Thursday, January 22, 2015

আমজনতা বয়ান

আমজনতা আম
এই সময়ে আমজনতার
নেইতো কোনো দাম।

আমজনতা আম
ভোটের সময়, জোটের সময়
কেবল যে তার কাম।

আমজনতা আম
দুঃখেই তাদের দিন কেটে যায়
পায় না আশার খাম।

আমজনতা আম
সকাল থেকে সাঁঝ অবধি
ঝরেই গায়ের ঘাম।

আমজনতা আম
দুঃস্বপ্নেই সময় ক্ষেপণ
কাটে না আর যাম।

আমজনতা আম
চায় সাজাতে জীবন সোনায়
মেলে কেবল তাম।

আমজনতা আম
জীবন যদি ডানে ভালো
চলতে যে হয় বাম।

আমজনতা আম
অধিকারের উঠলে কথা
খায় যে ধমকঃ ‘থাম’।

আমজনতা আম
বলতে গেলে সত্য কথা
গালিই জুটে ভাম।

আমজনতা আম
ইচ্ছেপাখি বন্দি খাঁচায়
নেইতো কোনো ধাম।

আমজনতা আম
সাধারণে বিরাজিত
জাকির,জ্যাক আর রাম।


No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়