Monday, November 28, 2016

শেখার জন্য গঠনমূলক মন্তব্য/সমালোচনা


(১) আমাদের মধ্যে কেউ কম জানি; কেউ একটু বেশি জানেন। আমরা কেউই কিন্তু সবজান্তা নই। অনলাইন/ ফ্রীল্যান্সিং এক বিশাল জগত। সবজান্তা হওয়া এখানে প্রায় অসম্ভব। তাছাড়া, এ জগতের সবকিছু দ্রুত পরিবর্তনশীল। আজ যা আছে কাল দেখা যাবে তা নেই। তাই প্রতিদিন শিখতে হয়।
(২) শেখার জন্য কেউ 'শূন্য' থেকে শুরু করে। কেউবা বেসিক-জ্ঞান নিয়ে।
(৩) নতুন কিছু শেখার জন্য তাই পারস্পারিক আলোচনা/অংশগ্রহণ/মন্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই আলোচনা বা মন্তব্য হতে হয় গঠনমূলক। একজন যা জানেন, তা শেয়ার করলে অন্য যেজন জানেন না, তিনি জানতে পারেন।
(৪) আজ একটা পোস্ট দেখলাম। উইন্ডোজ ১০/এসইও। সেখানে অনেকের হাস্যরসাত্মক মন্তব্যগুলো হতাশাজনক। যিনি পোস্ট দিয়েছেন, হয়তো বিষয়টি ক্লিয়ারলি জানেন না, তাই দিয়েছেন। নিশ্চয়ই হাসির পাত্র হতে নয়। একে অন্যকে সহায়তা করল কি ভালো হয় না?
~~
|| Start where you are. Use what you have. Do what you can.
- Arther Ashe ||
*****

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়