাবাদ ছিলো দক্ষ ও ঋদ্ধ
দেশপ্রেম সংগ্রামে শৈল্পিক হাত বড়ো সিদ্ধ
মুক্তিযুদ্ধ ছিলো যে হৃদয়ে গাঁথা
প্রণয়ে বিনয়ে ভরা জীবনখাতা
তাঁর প্রয়াণে মর্ম আজ কষ্ট-বেদনায় বিদ্ধ।
----
ঢাকা
১১/০১/২০১৫



Saturday, January 10, 2015

লিমেরিকঃ আমজনতা-বয়ান

আমজনতার অংশ আমি রাজনীতি তো খুঁজি না
হচ্ছে কীসব যাচ্ছি কোথায় আজ নীতি তো বুঝি না
গণতন্ত্র জয়ী নাকি মৃত
জনগনই শুধু বিস্মৃত
একটু সহজ-শান্তি হলেই আর আমি তো যুঝি না।
-------
ঢাকা
১০/০১/২০১৫



Friday, January 9, 2015

লিমেরিকঃ শুদ্ধ-প্রেম

হ্যাপিদের আনহ্যাপি হবার কারণ আছে
প্রেমপ্রীতি সব! হৃদয়ে কি ধারণ আছে?
মন নয়, শরীর বড় করে
মিডিয়া-মামলা যায় লড়ে!
শুদ্ধ থাকো; অসততায় বারণ আছে।  




Thursday, January 8, 2015

পরানের কথা ০১৩

মিথ্যেবলা আজ আর কোনো
দোষের না
সত্যবলা কেবল যেনো 
হুঁশের না || 

Wednesday, January 7, 2015

ভালোবাসার উম

কুয়াশার শুভ্র নেকাব-পরা স্নিগ্ধ মোলায়েম ভোরে
তোমার উষ্ণ আদুরি ওষ্ঠ  খুঁজে ফেরে 
কাঙ্ক্ষিত সুখাবতরণ আমার  বুকের জমিনে
ঈষৎ-আনত লাজুক সেই চোখ আমি চিনি
জানি সেই আহবান
ভালোবাসার উম হয়ে যায় স্বর্গের সুখ-কণা। 

Tuesday, January 6, 2015

আকুল অন্ধ মন

পৌষের এক মুখ-ফুলানো তিনসন্ধ্যেয়
গরবিণী হাইহীল তোমার
খটখট মাড়িয়ে যায়
বুকের জমিন আমার
পেছন ফেরে দেখে না তোমার চোখও একবার।

 তোমার জন্য যত্নে সাজানো প্রিতম উম-আদর
মোমের আলোয় ম্রিয়মাণ -
অনাদরে
ছুঁয়ে যাওয়া আলতো-সুখ
বিষণ্ন বাতাসের ঝাঁপটা সয়ে
মুখ গুঁজে নীলাভ শীত-আঙ্গিনায়।

আকুল অন্ধ মন আমার
চকিত চোখ তুলে থেকে থেকে
তোমারই পায়ের শব্দ শোনার চপল-ব্যাকুলতায়
শূন্যতা হাহাকার করে কেবল দৃষ্টির সীমানা জুড়ে
ভাবনা্রা মার্চ করে
তোমার অন্দরে কন্দরে।












Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়