Thursday, July 31, 2014

লিমেরিক: বিজ্ঞাপনের চাপ

ঈদ অনুষ্ঠান যায় না দেখা বাহারি সব বিজ্ঞাপনের চাপে
বিজ্ঞাপনের শক্তি অনেক অনুষ্ঠানতো ছোট্ট অনেক মাপে
বিজ্ঞাপনের ব্রেকে নাটক
এভাবেই তা আমূল আটক
ক্লান্ত জিম্মি দর্শক ভাবে অনুষ্ঠানের মুক্তিটি কোন ধাপে!
##২০১৪০৭৩১(১২০)##

লিমেরিক: বিদেশপ্রীতি

কেনাকাটায় খুঁজে সবাই বিদেশি সব পণ্য
আসল জিনিস যেমন থাক লেবেলেই ধন্য
দেশি পণ্য গুণে ভালো
বিদেশে ছড়াচ্ছে আলো
দেশের মানুষ হয়েও তা কেউ করছে না গণ্য।
##২০১৪০৭৩১(১১৯)##

লিমেরিকঃ চোখের সামনে গাজা



আনন্দ সব ম্লান হয়ে যায়, চোখের সামনে গাজা
নিরীহপ্রাণ কাঁদে, ঝরে বুকের ফিনকি রক্ত তাজা
ভাগ্য তাঁদের এমনি করে লেখা
এ দৃশ্যতো যায় না চোখে দেখা
বিশ্ব-বিবেক খামোশ, দায়ীরা পায় না কভু সাজা।
##২০১৪০৭৩১(১১৭)##

লিমেরিক: জনসেবী পুলিশ

জনসেবী পুলিশ এখন ঘুষ আদায়ে মানুষ মারে
পবিত্র এ উর্দি পড়ে একাজটি সে ক্যামনে পারে!
সেবাই নাকি তাদের ধর্ম
রুখতে লাগবে এখন বর্ম!
কবে সেই পুলিশ হবে বিশ্বাস করা যাবে যারে ?

##২০১৪০৭২২(১১৫)#

লিমেরিক: চিঠি মুকুট

আলো ব্লগের আয়োজনটা  সুসফল হোক আজ
আয়োজকগণ কষ্ট করে সামলাচ্ছেন সব কাজ
চিঠি তো এক হৃদ্য জিনিস
কম্পিটিশন হলো ফিনিস 
আজকে শুধু বিজয়ীদের মাথায় উঠবে তাজ।

লিমেরিক: বাবার ভালোবাসা

বাবার আদর, বাবার স্নেহ একটু ব্যতিক্রম ছিলো
বাবা কেবল শাসন করেন এমন একটা ভ্রম ছিলো
কিন্তু বাবার ভালোবাসা 
ছিলো গভীর, নয়তো ভাসা
প্রাণটা ছিলো আমার তরে, প্রকাশটাই যা কম ছিলো।

Friday, July 25, 2014

পাখি ক্রেজ

পাখি নামে
একটা নাকি ড্রেস আছে
সেটার নাকি
অনেক বেশি ক্রেজ  আছে।

পাখি নাকি
পাগল করে ছেড়েছে দেশ
পাখি সাজে
সাজবে সবাই, আহা কি বেশ।

পাখি ছাড়া
ঈদ হবে না , হবে না মোটে
পাখি যেনো
একটা হলেও এ ঈদে জোটে।

আহা পাখি
কী জাদুতে করেছো বশ
পাখি মানে
পাখি না হলে পুরোটা লস।

..........................................

এই যে পাখির হুজুগ
জাতি এবার সংস্কৃতিতে
প্রভাব না হয় বুঝুক।




রক্তাক্ত গাজা

চোখ বুজলেই চোখের সামনে
উঠে ভেসে রক্তাক্ত এক গাজা
ছুটছে নারী, সভয় শিশু
বীভৎসতা ফিনকি রক্ত তাজা।

বুঝি  ফিলিস্তিনে জন্ম নেয়াই
পাপ এবং  অনেক বড় দোষের
জন্ম থেকেই জ্বলছে তারা
লেলিহানে কিংবা আগুন তুষের।

বিশ্ব-মোড়েল পিঠ ঘুরিয়ে থাকে
চোখে তাদের চশমা রঙিন খুব
মানবাধিকার কর্তা-মশাই বোবা
আয়েশে সে আছে দিয়ে ডুব। 



Sunday, July 20, 2014

লিমেরিক: খানাখন্দ রাস্তা



বাড়ি ফেরার রাস্তায় থাকে আস্ত খানাখন্দ
সাড়ানোর আশ্বাস মেলে, থাকে না-না দ্বন্দ্ব
শুরু হয়ে হয় না শেষ কাজ
কথায় তবু থাকে ম্যালা ঝাঁঝ
ভুক্তভোগী আমজনতা, তাদের কপাল মন্দ ।

##২০১৪০৭২০(১১৩)##
ছবিঃ ইন্টারনেট

Friday, July 18, 2014

ঈদের মানে

ঈদ মানে কি কেনাকাটা
হাল ফ্যাশনের স্টাইল?
জড়িয়ে গায়ে, ঘুরিয়ে মাথা
ক্লিক, ক্লিক, স্মাইল?

ঈদ মানে কি লম্বা-ছুটি
বিদেশ ভ্রমণ, ফীস্টে?
পাতায়া বীচ, সিঙ্গাপুর
মরিসাসও  লিস্টে?

ঈদ মানে কি বিশাল পার্টি
ঢাকার ফাইভস্টার হোটেলে?
কিংবা রিভারক্রুজের ব্যাপার
দূরের কাছের মোটেলে?

কিন্তু ঈদের আসল মানে
ক'জন রাখে মনে?
ঈদ মানেতো অহম ভুলে
আনন্দ এক সনে।

ধনী-গরীব এক কাতারে
মন ও খুশীর টানে
হোক না এটাই সবার তরে
ঈদের আসল মানে।


Sunday, July 13, 2014

লিমেরিকঃ লঞ্চ-ফিটনেস



ঈদের আগে সব ভাঙ্গাচুরা লঞ্চ হয়ে যায় ফিট
বাইরে রঙের প্রলেপ লাগে, ঠিক করা হয় সিট
বডি আর ইঞ্জিন থাকে নাজুক
মালিক চায় বাইরে শুধু সাজুক
ঈদে এ যান বড় ঝুঁকির, তবু কেউ করে না রিট।

খবরঃ ঈদে ফিটনেসবিহীন লঞ্চ নামানোর তোড়জোড় ২৭ টি ডকইয়ার্ডে মেরামতের হিড়িক
##২০১৪০৭১৩(১১২)##

Saturday, July 12, 2014

লিমেরিকঃ লাচ্ছা ! আচ্ছা আচ্ছা



গিন্নী চেঁচান  "ঈদ আসছে এনো কিন্তু প্যাকেট কয়েক লাচ্ছা"
ব্যাগ হাতে কর্তা কহেন "লাচ্ছা তো? আনবো আচ্ছা, আচ্ছা"
লাচ্ছা তৈরির তরিকাটা জানেননা তো কর্তা
পায়ে পিষে কেমন করে বানানো হয় ভর্তা
হাইজিনের ছিটেফুটে নেই, ব্যবসা শুধু, কথাখানতো সাচ্চা । 

 

Thursday, July 10, 2014

পরানের কথা ০০৭

যানজটে যে স্থবির নগর
ঢাকাবাসী নাকাল
প্রতিশ্রুতির তুবড়ি ছুটে
ফলটা শুধু মাকাল। 

ভাবের কণা (প্রস্থ ০৬)


নকল আর ভেজাল দিতে
আমরা করিৎকর্মা
দুই নম্বরে ভালো ভীষণ
এক' এ অগ্নিশর্মা ।

ভেজাল এতো পারি তবে
আসল কেনো পারি না?
মিথ্যের বেসাতি গড়ি
সত্যের ধার ধারি না!!


ভেজাল যা সব যাচ্ছে সয়ে প্রাণ
নীরব বিষে যায় যে ক্ষয়ে  জান।

প্রজ্ঞার রোজা

মামণি আমি কাল রোজা রাখবো। রাখবোই কিন্তু।
প্রজ্ঞার এমন জিদে তার মা অগত্যা বলেন, ঠিক আছে মা, রেখো। কিন্তু তিনি একটু  দ্বিধায় আছেন- এতোটুকু মেয়ে রোজা রাখতে পারবে তো? এতো লম্বা দিন! প্রায় পনেরো ঘন্টার ব্যাপার।

প্রজ্ঞা ক্লাস থ্রীতে পড়ে। রমজানে স্কুল ছুটি। বন্ধুদের অনেকের মুখেই রোজার কথা শুনেছে সে। কাল জীবনের প্রথম রোজা করবে। প্রজ্ঞার চোখেমুখে খুশী ও উত্তেজনার আভা।  তখন রাত দশটা। মা বললেন, এখন ঘুমিয়ে যাও। সেহরি খাওয়ার জন্য আমি রাতে ডেকে তুলবো।প্রজ্ঞা শুয়ে পড়ে। কিন্তু ঘুম যেনো আর আসে তার চোখে। রোজা রাখার স্বপ্নে বিভোর প্রজ্ঞা এক সময় ঘুমিয়ে যায়। 

সেহেরির সময় মায়ের ডাকে সাথেসাথে ওঠে পড়ে প্রজ্ঞা। চোখ কচলাতে থাকে। অন্যসময়, সকালে স্কুলের জন্য ডাকলে সেতো ওঠতেই চায় না।

যাহোক সেহেরি খেতে বসে সে মা বাবার সাথে। খেতে বসেই খাবার প্লেট ধাক্কা দিয়ে রেখে দেয়। বলে-- আমি ভাত খাবো না; সেহরি খাবো। একথা শুনেতো সবাই হেসে কুটিকুটি । অনেক কষ্টে তাকে বুঝানো হলো সেহরির বিষয়টি। সেহরি খেয়ে রোজার জন্য প্রস্তুত প্রজ্ঞা।

পরদিন সকাল দশটার সময় প্রজ্ঞা তার মাকে এসে বললো, মা মণি, আমিতো পানি খেয়ে ফেলেছি। আমার মনে ছিলো না আমি আজ রোজা রেখেছি।
মা তাকে বুঝালো, ভুল করে কিছু খেলে রোজা ভাঙ্গে না। রোজার কোনো ক্ষতি হয় না। তোমার রোজার কোনো ক্ষতি হয়নি মা।

প্রজ্ঞা বুঝলো এবং আশ্বস্থ হলো। একটুপর মা দেখেতে পেলেন, পানির গ্লাস, জগ, ফ্রীজ, ভাত ও তরকারির পাতিল --- সব কিছুতে হাতে লেখা একটি করে স্টিকার লাগানো। তাতে লেখা --- "রোজা" । এটা প্রজ্ঞার কাজ। তাকে জিজ্ঞাসা করা হলো, কী ব্যাপার? ও বললো, ভুলে যাতে আবার খেয়ে না ফেলি, সেজন্য এই বাবস্থা।  কাণ্ড দেখে বাসার সবাই খুব মজা পেলো।




Wednesday, July 9, 2014

পরানের কথা ০০৬

বেগ পেয়েছে জীবন অনেক
আবেগ মূল্যহারা
স্বার্থে-টানে সবাই ছোটে
সবেগ পাগলপারা ।

পরানের কথা ০০৪

খাদ্যে ভেজাল, কী আর করা
ঔষধে  সাড়াবো
ঔষধেও যে ভেজাল ম্যালা
হাত কোথায় বাড়াবো!!



পরানের কথা ০০৫

তেলবাজেরা ভালো ছিলো
আছে এবং থাকবে
পাশাপাশি নিরীহদের
অশান্তিতে রাখবে।

Saturday, July 5, 2014

পরানের কথা ০০৩

প্রশ্ন শুধু ফাঁস হয়ে যায়
দাস হয়ে যায় পড়া,
সনদ জোটে বড়ো বড়ো
জ্ঞানই কেবল ধরা। 

Friday, July 4, 2014

লিমেরিকঃ ভেজালে ইফতার



ইফতারিতে দিচ্ছে কী সব- ক্যামিকেলে বিষ
রঙবেরঙের ইফতার কেনায় একটু রাখো দিশ
রেস্তোরাঁ বা গলির ধারে
পসরাতে নজর কাড়ে 
সতর্ক হও, নইলে রবে কান্না অহর্নিশ .
##২০১৪০৭০৪(১১১)##
বাংলাদেশ প্রতিদিন-এর প্রধান খবরঃ ইফতারি নয় বিষ! (জুলাই ৩, ২০১৪)



Thursday, July 3, 2014

লিমেরিকঃ ইফতার Politics

রমজান এলেই হয় শুরু ইফতারপার্টি, Politics
শুদ্ধতার রেশ কতোটা! ঠেকে যেনো Folly-tricks
ইফতারতো বরকতময় খুব
আয়োজনটা হোক নির্লোভ
ইফতার নিয়ে রাজনীতি নয়; হলে ভালো Jolitics.
##২০১৪০৭০৩(১১০)##

Wednesday, July 2, 2014

পরানের কথা - ০০২

মূল্যবোধের মূল্যতো নাই
স্বার্থসিদ্ধিই বড়
মানবতা রুদ্ধ করে
কিসের বড়াই করো?


পরানের কথা ০১

ভালো মানুষ সহজ মানুষ
বোকার সনদ পায়
ধূর্ত-কুটিল ভালো'র মাথায়
কাঁঠাল ভেঙ্গে খায়।

লিমেরিক: নকল নকল



নকল সব পারফিউম আর নকল মুখের ক্রিম
নকল বডিস্প্রে, ফেসওয়াশ দেখেই মাথা  ঝিম
ব্রান্ডবোতলে নকল রিফিল
থাকে শুধু লেবেলে মিল 
ফুটপাতে যে পসরা সাজায়, ছবিটা খুব গ্রিম।
 ##২০১৪০৭০২(১০৯)##
ছবিঃ ইন্টারনেট 

Tuesday, July 1, 2014

ভাবের কণা (প্রস্থ ০৫)

 ১...........................

হৃদয়ে হৃদয় মিলে হোক
ঘরবাঁধা সব
ভালোবাসা করে যাক
শুধু কলরব।


২.....................

মনের বরফ তার
গলে নাতো আর
পাইনে কোনো ছাড়
পাথর-সময় পাড়।

৩...............
রাত গভীরে
ছোট্ট নীড়ে
গল্পে বিভোর
দু'জন কিরে?

 ৪..................
যন্ত্রণা যাক কেটে
পায়ে পায়ে হেঁটে
পরান বলুক কথা
হৃদয় ঘেঁটেঘেঁটে ।
 ##২০১৪০৭০১(০৫)##



Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়