Thursday, March 20, 2014

আমার বাংলাদেশ



আমার দেশের সবুজছায়া
মনে আনে শান্তি
উদার আমার দেশের মানুষ
নেইতো কোনো ভ্রান্তি।


আমার দেশের অপার নদী
মধুর ফল্গুধারা
নায়ের মাঝি গান গেয়ে যায়
পরান পাগল করা।

আমার দেশের পাখপাখালি
রূপ ও কলতানে
ভাব এনে দেয় বাউল মনে
ফুটিয়ে তোলে গানে।

আমার দেশের সুনীল আকাশ
দূর দিগন্তে মেশে
সাগর জলে পা ধুয়ে যায়
পাহাড়টাকে ঘেষে।


আমার দেশের লাল সবুজটা
কী স্নিগ্ধ আবেশ
ধন্য আমি, মুগ্ধ আমি
আমার বাংলাদেশ।।

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়