Wednesday, November 30, 2016

সোহেল আহমেদ পরান



সোহেল আহমেদ পরান ভালুকার ছায়া সুনিবিড় কাশর গ্রামের সন্তান।ছোটবেলা থেকে লেখালেখির সাথে জড়িত।স্কুলজীবন থেকেই স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় লিখতেন তিনি। ঢাকার দৈনিক আজাদ, বাংলার বাণী, ইত্তেফাক, বাংলাবাজার পত্রিকায় তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছে। পাশাপাশি গাজীপুরের গণমুখ পত্রিকায় করতেন সাংবাদিকতা। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পেশাগত ডিগ্রি এমবিএ ও মানবসম্পদ-ব্যবস্থাপনায় ডিপ্লোমা অর্জন করেন। সরকারি ও বেসরকারি জব করছেন অনেকদিন। বর্তমানে একজন ফ্রীল্যান্স লেখক ও গবেষক হিসেবে সুনাম অর্জন করেছেন। বিশ্বের বৃহত্তর আর্টিকেল গ্যালারি ‘এজাইন আর্টিকেল ডট কম’ এর একজন এক্সপার্ট অথর তিনি।
বাংলা গল্পকবিতা লেখালেখিতে দীর্ঘ বিরতির পর আবার তিনি লিখছেন বছর দুই থেকে। কবিতার পাশাপাশি তিনি গল্প, সমকালীন ছড়া ও নিবন্ধ লিখে থাকেন। বিশেষ করে – বাংলা লিমেরিক নিয়ে তাঁর ব্যতিক্রমী চিন্তা রয়েছে। তিনি অনেক লিমেরিক লিখেন। শুধু ব্যঙ্গ নয়; সময়কে লিমেরিকে তুলে আনা তাঁর  লক্ষ্য। সৃজনশীল লেখালেখি করে বেশকিছু স্বীকৃতিও পেয়েছেন। সোহেল আহমেদ পরান অনলাইন সাহিত্য ম্যাগাজিন জলছবি বাতায়ন’র নির্বাহী সম্পাদক ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। সম্মিলিত প্রকাশনার মধ্যে রয়েছেঃ কোমল গান্ধার (কাব্যগ্রন্থ) ও মুক্তিযুদ্ধ ও অন্যান্য গল্প (গল্পগ্রন্থ)। 

টিপু 

Tuesday, November 29, 2016

অণু - মোহর

বদ-বরণে শতেক তোরণ
লম্বা গাড়ির বহর,
কিছু মানুষ দেখেই ধন্য
মুখে আঁটা মোহর।

Monday, November 28, 2016

অণু অনুভবঃ তুই


তুই যে আমার ঘৃণায় থাকিস
থাকিস ভালোবাসায়,
ভীষণ আঁধার হয়ে বেড়াস
ডাকিস আলো আশায়।
~
#অণুঅনুভব [২০১৬১১২৮/২০৪০]

শেখার জন্য গঠনমূলক মন্তব্য/সমালোচনা


(১) আমাদের মধ্যে কেউ কম জানি; কেউ একটু বেশি জানেন। আমরা কেউই কিন্তু সবজান্তা নই। অনলাইন/ ফ্রীল্যান্সিং এক বিশাল জগত। সবজান্তা হওয়া এখানে প্রায় অসম্ভব। তাছাড়া, এ জগতের সবকিছু দ্রুত পরিবর্তনশীল। আজ যা আছে কাল দেখা যাবে তা নেই। তাই প্রতিদিন শিখতে হয়।
(২) শেখার জন্য কেউ 'শূন্য' থেকে শুরু করে। কেউবা বেসিক-জ্ঞান নিয়ে।
(৩) নতুন কিছু শেখার জন্য তাই পারস্পারিক আলোচনা/অংশগ্রহণ/মন্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই আলোচনা বা মন্তব্য হতে হয় গঠনমূলক। একজন যা জানেন, তা শেয়ার করলে অন্য যেজন জানেন না, তিনি জানতে পারেন।
(৪) আজ একটা পোস্ট দেখলাম। উইন্ডোজ ১০/এসইও। সেখানে অনেকের হাস্যরসাত্মক মন্তব্যগুলো হতাশাজনক। যিনি পোস্ট দিয়েছেন, হয়তো বিষয়টি ক্লিয়ারলি জানেন না, তাই দিয়েছেন। নিশ্চয়ই হাসির পাত্র হতে নয়। একে অন্যকে সহায়তা করল কি ভালো হয় না?
~~
|| Start where you are. Use what you have. Do what you can.
- Arther Ashe ||
*****

Saturday, November 26, 2016

অণু অনুভবঃ পরান পোড়ে



জ্বরে যখন গা পোড়ে যায়
ছুঁয়ে তো বেশ যায় বোঝা,
ভীষণ যখন পরান পোড়ে
চিত্তে নেয়া নয় সোজা!
~
[২০১৬১১২৬/১৭৪৪]

Friday, November 25, 2016

অণু অনুভবঃ প্রতিকৃতি



শুদ্ধ তো খুব প্রতিকৃতি
ভাণ ভণিতা
মন খনি তা
সুবর্ণতে যতিপ্রীতি!
~
[২০১৬১১২৫/১৪৪৭]


বাংলা


শীত


কঠিন ছিলো সিদ্ধান্ত | পিছু না হটার কঠিন প্রত্যয়ও ছিলো

গতকাল আমার চাকরি ছাড়ার একবছর পূর্ণ হলো। আমি "পূর্ণ" শব্দটাই ব্যবহার করলাম। কারণ, এই এক বছরকে একেবারে শূন্য হতে দেইনি আমি। দীর্ঘ চাকরি জীবনের ইতি টেনে বের হয়ে আসার সিদ্ধান্তটি কঠিন ছিলো। খুবই কঠিন। কারণ চাকরি আমার সংসার টেনে নিয়ে যাচ্ছিলো।


মোটামুটি একটা সম্মানজনক জব বাদ দিয়ে ফ্রীল্যান্সিং-এ আসাটাকে অনেকে বোকামি বলেছে। অনেকে আড়ালে হেসেছে। আর যারা অন্যের বিপদ দেখে খুশী হয়, তারা যারপরনাই আত্মতৃপ্তি লাভ করেছে।

আমার একাউন্টটি অনেক আগে করা থাকলেও, ফ্রীল্যান্সার হিসেবে কাজের বয়স গতকালই এক বছর পুরো হলো। আর আজ সকালে প্রোফাইল চেক করতে গিয়ে দেখিঃ ২০০০ ঘন্টা পেরিয়ে গেছে।

গত এক বছরের গল্পটা খুব সহজ ছিলো না। আল্লাহর উপর ভরসা রেখেছি।  আমি হতাশ হইনি। শেখার অদম্য ইচ্ছেয় আর কাজের প্রতি ডেডিকেশনের ফলে সম্ভবত দুমাসের মাথায় আমি "টপ-রেটেড" হই। শুরু করেছিলাম, রাইটার হিসেবে। আর এখন মেইনলি এসইও করছি। আর এসইও রাইটিং এন্ড রিসার্চ । অস্বীকার করার জো নেই- অনেক ভালো রেটেও কাজ করছি এখন।

আবার বলতে হচ্ছেঃ চাকরি ছাড়ার সিদ্ধান্তটি কঠিন ছিলো; আর গত এক বছরের পথচলাটাও সহজ ছিলো না। সেসব অন্য কোনো সময় শেয়ার করার ইচ্ছে রলো।

ফ্রীল্যান্সার্স আর নট ফ্রী। প্রত্যয় আর শেখার আগ্রহ নিয়ে যেতে পারে সামনে।

শুভকামনা সবার জন্য। 

~
[২০১৬১১২৫/১০৪২] 



Thursday, November 24, 2016

সময়

এই যে আমাকে দেখছো
এটা আসলে আমি না।
এ এক অপ্রসন্ন যৌগ যেনো- 
ভণিতা
ভঙ
প্রলেপ
মুখোশ
পোশাক
উত্তরাধুনিক প্রযুক্তি আমার সমূহসহায়ক।
এই যে আমাকে দেখছো
এটা আসলে আমি না।
 ~
[২০১৬১১১২৪/২২৩০] 

THANKSGIVING DAY || SORRY DAY




আমেরিকায় আজ উদযাপিত হচ্ছে  থ্যাঙ্কসগিভিং ডে (Thanksgiving Day)। সরকারি ছুটির দিন। নভেম্বরের শেষ বৃহস্পতিবার দিনটি পালন করা হয়। প্রথমদিকে এটি ছিলো হারভেস্ট ফেটিভাল (Harvest Festival)। অনেকটা আমাদের নবান্নের মতো। ধন্যবাদ নিয়ে দিবস থাকা নিঃসন্দেহে ভালো। ধন্যবাদ কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটায়। 


এর পাশাপাশি, অন্য একটা দিবস থাকলে ভালো হতো! সরি ডে (Sorry Day)। Sorry বলে নিজের ভুলচুক স্বীকার করে শুদ্ধ হবার একটা সুযোগ থাকে। আমাদের সবার জন্যই তা প্রয়োজনীয়।  অস্ট্রেলিয়ায় এমন একটি পালিত হয়ে থাকে। আমি ভাবছি, বিশ্বমোড়েল ইউএস-এর এমন একটি সরি ডে থাকা উচিৎ। সামনে ট্রাম্প টাইম। সরি দিবসটা জরুরি বৈকি। 

হ্যাপি থ্যাঙ্কসগিভিং ডে!! 
~~
[২০১৬১১২৪]

Wednesday, November 23, 2016

অণু অনুভবঃ দৌড়


বাইরে কিবা বৃত্তে
দৌড় সবারই জিততে
মুখোশমুখের ভিড়ে
আলো ঠেকে মিথ্যে!
~
 [২০১৬১১২৩/১২৪৯]

Sunday, November 20, 2016

সনৎ দাদা সনৎ দাদা ঃ জন্মদিনে ভালোবাসা

সনৎ দাদা সনৎ দাদা
মন মগজে বেজায় সাদা
মানবপ্রেমে হৃদয় উজাড়
ভালোবাসায় দেশ যে বাঁধা।

কবিতা আর অণুকথা
উচিৎ আঁকেন যথা যথা
শুদ্ধচর্চায় সবার আগে
মাড়িয়ে যান ভ্রান্ত প্রথা। 

জন্মদিনে ভালোবাসা
ছড়িয়ে যান আলো আশা।
~
[২০১৬১১২০/১৩০২]




Friday, November 18, 2016

সেবা

ট্রাফিক পুলিশ চাইলে করতে
ছিনতাই
সেবা পেতে বিনা বাঁধায়
দিন তাই!
__
খবরঃ

টাকা ছিনতাই করতে গিয়ে পুলিশ সদস্য আটক



Thursday, November 17, 2016

দেনা

চেনা মুখ চেনা সময়
যায় হয়ে অচেনা,
বেলা যায় সাঁঝ ঘনায়
বাড়ে শুধু দেনা।
(২০১৪০

Sunday, November 13, 2016

মেলানিয়া


তিন নম্বর বিবি থেকে ফার্স্টলেডি
মেলানিয়া
বুড়া মিয়া ট্রাম্পকে সাদাঘরে
গেলা নিয়া!

Saturday, November 12, 2016

কবি কাক

কবি খায় কবি'র গোসত 
খেয়ে নে' পাকায় মোছ তো!

Friday, November 11, 2016

সন্দেহ দহন

সন্দেহ আর অবিশ্বাসের ছোট ছোট মাত্রা অনেক সময়  সমপর্ককে দৃঢ় করলেও এর মাত্রাতিরিক্ততা ডেকে আনতে পারে অনাকাঙ্ক্ষিত নিস্তব্ধতা আর নীরব দহন।
-
[২০১৬১১১১/১৫৪৩] 

ভালোবাসি

তোমার আমি চাঁদ যে ছিলেম
মনের বড়ো হাত যে ছিলেম
আজ ভাবো তো আঁধার রাত!
তোমায় তবু ভালোই বাসি
তোমার সুখেই মনের হাসি
চাই তোমারই কনক প্রাত।
-
[২০১৬১১১১/১৫৩০]

Wednesday, November 9, 2016

অণু

তোকে দিয়ে নিঃস্ব হতে
আমার যতো সুখ,
জানিস কিরে তোর দুচোখে
দোলে যে ভূলোক। 

Monday, November 7, 2016

সমকালীনঃ ট্রালারী



রস হচ্ছে রঙ্গ হচ্ছে
তর্ক ও তা ভঙ্গ হচ্ছে।

সত্য মিথ্যা ভরিয়া
জিততে দুইই মরিয়া।

দেখে এসব দৃশ্য
ঠেকে অবিমৃশ্য
অবাক হাসে বিশ্ব!

ট্রাম্প এবং হিলারী
যেনো বড়ো খিলাড়ি
পলি-ট্রিক্সের  ডিলারই।

কেউ নাকাল ইমেলে
কারো নারী 'ছিঃ' মেলে।

বেশ কাদা ছোঁড়াছুঁড়ি
অতীতটা খোঁড়াখুঁড়ি
প্রাণপণ এই বুড়াবুড়ি!

যাক দেখা যাক কী হয়
ভেল্কিতে কার 'ভি' হয়!

~
[২০১৬১১১০৭/১৫৫৩] 






Wednesday, November 2, 2016

মন না মতি

মন না মতি
তার সে গতি
বুঝা দায়,
মনের বিষে
হারাই দিশে
ওঝা নাই
-
[২০১৬১১০২ / ২১০৪]


Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়