Tuesday, December 31, 2019

ঊনিশ বিশ



ভাবনা এতো কীসে?
আজ এবং কাল মিশে,
সময় চাকা দিচ্ছে পাড়ি
ঊনিশ থেকে বিশে। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

শেষেরপ্রান্তে



শেষের প্রান্তে শুরুর রবি
ঝলোমলো হাসে,
দুঃখ, শোক আর গ্লানি যতো
আপন আলোয় নাশে।
#অণুঅনুভব
#পরানেরকথা

বছরশেষে



বছর শেষে কাছে এসে
বললো 'সময়' একটু হেসে,
'চলো কাটাই আগত দিন'
পূর্ণ পরান ভালোবেসে।
#পরানেরকথা 
#অণুঅনুভব

Monday, December 30, 2019

পরিযায়ী





অনুক্ষণই আছি ঘিরে
নইতো কভু পরিযায়ী‚
মন হৃদয়ের শুভ্র সুতোয় 
সময় জীবন গড়ি তাই-ই।
~
#অণুঅনুভব

তিনি



তিনি ম্যালা ভাবে থাকেন
স্বার্থ এবং লাভে থাকেন
ভাণভণিতার পোশাক পরে
অলীক দিবা খাবে থাকেন। 
~
#অণুঅনুভব

Saturday, December 28, 2019

অভিমান


অনুভূতি ভোঁতা করে
বাঁচাই এখন সারকথা, 
অভিমানের দিন ফুরোলো
কেউ ভাবে না তার কথা। 
#পরানেরকথা 
#অণুঅনুভব


অণু বোধ



পরান যখন পোড়ে
রয় কি দেহ দূরে?
কাঁতর হৃদয় কাঁদে
অণু বোধের ঘোরে!
#অণুঅনুভব 

Friday, December 27, 2019

প্রেম সুগন্ধা


তোমায় ভেবেই সকাল শুরু
বিরাজ দুপুর সন্ধ্যা,
নিশীথরাতে, আবার প্রাতে
তুমি প্রেম-সুগন্ধা।
~
#অণুঅনুভব

সুবর্ণ রেখা



দীর্ঘশ্বাস যত্নে লুকিয়ে 
হাসিটুকুন দেখাও,
দুঃখটাকে নিজের করো
সুবর্ণ সে রেখাও।
#অণুঅনুভব 

প্যারাসিটামল



তোমরা খোঁজো প্যারাসিটামল
অনেক জ্বরের ঘোরে,
আমি যাচি প্রিয়ার ব্যাকুল হাত (!)
তপ্ত কপাল জুড়ে।
#পরানেরকথা 
#অণুঅনুভব

Wednesday, December 25, 2019

দুই


খানিক ভাবনায় একের বসত
আর খানিকে দুই
সুখ বেদনার ভাবনারাজি
কোন মহলে থুই?
~
#অণুঅনুভব

রাজার নীতি


কী দারুণ সব রাজার নীতি
মাছতেলে মাছ ভাজার গীতি
আঁধারে সব ছিনিয়ে নিয়ে
দিনের আলোয় হাজার প্রীতি।
~
#অণুঅনুভব

মূল্যহীন



মুখের কথার আদর ম্যালা
মনের খবর ভুললো দিন,
লোক দেখানো ফ্যাশন বড়ো
প্যাশন ঠেকে মূল্যহীন।
~
#অণুঅনুভব #পরানেরকথা

Sunday, December 22, 2019

পঁচন



অস্থিমজ্জার গণ্ডি ছেড়ে
পচন এখন চিন্তায়,
দিনদুপুরে সুস্থ ধী সব
হয় যে নিখুঁত ছিনতাই।
#পরানেরকথা

মায়াজাল



দু'দিনের এক মায়াজালে
বন্দী হয়ে মন,
কী হারালো কীইবা পেলো
ভাবে অনুক্ষণ।
#অণুঅনুভব

জীবন



জীবন কোনো কাব্য নাকি
জীবন বোধের-গল্প?
সেকি অসীম ভাবনা বেলুন!
শেষ না হওয়া অল্প?
#পরানেরকথা #অণুঅনুভব
#জীবন

Saturday, December 21, 2019

আসি বলে



'আসি' বলেই যায় যে সবাই
কেউ ফিরে না, কেউবা ফিরে,
আসা যাওয়ার অমোঘ বিধান
দুঃখ সুখের জীবন ঘিরে।
#অণুঅনুভব 

Friday, December 20, 2019

উম হতে চাই



উম হতে চাই আমি তোমার
পৌষ মাঘের এই শীতে,
ভালোবেসে একটু যদি 
হাত বাড়িয়ে দিতে!
#অণুঅনুভব 
#পরানেরকথা

Thursday, December 19, 2019

চুম হয়ে



কঠিন শীতে উম হয়ে
সুখের প্রান্তে ঘুম হয়ে
তোমার পাশে, তোমায় ছুঁয়ে 
থাকিই সদা চুম হয়ে। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

Tuesday, December 17, 2019

ক্ষমা



কষ্ট কিছু রেখেছিলে 
আমার কাছে জমা,
নিয়েছি তা নিজের করে
পারলে করো ক্ষমা। 
#অণুঅনুভব 

Saturday, December 14, 2019

মানব মন



মানব মনের এম্নি  খেয়াল
সাঁকো ভেঙ্গে বানায় দেয়াল
বিশাল হৃদয় মন বাড়িতে
তোলে ঘৃণার শতো সে আ'ল।
#অণুঅনুভব #পরানেরকথা

Friday, December 13, 2019

উম আদর



শীতসকালে নীল চাদরে
উষ্ণ কোমল উম আদরে,
ভালোবাসার অপার নেশা
আর কিছু আর মন না ধরে। 
#অণুঅনুভব। 
#পরানেরকথা

Thursday, December 12, 2019

বিরহ



চলে গেছিস সেই কবে; তাও,
তোর স্মৃতিতেই বাঁচি,
নতুনে রুচে না পরান
স্বপ্নে তোকেই যাচি।
#অণুঅনুভব 
#পরানেরকথা

Wednesday, December 11, 2019

আমার সময়


আমার সময় আমার জীবন
এসব অসার, নয় আমার
হৃদয় পাড়ে পরান দিয়ে
সাজাই তবে কার খামার?

লেবাস



দেখো শুধু লেবাস!
দেখো কভু ভেতর ঘরে?
নীরব কিবা সরব স্বরে
নিত্য করে যে বাস!!
#পরানেরকথা

Tuesday, December 10, 2019

সন্ধি



নীতি রীতি স্বার্থজালে
বন্দী রয়,
দিনের শেষে লাভের তরেই
সন্ধি হয়।
~
#অণুঅনুভব

Saturday, December 7, 2019

কবিতার গল্প



কবিতার গল্প তুমি
সত্যি আর কল্প তুমি
অসীম ধরা তুমি আমার
নও ছোট স্বল্প ভূমি।
~
#অণুঅনুভব

ভাঙার পর


ভাঙার পরে ধ্বংস থাকে
সুখবিসুখের অংশ  থাকে
দিনের শেষে আঁতিপাঁতি
দহন যাপন কংস থাকে।

Friday, December 6, 2019

দুঃখ গলা নদী



দুঃখ গলা নদী
~~~~~~~~~
এই যে আমায় নদী দ্যাখো
দুঃখ গলা নদী,
কোন জনমে শুরু করে
চলছি নিরবধি।

এই যে আমার দু'পাশ ঘিরে
সবুজ সুখের বাস,
কষ্টগুলোন আমায় ঢেলে
নিবিড় তাদের শ্বাস।

এই যে আমি নিপুণ পরান
দহন গলা নদী,
দাও দিয়ে দাও আজই তোমার
দুঃখ থাকে যদি!
~

Thursday, December 5, 2019

মায়ের ছেলে



'মায়ের ছেলে' 'বোনের দাদা'
দাও না তবু নারীর মান,
তোমার পঁচন মন মগজে
নেই যে কোনো পরিত্রাণ। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

Wednesday, December 4, 2019

পীপহোল


আমার ডাক ঠিক শুনেছিলে
দেখেছোও পিপহোলে,
দরজা তবু খোলোনিতো
ইচ্ছে! নাকি ভুলে?
#অণুঅনুভব 
#পরানেরকথা

Tuesday, December 3, 2019

উদার আকাশ


উত্তর দক্ষিণ বুঝি না আমি
খুঁজি না পশ্চিম পূর্ব,
পেয়েছি তোমার উদার আকাশ
নীলপাখি হয়ে উড়বো।
~

Monday, December 2, 2019

অকারণের মন খারাপি



'অকারণের মন খারাপি'
যখন করে ভর,
মনে চলে বাঁধনহারা
অবোধ্য এক ঝড়।
#পরানেরকথা 
#অণুঅনুভব

নিখোঁজ সময়


আমার 'নিখোঁজ সময়টা'তে 
কেউ রাখেনি খবর,
আগে ছিলো ম্যালা সুজন
ভালোবাসার জবর।
#পরানেরকথা 
#অণুঅনুভব

নীল দহন



কষ্টগুলো চোখের জলে ভিজে
সতেজ বনে রোজ,
পরান জানে হৃদয়ের নীল দহন
কেউ রাখে না খোঁজ। 
#পরানেরকথা 
#অণুঅনুভব

Sunday, December 1, 2019

দুই নম্বরি



'দুই-নম্বরি'তে এক নম্বর
বাঙালি আজ ভাইরে,
চলার মাঝে প্রতি কাজে 
সেই সে নজির পাইরে।
#পরানেরকথা 
#অণুঅনুভব

Saturday, November 30, 2019

জল



তৃষ্ণা ছিলো
চেয়েছিলাম জল
বুঝিনি তা
ছিলো যে অনল!
#অণুঅনুভব

Thursday, November 28, 2019

ভালো বাসা



ভালো বাসা বাড়ছে ম্যালা
ভালোবাসার আকাল!
আলো আশা চেয়ে পরান
ফল শুধু পায় মাকাল।
~
#পরানেরকথা #অণুঅনুভব

যা নাই



কান্নাটাকে হাসি বানাই
কষ্টটাকে সুখের সানাই
ভুলে থাকার অপার প্রয়াস
যা ছিলো, আর এখন যা নাই!
#অণুঅনুভব 

Wednesday, November 27, 2019

পরিযায়ী



পরিযায়ী নই তো আমি
রই শীতে, নেই বৈশাখে,
পাবে আমায় বারোমাসই
মন পরানের ওই শাখে।
~
#অণুঅনুভব

Monday, November 25, 2019

ইচ্ছে



দুঃখটুকু চাইনা দিতে
সুখখানি দিই বাড়িয়ে,
কুড়িয়ে নিও চায় যদি মন
হৃদ-বারান্দায় দাঁড়িয়ে।

Sunday, November 24, 2019

ঘোর



তোমায় ভেবেই রই যে বিভোর
রাত্রি দিবা সন্ধ্যে কি ভোর,
তুমি থাকো নিত্য মনে
বেভুল হৃদয় হায় এ কী ঘোর!
#অণুঅনুভব 
#পরানেরকথা

Friday, November 22, 2019

সুখের কণা



ভালোবাসার কাঙাল যে মন
একটুখানি পেলেই গলে,
ভালোবাসায় ফুলেল আবেশ
সপ্তসুখের কণা ফলে।
#পরানেরকথা 
#অণুঅনুভব

আমার সময়



আমার সময় থমকে থাকে
অনন্ত এক আঁধারে,
ভোরের আলো দূরের রেখা
না সে কাছে, না ধারে!
#অণুঅনুভব

Wednesday, November 20, 2019

তুই এখন



নেই আর আমি তোর ভাবনায় 
তোর বীণাতে নূতন সুর,
আমার থাকে আঁধার রাত্রি 
তোর আঙিনায় রাঙা ভোর।
#অণুঅনুভব 
#পরানেরকথা

Tuesday, November 19, 2019

বৃত্ত বাঁধন



চোখের জলের কান্না দেখো
অশ্রুহীনও কাঁদন থাকে,
পোশাকী সব স্বজন চেনো
বৃত্ত ছাড়াও বাঁধন থাকে।
#অণুঅনুভব

তোর জন্য কষ্ট



তোর জন্য যে কষ্ট আমার
সেই কষ্টটা দামি,
ভেতর বাড়ির সদর ঘরে
আগলে রাখি আমি।
#অণুঅনুভব 
#পরানেরকথা

মুখ মান



কারো থাকে লোকসান 
ধোঁয়ায় কারো সুখটান
কেউ চেনে টাকাটাই
কেউ দেখে মুখ মান। 
#পরানেরকথা 
#অণুঅনুভব

মন পাখি অবুঝ


বন্ধু তোকে কষ্ট যে দিই রোজ
এ মন জানে কেউ না রাখুক খোঁজ,
ক্ষমা করিস এক অবসরে
ভালো থাকিস মন পাখি অবুঝ।
#পরানেরকথা 
#অণুঅনুভব

Monday, November 18, 2019

ছায়া ভাবনা



তুমি যেনো এই হৃদয়ের 
ছায়াভাবনা আয়না
দেখতে আমায় তোমায় দেখি
আর কিছু-ই পাই না। 
#অণুঅনুভব

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়