আমেরিকায় আজ উদযাপিত হচ্ছে থ্যাঙ্কসগিভিং ডে (Thanksgiving Day)। সরকারি ছুটির দিন। নভেম্বরের শেষ বৃহস্পতিবার দিনটি পালন করা হয়। প্রথমদিকে এটি ছিলো হারভেস্ট ফেটিভাল (Harvest Festival)। অনেকটা আমাদের নবান্নের মতো। ধন্যবাদ নিয়ে দিবস থাকা নিঃসন্দেহে ভালো। ধন্যবাদ কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটায়।
এর পাশাপাশি, অন্য একটা দিবস থাকলে ভালো হতো! সরি ডে (Sorry Day)। Sorry বলে নিজের ভুলচুক স্বীকার করে শুদ্ধ হবার একটা সুযোগ থাকে। আমাদের সবার জন্যই তা প্রয়োজনীয়। অস্ট্রেলিয়ায় এমন একটি পালিত হয়ে থাকে। আমি ভাবছি, বিশ্বমোড়েল ইউএস-এর এমন একটি সরি ডে থাকা উচিৎ। সামনে ট্রাম্প টাইম। সরি দিবসটা জরুরি বৈকি।
হ্যাপি থ্যাঙ্কসগিভিং ডে!!
~~
[২০১৬১১২৪]
No comments:
Post a Comment