Saturday, March 29, 2014

লিমেরিক: প্রাইভেট ভার্সিটি

চলছে ক্যামন প্রাইভেট ভার্সিটিজ দেশে
প্রশ্নটা থাকছেই শিক্ষার মান নিয়ে শেষে
সনদ নাকি বিকোয় টাকায়
শিক্ষা শুধুই বুলি  ফাঁকায়
ক্যাম্পাসগুলোও দাঁড়িয়ে বাণিজ্যিক বেশে।।

লিমেরিকঃ টি২০ গড়বড়ে

টাইগারদের টি২০ হয়ে গেলো গড়বড়ে
গোছাতে পারেনি ঘর মনের মতো করে।
এতো ভালোবাসা, ক্রাউড
হতে চেয়েছিলো প্রাঊড
ভাবতে হবে নূতন করে, কাটাতে ভাব নড়বড়ে।।

Friday, March 28, 2014

লিমেরিকঃ ঢাকাই মশা

রাত নেই দিন নেই মশার মহা উৎপাত ঢাকায়
স্বস্তির ফুরসৎ নেই  ঘরবাড়ি কিংবা ফাঁকায়।
ডিসিসি'র নেই মাথাব্যথা
উৎপাত সয়ে যাওয়াই যথা
ঢাকাই মশা হেসে পিটপিট করে তাকায়।।

(সোআপ-২০১৪০৩২৮)

লিমেরিকঃ টোকাই মানুষ



লিমেরিকঃ টোকাই মানুষ

সৃষ্টির সেরা মানুষই জানি; তুলনা নেই যে তার
ডাস্টবিনে কুকুরের সাথে খুঁজে ফেরে সে আধার?
সবকিছুরই বাড়ে মূল্য নিত্য
সূত্রমতে টোকাইটি তো জিততো
টোকাই সে তার মূল্য বাড়ে না; ভাগ্য ফেরে না আর।

(সোআপ-২০১৪০৩২৮)

লিমেরিকঃ চেতনা


চেতনা কি ধরে গাছে; যায় কেনা বাজারে(!)
পাকে কি তা কোচিংএ; সিদ্ধিলাভ মাজারে (!)
চেতনা হৃদয়ের পাখা মেলা
অনুভূতির রন্ধ্রে করা খেলা
চেতনা দেবে একই দোলা প্রজারে; রাজারে।।

(সোআপ-২০১৪০৩২৮)

Wednesday, March 26, 2014

আদুরি উপাখ্যান




সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি ঠিক
অতি আদরেরই ধন ছিলো সে তবু
মায়ের কাছে।

আদুরি!! আহা কী আদর মাখানো একটি নাম!
ছোট্ট এগারো বছরের এ জীবনে আদুরি
এ কী নির্মমতার স্বাক্ষ্য হয়ে র'লো!
কী যে নৃশংসতা!!

আমি লজ্জিত
দুঃখিত আমি আদুরির কাছে।

দাসপ্রথা কি হয়নি বিলুপ্ত এখনো
আদুরি গৃহদাসী ছিলো কি
কিংবা দাসেরাওতো রক্তমাংসের অনুভুতিশীল হয়।

আমি লজ্জিত
দুঃখিত আমি আদুরির কাছে।

উত্তর-আধুনিক এ সময়ে
দাসপ্রথাকেও কি আমরা গিয়েছি ডিঙিয়ে?
নদী, পুষ্পিতা, উষ্ণতা প্রমুখ নামীয়
নারী দাস-প্রভুরা কি করে পারে
হতে এতোটা নিষ্ঠুর!!
অথবা দাস-প্রভু কি তারা আদৌ
নাকি চাকরিদাতা শুধু

খুন্তি দিয়ে কিভাবে দেয় তবে স্যাকা
খুঁচিয়ে করে রক্তাক্ত ভোঁতা ব্লেডে!!
একটি কোমল শিশুকে।

আমি লজ্জিত
দুঃখিত আমি আদুরির কাছে।

আহা আদুরি
আহা সমাজ আমাদের
আহা মানবিক অনুভুতি
আহা উত্তর-আধুনিকতা
উত্তর-আধুনিক দাস-প্রথা আহা!!

আমি লজ্জিত
দুঃখিত আমি আদুরির কাছে।

ভাত এক মুঠো
তা সে যা তা দিয়েই হোক
খুব কি বেশি চাওয়া ছিলো তার
এ সমাজের শিশু আদুরির।

ঠিকানা হলো তার ডাস্টবিন শেষতক
বেড়াল, কুকুর কিংবা শকুনির খাবার!!

আমি লজ্জিত
দুঃখিত আমি আদুরির কাছে।

বেঁচে গেছে তবু আদুরি
নিজেরই জীবনী-শক্তির আধার হয়ে
বুড়ো আঙুল দেখাতে কি পারে না আদুরি
এ সমাজকে?

নদী, পুষ্পিতা, উষ্ণতা কী সুন্দর কাব্যময় নাম
কী দানবীয় হৃদয়হীনতা!!

আচ্ছা বড়ো হয়ে আদুরি
গৃহকত্রী হবেতো? নারী দাস-প্রভু
বাড়িতে তার থাকবে গৃহদাসী (!)
নাম তার ফালানিও হতে পারে।

শরীরের ক্ষত জানি শুকাবে একদিন আদুরির।
আর হৃদয়ের ??
কালের স্বাক্ষ্যি হয়ে আদুরি
গৃহদাসীকে তার বুকে তো নেবে আদরে??
আধুনিক জীবনযাপনে করবে যোগ হৃদয়ের।।



(সোআপ-২৬/৩/১৪)





***স্বাধীন! স্বাধীন!!***

স্বাধীন স্বাধীন
তা ধিন তা ধিন
নয়তো অধীন কারো।
এদিন সেদিন
কুদিন সুদিন
শেকল খোলা তারও।।

ইচ্ছে পাখি
কুজন ডাকি
দেয় মেলে দেয় পাখা।
কেবল শাখে
খাঁচার ফাঁকে
যায় না বেঁধে রাখা।।

বহতা নদী
জল নিরবধি
মাল্লা মাঝির গান।
আহা কী মায়া
শান্তির ছায়া
প্রাণ শুধু অফুরাণ।।

এ ধরা মাঝে
সকাল কি সাঁঝে
বাংলা স্বাধীন মা।
সুখে কি অসুখে
মুখে কি বিমুখে
বলে যাই শুধু তা।।

(সোআপ-২৫/৩/১৪)

Tuesday, March 25, 2014

লিমেরিকঃ টকশো

মাঝরাতে কথকতা টকশোয়ের চাঙ্কে
কেউ শুনে বসে বসে, কেউ শুয়ে বাঙ্কে
কতোশতো কথা
নানান বারতা
শেষমেশ সার-অসার চলে যায় জাঙ্কে।।

(সোআপ-২৫/৩/১৪)

Monday, March 24, 2014

লিমেরিক: পতাকা-শপথ

আহা পতাকা প্রাণের পতাকা ভালোবাসি বড়ো !
কোথাও কি পাবে শোভিত-পতাকা এমনতরো?
দেশ মাতৃকা সবুজে আঁকা
লালসূর্য মেলে শৌর্য পাখা
শপথ আজ এক হয়ে পতাকা তলে দেশটা গড়ো।

(পতাকা দিবস উপলক্ষ্যে লেখা)


Saturday, March 22, 2014

লিমেরিকঃ পানি

পানির নামতো জীবনই হয়; পান কী করছি  রোজ?
নানা রঙের নাম-লেবেলে চলছে বাজার; রাখছি কি খোঁজ?
পানির নামে জীবনই তো চাই
বিশুদ্ধতার বিকল্পতো নাই
পানির জন্যে যুদ্ধ যখন; পানির সঠিক ব্যবহারে ভোজ।।

পাদটীকাঃ আজ বিশ্ব পানি দিবস

Friday, March 21, 2014

লিমেরিকঃ মৈত্রী

স্বাধীনতা মানে কি আজ স্বাধীনভাবে মিথ্যের কালচার!!
দেশ চেতনা ঠুকরে খাচ্ছে ঘুণপোকা আর ভালচার।।
এসো নূতন শপথ করি
দেশটা স্বপ্ন-সম গড়ি
মৈত্রী হোক কাম্য সবার; সারিয়ে ক্যান্সার, আলসার।।

লিমেরিকঃ স্বাধীনতা হাইটাইম

স্বাধীনতা মানে আজ স্বাধীনভাবে মিথ্যের কালচার করা
শাসন যন্ত্রে শোষন করে অযাচিত টাকার পাহাড় গড়া।
পাবলিক রাইটস ইশতেহারে
সাধারণ থাকেই অন্ধকারে
বয়স এখন অনেক হলো, হাইটাইম টু শুদ্ধ স্রোতে ফেরা।।

Thursday, March 20, 2014

লিমেরিক: হংকং তো কিংকং নয়

হংকং তো আর কিংকং না যে হারতে তাদের মানা
বিশেষ করে বেঙ্গল টাইগার দিচ্ছে যখন হানা।।
টাইগারদের এই জয়টা
উড়িয়ে নেবে ভয়টা
কনগ্রেটস টিম বাংলাদেশ মেলতে হবে ডানা।।
(সোআপ-২০/০৩/১৪)

আমার বাংলাদেশ



আমার দেশের সবুজছায়া
মনে আনে শান্তি
উদার আমার দেশের মানুষ
নেইতো কোনো ভ্রান্তি।


আমার দেশের অপার নদী
মধুর ফল্গুধারা
নায়ের মাঝি গান গেয়ে যায়
পরান পাগল করা।

আমার দেশের পাখপাখালি
রূপ ও কলতানে
ভাব এনে দেয় বাউল মনে
ফুটিয়ে তোলে গানে।

আমার দেশের সুনীল আকাশ
দূর দিগন্তে মেশে
সাগর জলে পা ধুয়ে যায়
পাহাড়টাকে ঘেষে।


আমার দেশের লাল সবুজটা
কী স্নিগ্ধ আবেশ
ধন্য আমি, মুগ্ধ আমি
আমার বাংলাদেশ।।

Wednesday, March 19, 2014

লিমেরিকঃ সিভিক সেবা

দফায় দফায় নানান ছুতোয় বাড়ছে বিদ্যুৎ-দাম
খরচা গুণতে সাধারণের ঝরছে গায়ের ঘাম।
গ্যাসের দামও চড়ার পথে
দ্রব্যমূল্য এ কোন রথে !!
জীবন যাপন নাভিশ্বাসে; সিভিক সেবা এর নাম।
(সোআপ-১৯/০৩/২০১৪)

লিমেরিক : উল্টো চাকা

আম-জনতা এবং নেতা যখন একই সুরে
বাংলাদেশের উন্নতিটা নয়তো মোটেই দূরে।
নেতা মাহাথিরের বাণী
তা সত্য বলেই মানি
দুঃখ, বাংলার এসব কিছুই উলটো চাকায় ঘুরে।।
(সোআপ-১৯/৩/২০১৪)

Tuesday, March 18, 2014

লিমেরিকঃ নেপালের কপাল

টাইগারের সাথে লাগতে এসে নেপাল
বল হারিয়ে, কুল হারিয়ে বড্ড বেহাল।
বুঝেছে টাইগারের কি মানে
আর দুনিয়া আগেই তা জানে
টি২০তে নেপাল! হায় পুড়লো যে কপাল!!

লিমেরিক: হারিয়ে যাওয়া বিমান

কোথায় গেলো, মিলিয়ে গেলো হারিয়ে যাওয়া বিমান
তন্ন তন্ন, হন্য , হন্য পুরো গ্লোবের টেকনোলজি ধীমান।
পিপড়েও ধরা স্যাটেলাইটে
জিপিএসে রুট রয় টাইটে
সবার উপর আছে শক্তি, আহা তাঁর যে কী মান!!!

(সোআপ-১৮/০৩/১৪)

Monday, March 17, 2014

স্বাধীনতা

স্বাধীনতা ভোরের সোনা রোদ
শিশুবেলার হইচই আর আমোদ।

স্বাধীনতা তপ্ত দুপুরে মিঠে বটের ছায়া
কী সুখে ঘুমায় মাটির মানুষ-অপার মায়া।

স্বাধীনতা শত নদী তীরে প্রসন্ন বিকাল
বালুচরে খেলা করা দুরন্ত কিশোরকাল।

স্বাধীনতা সুখ-সাঁঝ বেলায় পাখির গান
কিচিরমিচির আহা কী প্রাণ, কলতান।।

স্বাধীনতা চাঁদের হাসির বাঁধ ভাঙ্গা জোয়ার
পাগল পারা স্নিগ্ধতা যেনো খুলে দেয় দুয়ার।

স্বাধীনতা শস্যের মাঠ; সবুজ অবারিত
গাঁয়ের কৃষক গলা ছেড়ে গায় সুমদিত।

স্বাধীনতা কিশোরের হাতে ইচ্ছেঘুড়ি চিল
আলতা -পা কিশোরীর দুরন্তবেলা অনাবিল।

স্বাধীনতা বৈশাখী ঝড়- হুংকারে আসে
আনে প্রান আফুরান, জরা জীর্ণতা নাশে।

স্বাধীনতা টিনের চালে রিমঝিম অবিরাম বৃষ্টি
পুকুরে সোনা হাঁস জলকেলি করে নন্দ দৃষ্টি।

স্বাধীনতা শরতের কাশবন, নদী তটে সুষমা
ফুলকলি মেলে দল, ইচ্ছে শতদল রূপ কুসুমা।

স্বাধীনতা ঘরে ঘরে হেমন্তের সুখ বারতা
নবান্নের আলো ঝলোমলো করে,কাটে জড়তা।

স্বাধীনতা শীতের শিশির ভেজা  সতেজ ভোর
রূপ্নীল সূর্য খুলে দিয়ে যায় নূতন বাহুডোর।

স্বাধীনতা ফাগুনের আগুন, বাসন্তী অনুরাগ
বাউড়ি মন ইচ্ছে আকাশে মেলে নব পরাগ।

স্বাধীনতা, স্বাধীনতা আহা আমারই স্বাধীনতা
দিয়েছে আমারে সেরা অনুভুতির মাধীনতা।।

(সোআপ- ১৭/৩//১৪)


লিমেরিকঃ আহা শৈশব





আহা শৈশব; সুখময় দূরন্ত দামাল শৈশব
ছিলো যারা খেলার সাথি, তারা কই সব!
কী মধুময় সেই ক্ষণ
ভুলতে কি পারে মন?
বড়োবেলায় কে কোথায় খবর তো নেই সব।।

(সোআপ-১৭/০৩/২০১৪)

লিমেরিক: সহজ মানুষ

অহংকারে পতন আনে - এটা অনিবার্য
মিথ্যেবাদীর ধ্বংস হবে -  তাও নাকি ধার্য!
আজ অহংকারী ক্ষ্যাপাটে
আজ মিথ্যেবাদীও দাপটে
মানুষ, যারা সহজ মানুষ, তারা আজ অকার্য।।

(সোআপ ১৭/০৩/২০১৪)

Sunday, March 16, 2014

লিমেরিক : অপবিত্র সফলতা

অপবিত্র সফলতার বোঝা বইতে পারে কজন
সুখের অনুসংগ হলেও; আছে আযাচিত ওজন।
সফলতা কর্মে সিদ্ধ
পবিত্রতা ধর্মে হৃদ্য
পবিত্র সফলতার তরে  করে যাও ভজন।।

(সোআপ ১৬/০৩/২০১৪)

লিমেরিকঃ আফগান কপোকাত




টাইগারের হুংকারে আফগানীরা কপোকাত
বাঁচাও বাঁচাও কেঁদে বেচারা অকালে জীবনপাত
আহারে আফগান
এক্কেরে অফ যান
টগ টগবগে টাইগারের নিশ্বাসে অগ্নিপাত।।

(সোআপ-১৬/০৩/২০১৪)

কাব্যের জন্মদিনে





জন্মদিনে কাব্য ??
একটুখানি ভাববো।
শোনো কাব্য শোনো
স্বপ্নের জাল বুনো।

হতে হবে বড়ো
আকাশ যদি ধরো।
পড়ালেখা করে
সত্যটাকে ধরে।

যাও এগিয়ে তবে
আল্লাহ সহায় রবে।
ক্লান্তি যদি আসে
নয়ন যদি ভাসে।

ভেবো সামনে আলো
রৌদ্র ঝলোমলো।
ভয় নেইতো জেনো
নিয়মটুকু মেনো।

আকাশ তোমার নীড়
তুমি মস্ত বীর।

(সোআপ-১৬/৩/২০১৪০)





লিমেরিকঃ মনন



চোখ বুজলেই দেখি যাকে, ভুলতে বলো তাকে(!)
প্রাণের স্পন্দন না নিয়েই টানো খাঁচাটাকে।।
যে আছে এ হৃদে
ভুলা তাকে সিধে!!
শরীর তাকে রাখুক দূরে, মনন তাকে ডাকে।।

(সোআপ- ১৬/০৩।১৪)

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়