Thursday, December 22, 2016

অণু অনুভব

দু'দিনের এক মায়াজালে
বন্দী হয়ে মন,
কী হারালো কীইবা পেলো
ভাবে অনুক্ষণ।
#অণুঅনুভব
[20161222]

Friday, December 16, 2016

আমার আমি

আমি কী? আমি জানি তা। আমি নিজেকে সবসময় অতি সধারণ একজন মনে করি। দুই নম্বরি বা ভণ্ডামিটা শিখতে পারিনি জীবনে। - এই সত্য কারোকে বলতে যাবো না কখনো। প্রমাণ করার কোনো গরজ নেই আমার। আমি জানি আমি কী। আমার মন জানে আমার মনকে।
#আমারআমি

Thursday, December 15, 2016

অণু !!

তুমিহারা ভূমিছাড়া
প্রান্তিক
তুমি নাই মন তাই
যান্ত্রিক।

কবিতার গল্প তুমি



কবিতার গল্প তুমি
সত্যি আর কল্প তুমি
অসীম ধরা তুমি আমার
নও ছোট স্বল্প ভূমি।
~
#অণুঅনুভব
[২০১৬১২১৫/০০৩৮]

Monday, December 12, 2016

অণু অনুভব- সত্য আজ

ঘৃণার মিনার অনেক উঁচু
ভালোবাসা ক্ষুদ্র আজ,
মেকি মিথ্যে ডাকসাইটে খুব
সত্য নমশূদ্র আজ।
~
#অণুঅনুভব [২০১৬১২১২/০৭৩২]

Sunday, December 11, 2016

অণু - রা

মাঝ দরিয়ায় ঠেইল্যা দিয়া
বইঠা নিলা কাইড়া
ভালোবেসেই মরবো শপথ

করি না তো তাই রা।

Saturday, December 10, 2016

Payoneer Dhaka Forum | An Attendee's Review

 

Payoneer Dhaka Forum:


I had no idea over what would be the itinerary of the event but expected something worthy for the Freelancers/Outsourcers of Bangladesh. In this review, I would not go for commenting on invitation procedure (management) and hassles the invitees encountered! That has already been a much "talked about".

Event Inside | Event's Insight.

 My views are totally the inside program. What the event presented? Represented? How the things are managed?

Okay! I would go point by point:

Welcome Session:Welcome session by Shoyeb Mohammad and Emrazina Islam was just good with an informal tone. But the logistics at the beginning was awful. Projectors were not working. Logistic Assistance was not  standby.
  

Presentation Session: 
  •  Future of Artificial Intelligence and Machine Learning. Considering the latest technological development, the topic was very important. The topic wisely chosen. Personally, I was impressed by the subject matter. However, the presentation by Mr. Jakir Hossian was not up to the mark. It is assumed that he was not prepared well for such the presentation. It seemed that he was just reading out the topic. There were hardly any engagement.

  • Future of Affiliate Marketing, Automation and Passive Income: Very good  subject choice. Passive income can only make the life comfortable at a certain age. Presentation by Mr. Al min Kabir was just awesome! He had the complete control over the whole audience. Attendees were totally engaged with the session. And, Mr. Al Amin Kabir was also quite successful in making the topic an 'easy grasp' through convincing conversation. WELL DONE! 
  • The Joys of Motherhood as Freelance Artist. Freelancing is an art indeed. The topic was a good choice with a view to encouraging Women Freelancers of the country. Presentation by Ms. Emrazina Islam was good in natural mode.
  • Motivation to Work as a Freelancer.  Without a positively motivated mindset, freelancers cannot produce good results. Presenter Ms. Farah Nazifa put her effort well. 
  • Importance of Understanding Local Culture for Doing Business.  Every freelancer knows it very well that understanding Client's mindset and culture plays a vital role. Discussant was Mr. Sufi Fauq Ibne Abu Bakar. The way of his story-telling was impressive. The Audience was in engagement. Effective!
  •  Healthy Ways of Selling Skillsets Online.  Presentation by Mr. Shoyeb Mohammad was quite useful. Freelancers' practical problems and ways of dealing difficulties effectively were discussed.

Question & Answer Session:  This session could have been more efficient. In this session, talks and apology by Mr Rifat Ahmed, Payoneer Bangladesh was really praiseworthy.


Overall Logistic Support:  Logistic support was not as expected. There were several instances where logistics were failed to give instant support.


Recommendation for Future Event:
  • Keeping representatives from renowned Freelancing /Outsourcing providers/ Training providers may be invited to the event to share their role and possible involvement.
  •  Successful Freelancers / Outsourcers might be given a session for Experience Sharing.
  • An interaction session (not Q/A) may be kept for networking and socialization. 
 ~~~

Impression: GOOD inside; Clumsy Outside.

Footnote: This review is personal view and is based on the Payoneer Dhaka Forum held at Dhaka Regeny Hotel on December 3, 2016. 


Friday, December 9, 2016

বাবুই

একটা ছিলো ছোট্ট বাবুই
শুচিশিল্পী মন,
অভিমানে গাল ফুলিয়ে
রাখতো সারাক্ষণ।

রোজ বিহানে আধার পেয়ে
ফুটতো হাসি তার,
ভালোবাসায় পড়লে ভাটা
মুখটি মেঘে ভার।

কারুকল্প তার সে মনে
পেয়ে সদাগ হানা,
অভিমানী সেই পাখিটির
আজকে ভাঙা ডানা।
~
[২০১৬১২০৯/১৯৩৫]

তোমার সুশীল কপটতা

তোমার সুশীল কপটতা বহতা বেশ
আহ্নিক চক্র মানে না সে
থাকে সতত জোয়ারে...
ক্রমাগত নিয়ন দেখে দেখে
ভুলেই গেছি আমারও চাঁদ ছিলো
ছিলো বেণীদুলানো জোছনা ভাতি।
-
০৯/১২/১৫

Thursday, December 8, 2016

অণুঅনুভব -মন পরানের ওই শাখে

পরিযায়ী নই তো আমি
রই শীতে, নেই বৈশাখে,
পাবে আমায় বারো মাসই
মন পরানের ওই শাখে।
~
#অণুঅনুভব [২০১৬১২০৮/১৯৩২]



অণু -আকাশ খোঁজো

ভালো থেকো জলের কুসুম
ভালো থেকো কথার নদী
শেষরাতের ওই আকাশ খোঁজো
মনে আমায় পড়ে যদি।

[২০১৬১২০৮/১৬৪৫]

Wednesday, December 7, 2016

ভাঙার পরে

ভাঙার পরে ধ্বংস থাকে
সুখবিসুখের অংশ  থাকে
দিনের শেষে আঁতিপাঁতি
দহন যাপন কংস থাকে।
~
২০১৬১২০৭

#Myanmar #Naf #Rohingya



Naf knows.....
What human can do
And what human cannot
Naf - the witness of shame-time
Naf - ashamed of the human strained time!
#Myanmar #Naf #Rohingya

Tuesday, December 6, 2016

দুঃখ গলা নদী

এই যে আমায় নদী দ্যাখো
দুঃখ গলা নদী,
কোন জনমে শুরু করে
চলছি নিরবধি।

এই যে আমার দু'পাশ ঘিরে
সবুজ সুখের বাস,
কষ্টগুলোন আমায় ঢেলে
নিবিড় তাদের শ্বাস।

এই যে আমি নিপুণ পরান
দহন গলা নদী,
দাও দিয়ে দাও আজই তোমার
দুঃখ থাকে যদি!
~
[২০১৬১২০৬/১৮৩৬]


Sunday, December 4, 2016

অণুঃ যোগ

হুজোগ বুঝি
বুঝি না যোগ
ভোগ বুঝি বেশ
না উপভোগ! 
#অণুঅনুভব [২০১৬১২০৪/১৩১৩]

অণুঃ স্বার্থদানব

স্বার্থ-দানব সম্পর্কটুক
গিলে খায়!
আর সে ফলন পাশ পৃথিবী
মিলে খায়!! 
~~
#অণুঅনুভব [২০১৬১২০৪]

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়