Friday, February 24, 2017

অণু

বসন্ত বাতাস এলোমেলো হয় কেনো?

২০১৭ ০২ ২১

অণু অনুভব

সম্পর্কের ধরন ও গভীরতা ভেদে "আপনি থেকে তুমি" আবার "তুমি থেকে আপনি" সম্বোধনের সুবিধা বাংলা ভাষা আমাদের দিয়েছে।
#অণুঅনুভব
২০১৭০২২১

অণু অনুভব

তোমাদের ছোট্ট "হাই" কিংবা "হাইলি এডিটেড সেলফি"তে মুহূর্ত শত লাইক কমেন্ট! তোমরা হাইলি রিচ! এবং হাইলি রিচড!!
আমি বরং খুঁজে বের করি হতদরিদ্র মূল্যবান লেখাটি। অনাদরে পড়ে থাকা লাইক কমেন্টহীন মর্মকথা। ছুঁয়ে দিই কিঞ্চিৎ ভালোবাসায়।
~
২২/২/২০১৭

অণু অনুভব

বাংরেজিটা বুঝি ভালো
ইংরেজিটা কম‚
শুদ্ধ বাংলায় বলতে কথা
যায় বেরিয়ে দম।
~
(২০১৭০২২২

টুকরো স্মৃতিঃ চির নূতন জীবনের গল্প


মাকে হারিয়েছি অনেক বছর আগে। আর আব্বাকে প্রায় দেড় বছর। মা বাবার সাথে পারিবারিক আড্ডার সময় মা ও আব্বা(বিশেষ করে আব্বা) কিছু গল্প করতেন। এসবই হতো- তাঁর সুখ, দুঃখ কিংবা বীরত্বের কথা।
মজার ব্যাপার হলোঃ এসব গল্পের /কথার প্রতিটিই একাধিকবার শুনেছি। কিন্তু প্রতিবারই শুনতে ভালো লাগতো। প্রতিবারই নূতন মনে হতো। অনেক সময় আব্বাকে মনে করিয়ে দিতাম যেনো "সেই" গল্পটা বলে। সবই ছিলো জীবনের গল্প।
সতত-নূতন জীবনের গল্প।
#অণুঅনুভব
[২০১৭০২২২/১৫১৮]

~কষ্ট কারিগর~


নানান রঙের কষ্ট ফেরি করে
কষ্ট বিকিয়ে কিছু কি পেয়েছিলো জলে আগুন জ্বালানো প্রিয়কবি!
ভেজালের ভয়ে ফেরিঅলার ডাকে ক্বচিৎ সাড়া দেয় আজকের স্মার্ট নাগরিক
কষ্টেও যে নেই ভেজাল ~ কে বলবে তা?
কষ্ট বিকোতে তাই আমি
হয়েছিলেম কিঞ্চিৎ উত্তরাধুনিক
স্মার্ট সময়ের অনুষঙ্গ নিয়ে ব্যাপক ক্যাম্পেইন আমার
বাদ যায়নি -
সুপারস্টোর
চেইন শপ
...কিছুই।

হালের আমাজনেও প্যাকেট চাকচিক্যে বাজারজাত করতে চেয়েছি তাকে।
কষ্ট বিকোতে প্রমাণিত ব্যর্থ তকমা ঘুচাতে
কষ্ট কারিগর আজ আমি
কষ্টের নিপুণ বিন্যাসে বানাই প্রাসাদ সুরম্য
তিন তারকা পাঁচ তারকা গড়ি
লাবণি পয়েন্টের পশ্চিম পাশ ঘেঁষে।

যত্ন আঁচড়ে গড়া সুরম্য আবাসে
সুখ উদযাপন করে কতিপয় মানব মানবী
আর কষ্টেরা দুর্ভেদ্য প্রাচির হয়ে থাকে পাহাড়ায়
একটু সুখও যেনো চুইয়ে পড়ে না যায়
প্রাণান্ত তাই আজ এই কষ্ট কারিগর্।
........
২০১৬০২১৬ | ঢাকা

গ্যাসের মূল্যবৃদ্ধিঃ মান/ পরিমাণ


পণ্য বা সেবার মূল্যবৃদ্ধি হয়ে থাকে সাধারণত দুটি প্রেক্ষাপট বিবেচনা করেঃ
# পরিমাণ
# গুণ /মান
গ্যাস যেহেতু প্রাকৃতিক সম্পদ, ধরে নেয়া যায় এর মান ভালো। কিন্তু খোদ রাজধানীর অনেক এলাকায় পর্যাপ্ত গ্যাস (পরিমাণ) না থাকায় চুলা জ্বলে না দিনের বেশির ভাগ সময়। সারাদিনের রান্না একবারে সেরে নিতে গ্রাহকদের রাত জেগে বসে থাকতে হয়। গ্যাসের দাম বাড়ানোর খবরে তাঁদের মনের অবস্থা কি ভাবা হয়েছে!

গ্যাসের দাম বৃদ্ধির সময় এ বিষয়টি বিবেচনা জরুরি নয় কি?

অটোগ্রাফ


অটোগ্রাফ দেয়ার মধ্যে নিশ্চয়ই একধরনের আনন্দ আছে। আনন্দ আছে নেয়ার মাঝেও।
সাধারণের অটোগ্রাফ সংগ্রহের এক বাতিক ছিলো আমার। একটা নোটবুক ছিলো আমার। নতুন কেউ এলে, নতুন কারো সাথে দেখা হলেই সামনে তুলে ধরতাম নোটবুক।
অদ্ভূত এক ভালোলাগা কাজ করতো সাধারণ মানুষের কাছ থেকে অসাধারণ অটোগ্রাফ পাওয়ায়।
#অণুঅনুভব
২০১৭০২২৪/১৬৫৫

Sunday, February 5, 2017

অণু অনুভব - ইয়াবা

সুদিন এখন ইয়াবার
নগর গাঁয়ে সে আবার
বহাল মহা দাপটে
ধরবে লাগাম কে আবার!!
~
খবরঃ বস্তাভর্তি ইয়াবা উদ্ধার সিএনজি জব্দ
#অণুঅনুভব
২০১৭০২০৫/২৩০০
~
খবরঃ বস্তাভর্তি ইয়াবা উদ্ধার সিএনজি জব্দ
 
#অণুঅনুভব
২০১৭০২০৫/২৩০০

অণু

ভালোবাসা উড়িয়ে দিলেম
বিশাল আকাশ জুড়ে,
রোদ্দুর হয়ে ছড়িয়ে পড়ুক
তোমার উঠোন দোরে।
#অণুঅনুভব
20160125

অণু

মনুষ্যত্ব যায় কি কেনা বাজারে!
মনন গুণেই যায় যে চেনা
কে মানবকীট কে যে মানব রাজারে।
#অণুঅনুভব
20160125

সময় কথন

উল্টো রথের খেয়াল
দেয়াল হবে দেয়াল
সেতুবন্ধ লাগে মন্দ
সুচতুর সে শেয়াল।
~
২০১৭০১২৬

#পরানেরকথা

আকাশ সেজে যারা আছো
দ্যাখছো না আর মাটি,
চুমতে হবে এই মাটিকেই
সেই যে অন্ত: ঘাঁটি ।
#পরানেরকথা
20160126

অণু

মায়ার ছায়ায় দিন কেটে যায়
মায়ার স্বরূপ কে জানে?
মায়ার পাখি কায়ায় রাখি
সবই তো মায়ার টানে।
#অণুঅনুভব
20160126

অণু

কেউ করে প্রার্থনা
কারো থাকে পিক-টাই
অসম দুনিয়ার
দুটি ধারা ঠিক তাই।
~
২০১৭০১২৬/১৬৫৪

#কালেরকাহন

ভাঁড়ের পিঠে সওয়ার এখন বিশ্ব
চামচাসকল চেঁচায় 'কি জোস দৃশ্য'
জীবনযাপনের ঘাঁটে
সময় পিছনে হাঁটে
কালেরকাহন ঠেকে অবিমৃশ্য!
~
#লিমেরিক #কালেরকাহন
২০১৭০১২৮/১৪১৯

অণু

সময়ের গ্যাঁড়াকলে
মানুষ তো খেলনা
ছোট ছোট ক্ষণ তাই
নয় মোটে ফেলনা।

অণু

কে আর কী বলবে
জী-বাংলা স্টার জলসা
আছে এবং চলবে!
জী-বাংলা জলসা-ই
ঘরে ঘরে বল সাঁই!!

~
২৯/১/২০১৭ 

অণু

মন বাড়িয়েই ডেকে ছিলেম তোকে
বুঝিসনি তুই- শুনলো অন্য লোকে।
#অণুঅনুভব

#অণুঅনুভব

সিংগাপুরে রোগী থাকে
এপলোতে খুলি‚
সেবার এরূপ মহান কীর্তি
ক্যামন করে ভুলি।
#কালেরকাহন #অণুঅনুভব
খবর: সাংবাদিক জিয়া সিঙ্গাপুরে . মাথার খুলি এপলোতেই।
২০১৭০১৩০

ওয়ী ফিল

Executive orders
Won't secure borders.
Love‚ like and compassion
Can build a great nation.

অণু

আবড়া-কা-ডাবড়া আবড়া-কা-ডাবড়া
কথা বেশি রাখে নাতো বড় বড় সা'বরা
শাহীফুড দেবে বলে
দেয় শুধু লাবড়া।
-
Note: Hebrew "Abracadabra" means "I create what I speak"

অণু

মাঘেই যে শীত নিরুদ্দেশ !!
নিজের মাঝেই বিরোধ বেশ!

অণু

নির্বাহী আদেশে
বীরবাহী সে দেশে।

অণু অনুভব

ইন্টারনেটের গতি কম
কাজে বসে মতি ভ্রম
সময় এবং শ্রম দিয়েও
আউটপুট তো অতি কম।
~
২০১৭০১৩১

অণু

সর্বদা চাটুকার ও মোসাহেব পরিবেষ্টিত থাকিয়া যারপরনাই তৈলমর্ধিত হইয়া তিনি নিজেকে লাখে একজন মনে করিয়া বড়ই আত্মতুষ্টিতে ভুগিতেছেন।
অথচ সত্যিকারের আত্মতুষ্টি হইলে তিনি তাহা "উপভোগ" করিতে সক্ষম হইতেন।

অণু

আমি তোমার বাগানবাড়ি একবার ঘুরে আসতে চাই। না, ফুলের ঘ্রাণ নিতে নয়। কিংবা ফুল ছুঁয়ে দেখতেও নয়। কাঁটাগুলোর তীক্ষ্ণতা দেখে আসার জন্য শুধু।
কেমন সাজিয়েছো তুমি কাঁটাকুঞ্জ?

#অণুঅনুভব

মুখে তো বেশ সাধু আছি
ভেতরবাড়ির কী খবর?
সেথায় একটু বেড়াই হেঁটে
জরুরি তা বেশ জবর।
#অণুঅনুভব
২০১৬০২০২

অণু অনুভব

কেউ নেতা কেউবা দাতা
হাঁটেন মানব সেতুতে,
ডিজিটালেও রয় আদিম
পৈশাচিক তো হেতুতে।
~~
২০১৭০২০২ 

অণু

আমার দিবা আমার রাতে
কী যেনো এক মায়ার ভর,
হাতড়ে ফিরি মায়ার কায়া
বুঝি না তো আপন পর্
_
২০১৬০২০২

পরানেরকথা

ফোন প্রজাতি স্মার্ট সবই আজ
মানুষকুলকে দাস করে,
জনারণ্যে একলা মানুষ
ফোনেই সময় নাশ করে।
>>>>
All phones got smart
People turned slave,
Alone in midst of mass
Run to be flave!

অণু অনুভব

সব ছাপিয়ে বিষন্নতা
ধরছে গলা চেপে
সুখ পাখি টা যায় হারিয়ে
উঠছে কেঁপে কেঁপে.।
-
২০১৬০২০৩

অণু

যখন আমি দূরে অনেক,
নীলের সীমান্তে
গল্প কি আমি তখন?

#অণুঅনুভব

তোমরা তো বেশ কান্না করো
দেখি
ওসব ক্যামন লাগে রঙিণ
মেকি।
বিশুদ্ধ এক ফোঁটা অশ্রু
চাই
কেউ কি আছো আমায় দেবে
হায়!
~
#অণুঅনুভব #বিশুদ্ধঅশ্রু
২০১৭০২০৪/১৬০৬

অণু

ফেসবুক সাহিত্যিক (বিশেষ করে কবি/ সেরাকবি) বানানোর বেশ সুন্দর একটি ফ্যাক্টরি, যেখানে র-ম্যাটেরিয়াল যে মানেরই হোক লেবেলের গুণে ফাইনাল প্রোডাক্ট নিদেন পক্ষে 'অসাধারণ বা চমৎকার'।
#অণুঅনুভব
২০১৬০২০৫

অণু অনুভব

হাতে 'পাওয়ার' 'গান' থাকে
মনে অহম 'ফান' থাকে
খেয়াল খুশির দেয়াল ঘিরে
নিরীহদের প্রাণ থাকে।
-
*সাংবাদিক শিমুলের আত্মা শান্তিতে থাকুক।
#অণুঅনুভব [২০১৭০২০৫/০৯৫২]

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়