Friday, March 7, 2014

বিষন্নতা


সব ছাপিয়ে বিষন্নতা
ধরছে গলা চেপে
সুখ পাখি টা হারিয়ে ডানা
উঠছে কেঁপে কেঁপে ।

মনের বাড়ি
অন্ধকারে ডুবে
চাঁদের বাতি
জ্যোৎস্না দেবে কবে!

আমার যে, সে
ভাবছে কি আর আমায়
হৃদয় গলছে
অচল কোনো তামায়।

কস্টগুলোন
যায় যে নেড়ে কড়া
ভেতর বাড়ির
চায় অধিকার ত্বরা।

এমন করেই
কাল কি যাবে বয়ে!!
বিষন্নতার
থাবা মাথায় নিয়ে!!

<<২০১৪০৪০৯>>






No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়