Thursday, February 27, 2020

কষ্টযাপন



তাদের কষ্টবিলাস থাকে
আমার কষ্ট বোধযাপন,
আমার রঙের আকাশ দেখে
ভাবে তারা উদযাপন।
#অণুঅনুভব

Wednesday, February 26, 2020

হৃদয় উঠোন


হৃদয় উঠোন শীতল পাটি
খাঁটি তাযে নিরেট খাঁটি
স্নিগ্ধ এবং পরিপাটি
ভালোবাসার বসত বাটি।
#অণুঅনুভব

পাঠক



লেখক হওয়ার আগে ভালো
পাঠক যদি হইতে পারো,
পাঠকমনের গোপন কথা 
তবেই লেখায় কইতে পারো।
#অণুঅনুভব

Tuesday, February 25, 2020

মানুষের দাম



সবকিছুরই দাম বেড়ে যায়
মানুষেরটা কমে,
অবজ্ঞা আর অবহেলায়
প্রতি দম কদমে।
~
#অণুঅনুভব

কথার কথা



বলার জন্যই বলেন তিনি
করার জন্য নয়,
একশ' কথা বললে সেথায়
একটি সত্য হয়।
~
#পরানেরকথা #অণুঅনুভব

Wednesday, February 19, 2020

জোকার



সত্য বলা এখন ভারি বোকার কাজ
সত্যে চলার যায় না দেখা লোক আর আজ
সহজ সাধু চলে
সত্য কথা বলে
সময়চোখে সত্যবাদী জোকার আজ।
#পরানেরলিমেরিক #অণুঅনুভব

Tuesday, February 18, 2020

মানুষ



ধর্ম কিংবা জাতে নয়
মনে'ই মানুষ গুণের হয়,
মন-সোনাতে লাগলে কালি
আকারেই সে মানুষ রয়।
#পরানেরকথা 
#অণুঅনুভব

Monday, February 17, 2020

ধুত্তরি


ডেকে যখন পাইনে কোনো উত্তর'ই,
মনের ভেতর লাগে বেজায় ধুত্তরি,
বোঝে সে, বোঝে না কেউ
মেজাজখানা চড়ে যে হয় সত্তর'ই।
#পরানেরকথা 
#অণুঅনুভব

ডাক



ডেকে তোরে পাইনে ওরে
তাই বলে কি ছাড়বো ডাকা?
মনের ঘরে যতন করে
তুই রতনের আসন রাখা। 
~
#অণুঅনুভব

Sunday, February 16, 2020

পঁচন



ভণ্ডামি আজ স্মার্ট যে বেজায়
সৌখিন সাজ ও সজ্জায়,
কথাবার্তা চকচকে বেশ
পঁচন কাজ ও মজ্জায়।
~
#পরানেরকথা

Friday, February 14, 2020

হায় বসন্ত





বসন্ত



আজ দেখি সব ফুলেল বাতাস
আজ কি তোমার বসন্ত?
মন আকাশে রঙিন ঘুড়ি 
সময় কি সব রস অন্ত? 
#অণুঅনুভব

Tuesday, February 11, 2020

উল্টা ধারা


সময় বেজায় উল্টা ধারা
সবই বেঠিক ভুলটা ছাড়া,
সত্য কাঁদে পেছনবাড়ি
রঙিন মেকি খোলটা ছাড়া।
#অণুঅনুভব

Monday, February 10, 2020

জন্মদিনে



আজকে আমার জন্মদিনে 
সবার তরে ভালোবাসা, 
দীপ্ত রাখি হৃদয় বাতি
ব্যাপ্ত থাকে আলো আশা।

Sunday, February 9, 2020

আপন ভাবনা



তোর দেয়া সব কষ্টগুলো
আগলে রাখি যতন করে,
থাকনারে তুই পাখনা মেলে
আপন ভাবনা মতন করে।
~
#অণুঅনুভব

Saturday, February 8, 2020

মন ছোঁয়া



হাত ধরেই কি মন ছোঁয়া যায়
মন কি থাকে দৃশ্যে?
অনুভবেই মনের নাগাল; 
পায় না অবিমৃশ্যে।
‪#‎অণুঅনুভব‬

যখন আমি ঠেকি



যখন আমি ঠেকি
তখন বুঝি কে কী!
সুসময়ের সুজন পরান
ঠেকে 'আসল-মেকি'!
~
#অণুঅনুভব

বিলাসী মন তোমার




Friday, February 7, 2020

শীত



চলে যায় শীত
সাথে শীতের পাখিও,
দলে যায় বোধ
পরানভিটার যা প্রিয়।
~
#অণুঅনুভব

চায়না



বাজার এখন রঙিন ভীষণ
সবই মেড ইন চায়না,
কনজ্যুমার পায় লেবেল প্যাকেট
কোয়ালিটি পায় না। 
#অণুঅনুভব

ফুলঝুরি


মুখে তো বেশ ম্যালা কথা
দেখি না তা বাস্তবে,
মিছে ফুলের ঝুরি সেসব 
নেবো ভেবে আজ তবে?
~
#অণুঅনুভব

Thursday, February 6, 2020

মন্ত্র



সুখে থাকার সরল কোনো মন্ত্র নাই
সুখের আশায় সময় কাটে যন্ত্রণায় ।

Monday, February 3, 2020

জন্মদিন



জন্মদিনের কী আর মানে?
মৃত্যুর দিকে আগানো,
মিছেই কেনো রঙের উৎসব!
বিয়োগ বোধকে জাগানো। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

Friday, January 31, 2020

ভুল বোঝা



অণু কবিতা
||
ভুল বুঝে এক, ভুল বুঝে দুই
বাড়ে ভুলের বোঝা,
ভুলবোঝা-বিষ নামবে কীসে
নেই যে এমন ওঝা!
#অণুঅনুভব

শরীর



'ভালোবাসি' বলেই যখন 
শরীরটাকে টানে,
প্রেমিক নয় সে- জেনো মেয়ে
ভণ্ড সে ধ্যানজ্ঞানে।
#অণুঅনুভব 
#পরানেরকথা

Thursday, January 30, 2020

কেমন আছো


জানতে চেয়ে 'কেমন আছো'
মিছেই করা বিব্রত! 
'কথার কথা' বলে সবাই
মানে মনের কি ব্রত?
#অণুঅনুভব 
#পরানেরকথা

Tuesday, January 28, 2020

দক্ষতা


দক্ষ


অবিমৃশ্য



ভাঁড়ের পিঠে সওয়ার এখন বিশ্ব
চামচাসকল চেঁচায় 'কি জোস দৃশ্য'
জীবনযাপনের ঘাঁটে
সময় পিছনে হাঁটে
কালেরকাহন ঠেকে অবিমৃশ্য!
#লিমেরিক #কালেরকাহন

Sunday, January 26, 2020

মায়ার টানে



মায়ার ছায়ায় দিন কেটে যায়
মায়ার স্বরূপ কে জানে?
মায়ার পাখি কায়ায় রাখি
সবই তো মায়ার টানে।

Saturday, January 25, 2020

রোদ্দুর



ভালোবাসা উড়িয়ে দিলেম
বিশাল আকাশ জুড়ে,
রোদ্দুর হয়ে ছড়িয়ে পড়ুক
তোমার উঠোন দোরে।
#অণুঅনুভব

Thursday, January 9, 2020

সই রবি



হৃদয়পাতা কান্না-ভেজা
বেহাগ কিবা ভৈরবী,
বেশ তো আছিস দূরের আকাশ
কথা ছিলো সই রবি।
#পরানেরকথা

শীত



অতিরিক্ত সবই খারাপ
হোক গরম, বা তা শীত,
ভোগান্তিতে নেয় যে কুরূপ
সুখ, সুন্দর ও যা গীত।
#পরানেরকথা #অণুঅনুভব

মন আমার



কষ্ট পেয়ে দুঃখ পেয়ে
হোস নে হতাশ মন আমার,
নিগৃহকে শক্তি করা
এটাই এখন পণ আমার।
#পরানেরকথা

Wednesday, January 8, 2020

শুদ্ধতা



যাত্রা যখন শুদ্ধতার
পাবেই কিছু রূদ্ধদ্বার
জীবন নামের খেয়াপথে
এটাই নিয়ম যুদ্ধটার। 
~
#পরানেরকথা
 #অণুঅনুভব

Tuesday, January 7, 2020

মিথ্যের বেসাতি



মিথ্যের বেসাতি এ সময়
বিকোয় চড়া দামে,
সত্য শুধু পাচার যে হয়
পুরান ডাকের খামে।

Thursday, January 2, 2020

খেয়া



তোমার ছিলো বরফগলা নদী
আমার ছোট্ট খেয়া,
'সন্ধি' ছিলো বিধির অমোঘ লিখন
আর যে সাক্ষী দেয়া।
#অণুঅনুভব
#পরানেরকথা

মুখোশ মানব


মুখোশটুকুই সত্য ঠেকে
আর সকলই মিথ্যে,
মুখোশমানব দুক্রোশ হাঁটে
মুখোশ সাজে জিততে।
~
#পরানেরকথা

তুমি



চিরদিনের তুমি চেনা
বুঝি না এক বিন্দু!
ক্ষণেক তুমি শিশির কণা
আর ক্ষণে এক সিন্ধু!
#অণুঅনুভব

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়