Thursday, November 24, 2016

THANKSGIVING DAY || SORRY DAY




আমেরিকায় আজ উদযাপিত হচ্ছে  থ্যাঙ্কসগিভিং ডে (Thanksgiving Day)। সরকারি ছুটির দিন। নভেম্বরের শেষ বৃহস্পতিবার দিনটি পালন করা হয়। প্রথমদিকে এটি ছিলো হারভেস্ট ফেটিভাল (Harvest Festival)। অনেকটা আমাদের নবান্নের মতো। ধন্যবাদ নিয়ে দিবস থাকা নিঃসন্দেহে ভালো। ধন্যবাদ কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটায়। 


এর পাশাপাশি, অন্য একটা দিবস থাকলে ভালো হতো! সরি ডে (Sorry Day)। Sorry বলে নিজের ভুলচুক স্বীকার করে শুদ্ধ হবার একটা সুযোগ থাকে। আমাদের সবার জন্যই তা প্রয়োজনীয়।  অস্ট্রেলিয়ায় এমন একটি পালিত হয়ে থাকে। আমি ভাবছি, বিশ্বমোড়েল ইউএস-এর এমন একটি সরি ডে থাকা উচিৎ। সামনে ট্রাম্প টাইম। সরি দিবসটা জরুরি বৈকি। 

হ্যাপি থ্যাঙ্কসগিভিং ডে!! 
~~
[২০১৬১১২৪]

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়