Thursday, October 31, 2019

সুখ দুঃখ




দুঃখগুলো যায় না ছেড়ে
খাবার রসদ না পেয়েও,
সুখগুলো সব উড়ুউড়ু 
আদর সোহাগ তা পেয়েও।
#অণুঅনুভব 
#পরানেরকথা

অসাধু সাধুবাবা



সাধু সাজা সহজ বটে 
সাধু হওয়া শক্ত কাজ,
অসাধু সব সাধুবাবার
লক্ষ কোটি ভক্ত আজ।
#পরানেরকথা  
[২০১৬০৪২৮/১৭২২]

মন খারাপি



বন্ধুরে তোর 'মন-খারাপি'
যায় আমাকেও ছুঁয়ে,
অপূর্ব এক স্নিগ্ধ আবেশ
এক মন থাকে দুইয়ে।
#অণুঅনুভব 
#পরানেরকথা

মধ্যবিত্ত



মধ্যবিত্ত বেঁচে থাকে
আষ্টে-পৃষ্ঠে শৃঙ্খলে,
অগ্নিপরীক্ষা যে রোজই
নিত্যনতুন ভিন কলে।
~
#অণুঅনুভব 
#পরানেরকথা 

Wednesday, October 30, 2019

মন দিয়ে মন



মন দিয়ে তো মন ছুঁয়েছি 
শরীর সেথায় গৌণ,
অনুভবেই কাছে আসা
দূরত্বটা মৌন।
#পরানেরকথা
#অণুঅনুভব

নিজের সাথে কথা



নিজের সাথে খানিক কথা
বলছি কি রোজ আমি?
বোধ বিবেকের কঠিন রণে
এই সময়টা দামি।
#পরানেরকথা 
#অণুঅনুভব

চিত্ত বৃত্ত



চিত্ত ঘেরা বৃত্তটাকে
যখন করো প্রসার,
সবই ঠেকে প্রসন্ন যে
রয় না কিছু অসার।
#পরানেরকথা 
#অণুঅনুভব

ভাঁড়



ভাঁড়ের সংখ্যা যাচ্ছে বেড়ে
ক্রমেই দেশে দেশে,
দিচ্ছে দেখা হচ্ছে বরণ
নানান রূপ ও বেশে।
#অণুঅনুভব 
#পরানেরকথা

Tuesday, October 29, 2019

ভালো থাকিস


ভালো থাকিস বন্ধুরে তুই
সকাল কিবা সাঁঝে,
ভালোবাসার আলো থাকুক
প্রতিক্ষণের ভাঁজে।
#পরানেরকথা 
#অণুঅনুভব

কল্পলোক



কল্পলোকে বসত যে তার
গল্পগুলো দ্বিত্ব,
কথার মালা গাথায় ভরে
অপার সুখে চিত্ত।
#পরানেরকথা 
#অণুঅনুভব

সুখের বন



আমরা দুইয়ে ধী-বোধ ছুঁয়ে
করছি সুখের বপন,
কষ্ট নেশে আলোক বেশে
অরূপ রতন স্বপন।
#পরানেরকথা
#অণুঅনুভব

Monday, October 28, 2019

কষ্ট



কষ্ট আমায় আপন ভাবে
ছেড়ে আমায় চায় না যেতে,
ভালোবেসে(!)আমিও বেশ 
কষ্ট নিয়েই থাকি মেতে।
#অণুঅনুভব 
#পরানেরকথা

ডেকে যাই



ডেকে তারে পাইনে সাড়া
যাই যে তবু ডেকেই,
আড়াল থেকে মুচকি হেসে
শান্ত সে তা দেখেই!
#পরানেরকথা 

Sunday, October 27, 2019

বয়স




প্রতি পদে দমেদমে
যায় যে কেবল বয়স কমে,
তা' বলে কি জীবন গড়ায়
মানুষ কভু যাবে দমে?
#অণুঅনুভব 
#পরানেরকথা

বৃত্ত


বৃত্ত

একই বৃত্ত, ভিন্ন রেখা
চলতে হাতছানি দেখা,
সমান্তরাল যাত্রাপথে 
স্ব-স্ব জ্যা-এ নামটি লেখা।
#অণুঅনুভব 
#পরানেরকথা

আলোর ফেরিওয়ালা



আলো হাতে চলছো তো বেশ
হৃদয় অন্ধকার,
ক্যামন মুক্তি-ফেরি করো
রেখে বন্ধ দ্বার!
~
#অণুঅনুভব

জ্বর



জ্বরে তোমার গা পুড়ে যায়
আমার পরান পোড়ে,
দেহ ও প্রাণ একই সুতোয় 
কাছে কিবা দূরে।
#অণুঅনুভব 
#পরানেরকথা

সিরিয়াল



অতোশতো সিরিয়াল
দিচ্ছে মোটে কী রিয়াল?
হিংসা দ্বেষ
চলছে বেশ!
আসুন ফিরে, বী রিয়াল।
-
#পরানেরকথা

শেষ পাতা



'শেষ' বলাতেই যায় না হয়ে
গল্পটুকুন শেষ, 
শেষের পাতায় হয় জোরালো
প্রথম পাতার রেশ!
~
#অণুঅনুভব
#পরানেরকথা 

Saturday, October 26, 2019

তোর শহরে


তোর শহরে

বন্ধুরে তুই কেমন থাকিস
মন খারাপের প্রহরে,
দেখতে আমি যাবোই জানিস
তোর বসতির শহরে।
#অণুঅনুভব
#পরানেরকথা

বৃষ্টিভেজা সন্ধ্যা


বৃষ্টি ভেজা সাঁঝবেলাটা
মন খারাপের সঙ্গী হয়,
আবার তা সে ভালোবাসায়
খুব আদুরে ঢঙি হয়।
#অণুঅনুভব 
#পরানেরকথা

কথার পাখি



কথার পাখি কয় না কথা
জানিনে তার কী যে ব্যথা!
ফোটে না আর কথার কলি
বাঁচবে পরান কীসে যথা!
#অণুঅনুভব 
#পরানেরকথা

মন পরান



মন পরানের আলাপনে
বিক্ষত হয় দুজনেই,
কাটুক না কাল মন পরানের
কুহু এবং কুজনেই।
#পরানেরকথা 
#অণুঅনুভব

বৃষ্টি ভেজা রাতি


বৃষ্টি ভেজা রাত

ভারি বাতাস, বৃষ্টি ভেজা রাতি
হয়ে থাকে কারো মৌন সাথী,
হৃদয় পাখি মন বাড়িয়ে শুধু
জ্বেলে রাখে স্নিগ্ধ কোমল বাতি।
#অণুঅনুভব 
#পরানেরকথা

Friday, October 25, 2019

অবাস্তব




অবাস্তব সেই সত্যিগুলো
ছুঁয়ে দেখতে চায় যে মন,
মনের ঘরে, তুমুল ঝড়ে
ওদের সাথে আলাপন।
#অণুঅনুভব 
#পরানেরকথা

কষ্ট


কষ্ট

কষ্টগুলোন সাজিয়ে রাখি থরেথরে
রতন ভেবে যতন করে মনের ঘরে
তারাই আমায় জীবন শেখায়
চলতে পথে নানান মতে সত্য স্বরে।
#অণুঅনুভব 
#পরানেরকথা

উদ্ধত


উদ্ধত নত পরানের কথা

অধিক জেনে রয় নত মন
অল্প জেনে উদ্ধত!
অহংকার বা কৃতজ্ঞতা 
অনুষঙ্গ বোধগত।
#অণুঅনুভব 
#পরানেরকথা

মনের নদী




অভিমানে মনের নদী 
আছে যে গাল ফুলিয়ে, 
আদর পেলেই আবার তো সে
চলবে বেণি দুলিয়ে।
#অণুঅনুভব 
#পরানেরকথা

প্রত্যাশা



প্রত্যাশার ভার বয়ে চলে
জীবনের ভোর,
সায়াহ্নে এসে ঠেকে ভুল
কাটে না ঘোর।
#অণুঅনুভব 
#পরানেরকথা

জীবন


জীবন

শূন্য থেকেই জীবন শুরু 
শূন্যে গিয়েই সারা,
মাঝখানে তার বোধ অবোধে 
মিছেই আত্মহারা। 
#পরানেরকথা 
#অণুঅনুভব

Thursday, October 24, 2019

জীবন


জীবন

জীবন কি এক নদীর সমান
নাকি জীবন দীর্ঘতর!
যায় কি বোঝা জীবন-দৈর্ঘ্য
মেপে শুধু শির গতর?
~
#অণুঅনুভব
#পরানেরকথা 

মানব-মন


মানব মন

মানব মনের জটিল ক্রিয়া
কেউ বোঝে না পুরো,
সময় যাকে 'শেষ' বলে দেয়
মন বলে 'এ শুরু'।
#পরানেরকথা 
#অণুঅনুভব

মৌঠোঁটে



মৌ-ঠোঁটে ওই মৌটুসিটা
যেই না ওঠে ডেকে,
পরানপাখি যায় যে ছোটে
সকল কর্ম রেখে। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

Wednesday, October 23, 2019

মৌটুসী


ময়না, তোতা, বাবুই, মৌটুসী

কখনো সে ময়না তোতা
আর কখনো মুনিয়া,
মৌটুসী আর বাবুই হয়ে
যায় সে স্বপন বুনিয়া। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

ব্রেক-আপ


ব্রেকআপ

শুরুর দিকে ভালোবাসায়
দুজন থাকে উন্মাতাল, 
'ব্রেকআপে' সার গালাগালি 
মেজাজ তাদের খুন-মাতাল।
#অণুঅনুভব 
#পরানেরকথা

মনের কথা



নদীর গতি নিরবধি 
থাকুক মনোঃপথে,
মনের কথাই মন বলে যায়
প্রকাশ নানান মতে।
#অণুঅনুভব 
#পরানেরকথা

Tuesday, October 22, 2019

বিশ্বাস


বিশ্বাস | পরানের কথা

বিশ্বাসে পড়লে আঁচড় 
সে দাগ তো আর যায় না,
মিছেই তখন অভিনয় 
সুখে থাকার বায়না।
#পরানেরকথা 
#অণুঅনুভব

তুমিবিহীন


তুমিহীন

তুমিবিহীন চাই না আমি
একটি দিনও ধরায়,
তোমাকে চাই, তাই যেনো পাই
প্লাবনে বা খরায়। 
#পরানেরকথা
#অণুঅনুভব

ভুলে যাবে


ভুলে যাবে | পরানের কথা

ভুলে যাবে বলতে নেই
বিশ্বাসগুলো দলতে নাই
ভাবনা কিংবা অনুভবে
মন দহনে জ্বলতে নেই। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

Monday, October 21, 2019

ঘোর


হয়তো মনে ঘোর ছিলো
কথায় কিছু জোর ছিলো
কেউ জানে না সেথায় কি হায়
নিশীথ কিবা ভোর ছিলো!

স্নিগ্ধ মন


স্নিগ্ধ মন | পরানের কথা

কাঁকন তোমার রিনিকঝিনিক 
স্নিগ্ধ তোমার মন,
অভিমানের সৌম্য আলোয়
যাক না কেটে ক্ষণ। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

মনের মনে


মনের মনে | পরানের কথা
মনের কোণে নয় রে মণি
থাকিস যে তুই মনের মনে,
মনের টানে প্রাণে মনে
হয় যে কথা সঙ্গোপনে। 
#পরানেরকথা
#অণুঅনুভব

মনের কোণে


মনের কোণে | পরানের কথা

মনের কোণে স্মৃতি থাকে
কথা ও উদ্ধৃতি থাকে
শূন্য নাকি পূর্ণতা তা
সে সব পরিমিতি থাকে। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

তখন ও এখন


তখন ও একজন | পরানের কথা

আবেগ ছিলো তখন তোমার বাঁধানহারা
এখন বিবেচনা হিসাব-নিকাশ,
তখন ছিলো ভালোবাসাই সবচে' বড়
এখন হলো বেড়ে উঠা বিকাশ।
#অণুঅনুভব 
#পরানেরকথা

Sunday, October 20, 2019

মায়া


পরানের কথা | মায়া

মায়ায় গড়া এই পৃথিবী 
মায়ায় মানব জাতি,
মায়ার ছায়া জড়িয়ে থাক
দিবা এবং রাতি।
#পরানেরকথা
#অণুঅনুভব

কেউ না


পরানের কথা

আমায় কেনো রাখবি মনে
আমি তো তোর "কেউ না" ছিলেম,
দীঘির জলের ফোঁটা আমি
হৃদ-সাগরের "ঢেউ না" ছিলেম।
#অণুঅনুভব 
#পরানেরকথা

যুদ্ধ ও শান্তি


আছে এখন যুদ্ধ বেঁচে
'শান্তি' পাইনে সময় সেঁচে,
ক্রুদ্ধ যুদ্ধ দামামাতে
মানুষ যে যায় শান্তি যেচে।
#অণুঅনুভব
#পরানেরকথা

সান্ত্বনা



আমার দুঃখে সান্ত্বনা
তাকি কেবল ভ্রান্ত না?
আমার একা আঁধারযাপন 
সেটা তো কেউ জানতো না।
#পরানেরকথা 
#অণুঅনুভব

লাল কেনো রে?


পরানের কথা | চোখ লাল কেনো

সবাই দ্যাখে ভালো
"দুচোখ অমন লাল কেনো রে"
কে বন্ধু শুধালো? 

আঘাত ও আদর


পরানের কথা | আঘাত ও আদর

আঘাতটুকু রাখলি মনে
আদরগুলো ডাস্টবিনে!
মানুষ দেখি প্রেম পুজে না
ঘৃণার পাহাড় জাস্ট চিনে। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়