Sunday, May 29, 2016

অণু অনুভব

Your pillow hard-stone
Silk-soft is mine..
My heart goes rock-stiff
Easy rhyme is thine.
||
তোমার বালিশ শক্ত পাথর
আমারটা বেশ তুলতুলে,
তোমার হৃদয় কোমল-গীতি
কঠিন আমার - মূল ভুলে।

‪#‎Weefeel‬ [20160528/1251]

কান

কান নিয়ে ভাণ নয়
আর মিছে ফান নয়
ছিঃ ছ্যাঃ কানাকানি!
কান গেলে মান যায়
কেউ ইস্যু ঘ্রাণ পায়
পিছে হানাহানি।
-
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫২৬/১৪১৭]
‪#‎কান‬

সময় কথা

হাবভাবে সে পামেলা
সব ভাবে সে ঝামেলা
নিজের দোষ দেখে না সে
যদিও আছে তা ম্যালা!
[২০১৬০৫২৬/০৭২১]

পরানের কথা

হন্যে খুঁজে মূল্যবোধ?
সে তো নিজেই ভুললো বোধ!
দুষ্টাচারের কঠিন ফাঁদে
কাঁটাতারে ঝুললো বোধ!
‪#‎অণুঅনুভব‬ ‪#‎পরানেরকথা‬
[২০১৬০৫২৪/১৫৪৯]

সময় কথন

জোস একটা পোজ রে ব্রো
স্ট্যাটাস হবে জম্পেশ!
টাইম কই দেখবো আমি
দম আছে কি দম শেষ!!
‪#‎সময়কথন‬
[২০১৬০৫২২/১০৩১]

Tuesday, May 24, 2016

মনের কথা


মনের কথা কেউ জানে না
কেউতো মনের ঢেঊ জানে না
কোন পথে যে গতি?
সজল কিবা সলাজ ভূমে
কি পাহাড় কি নগর চুমে
যায় না বুঝা রতি!

সেই মনেরে বৃত্তে ভরে
সবকিছুতে জিততে ঘরে
হয় মননের ক্ষতি,
মনপাখিকে মুক্ত করে
ভালোবাসা যুক্ত করে
যাক হয়ে সব ব্রতী।
 -
২০১৬০৫১৮/ঢাকা 

 

Monday, May 23, 2016

অণু অনুভব- সময়কথা



আগের দিনের 'লক্ষ্মী, প্রিয়া'
এ সময়ে 'হেই বেবী',
'বিএফ' শুধু 'জিএফ' খোঁজে
সুদূর অতীত সেই 'দেবী'।
# অণুঅনুভব #সময়কথা
[২০১৬০৫২৩/১০২৭]
 

Sunday, May 22, 2016

অণু অনুভব

মায়ার বেশে দীপ্ত এসে
জড়াও হৃদ্য বাঁধনে,
খেলা শেষে স্বরূপ বেশে
পোড়াও বিদ্ধ কাঁদনে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫২০/১৪২৭]

অণু অনুভব

মায়ার বেশে দীপ্ত এসে
জড়াও হৃদ্য বাঁধনে,
খেলা শেষে স্বরূপ বেশে
পোড়াও বিদ্ধ কাঁদনে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫২০/১৪২৭]

অণু অনুভব

অমানুষও দিব্যি চলে
ঠিক মানুষের চেহারায়,
পোশাকি আচরণ দিয়ে
সহজ মানুষ সে হারায়।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫২০/১০১৬]

সময় কথন

ফ্রেন্ড সকলি "ফ্রান্স" হয়ে যায়
সুন্দরগুলো "অস্থির"
এই তালে কেউ বেতাল হলে
থাকে না আর যশ স্থির্।
‪#‎অণুঅনুভব‬
‪#‎সময়কথন‬ [২০১৬০৫২০/১০০৬

পরানের কথা

হুজুগে যুগ নেচে যায়
ছলচাতুরি বেঁচে যায়
সত্য শুধু ইদুর-গুহায়
একটু মুক্তি যেচে যায়!
‪#‎অণুঅনুভব‬
‪#‎পরানেরকথা‬ [২০১৬০৫১৯/১৪০২]

অণু অনুভব

মানুষের জীবন বড়ো অদ্ভুত । ঈর্ষা, হিংসা, স্বার্থ ইত্যাদি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সহজেই! ভালোবাসা, দীর্ঘ লালিত স্নেহ, আশীষ, আদর অথবা হৃদ্য শুভকামনাও কারো কারো কাছে কোনোই মূল্য বহন করে না তখন । বিভিন্ন অনুসঙ্গ এরূপ পরিস্থিতে আগুনে ঘি ঢালার মতো কাজ করে উল্টো।
উদ্ভূত পরিস্থিতি আজ আমার ভেতরটাকে মেরে ফেললো যেনো জখমে। হৃদয় আজ পক্ষাঘাতগ্রস্ত।
১৫/৫/১৬
বাড়ি থেকে ফিরে 

অণু অনুভব

দুঃখগুলোই মূখ্য হয়ে থাকে
কষ্টপায়রা আড় চক্ষুতে ডাকে
সুখ পাপিয়া দূর আকাশের তারা
মুচকি হাসে অচিন মেঘের ফাঁকে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫১৪/১০১১]

অণু অনুভব

বৈশাখী মেঘ বৃষ্টি দেয় বটে
সাথে থাকে বজ্রের ঘাত,
কতোজন প্রিয়জন হারিয়ে
দিনে দেখে অমারাত।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫১৪/০০৫৬]

অণু

বৃষ্টির ছন্দ চেনো
রচো কবিতা
বোঝো না হৃদয়।
১৪/৫/১৬

অণু অনুভব

কিছু ব্যথিত বিকেল বৃষ্টি হয়ে
তিন-সন্ধ্যের নগর ভেজায়
কেউ কেউ কবিতায় যাপিত জীবন আঁকে
আর কারো সেই জ্বলজ অশ্রুতে ভিজে যাওয়া
বর্ষাতিহীন আচমকা!!
‪#‎অণুঅনুভব‬
[২০১৬০৫১২/২১৩৫]

অণু অনুভব

আমার 'আমি' অচিন-ভুবন
রাখে সদাই ঘোরে,
কখনো রয় আপন ঘরে
আবার অচিনপুরে!
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫১২/১৫৩০]

এখন তুমি


এখন তুমি
ভিন্ন নায়ে চড়ো,
ইচ্ছে পাখায়
আনআকাশে উড়ো।


এখন তুমি
আনাড়ি নও মোটে,
কণ্ঠে তোমার
জ্ঞান কথা ফুল ফোটে।

এখন তুমি
এগিয়ে তোমার থেকে,
জগৎ চক্ষু
তোমায় কেবল দেখে।

এখন তুমি
কোথায়ও নেই ঋণী,
এই তোমাকে
কী করে যে চিনি!!
==
[২০১৬০৫১২/০১৪৮

অণু

~বিশ্বাস করি সব যা কিছু বলো ;
যা বলি তা মিথ্যে নয় একচুলও ~||
১২/৫/১৬

বোঝা

====
ভাবনাগুলোন রাখে না কেউ
সোজা,
ছলচাতুরি দিয়ে সাজায়
গোঁজা।

মিছেই 'সহজ' আঁতিপাঁতি
খোঁজা,
দিনের শেষে সার হয়ে রয়
বোঝা।
-
[২০১৬০৫১১/২১৪৬]

অণু অনুভব

যখন তুমি বিষণ্ন
তখন তোমার দিশ অন্য
এবং ঠেকে বিষ অন্ন!
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫১১/১৩২৫]

অণু অনুভব

অনুভূতিহীন
বাঁচো নিশিদিন
নাচো তা থৈ থৈ
ফুটোক সুখের খই।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫১১/১২০২]

‪#‎প্রশ্ন‬ ‪#‎আত্মপ্রশ্ন‬

যা তুমি বাইরে
ভেতরেও তাই রে?
‪#‎প্রশ্ন‬ ‪#‎আত্মপ্রশ্ন‬

অণু অনুভব

চৈত্র দিনে তুমি আমার
রোদের ছায়া,
মন গহীনে বেতার বাজো
বোধের কায়া।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫১০/১৮২৮]

অণু অনুভব

কেউ খোঁজে আরশিনগর
হন্য
বন্য
পায় কেবল তার ছিঁড়া ঘর!
‪#‎অণুঅনুভব‬
[২০১৬০৫১০/১৭৫৪]

আবুল-তাবুল ভ্রম জানে


দাম বাড়ায় যে রমযানে
সে কি কিছু কম জানে?
না না কথা ভিন্ন
লাভের লোভে
আনাক ডুবে
কাজ করে ঘৃণ্য।
দামের কথা দম জানে
শোধরে যাক যা ভ্রম জানে।
[২০১৬০৫১০/১৩৩৭]

অণু অনুভব

তোমায় জানার সাধ্য কী আর
আমার হবে কভু!
অহর্নিশি তোমার পানেই
অজর চলা তবু।
‪#‎অণুঅনুভব‬
[২০১৬০৫১০/০৭২১]

সময় কথন



জোস একটা পোজ রে ব্রো
স্ট্যাটাস হবে জম্পেশ!
টাইম কই দেখবো আমি 
দম আছে কি দম শেষ!!
-
[২০১৬০৫২২/১০৩১]

Sunday, May 8, 2016

Mother serious, come at once. - এটা কোনো গল্প নয়!

Mother serious, come at once. - এটা কোনো গল্প নয়!
হ্যাঁ। ঠিক এ কথাটাই লেখা ছিলো টেলিগ্রামের মেসেজে। লাঞ্চ করে বেরিয়ে লেটার র‍্যাকে টেলিগ্রামটি পাই। তখন ঊনিশ-বিশের তরুণ। নতুন চাকরিতে জয়েন করেছি। পোস্টিং ছিলো চট্টগ্রামে। অফিস থেকে ছুটি নিয়ে রাতের ট্রেন তূর্ণা নিশীথাতে বাড়ি পৌঁছাতে সকাল ৯-১০টা হবে।
ততক্ষণে মা নেই।
আমার যে ভাইটি আজ আমার থেকে বড়ো- সে তখন শিশু। আমাকে জড়িয়ে ধরে কাঁদে সে। আমি কাঁদতে পারি না। বাড়ির সামনে নোলকজবা গাছটির পাশে সবাই মিলে মাকে ঘুম পাড়িয়ে রেখে দেয়।
যখন মা ছিলো, তখন মোবাইল ছিলো না। টেলিফোন দুস্প্রাপ্য। কিন্তু একটা অন্যরকম নেটওয়ার্ক ছিলো মায়ের মন ঘিরে। বাইরে থেকে যতবার বাড়ি গেছি- মাকে পেয়েছি বাড়ির সামনে- আমার অপেক্ষায়। মা বলতো- "আমি জানতাম আজ তুই আসবি।" মা সত্যিই জানতো। কোনো সন্দেহ নেই।
আমি জানি- দিবস ঘিরে মা থাকে না।
মা থাকে নিয়ত।
প্রতিনিয়ত।
আবিরাম মনে।
তবু আজ সবাই যখন আজ মায়ের ছবি দিয়ে মায়ের কথা বলছে- আমার ভেতরে ডুকরে ডুকরে ওঠছে।
--
২০১৬০৫০৮/১২৩১

অণু অনুভব

বাজার নাকি গরম আবার
রোজার প্রভাব!
অতি লোভী বণিকবৃন্দের
এটাই স্বভাব!
আহা তাঁদের 'বুঝ' এর অভাব।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫০৭/১৭০৫]

অণু অনুভব

খুব তো গরব তোমার হাতে
নিয়ন্ত্রণের নাটাই,
ঘুড়ির গতি রোধতে গিয়ে
গর্তে নিজের পা-টাই!
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫০৬/২৩০০]

পরকীয়া - ১

পরকীয়ায় জুড়ে হিয়া
বউকে ভাবো করিমন,
মেসেঞ্জারে ডানাকাটা
অ্যাঞ্জেল কিবা পরী মন।


সুখের ঘরে অগ্নিকাণ্ড
ভালোবাসা ভস্ম নিম,
লাফাও ভেবে আকাশ পেলে
আসলে তা অশ্বডিম।

মূল্য দিয়ে বুঝো সবই
অমূল্য সব হারিয়ে,
দিনের শেষে ভালোবেসে
আপনঘর হাত বাড়িয়ে।
-
[২০১৬০৫০৬/১৯২০]

অণু অনুভব

সহজ সুস্থ তুমি চিন্তায়?
আহা বোকা
র'লে খোকা
হেলায় ঘৃণায় দীন-হীন তাই।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫০৬/১৪১০]

পরানের কথা

বোধ বিবেক আজ নির্বাসনে
অসুরচিন্তা খুবলে খায়,
পশুবৃত্তি মন মগজে
সুযোগ পেলেই ছুবলে যায়।
‪#‎পরানেরকথা‬ [২০১৬০৫০৫/১৮৫৫]

অণু অনুভব

তোমার পেটের বোঝাটা বেশ কঠিন
যায় না যে তা ছাড়ানো
আমার পিঠে বয়ে বেড়াই জীবন
তোমার ইচ্ছেয় মাড়ানো।

২০১৬০৫০৫ >>>> 

অণু অনুভব

বাঁধন
যা ধন
>>>যায় ছিড়ে;
কাঁদন
বা রণ
>>>রয় নীড়ে।
‪#‎অণুঅনুভব‬
[২০১৬০৫০৪/১১৫৫]

অণু অনুভব

সুখগুলো সব বেঘোর ঘুমায়
কষ্টেরা যে রাত জাগে,
বুকচাপা সব দীর্ঘশ্বাসই
দেখতে তাদের সাধ জাগে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫০৪/০১০৪]

বিশ্ব মুক্ত-গণমাধ্যম দিবসঃ প্রত্যাশা

বিশ্ব মুক্ত-গণমাধ্যম দিবস আজ। ১৯৯১ সালে ইউনিস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে প্রতি বছর ৩ মে এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বেশ কিছু লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সারাবিশ্বে এ দিবসটি পালিত হয়ে থাকে। যেমনঃ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করা, সাংবাদিকতার স্বাধীনতা ও বিশ্বব্যাপি গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন করা, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করা, পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকদের স্মরণ করা ইত্যাদি। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে: “ ফ্রিডম অব ইনফরমেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’’( Freedom of Information and Sustainable Development)।
যে কোনো দেশের সার্বিক পরিস্থিতি তোলে ধরতে এবং সত্যকে সামনে আনতে সে দেশের গণমাধ্যমের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের আয়নার মতো। তথ্য-প্রযুক্তির এ যুগে গণমাধ্যমের ব্যাপকতা বেড়েছে অনেক। মূল সংবাদপ্ত্র বা ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি এখন অনেক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ব্লগ, এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যমও (ফেসবুক/টুইটার প্রভৃতি) এখন সংবাদ, ঘটনা ইত্যাদি প্রকাশে তাৎক্ষনিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আমাদের গণমাধ্যম কতোটা মুক্ত- সে প্রশ্ন অনেক প্রশ্নেরই উদ্রেক করবে হয়তো। অনেক সাংবাদিক, গণমাধ্যমকর্মী, ব্লগারকে নির্যাতিত; এমন কি হত্যার শিকার হতেও দেখা গেছে। আবার অনেক গণমাধ্যম কর্মীর অনিরপেক্ষ ভূমিকার কথাও উল্লেখযোগ্য।
তাই, একইসঙ্গে নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন ও দেশের গণমাধ্যমকে নিরাপদে স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনে সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।
 
https://www.facebook.com/notes/shohel-ahmed/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%83-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BE/1178091562210052

অণু অনুভব

যতন করে তুমি আমার
পতন দেখে সুখ খোঁজো,
তোমার শাপে স্বপ্ন সাজাই
বুঝো কিবা নাই বুঝো!


২০১৬০৫০৩ 

অণু অনুভব

দূরে থাকলেই হয় না দূরের
কাছে থেকেও দূরের হয়,
ভাবছো ছুঁয়েই আপন পবন
আদতে সে তোমার নয়।
‪#‎অণুঅনুভব‬
২০১৬০৫০৩/০১৪৪

অণু অনুভব

আমার স্নেহ ভালোবাসা
ছিলো নিখাদ সত্য
সময়স্রোতের বেতাল টানে
তুই যে হঠাৎ মত্ত !
‪#‎অণুঅনুভব‬
০২/৫/২০১৬

অণু অনুভব

শ্রমিকজনের গায়ের ঘাম
সকল সময় পায় না দাম
শ্রমিক দিবস, মে ডে
পাওনাটুকু দে দে।
[২০১৬০৫০১/১০৪২]

অণু অনুভব

বন পোড়ে যায়
মন পোড়ে না তাও!
তবু তো হায়
দেশের গানই গাও!!
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৪৩০/১৭২০]

প্রতিশোধ


মাটি ফেটে চৌচির
পানি চায় পানি,
অশ্রুহীন আঁখি তার
কাটে না গ্লানি।


নগর ও গাঁ খাখা
বিরস সে দৃষ্টি,
দিনমানে চেয়ে রয়
চায় ফোঁটা বৃষ্টি।

মানব-তনু পোড়ে
সাথে পোড়ে বোধ,
প্রকৃতির আহা কি
যথা প্রতিশোধ!
--
[২০১৬০৪৩০/১৬৫০]

অনুভব

চরম খরা কাঁদছে ধরা
চোখেও নেই তার জল,
মানুষ জাতি বেখেয়াল তাও
বুঝে না কর্মফল।
৩০/৪/১৬

রাতের চেয়েও আঁধার সময়!


বনানী ১১ নম্বর রোড থেকে রিকশা করে কাকলী আসছিলাম। সাথে এক সহকর্মী। রাত ১০ টা ১৫ মিনিট। পিছন থেকে আমাদের রিকশা ঘেঁষে একটি মোটর বাইক ওভারটেক করার সময় আমার কোলের উপর রাখা ব্যাগ ধরে টান দেয় আচমকা। আমার ব্যাগে ল্যাপটপসহ অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্যুমেন্ট ছিল। বাঁ হাত দিয়ে আমার ব্যাগ ধরা ছিলো। হ্যাঁচকা টানে আমার ভাঙ্গা হাতে ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠি।
থাবাটা ঠিক যথার্থ না হওয়ায় এবং ব্যাগের স্ট্র্যাপটি আমার হাতে আটকানো থাকায় সফল হতে পারে নি তারা।
কী হতো যদি- তাদের থাবার টাইমিং ঠিক থাকতো? আমার সব প্রয়োজনীয় ডক্যুমেন্টসহ ল্যাপটপ খোয়া যেতো। আর আমিও পড়তে পারাতাম রিকশার নিচে!

এমনই আমাদের সময়!!
[২০১৬০৪৩০/০০২২]

অণু

জানা ও দেখা চোর
ফেসবুকের লেখা চোর্।
২৯/৪/১৬

ফানুস


কারো সময় কাটে ভাবে
কারো লোভে কারো লাভে
কেউবা ঘুমোয় সারাদিনই
স্বপ্ন দ্যাখে কখন খাবে। 


কেউবা শুধু সেলফি তোলে
যখন তখন তালেগোলে
কারো সময় পুরোই চ্যাটে
নিমগ্নতা সবই ভুলে।

ব্যস্ত সময় ব্যস্ত মানুষ
ভাবছি যেমন তুইতো তা নোস
মিছে ভান বেসাতি দিয়ে
উড়াস সময় রঙিন ফানুস।
[২০১৬০৪২৮/২০৩৯]

পরানের কথা

সাধু সাজা সহজ বটে
সাধু হওয়া শক্ত কাজ,
অসাধু সব সাধুবাবার
লক্ষ কোটি ভক্ত আজ।
‪#‎পরানেরকথা‬ [২০১৬০৪২৮/১৭২২]

আমার উঠোন এবং অন্ধ আমি |||


রোজ তুমি আমার উঠোন ঘুরে যাও
আলগোছে
নিভৃতে ।
যাবার বেলায় পায়ের ছাপটি মুছে যাও উত্তরাধুনিক চারুতে
তোমার গায়ের সুরভি তবু ঠিক ঝুলে থাকে
আত্মাকর্ষণে
বাড়িময়
তোমার চলে যাওয়ার পথে শাদাছড়ি দ্যাখায় আমাকে তা।
ইতস্তত ওঠে দাঁড়াতেই চৌকাঠে আচমকা ধাক্কায় বসে পড়ি ফের
অন্ধ আমি
বসে থাকি ঠায়
আগামিকালে অন্ধদৃষ্টি স্থির হয়ে থাকে কেবল।
...
[২০১৬০৪২৮/১৫৪১]হ

শীতল- নেতিবাচক নয়


-----------------------
লক্ষ্যণীয়, "হট" শব্দটার ব্যবহার কিছুটা কমেছে। উষ্ণ ভালোবাসা, ওয়ার্ম ওয়েলকাম ইত্যাদি এ গরমে শুনতেই কেমন লাগে! এখন সময় "শীতল ভালোবাসা" "ঠাণ্ডা সম্পর্ক' এসবের । গরমে এ শব্দগুলোকে নেতিবাচক হিসেবে না দেখলে আরামটা নিশ্চিত হয়!!
২৮/৪/১৬

অণু অনুভব

প্রাতেই তোমায় ডেকেছিলাম
ভালোবাসায় ঘোরের ডাক,
হাতের কাছেই ছিলেম তবু
শুনলে তুমি দূরের হাঁক ।
২৮/৪/১৬

অণু

দাবদাহ
শাপ দাহ

২৭/৪/১৬

অণু অনুভব

বলে না বলে ছলে কৌশলে
যাচ্ছো ক্রমেই দূরে,
উঠোন-রাখাল না জেনে কাল অকাল
ছিলাম আছি উরে।
[২০১৬০৪১৭/১৫৪০]

পরানের কথা

পাপের এখন ক্ষেমতা বেশি
বাপের চেয়ে শ্বশুরের,
ভালো মানুষগুলো বুদ্ধু
কদর ম্যালা অসুরের।
‪#‎পরানেরকথা‬ [২০১৬০৪২৬/১৪৫০]

অণু

আমায় তুমি কষ্ট দিয়েই সুখী
আমার তরী তবু "তোমার' মুখী।
=
২৬/৪/১৬

অনুভব

আমরা এখনো বুঝতে পারছি না যে, সব কিছুতে দুই নম্বরি চলে না। গাড়ির গ্যাস সিলিন্ডার নিয়ে দুই নম্বরির পরিণতি যে কতোটা ভয়াবহ হতে পারে তা এখনো বুঝতে না পারলে অনেক মূল্য দিতে হবে। প্রতিটি সিলিন্ডার যে এক একটি শক্তিশালী বোমা তা অনুধাবন করা জরুরি।
২৬/৪/১৬

‎উল্টোস্রোত‬

আমাদের রাতগুলো জেগে থাকে
সকালগুলো ঘুমায়
দুপুর সব ঝিমায়
আর সন্ধ্যেগুলো শশব্যস্ত!
‪#‎উল্টোস্রোত‬
২৬/৪/১৬

অণু

বিদ্যুৎ বিজলির মতোই চমকায়...
***
এক ঘন্টা থাকে তো দুই ঘন্টা নাই
ভালোবেসে থাকে সাথে 'হট' গরমটাই।
-
২৫/৪/১৬

পরানের কথা

স্বার্থ লোভে দিই বিকিয়ে
সত্যাবদ্ধ সত্ত্বা,
পোশাকে বেশ সাধু বটে
অন্তর কালো বদ তা।
‪#‎পরানেরকথা‬ [২০১৬০৪২৪/০৮২৩]

সংগীতশ্রুতিচর্চা‬

টিভিতে গানের লাইভ প্রোগ্রাম হচ্ছে। রাতের খাবার খেতে খেতে দেখছিলাম। শিল্পী লাফিয়ে (মানে বিভিন্ন অঙ্গভঙ্গি করে) পারফর্ম করছেন। অনেক চেষ্টা করলাম গানের কথা ধরার জন্য। পরিশেষে এতোটুকুই বুঝলাম যে - আমি কিছুই বুঝতে পারিনি। কতো পিছিয়ে আছি!!
‪#‎সংগীতশ্রুতিচর্চা‬
২৪/৪/১৬

স্মৃতি‬

ছোটবেলার কথা। বিটিভিতে কালেভদ্রে বাংলা ছবি প্রচার করা হতো। সাধারণ নির্বাচন উপলক্ষ্যে টিভিতে সিনেমা শুরু হয় আটটার সংবাদের পর। একটু পরপর নির্বাচনী বিশেষ বুলেটিন।
** আরো ১৫টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এতে লেঃ লেঃ হুঃ মুঃ এরশাদ পেয়েছেন- ১৬৫৪২০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ওয়ালিউল ইসলাম ছক্কু মিয়া পেয়েছেন -৩ ভোট। **
আর আমাদের ছবি শেষ হতে গড়িয়ে যেতো রাত ৪টা অবধি!
-
‪#‎স্মৃতি‬
২৩/৪/১৬

প্রতীক্ষা

ভালোবাসাহীন দীর্ঘ তপ্ত খরা
হৃদয়-জমিন শতধা চৌচির
তোমার আমার হিংসের কালো মেঘ গলে
শুচিস্নিগ্ধ বৃষ্টি নামুক না ধরায়!
-
২০১৬০৪২৩/১১১০

‎অণু অনুভব‬

মনোনয়ন বাণিজ্য?
ভোটে জিতে
শক্ত ভিতে
দুর্নীতি নয় অন্যায্য !!
‪#‎অণুঅনুভব‬
২২/৪/১৬

অণু অনুভব

সবুজ পাতার সুহৃদ ছায়া
হচ্ছে বিলোপ ক্রমে,
মানুষ বিনাশ করছে ধরা
লোভে এবং ভ্রমে।
‪#‎অণুঅনুভব‬
‪#‎EarthDay‬

২২/৪/১৬

Wee feel

We love this Earth.
Save the Earth
Save our love
Everyday is Earth Day

২২/৪/১৬

পিকগুলো ঠিক হোক


লেখার সাথে নিজের ছবি
যেই তুমি দাও সেঁটে,
করতে খুশি লাইক মেরে যাই
পড়ি না আর ঘেঁটে ।

লেখার সাথে 'সেলফি' যোগের
কীইবা থাকে মানে?
মেসেজটুকু হেলায় কাঁদে
ছবিই শুধু টানে।
ছবিগুলো ছবি পোস্টে
মানায় যে বেশ ভারি,
বন্ধু সুজন খোশ মেজাজে
তারিফ করে তারি।
...
২০১৬০৪২১/১৬৪০

পরানের কথা

আমায় আমি ভাবি দামি
আর সকলই তুচ্ছ,
আমার গরব থাকেই সরব
কাকের ময়ূর পুচ্ছ।
‪#‎পরানেরকথা‬
২০১৬০৪২১/১২০৩

লিমেরিকঃ ইস্যু

আহা ইস্যু উঁহু ইস্যু- ইস্যুর কোনো অন্ত নাই
কিছু ইস্যু ফোকলা হাসে- মুখে তাদের দন্ত নাই
মূলা ইস্যু ঝুলা ইস্যু
কিছু ভারি খোলা ইস্যু
ইস্যুর পেটে ইস্যু লুকায়- সমাধানে মন তো নাই।
-
[২০১৬০৪২০/২১২৫]

অণু অনুভব

মায়ার বাঁধন যায় ছিড়ে যায়
হিংসা স্বার্থ লোভে,
আহা ভালোবাসার রবি
যায় অকালে ডুবে।
# অণুঅনুভব [২০১৬০৪২০/০২১০]

অণু অনুভব

তোমার ছায়া না পেলে হায়
আমার আঁধার যায় বেড়ে,
কষ্টগুলোন আয়েশ করে
শক্ত খুঁটি নেয় গেঁড়ে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৪২০-০১১৭]

অণু অনুভব

হিংসা, লোভ আর শিং-গজানো অসংখ্য দাম্ভিক মোটরবাইক- অতঃপর তার প্রধান নাগরিক এখন। আমি তাকে আর আমার "চাইল্ডহুড কিংডম" বলতে পারি না।
১৯/৪/১৬

অণু অনুভব

তোমাকে একটি 'বিন্দু' দিতে আমি ব্যর্থ হয়েছি। তোমার তাই নিয়ে ক্রোধ, আমার প্রতি ঘৃণা আর অনুযোগের অন্ত নেই। কিন্তু বাকি 'বৃত্ত'টা যে আমি ভালোবাসা নিংড়ে ভরে দিলাম তোমাকে, তা কী করে ভুলে গেলে বেমালুম?
১৮/৪/২০১৬

অণু অনুভব

বড় স্বার্থপর সময়ে এসে আটকা পড়ে গেছি। এখানে ভালোবাসা, স্নেহ, আদর, আন্তরিকতার কোনোই মূল্য নেই আর একবিন্দু। খুব অসহায় লাগে! এ কী পুরস্কার! আর কতো?
14/4/16

৩০+গণ লক্ষ্য করুনঃ


বৈশাখের প্রথম দিনঃ
> পাড়ায় পাড়ায় গরু জবাই হচ্ছে;
>সমাজের প্রতি ঘরে পৌঁছে গেছে মাংসের ভাগ;
> দুপুরে সবাই মাংস-গরম ভাত খাচ্ছে;
>অনেকের ঘরে পোলাও-মাংস;
>আনন্দঘন পরিবেশ।
>এছাড়া, মেলা থেকে বাঁশি, পুতুল, লাল-জিলাপি, খেলনা (মিষ্টান্ন) থাকতো।

বিশ্বাসঃঃ বছরের প্রথম দিন ভালো থাকলে এবং ভালো খেলে সারাবছর ভালো থাকা ও খাওয়া যাবে।
-------------- যদি কৃষ্টি বা বাংলা নতুন বছরের সংস্কৃতির কথা বলেন- আমি এটাই দেখেছি আমার শৈশবে।
‪#‎অণুঅনুভব‬
২০১৬০৪১৩

হর্ষাণু‬

যারা করে তদবির
তারা বেশি বদ বীর
-
বদ কি বীর হয়!
তারা তবে জির হয়।
-
পাদটীকাঃ তদবির- অসৎ পথে উদ্দেশ্যসিদ্ধির চেষ্টা অর্থে আর জির আঞ্চলিক কেঁচো অর্থে।
‪#‎হর্ষাণু‬

12.4.16

Mother serious, come at once. - এটা কোনো গল্প নয়!

Mother serious, come at once. - এটা কোনো গল্প নয়!

হ্যাঁ। ঠিক এ কথাটাই লেখা ছিলো টেলিগ্রামের মেসেজে। লাঞ্চ করে বেরিয়ে লেটার র‍্যাকে টেলিগ্রামটি পাই। তখন ঊনিশ-বিশের তরুণ। নতুন চাকরিতে জয়েন করেছি। পোস্টিং ছিলো চট্টগ্রামে। অফিস থেকে ছুটি নিয়ে রাতের ট্রেন তূর্ণা নিশীথাতে বাড়ি পৌঁছাতে সকাল ৯-১০টা হবে।

ততক্ষণে মা নেই।

আমার যে ভাইটি আজ আমার থেকে বড়ো- সে তখন শিশু। আমাকে জড়িয়ে ধরে কাঁদে সে। আমি কাঁদতে পারি না। বাড়ির সামনে নোলকজবা গাছটির পাশে সবাই মিলে মাকে ঘুম পাড়িয়ে রেখে দেয়।

যখন মা ছিলো, তখন মোবাইল ছিলো না। টেলিফোন দুস্প্রাপ্য। কিন্তু একটা অন্যরকম নেটওয়ার্ক ছিলো মায়ের মন ঘিরে। বাইরে থেকে যতবার বাড়ি গেছি- মাকে পেয়েছি বাড়ির সামনে- আমার অপেক্ষায়। মা বলতো- "আমি জানতাম আজ তুই আসবি।" মা সত্যিই জানতো। কোনো সন্দেহ নেই।

আমি জানি- দিবস ঘিরে মা থাকে না। মা থাকে নিয়ত। প্রতিনিয়ত। আবিরাম মনে। তবু আজ সবাই যখন আজ মায়ের ছবি দিয়ে মায়ের কথা বলছে- আমার ভেতরে ডুকরে ডুকরে ওঠছে।
--
২০১৬০৫০৮/১২৩১

Saturday, May 7, 2016

অণু অনুভব

বাজার নাকি গরম আবার
রোজার প্রভাব!
অতি লোভী বণিকবৃন্দের
এটাই স্বভাব!
আহা তাঁদের 'বুঝ' এর অভাব।

#অণুঅনুভব [২০১৬০৫০৭/১৭০৫]

Friday, May 6, 2016

পরকীয়া - ১

পরকীয়ায় জুড়ে হিয়া
বউকে ভাবো করিমন,
মেসেঞ্জারে ডানাকাটা
অ্যাঞ্জেল কিবা পরী মন।

সুখের ঘরে অগ্নিকাণ্ড
ভালোবাসা ভস্ম নিম,
লাফাও ভেবে আকাশ পেলে
আসলে তা অশ্বডিম।

মূল্য দিয়ে বুঝো সবই
অমূল্য সব হারিয়ে,
দিনের শেষে ভালোবেসে
আপন ঘর হাত বাড়িয়ে।
-
[২০১৬০৫০৬/১৯২০]
 

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়