Sunday, May 22, 2016

এখন তুমি


এখন তুমি
ভিন্ন নায়ে চড়ো,
ইচ্ছে পাখায়
আনআকাশে উড়ো।


এখন তুমি
আনাড়ি নও মোটে,
কণ্ঠে তোমার
জ্ঞান কথা ফুল ফোটে।

এখন তুমি
এগিয়ে তোমার থেকে,
জগৎ চক্ষু
তোমায় কেবল দেখে।

এখন তুমি
কোথায়ও নেই ঋণী,
এই তোমাকে
কী করে যে চিনি!!
==
[২০১৬০৫১২/০১৪৮

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়