Saturday, April 23, 2016

প্রতীক্ষা

ভালোবাসাহীন দীর্ঘ তপ্ত খরা
হৃদয়-জমিন শতধা চৌচির
তোমার আমার হিংসের কালো মেঘ গলে
শুচিস্নিগ্ধ বৃষ্টি নামুক না ধরায়!
-
২০১৬০৪২৩/১১১০

Wednesday, April 20, 2016

লিমেরিকঃ ইস্যু

আহা ইস্যু উঁহু ইস্যু- ইস্যুর কোনো অন্ত নাই
কিছু ইস্যু ফোকলা হাসে- মুখে তাদের দন্ত নাই
মূলা ইস্যু ঝুলা ইস্যু
কিছু ভারি খোলা ইস্যু
ইস্যুর পেটে ইস্যু লুকায়- সমাধানে মন তো নাই।
-
[২০১৬০৪২০/২১২৫]


Saturday, April 16, 2016

পরানের কথা

ধূর্ত কুটিল আর চাটুকার
থাকে ভীষণ ভাবে,
রাজা যায় রাজা আসে
তাদের পকেট লাভে!
-
২০১৬০৪১৬

Friday, April 15, 2016

একটি ছোট গল্প



ভালোবেসে হাতটি ধরে 
নিলে তাকে শীর্ষে,
চূড়ায় ওঠে যায় বনে যায়
মস্ত বড় বীর সে।

থোড়াই কেয়ার করে তোমায়
রচে প্রাসাদ নীড় সে,
ভাবটা এমন- তুমি নাদান
প্রবোধদাতা পীর সে।

এতেও তো তার মনে ভরে না
থাকে না তো ধীর সে,
বিশ্ব জয়ের নেশায় পড়ে
ছুঁড়ে তোমায় তীর সে।
 -
সোআপ
২০১৬০৪১৫ (০৭ঃ১০সন্ধ্যা)



Monday, April 11, 2016

পরানের কথা

পরের বউটা মিষ্টি ভারি
ঘরের বউটা যাচ্ছেতাই,
ভুলেই থাকি- সংসার টেনে
খাচ্ছে খাবি সে যে হায়!
-
২০১৬০৪১১

কামানুষ

কাপুরুষ তো আছে ম্যালা
কানারী হায় নেইতো কেউ,
তেলাপোকায় ভীত যেজন
ভালো নারী রয়তো সেও।

এত্তোটুকুন ভীতু পুরুষ
কাপুরুষের তকমা পায়,
যে করেই বীরপুরুষ হতে
তাই সে কেবল মকমকায়।


মন্দ যে মন পুরুষ-নারীর
কাপুরুষ কানারী নয়,
'কামানুষ' সে জগত পরে
ঘৃণ্য যেনো সেজন হয়।

পুরুষ নারীর সহযাপন
না পাক বিরোধ ও দ্বন্দ্বে,
দুইয়ে মিলে বাঁচুক ধরায়
অপার নিরেট সুছন্দে।
 -
১১/৪/১৬



Sunday, April 10, 2016

ছবির কবি


ছবি তোলা হবি
নাম ফাতেমা ছবি
গুণের খাতা দ্বিগুণ করে
তিনি আবার কবি!
সপ্রতিভ চলনে
মজার মানুষ বলনে
করিৎকর্মা প্রফেশনাল
নেই তো কোনো ছলনে।
-
২০১৬০৪০৯
০৪ঃ০৯ ঘঃ

Monday, April 4, 2016

লিমেরিকঃ ইলিশ


ইলিশ নাকি খেতেই হবে এবার পয়লা বৈশাখে!
সে যে আমার নাগালে নাই ক্যামনে বুঝাই সই তাকে?
রূপার ইলিশ সোনার মূল্যে
গোটা কয়েক মেলে কুল্লে
তা নয় আমার !! যদি পেতাম কাঁঠাল গাছের ওই শাখে!
-
০৪-০৪-২০১৬

লিমেরিকঃ মায়ার আধার


তুমি বড়ো মায়ার আধার
ভেদ করো না কালো শাদার
তোমার জন্য
সদা হন্য
পাইনে কিছু তোমায় বাঁধার।
-
এপ্রিল ৩, ২০১৬

অণু অনুভব

অভিমানের অধিকারবোধ
হারিয়ে দ্বিত্বাকাশে,
মনরে তুই আজ চাঁদতারাহীন
ফেরারি চিত্তাকাশে।
‪#‎অণুঅনুভব‬
03/4/16

‎অণু অনুভব‬

তুমি ভালোই জানো আমি
তোমায় ছাড়া দিশাহীন,
তোমার দয়ার অণু ছাড়া
অস্তিত্ব আর ভিসাহীন।
‪#‎অণুঅনুভব‬
এপ্রিল ০৩,২০১৬

অণু অনুভব

স্বপ্ন কিছু স্বপ্নই থাকে
কিছু আসে বাস্তবে,
সেসব নিয়ে মিছেই ভেবে
কী আর হবে আজ তবে?
-
০২/৪/১৬

We feel

আজও তুই আমার কাছে আগের মতোই- সবকিছু। আমিই শুধু আজ আর তোর কাছে "কিছুই না"।
02/4/16

অণু অনুভব‬

অন্ধ আমি পাইনে খুঁজে
তোমার হীরক চরণ,
অবোধ মনে সার কি অসার
কেবল তোমায় স্মরণ ।
‪#‎অণুঅনুভব‬
02/4/16

Wee Feel

Life:
When a burden ~ you are alone all along.
When a celebration~ you can't be alone for a breath.
=
02/4/16

অণু অনুভব

আমি কারো কবিতায় থাকি না
আমি গড়ি জীবনের বাতিঘর
বিপন্ন আস্বাদে।
-
০২/৮/১৬

পরানের কথা

ছুটছে সবাই ঘোরবেঘোরে
লক্ষ্য শুধুই 'জিত',
লোভের চাকা সচল থাকে
অচল হিতাহিত!
‪#‎পরানেরকথা
০১/৮/১৬

#‎প্রার্থনা‬

এখন তোর সুসময়
সুসময় লেপ্টে থাকুক তখনো
সবসময়!
‪#‎প্রার্থনা‬
০১/৮/১৬

অণু অনুভব

মেধাবী প্রজন্ম আহা
রয় গরীব বা নিঃস্ব,
গোবর গণেশ খুঁটির জোরে
দাপিয়ে বেড়ায় বিশ্ব।
‪#‎পরানেরকথা‬
৩১/৩/১৬

অণু অনুভব

আকাশ যখন কষ্টে কাঁদে
ফুলিয়ে রাঙা গাল,
আমার দুঃখ যায় যে উবে
উড়িয়ে নাঙ্গা পাল।
‪#‎অণুঅনুভব‬
৩১/৩/১৬

অণু অনুভব

জানি তুমি হৃদয় দ্যাখো
অবয়বটা নয় দামি,
তাইতো আমি থোড়াই ডরাই
কালো ভয়াল এই যামি।
‪#‎অণুঅনুভব‬
31/3/16

অণু অনুভব

আমার কষ্টগুলোন পোষা বেড়ালের মতো; ঘর ছাড়তে চায় না। ছালায় ভরে ইসিবি চত্ত্বর পেরিয়ে কালসীর কাছে ফাঁকা জায়গায় ছেড়ে দিয়ে বাসায় পৌঁছে দেখি ও আমার স্টাডিরুমের সোফার পাশে লেজ নাড়ছে!!
৩১/৩/১৬

অণু

হাজার ইভেন্ট লাখো গ্রুপ
ইনভাইট?
বেশ টাইট!
ভাবছি দিয়ে রবো ডুব।
30/3/16

অণু অনুভব

দৃষ্টি তোমার টাইমস্কেলে
সৃষ্টি আমার রাইমস্কেলে
টাকার সাথে হয়নি সখ্য
চিরদিন জলে তেলে।
‪#‎অণুঅনুভব‬
৩০/৩/১৬

অণু অনুভব

হাত দিয়ে আজ বৃষ্টি ধরি
হৃদয় দিয়ে দৃষ্টি,
মেঘের রাজ্যে ঘর যে আমার
অনুভবে সৃষ্টি।
‪#‎অণুঅনুভব‬
(বৃষ্টি ছুঁয়েছে বেলকনি)

২৯/৩/১৬

অণু অনুভব

হাত ধরেই কি মন ছোঁয়া যায়
মন কি থাকে দৃশ্যে?
অনুভবেই মনের নাগাল
পায় না অবিমৃশ্যে।
‪#‎অণুঅনুভব‬
২৯/৩/১৬

অণু অনুভব

"বেশি সুন্দর" দেখে বলো
"অস্থির"
ব্যাপারটা ঠেকে না মোটে
স্বস্তির।
#২৯/৩/১৬

অণু অনুভব

ম্যালা পুরুষ সৎ আছে
কিছু দুষ্ট ক্ষত আছে
দ্বন্দ্ব ও তর্কে
না না মুনির মত আছে।
‪#‎কষ্টাণু‬
২৮/৩/১৬

অণু

ঢাকায় ঢাকা পড়ে আছি
নিত্য সঙ্গী মশা মাছি।
# কষ্টাণু
২৮/৩/১৬

অণু

সবাই যে যায় বসুন্ধরা
আমি বলি চষুন ধরা!
‪#‎কষ্টাণু‬
28/3/16

অণু অনুভব

সময় তোমার বিন্দাস
মনটা শুধু দিনদাস!
‪#‎হর্ষাণু‬
২৮/৩/১৬

অণু অনুভব

বিকাশ তো আজ ক্যাশের সকাশ
বিকাশ সাধন তাই বেকার,
মন আর বিবেক শিশুই থাকে
ন্যায় অন্যায় কেউ নাই দেখার্।
‪#‎হর্ষাণু‬
২৮/৩/১৬

অণু অনুভব

টাকায় তুমি মন বিকিয়ে
সুখের বৈঠা নাও হাতে,
হৃদয় নদী শুকনো ঠাঠা
ক্যামনে তরি বাও তাতে?
‪#‎অণুঅনুভব‬
২৮/৩/১৬

অণু অনুভব

তার যে আছে অঢেল টাকা
যাচ্ছেতাই ইচ্ছে,
তাই দিয়ে সে দিনে রাতে
মন কিনে নিচ্ছে!
‪#‎হর্ষাণু১০০১‬
28/3/16

সহযুদ্ধ


নারী থাকে নাড়ি হয়ে
হৃদ্য মন বাড়ি হয়ে
কেনো তবে বিরোধ দ্বন্দ্ব?
নারী পুরুষ সহযুদ্ধ
অভেদ পশু হোক সে রুদ্ধ
দুচোখ খুলি- না রই অন্ধ।
...
‪#‎অণুঅনুভব‬
২৭/৩/১৬

অণু অনুভব

'ভাব' স্বভাবে দোরেই ছিলো
ইচ্ছে লভিতব্য,
অভিমানে কয়নি কথা
হয়েও দ্রবিতব্য।
-
২৭/৩/১৬

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়