Thursday, January 25, 2018

অণু

ভাড়া নিয়ে তাড়া কেনো
বিলিয়ে যাও আলো,
দেওয়ার মাঝেই সুখ নিহিত
মেলে মনের পালও।

Tuesday, January 23, 2018

অণু

ইচ্ছে পাখি দিচ্ছে ফাঁকি
নিজেই নিজের মনকে,
হচ্ছেটা কী কিচ্ছেটা কী
চিনছে নাতো ধনকে।
#অণুঅনুভব
২০১৮০১২৩/০৭১৩

Thursday, January 18, 2018

কানেকশন

আমার লেখায় কমেন্ট সেতো
খুব কদাচিৎ জোটে,
হাতে গনা লাইক সেওতো
দুচার খানা মোটে।

লাইকের জন্য নয়তো লেখা
মানের প্রশ্ন বড়ো,
মন তবু লাইক যেচে যে যায়
তাকেই বড়ো ধরো!

কানেকশন সে বড়ো ম্যালা
মিছেই খোঁজো ও মান!
"অসাধারণ' 'দারুণ' 'ভালো'
বেশির ভাগই তা ভাণ।
~
২০১৮০১১৮/১৪৪৫

Wednesday, January 17, 2018

তোমার জন্য

উম জড়ানো শীতের সকাল
ঘুম জড়ানো রাত,
চুম জড়ানো চোখের আদর
হিম জড়ানো হাত।

রোদ ছড়ানো মধ্যদুপুর
বোধ ছড়ানো সাঁঝ,
শোধ ছড়ানো মনের ছায়া
হৃদ ড়ানো ভাঁজ।

সবই তোমার জন্য
উজাড় দিতে হন্য।
~
২০১৮০১১৭/২১২৯

বাবুই এর জন্য ভালোবাসা


----------------------------------------
হৃদয় গভীরে ছিলে উম জড়ানো আদরে
কি এমন প্রলোভনে মায়া ছেড়ে গেলে,
এর বেশি ভালোবাসা পেয়েছো কি তবে?
হারানোর ব্যথা তুমি একদিন পাবে।
গভীর মমতা নিয়ে বেঁধে ছিলে বাসা
দিয়ে ছিলে না চাওয়া কত কত ভাষা
খুব ধীরে কাছে এসে হুট করে গেলে
এমন স্বভাব তুমি বল কবে পেলে?
আসো যদি একদিন ফিরে এই নীড়ে 
অবুঝ মনের টান রবে তবু ঘিরে
শিল্পীত পাখি তুমি ছোট্ট বাবুই
ভালোবাসি খুব বেশি স্বপনেতে ছুঁই।
#সুরাইয়া সাথী।

Friday, January 12, 2018

পেন্সিল আড্ডা

পেন্সিলের ওই আড্ডাবাড়ি
দীপনপুরের কুঞ্জে,
গিয়ে হলো বোধের উদয়
তাদের ম্যালা গুণ যে।

কেউবা ছড়ায় জ্ঞানের আলো
কথা কিবা ছবিতে,
সেলফি এবং গল্পবিকেল
লেখক শিল্পী কবিতে।

গ্রাফাইট গুঞ্জন কিচিমিচি
হাসির নানান ছন্দ,
পেন্সিল আড্ডা তাই পুরোটাই
'গুণ' প্রতিটি রন্ধ্র।
~
[বাসে বসে লিখা]

Thursday, January 11, 2018

অণু

দ্বিধার ধাঁধা
যাক কেটে,
ভালোবাসা
থাক সেঁটে।

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়