Monday, March 10, 2014

ঘাসফুলের ইচ্ছেমৃত্যু

নীলটিপ ঘাসফুলটি গড়েছিলো
বসত জানালার ধার ঘেঁষে। নীলা
হোতে পারতো নাম তার স্বার্থকতায়।
আঙ্গুলের ডগা চুমে প্রিয় বসতি ছেড়ে
পাখি-স্বভাব ঘাসফুলটি জড়ায়
সান্নিধ্য আমার। অবলীলায় আলিঙ্গনে
হাঁটি আমি রেললাইনের সমান্তরালে।
করি খেলাচ্ছলে এ পাটি ও পাটি
আচমকা দানবীয় ট্রেন............
পাখি-ঘাসফুল; নীল-টিপ ঘাসফুল
অগ্রাহ্য করে আলিঙ্গন আমার
পড়ে ঝাঁপিয়ে......আহা!!!
আহা ঘাসফুল!! আহা স্পর্শ তোমার!!

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়