Wednesday, August 29, 2018

সময় সম্পাদনা


সময় সম্পাদনায়
আমি কিঞ্চিৎ সেকেলে।
আমায় ছুঁয়ে থাকে-
আদর্শলিপি
ইংলিশ ফর টুডে
এসো নিজে করি
সমস্বর জাতীয় সংগীত
আর শাসন ভালোবাসার হাকিম স্যার।
কিছুতেই ছাড়ে না আমায়-
অবুঝ সবুজে মোড়ানো আমার গাঁ
লাউতি খাল
ক্ষীরু নদী
নোলকজবা সকাল
গন্ধরাজ দুপুর
গজারিবনের মনকাঁটা বিকেল
হাসনোহেনা সোনাসন্ধ্যে
আর নিজস্ব গভীরতায় অকালপক্ক রাত।
আমি ক্রমাগত অপেক্ষা থাকি
সেই হীরককালের
আমি কিছু হাহাহার দেখি শুধু।
সময় সম্পাদনায়
আমি বড্ড সেকেলে
আহা!
~
#অণুঅনুভব
2017

Saturday, August 25, 2018

অভিমান নয়

কেমন আছি জানতে চেও না,
ব্লাড প্রেশারটা কি আজও ফ্ল্যাকচুয়েট করেছে কিনা
জানতে চেও না আর।
সকালের ওষুধটা খেতে ভুলে গেছি কিনা
জিজ্ঞেস করো না আর।
বিকেল হাঁটতে বেরিয়েছিলাম নাকি
ঘর অন্ধকার করে শুয়ে কাটিয়েছি
প্রশ্ন করো না আর।

কালের অমোঘ রন্ধ্রে নাক ডুবিয়ে
আমি কিসের যেনো ডাক শুনতে পেয়েছি
এসব পার্থিব অনুসঙ্গ তাই বড্ড অপ্রয়োজনীয় ঠেকছে আজ।
ওপারে অভিমানের সুযোগ নেই।
~
২০১৮০৮২৫/২০১৭

Saturday, August 18, 2018

মৃত্যু চুম্বন

বৃষ্টিহীন মেঘের মন কি কেউ বুঝতে পারে?
আকাশের বিশালতাকে তন্নতন্ন করেও
যে মেঘ পায় না বৃষ্টির দেখা
তার হৃদয়ের ক্ষত
দেখে না বৃষ্টি
দেখে না আকাশ!

বৃষ্টিতেই মেঘের মৃত্যু জেনেও
আজন্ম বৃষ্টির জন্যই পাগল বাউরি মেঘ
বৃষ্টির সলাজ জলাভূম বুকে
মুখ লুকোনোই মেঘের আরাধ্য।

বৃষ্টিহীন মেঘ চায় না তার পরিযায়ী জীবন
ভালোবাসাহীন উড়ুক্কু দিন,
টানে না হৃদয় মেঘের।

বৃষ্টিকে অজর চুম্বনের মাঝেই তাই
মৃত্যু মেঘের।
আহা,  মরণ!
প্রেমময় বাসরে মৃত্যু চুম্বন আহা!
~
২০১৮০৮১৮/০৮৫২

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়