Wednesday, December 31, 2014

লিমেরিকঃ জিপিএ সঙ্গীত



পরীক্ষা না দিয়েও হায় জিপিএ  ফাইভ পাওয়া যায়
এমনতরো সিস্টেম ছেড়ে কোথাও কি আর যাওয়া যায়?
পরীক্ষা সব সহি জেনে
স্বর্ণ-রেজাল্ট নিচ্ছি মেনে
"আহ মজা! আহা মজা!"  - এমনই গান গাওয়া যায় !!


ছবিঃ ইন্টারনেট

লিমেরিক : থার্টি-ফার্স্ট প্লান


থার্টিফার্স্টে  চাইনা কোনো ডার্টি প্লান
কালচার ঠিক রেখে করো গান ও ফান
শালীনতায় সুখটি খোঁজো
স্ব-কৃষ্টিতে মুখটি গুঁজো
নিজের ও দেশের মান করো না ম্লান।

Monday, December 29, 2014

শীত - বিভেদে



কারো কাছে শীত মজারু
কারোর জীবনমর্‌ণ
কেউ থাকে উম-বিভবে  
কেউ খালি গা চরণ ।

কেউ থাকে হিটেট রুমে
দামি কম্বল জড়িয়ে,
স্টেশন ফুটপাত ডেরায় কারো
রাত চলে যায় গড়িয়ে।

কেউবা মত্ত পুলিপিঠায়
ঘরে কিংবা উৎসবে,
কারো ঘরে রয় না খাবার
হাতিয়ে ফেরে খুদ সবে।

বিভেদের এই শীতের ছোঁয়া
বিভেদহীন ও সুখের হোক
মানুষ হয়ে মানুষ নিয়ে
ভালোবাসায় ভরুক লোক।

Sunday, December 28, 2014

লিমেরিকঃ আমরা সফল

আমরা অনেক ট্রেনিংপ্রাপ্ত,  দক্ষ খুব
হোক তা গহীন সাগর কিংবা অন্ধকূপ
ভোঁতা পাবলিক ফুঁড়ি
উদ্ধারে নেই জুড়ি
আমরা সফল, দেখাও কেনো ব্যর্থ-রূপ!


Tuesday, December 23, 2014

লিমেরিকঃ বেকারের পে-স্কেল



সকলস্তরে হচ্ছে দ্বিগুণ বেতনভাতা
সংশ্লিষ্টজন নিচ্ছে বুঝে বাজেটখাতা
বাড়িভাড়া বাজার দর!
কাঁপছি ভয়ে থরথর!!
বেকার আমার পাগল বুঝি হয় এ মাথা!





Friday, December 19, 2014

লিমেরিকঃ জ্ঞানের সারথি

জ্ঞানের সারথি দিয়ে গেছো প্রাণ দেশের তরে
প্রজ্ঞা দিয়ে সাহস দিয়ে গেছো যে লড়ে
জ্বেলেছো আঁধারে বাতি
ভুলবে না কভু এ জাতি
শ্রদ্ধা জানাই ভালোবাসা থাকে প্রাণমন ভরে।

লিমেরিকঃ ক্ষত

হাসপাতালের মর্গে উঠে লাশ নড়ে
ডাক্তার-নার্সের প্রফেশনকে ফাঁস করে
এটাই তবে সেবার ব্রত
মানবতায় দুষ্ট ক্ষত
একেএকে সকল খাতকে গ্রাস করে।

——————————————
পাদটীকাঃ সকল ভালো মনের ডাক্তার- নার্সদের প্রতি শ্রদ্ধা রাখছি।

Monday, December 15, 2014

লিমেরিক : সুন্দরবন

সুন্দরবনের মূল্যমানটা বুঝলি না মন
হাতের কাছে রত্ন ছিলো খুজলি না ধন
হেলায় তারে ফেলে
ডুবিয়ে বিষম তেলে
বাঁচাতে তারে প্রাণপণে যুঝলি না ক্ষণ।

Friday, December 12, 2014

লেখাচুরিঃ সেকাল-একাল

ইদানিং অনলাইন মিডিয়াতে লেখাচুরির ঘটনা খুব বেশি বেড়েছে। অবলীলায় একজনের লেখা কেউকেউ কপি পেস্ট করে নিজের নামে, নিজের পেজে, নিজের ওয়েবসাইটে পাবলিশ করে দিচ্ছে। লেখকের অনুমতি নেয়ার প্রয়োজন মনে করছে না; লেখকের নামটি পর্যন্ত মেনশন করছে না। এ ধরনের চৌর্যবৃত্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমি নিজেও তা যাচাইয়ের সামান্য চেষ্টা করে অবাক হয়েছি এই দেখে যে, আমার মতো সামান্য একজনের লেখাও এরকম তস্করের কবলে পড়েছে।  

আমার কয়েকটি কবিতা গুগল করতে গিয়ে দেখেছি- এগুলোর অনেকগুলো ফেসবুকের বিভিন্ন পেজে, আবার কারো নিজেদের ওয়েবে  হুবহু পাবলিশ করা হয়েছে। নাম উল্লেখ না করেই। আমার চার লাইনের "পরানের কথা"র বেশির ভাগই শিকার হয়েছে কারো নিজের ফেসবুক পেজে, টুইটিং-এ, বেশতোসহ অন্যান্য সাইটে। 

আমি জানি না মানুষের এ কেমন হীন-মানসিকতা!! 

এ যুগে লেখাচুরিটা অনেক সহজ হয়ে গেছে। কেউ মানসিকভাবে চোর হলেই- সিম্পল কপি-পেস্ট করে চুরিটা সম্পন্ন করতে পারে। কিন্তু ধিক এ মানসিকতায়!!

তবে লেখাচুরির বা বিকৃতি করে চুরির ঘটনা আগেও ঘটতো। অনেকদিন আগের একটা ঘটনা মনে পড়ছে । প্রায় বিশ বছর তা মনের মধ্যেই ছিলো। কাউকে বলা হয়নি।  তখন আমি স্বভাবজাত লিখতাম। জাতীয় ও স্থানীয় পত্রিকায় আমার নিয়মিত লেখা প্রকাশিত হওয়ায় আমার কিঞ্চিৎ পরিচিতি ছিলো ক্ষুদে কবি-লেখক হিসেবে । সে সময় একজন (নামটা আজও প্রকাশ করলাম না) তার একটি কবিতা আমাকে দেখিয়ে জানতে চাইলো - কেমন হয়েছে।  কবিতা পড়ে আমি অবাক হয়েছিলাম।  এতো সুন্দর আর মানসম্মত কবিতা!! আমি নিজেও সেই কবিতা পুরোপুরি বুঝতে পারছিলাম না। এর কদিন পর, আমি অই কবির মেসে যাই কোনো কাজে। এক ফাঁকে, তার বালিশের নিচে পুরনো ইত্তেফাক পত্রিকা পেয়ে পড়তে গিয়ে সাহিত্যপাতায় ঠিক সেই কবিতাটা দেখে আশ্চর্য হয়েছিলাম। একজন বিখ্যাত কবি লিখেছিলেন সেই কবিতা।

তো তখনকার চৌর্যবৃত্তি আর এখনকার চুরির মধ্যে টেকনোলজির পার্থক্য আছে বটে, কিন্তু চুরি তো চুরিই। ঘৃণা এর লেখা চোরদের জন্য ।


হৃদয় ভাঙ্গার গান

তোমার যা- তা সবই তবে
ছিলো তোমার ভাণ?
ভালোবাসা ভেবেছি তা
করেছি অভিমান।

ভেবেছি তো তুমি আমায়
মন করেছো দান!
থমকে গেছি বারেবারে
পাইনি মন-ঘ্রাণ।

কথায় কথায় বলতে তুমি
আমি তোমার জান,
সাঁঝবেলাতে আজ বুঝি তা
ছিলো কেবল ফান।

তোমার তরে মনটি ছিলো
পাগলপারা টানটান
ভাঙ্গার সুর যায় বেজে আজ
হৃদয় ভেঙ্গে খানখান। 



Friday, December 5, 2014

তোমার দরোজা

তোমার দরোজা বন্ধ জেনেও
দাঁড়িয়ে আছি আমি ঠায় 
দরোজার ঠিক অপরপাশে
তোমার জন্য প্রতীক্ষায় ।

আমার তরে তোমার মনে
শুধু ঘৃণার নহর বয়
তোমার জন্য ভালোবাসা 
তবু থাকে তা অক্ষয়। 

একটা সময় জানি তোমার
মনের পাথর গলবে 
তোমার হৃদয় নদীবুকে
প্রেমের খেয়া চলবে। 

তাইতো আমি দাঁড়িয়ে আছি
তুমিই আমার ধ্যানে
কবে তুমি খুলবে ও দ্বার
নেবেই কাছে টেনে। 




খুঁজে ফিরি তোমার ভণিতাহীন ভুল

অনেক ভুল করতে তুমি তখন
তোমার কথায়
কাজে
চলনে
ঢঙে।

আমি অপার মুগ্ধতায়
ছুঁয়ে দেখেছি তোমার ভুলগুলোন
আহা কী মায়াময়!
ভণিতাহীন হীরন্ময়  ভুল তোমার!!

মাঝেসাঝে অনেক বড়ো ভুলও করতে তুমি
অতঃপর অনায়াস সাবলীল চোখের
নিঃশব্দ কথা - ভণিতাহীন।

তোমার প্রতিকণা ভুলের সাথে
চক্রবৃদ্ধিহারে বেড়ে যেতো আমার প্রেম।
অসাধারণ এক সাধারণ মানবী  ছিলে তুমি।

অনেক পরিণত আজ তুমি
বিশিষ্টজন আখ্যায়িত সংঘবিশেষে
আজ আর কোনো ভুল করো না তুমি
কিংবা ভুলগুলোন তোমার ঢেকে যায়
তোমার কৌশলী ভণিতার আবরণে।
ধন্য ধন্য তকমা পাও তুমি...

কেবল আমি খুঁজে ফিরি তোমার সেই সহজ চোখ
আমার মন নস্টালজিক হয়...
তোমার ভণিতাহীন ভুলগুলোন খুঁজে ফেরে আঁতিপাঁতি। 

লিমেরিক: বেতাল সময়

সত্যটাকে মূল্যবান আর ভাবে কেউ আজ
মিথ্যের উপর ঘরবসতি নানান কারুকাজ
সত্য থাকে নির্বাসনে
মিথ্যে হাসে উচ্চাসনে
সত্যবাদী কেঁদে ফেরে মিথ্যুকে পায় তাজ।

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়