Saturday, March 15, 2014

মশা থেকে বাঁচতে

এক লোক সে যে
মশা থেকে বাঁচতে
বাজার থেকে
আনলো কিনে কাস্তে।

কাস্তে দিয়ে
যায় কি মশা মারা?
লোকটা তবু
করলো অনেক তাড়া।

ভয় পেয়েছে
এমন ভেবে লোকটা
পড়লো শুয়ে
ফুলিয়ে তার বুকটা।

খানিক পরে
মশার সারেগামা
কানের কাছে
এ কোন জ্বালা ওমা!!

লোকটা তখন
আস্তে করে বসে
কাস্তে দিয়ে
মারলো যে কোপ কসে।

কোপের চোটে
বালিশ তখন ভেস্তে
মশা তবু
দেবে না সে ঘেঁষতে।।

(আগের লেখা থেকে)


No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়