এখন তুমি
ভিন্ন নায়ে চড়ো,
ইচ্ছে পাখায়
আনআকাশে উড়ো।
এখন তুমি
আনাড়ি নও মোটে,
কণ্ঠে তোমার
জ্ঞান কথা ফুল ফোটে।
এখন তুমি
এগিয়ে তোমার থেকে,
জগৎ চক্ষু
তোমায় কেবল দেখে।
এখন তুমি
কোথায়ও নেই ঋণী,
এই তোমাকে
কী করে যে চিনি!!
==
[২০১৬০৫১২/০১৪৮
তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব
No comments:
Post a Comment