Friday, December 9, 2016

বাবুই

একটা ছিলো ছোট্ট বাবুই
শুচিশিল্পী মন,
অভিমানে গাল ফুলিয়ে
রাখতো সারাক্ষণ।

রোজ বিহানে আধার পেয়ে
ফুটতো হাসি তার,
ভালোবাসায় পড়লে ভাটা
মুখটি মেঘে ভার।

কারুকল্প তার সে মনে
পেয়ে সদাগ হানা,
অভিমানী সেই পাখিটির
আজকে ভাঙা ডানা।
~
[২০১৬১২০৯/১৯৩৫]

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়