Friday, October 28, 2016

এক অবাধ্য শিশু ঘুমোয় আমার ভেতর

এক অবাধ্য শিশু ঘুমোয় আমার ভেতর
জেগে ওঠে মাঝেসাঝে
সব সুন্দর দেখে সে
অন্ধকারের দ্বন্দ্ব সে বোঝে না
সে শুধু সরলরেখা চেনে
মানবখচিত পঙ্কিল-প্যাঁচ ধাতে যায় না তার
ঘুঁটঘুঁটে কুটিল আঁধার চোখ অন্ধ করে দেয় তার
ক্রমশ নিঃসাড় সেই শিশু
আবার অচেতন বিভ্রান্ত ঘুমে।


No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়