Saturday, November 30, 2019

জল



তৃষ্ণা ছিলো
চেয়েছিলাম জল
বুঝিনি তা
ছিলো যে অনল!
#অণুঅনুভব

Thursday, November 28, 2019

ভালো বাসা



ভালো বাসা বাড়ছে ম্যালা
ভালোবাসার আকাল!
আলো আশা চেয়ে পরান
ফল শুধু পায় মাকাল।
~
#পরানেরকথা #অণুঅনুভব

যা নাই



কান্নাটাকে হাসি বানাই
কষ্টটাকে সুখের সানাই
ভুলে থাকার অপার প্রয়াস
যা ছিলো, আর এখন যা নাই!
#অণুঅনুভব 

Wednesday, November 27, 2019

পরিযায়ী



পরিযায়ী নই তো আমি
রই শীতে, নেই বৈশাখে,
পাবে আমায় বারোমাসই
মন পরানের ওই শাখে।
~
#অণুঅনুভব

Monday, November 25, 2019

ইচ্ছে



দুঃখটুকু চাইনা দিতে
সুখখানি দিই বাড়িয়ে,
কুড়িয়ে নিও চায় যদি মন
হৃদ-বারান্দায় দাঁড়িয়ে।

Sunday, November 24, 2019

ঘোর



তোমায় ভেবেই রই যে বিভোর
রাত্রি দিবা সন্ধ্যে কি ভোর,
তুমি থাকো নিত্য মনে
বেভুল হৃদয় হায় এ কী ঘোর!
#অণুঅনুভব 
#পরানেরকথা

Friday, November 22, 2019

সুখের কণা



ভালোবাসার কাঙাল যে মন
একটুখানি পেলেই গলে,
ভালোবাসায় ফুলেল আবেশ
সপ্তসুখের কণা ফলে।
#পরানেরকথা 
#অণুঅনুভব

আমার সময়



আমার সময় থমকে থাকে
অনন্ত এক আঁধারে,
ভোরের আলো দূরের রেখা
না সে কাছে, না ধারে!
#অণুঅনুভব

Wednesday, November 20, 2019

তুই এখন



নেই আর আমি তোর ভাবনায় 
তোর বীণাতে নূতন সুর,
আমার থাকে আঁধার রাত্রি 
তোর আঙিনায় রাঙা ভোর।
#অণুঅনুভব 
#পরানেরকথা

Tuesday, November 19, 2019

বৃত্ত বাঁধন



চোখের জলের কান্না দেখো
অশ্রুহীনও কাঁদন থাকে,
পোশাকী সব স্বজন চেনো
বৃত্ত ছাড়াও বাঁধন থাকে।
#অণুঅনুভব

তোর জন্য কষ্ট



তোর জন্য যে কষ্ট আমার
সেই কষ্টটা দামি,
ভেতর বাড়ির সদর ঘরে
আগলে রাখি আমি।
#অণুঅনুভব 
#পরানেরকথা

মুখ মান



কারো থাকে লোকসান 
ধোঁয়ায় কারো সুখটান
কেউ চেনে টাকাটাই
কেউ দেখে মুখ মান। 
#পরানেরকথা 
#অণুঅনুভব

মন পাখি অবুঝ


বন্ধু তোকে কষ্ট যে দিই রোজ
এ মন জানে কেউ না রাখুক খোঁজ,
ক্ষমা করিস এক অবসরে
ভালো থাকিস মন পাখি অবুঝ।
#পরানেরকথা 
#অণুঅনুভব

Monday, November 18, 2019

ছায়া ভাবনা



তুমি যেনো এই হৃদয়ের 
ছায়াভাবনা আয়না
দেখতে আমায় তোমায় দেখি
আর কিছু-ই পাই না। 
#অণুঅনুভব

Sunday, November 17, 2019

অশ্রুহীন কান্না



#banglapoem #banglapoems #banglakobita #banglaquotes  #onukabbo #khonarbochon #khonarbachan #poran #poraanerkotha #onukobita #banglaproverb #banglagram #bangla #bangladesh #bengalipoemsonline #banglamemes #bengalipoem #bengalikobita #bengali #banglaquotes #bengaliquotes #bengalilovequotes #lovequotes #banglalovepoet #banglalovequotes #banglawriter #banglapoemwriter #banglapoetry #banglalovepoet #banglapoetrylovers

Saturday, November 16, 2019

আড়ি



যেদিন থেকে সেই তুমিটা
জুড়ে দিলে আড়ি,
শূন্য লাগে হৃদয় আমার
শূন্য লাগে বাড়ি।
#পরানেরকথা 
#অণুঅনুভব

স্বার্থ দানব



স্বার্থ-দানব সম্পর্কটুক
গিলে খায়!
আর সে ফলন পাশপৃথিবী
মিলে খায়!!
~~

বন্ধ দোর



কেবল দেখি রাত বেড়ে যায়
হারিয়ে স্বপ্ন-ভোর,
আলো হাতড়ে অন্ধ আমি
খুলে না বন্ধ-দোর|
#অণুঅনুভব

Friday, November 15, 2019

কষ্টবন্ধু



সুখপাখি তোর মেলুক পাখা
দুঃখে আমায় রাখিস,
মনে গহীনে আমারে তুই
'কষ্টবন্ধু' ডাকিস।
#পরানেরকথা 
#অণুঅনুভব

Thursday, November 14, 2019

মনের মায়ায়



চোখের টান আর মনের মায়ায়
বেঁধেছি এই তোকে,
তুই রবি এই প্রাণের স্বজন 
ধরায়, অন্যলোকে। ]

Wednesday, November 13, 2019

কষ্ট একার



সুখের কণা ভাগ করা যায়
কষ্টগুলো একার,
কষ্টমালা, বোধের জ্বালা
কেউ থাকে না দেখার।
#অণুঅনুভব 
#পরানেরক

মনের ভাষা


মুখের কথাই খুঁজলে তুমি 
বুকের ভাষা বুঝলে না,
বাহুডোরে পড়লে ধরা
অন্তরে মুখ গুজলে না!
#পরানেরকথা 
#অণুঅনুভব

শীতের প্রত্যুষ



আমি কোনো বটবৃক্ষ নই
দূর্বাঘাস আমি
পৌষের প্রত্যুষে 
আলতো পায়ে এসে একটু দাঁড়িও।

Tuesday, November 12, 2019

তুই কি আমার




তুই কি আমার দুঃখ দেখিস
বুঝিস আমার সুখ?
কিসে আমার অরুচি বেশ
রই কিসে উন্মূখ? 
#অণুঅনুভব

ভিন্ন আকাশ



তোর নাকি এক চাঁদ ছিলো রে
আজকে আকাশ ভিন্ন!
চাঁদের বুকের হৃদ্য বাঁধন
বিষ নীলাভ ছিন্ন।
#অণুঅনুভব
#আকাশবদল

জড় জীবন




আচ্ছা তবে পাথর হয়েই
হোক এ 'জড়-জীবন' যাপন,
স্বপ্নসকল দিই উড়িয়ে 
আমার অনেক আঁধার আপন। 
#পরানেরকথা 
#অণুঅনুভব

তেল



পারলে দিতে টাকাকড়ি
অনেক সুজন মেলে,
অসহায়ের পাশ ফাঁকা, সব
তেল দিয়ে যায় তেলে।
#অণুঅনুভব

Monday, November 11, 2019

মন হৃদয়ের সত্য



বেশ তো তুমি তত্ত্ব বোঝো
নানান রঙের মত তো বোঝো
ভেতর বাড়ির অলিগলি
মন হৃদয়ের সত্য বোঝো?
-
#অণুঅনুভব

Sunday, November 10, 2019

তুই



তোকে দিয়ে নিঃস্ব হতে
আমার যতো সুখ,
জানিস কিরে তোর দুচোখে
দোলে যে ভূলোক।
#অণুঅনুভব

Saturday, November 9, 2019

ফল



তোমার যা ফল পাবে তুমি
আজকে না হয় কাল,
হোক তা মিঠে কড়া অতি
তিতা কিবা ঝাল।
~
#অণুঅনুভব

শমন



কেউ জানে না আসবে কখন
মহাজনের শমন,
যদিও কেউ চায় না সে ডাক
পাবেই, এটা কমন।
~
#অণুঅনুভব

স্বভাব



আমার স্বভাব আমার চলায়
ফুটবে দিনের মতো,
অভিনয়ে অবিনয়ে
লুকোই তারে যতো।
~
#অণুঅনুভব

অভিনয়


ভালো আছি ভালো আছি
নয়তো এটা মনের কথা,
লুকিয়ে আঁধার বহতা
অভিনয়ে ক্ষণের কথা।
~
#অণুঅনুভব

আমি



সাধুসন্ত নইতো আমি 
আমি অতি সাধারণ,
ভুল ও পাপে পরান ভরা
আরো আছে বাঁধা রণ।
#অণুঅনুভব #পরানেরকথা

Friday, November 8, 2019

স্বার্থ



স্বার্থে হাসে, স্বার্থে কাঁদে
স্বার্থে ঘুরে পিছে,
স্বার্থ ছাড়া, অসার ধরা
শত চেষ্টা মিছে।
#অণুঅনুভব
#পরানেরকথা

Thursday, November 7, 2019

পাথর



আমি নাকি পাথর একটা 
তবে কেনো মন পোড়ে,
পাথরেরও থাকে কি মন
কাটে সময় তার ঘোরে।
#পরানেরকথা 
#অণুঅনুভব

Wednesday, November 6, 2019

ছাড়



যতোই তুমি ছাড় দিয়ে যাও
তোমার ঘাড়েই চাপে,
নরোম-সরোম পেয়ে তোমায়
গিলে ধাপে ধাপে।
#পরানেরকথা 

ভাবনা বেলুন



দুপুর, রাত্রি কিংবা ভোরে
যায় যে কেটে একই ঘোরে
মনপরানের এ কী খেয়াল
ভাবনা বেলুন শুধুই উড়ে।
#অণুঅনুভব
#পরানেরকথা

Tuesday, November 5, 2019

রুগ্নচিন্তা



কুটবুদ্ধি, রুগ্নচিন্তা
এখন শুধু জেতে
সুস্থ ভাবনা, নীতিকথা
কাঁদে মুক্তি পেতে।

শিউলি শিশির



আমি হবো শিউলি জেনো
তুমি হলে শিশির,
ফুটবো বলে তোমার বুকে 
অপেক্ষাতে নিশির। 
#অণুঅনুভব

Monday, November 4, 2019

বন্ধু তুমি



বন্ধু তুমি আলোক আমার
অন্ধকারের শহরে,
ভালোবাসার সুবাস তুমি
দিবারাতের প্রহরে।
#অণুঅনুভব 
#পরানেরকথা

মন কথা



মনের সাথে মনটি যখন
কথা বলে মন খুলে,
মুখ যে তখন চুপ করে যায়
অপলক সে সব ভুলে।
#পরানেরকথা 
#অণুঅনুভব

Sunday, November 3, 2019

বন্ধু



বন্ধুর সাথে বন্ধুর পথও
বন্ধুর তো হয় না,
বন্ধু হলো হৃদয়ের সুর
আর মনের ময়না।
#পরানেরকথা 
#অণুঅনুভব

পরচর্চা



দেখিনাতো ভুলখানি
বাজাই নিজের ঢোলখানি
পরচর্চা বড় চর্চা
বেশ তো জাগে চুলকানি।
~
#অণুঅনুভব
#পরানেরকথা 

ক্ষয়



বিশ্বাসকে খুব আপন ভাবি
অবিশ্বাসকে ভয়,
অবিশ্বাসের শীতল আগুন
পোড়ায়, করে ক্ষয়!
~
#অণুঅনুভব
#পরানেরকথা 

বিশ্বাস



বিশ্বাস ঠেকে পলকা ভারি
শতোকোটি রন্ধ্র তার,
ইচ্ছের খানেক উলটো হলেই
পদে পদে দ্বন্দ্ব তার!
~
#অণুঅনুভব
#পরানেরকথা 

কষ্ট



কারো সুখের সেতার বাজে
কষ্ট কারো বেতার বাজে!
কেউবা রঙের ফানুস উড়ায়
কারো ঘর বিবর্ণ সাজে। 
#অণুঅনুভব
#পরানেরকথা

অর্থ



ভালোবাসাই নয় যথেষ্ট
অর্থও অনুষঙ্গ
অর্থ ছাড়া সব থেমে যায়
প্রিয়ার তনুরঙ্গ।
#পরানেরকথা
#অণুঅনুভব  

Saturday, November 2, 2019

শূন্যতা



শূন্যতাতে পূর্ণ প্রহর
বোধহীন বোধের সুবোধ লহর,
তুমিবিহীন শূন্য লাগে
মানুষ ভরা আমার শহর।
#অণুঅনুভব

হুজুগ


যুগের চেয়ে হুজুগ বেশি
যোগের চেয়ে বিনাশ,
বোঝে না মন ইস্যুর পাকে
করছে রতন কী নাশ!
~
#অণুঅনুভব #হুজুগ

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়