এক অবাধ্য শিশু ঘুমোয় আমার ভেতর
জেগে ওঠে মাঝেসাঝে
সব সুন্দর দেখে সে
অন্ধকারের দ্বন্দ্ব সে বোঝে না
সে শুধু সরলরেখা চেনে
মানবখচিত পঙ্কিল-প্যাঁচ ধাতে যায় না তার
ঘুঁটঘুঁটে কুটিল আঁধার চোখ অন্ধ করে দেয় তার
ক্রমশ নিঃসাড় সেই শিশু
আবার অচেতন বিভ্রান্ত ঘুমে।
জেগে ওঠে মাঝেসাঝে
সব সুন্দর দেখে সে
অন্ধকারের দ্বন্দ্ব সে বোঝে না
সে শুধু সরলরেখা চেনে
মানবখচিত পঙ্কিল-প্যাঁচ ধাতে যায় না তার
ঘুঁটঘুঁটে কুটিল আঁধার চোখ অন্ধ করে দেয় তার
ক্রমশ নিঃসাড় সেই শিশু
আবার অচেতন বিভ্রান্ত ঘুমে।
No comments:
Post a Comment