Friday, March 7, 2014

লিমেরিকগুচ্ছ

লিমেরিক ০১/১৪ ঃ বেগ ও আবেগ

'বেগ' পেয়েছে জীবন অনেক, চলার পথে তার,
হারিয়ে 'আবেগ' যন্ত্র-সম, সময় পারাপার ।
অনুডুতি ভোঁতা ভীষণ
নাড়াচাড়ায় ভিশন-মিশন
স্বপ্নরা সব লোহিত বরণ, ধারে কারো ধার।।

(১৯/০২/২০১৪)



লিমেরিক ০২/১৪ ঃ সত্য-মিথ্যা

সত্য মিথ্যার কি যে খেলা চলে !
দায়তো বুঝা কে যে সত্য বলে ।
মিথ্যে বলেই যেনো তৃপ্তি
মিথ্যেবাদীর মুখেই দীপ্তি
সত্য মিথ্যার যাচাই তবে কলে??
(বিঃদ্রঃ কল=মেশিন)
(১৯/০২/২০১৪)



লিমেরিক ০৩/১৪ ঃ বছরজুড়ে ভালোবাসা
(একুশের লিমেরিক)

ভাষার প্রতি ভালোবাসা উথলে পড়ে একুশ এলে,
বাংলা নামের হৃদ্য-পাখি রূপ ও রঙ্গিন পাখনা মেলে।
বর্ণমালার গান গেয়ে যায় 'দৈনিক'
বর্ষ-কদরে (!) সিক্ত ভাষা সৈনিক ,
ধন্য হতাম বছর জুড়ে এমন ভালোবাসা পেলে ।।
(২০/০২/২০১৪)

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়