একটা ছিলো ছোট্ট বাবুই
শুচিশিল্পী মন,
অভিমানে গাল ফুলিয়ে
রাখতো সারাক্ষণ।
রোজ বিহানে আধার পেয়ে
ফুটতো হাসি তার,
ভালোবাসায় পড়লে ভাটা
মুখটি মেঘে ভার।
কারুকল্প তার সে মনে
পেয়ে সদাগ হানা,
অভিমানী সেই পাখিটির
আজকে ভাঙা ডানা।
~
[২০১৬১২০৯/১৯৩৫]
শুচিশিল্পী মন,
অভিমানে গাল ফুলিয়ে
রাখতো সারাক্ষণ।
রোজ বিহানে আধার পেয়ে
ফুটতো হাসি তার,
ভালোবাসায় পড়লে ভাটা
মুখটি মেঘে ভার।
কারুকল্প তার সে মনে
পেয়ে সদাগ হানা,
অভিমানী সেই পাখিটির
আজকে ভাঙা ডানা।
~
[২০১৬১২০৯/১৯৩৫]
No comments:
Post a Comment