Sunday, October 30, 2016

#পদ্যাণু

শুদ্ধ-চিন্তার বপন
তাকি কেবল স্বপন!!
#পদ্যাণু

মুখদেখা সমাদরটা

মুখদেখা সমাদরটা
আজো বেশ চলছে,
জেনেশুনেই মানহীনে
'চমৎকার' সব বলছে।
[2015]

ভালোবেসে মন দে থাকি

ছন্দে থাকি দ্বন্দ্বে থাকি
ডাল পাতা ও রন্ধ্রে থাকি
অবিশ্বাস আর ঘৃণা ছেড়ে
ভালোবেসে মন দে থাকি।
-
ঢাকা
[২০১৬১০৩০/১৭৩৫]

অণু অনুভব

শুকতারা যে তুমি
দূরের আকাশ ঘর
যতোই ভাবি আপন
ততোই করো পর্।

Saturday, October 29, 2016

অনেক তুমি বদলে গেছো

অনেক তুমি বদলে গেছো 
আগের সরল ভাবটি নেই,
সহজ কথা বন্দী মনে
ঠোঁটের স্নিগ্ধ ছাপটি নেই।

বেশ শিখেছো ভাণভণিতা
সত্য ঢাকো ঢঙভঙে
হৃদয়হরা সলাজ কোমল
আজকে ডোবা রঙচঙে।

বেগের কাছে আবেগ বেঁচে
ভাবছো আকাশ করবে জয়!
মিছেই এমন ভ্রমে ছোটা
আলেয়াতে জীবন ক্ষয়!!
~~
ঢাকা
[২০১৬১০২৯/১৮২৬] 



Friday, October 28, 2016

ভালোবাসা বৃত্তান্ত

কোনো বৃত্তান্ত নেই
নেই কোনো ব্যাখ্যা
কিংবা সম্প্রসারিত ভাব
প্রয়োজনও নেই তার।

তোমায় নিয়ে আমার
আর আমায় নিয়ে তোমার
যা কিছু
আর সব কিছু
সরলরৈখিক
সোজাসাপ্টা

নিঃশ্বাসের কোনো ব্যাখ্যা বৃত্তান্তের নেই প্রয়োজন 
--- ভালোবাসি তোমায়।
~
ঢাকা
[২০১৬১০২৮/১৬০৩]

তোমার ছায়া

দিনে রাতে
সাঁঝ প্রভাতে
ডেকেই মরি
তুমি বিহীন
ভূমি শ্রীহীন
শূন্য তরী।

তুমি কি হায়
একটু আমায়
করবে মায়া!
পরান পোড়ে
পাবার ঘোরে
তোমার ছায়া।
~~
ঢাকা 
[২০১৬১০২৮/১৫৩২]





এক অবাধ্য শিশু ঘুমোয় আমার ভেতর

এক অবাধ্য শিশু ঘুমোয় আমার ভেতর
জেগে ওঠে মাঝেসাঝে
সব সুন্দর দেখে সে
অন্ধকারের দ্বন্দ্ব সে বোঝে না
সে শুধু সরলরেখা চেনে
মানবখচিত পঙ্কিল-প্যাঁচ ধাতে যায় না তার
ঘুঁটঘুঁটে কুটিল আঁধার চোখ অন্ধ করে দেয় তার
ক্রমশ নিঃসাড় সেই শিশু
আবার অচেতন বিভ্রান্ত ঘুমে।


Saturday, October 22, 2016

বৃদ্ধাশ্রমে এসে

অশীতিপর সাদিক সাহেবকে সারাজীবনের চেনা ঘর-বাড়ি, অন্তঃপুর ছেড়ে গতকাল ছেলের হাত ধরে এ বৃদ্ধাশ্রমে এসে উঠতে হয়েছে। আহা! এতোদিনের চেনা পরিসর; নিজের হাতে গড়া স্বর্গ-কুটির ছেড়ে বুক ফেটে যাচ্ছিলো তাঁর। সবার অলক্ষ্যে চোখের পানি মুছে ফেলেন তিনি। স্ত্রী ছেলেমেয়ে নিয়ে সুখময় যে সংসারের অভ্যুদয় হয়েছিলো তাঁর যৌবনে, তা আমৃত্যু ধরে রাখবেন- এ ছিলো অন্তরের অভীষ্ট। বৃদ্ধাশ্রমের চারপাশ জুড়ে সাদিক সাহেব একটা ধাবমান হাহাকার টের পান।
~
22/10/2014

অন্তঃপুরে ছিলে তুমি বন্দি

""অন্তঃপুরে ছিলে তুমি বন্দি
লোক-অলক্ষ্যে তবু হলো সন্ধি।
অভীষ্ট তো ছিলো তোমার ভালোবাসার
তার অভ্যুদয় আমার তরে আলো আশার।
অশীতিপর হইও যদি রেখো জেনে
ভালোবেসে নেবো আমি তোমায় টেনে।""

~~
২২ /১০/২০১৪

অণু - ডাইনি

যতোই তোমায় দেখি
ঠেকে বেশি মেকি।

যতোই তোমায় জানি
লাগে বেশি ফানি।

যতোই তোমায় ভাবি
যাই যে খেয়ে খাবি।

এমন তোমায়  চাইনি
ভণ্ড ফাঁকা ডাইনি!

-
২০১৬১০২২/১৫২০


ফিরে এসে খুঁজবে বলে

ফিরে এসে খুঁজবে বলে
দাঁড়িয়েছিলাম সতেরো আলোকবর্ষ
ঠায়
ঠিক যেখানে রেখে গে'ছিলে
তিন রাস্তার মাথায়
প্রত্যন্ত হৃদয়পুরে।

'আসি' বলেই তুমি পা বাড়িয়েছিলে
তোমার আসার আশায় তাই
মায়াবী দূর্বাঘাসদলও ছিলো তৃষিত প্রতীক্ষায়
ক্রমশ মলিন সব আজ
সতেরো আলোকবর্ষ
ফিরে আসার হলো না সময় তোমার আর।
~~
[২০১৬১০২২/১৫৫৬]

প্রেমাণু

সন্ধ্যে কি ভোর
রই যে বিভোর
তোমাতে,
হৃদ্য নুপুর
কাটে না ঘোর
বোমাতে!
~
[২০১৬১০২২/১৫১৪]

Wednesday, October 19, 2016

ঘরেফেরা মনেফেরা নয়

এভাবেই আমরা পর হয়ে যাই
চিনতে পারিনা একজনকে অন্যজন
আমার যে মন কাঁদে
বলিনা আমি
বুঝো না তুমিও। 



প্রাত্যহিক কাজকর্ম
চলে ঠিকঠাক –
প্রাতরাশ
অফিস
ঘরেফেরা
নিশিযাপন
এবং অতঃপর পুনরাবৃত্তি।


ঘরেফেরা আজ বুঝি আর মনেফেরা নয়।

ভালোবেসে একসময় আমরা পড়তে পারতাম মন
একে অন্যের
মনের সেই ক্ষমতা কি আজ
গুম বা খুন হলো আহ্লাদে!

--
জুলাই ১৫, ২০১৪

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়