Saturday, August 18, 2018

মৃত্যু চুম্বন

বৃষ্টিহীন মেঘের মন কি কেউ বুঝতে পারে?
আকাশের বিশালতাকে তন্নতন্ন করেও
যে মেঘ পায় না বৃষ্টির দেখা
তার হৃদয়ের ক্ষত
দেখে না বৃষ্টি
দেখে না আকাশ!

বৃষ্টিতেই মেঘের মৃত্যু জেনেও
আজন্ম বৃষ্টির জন্যই পাগল বাউরি মেঘ
বৃষ্টির সলাজ জলাভূম বুকে
মুখ লুকোনোই মেঘের আরাধ্য।

বৃষ্টিহীন মেঘ চায় না তার পরিযায়ী জীবন
ভালোবাসাহীন উড়ুক্কু দিন,
টানে না হৃদয় মেঘের।

বৃষ্টিকে অজর চুম্বনের মাঝেই তাই
মৃত্যু মেঘের।
আহা,  মরণ!
প্রেমময় বাসরে মৃত্যু চুম্বন আহা!
~
২০১৮০৮১৮/০৮৫২

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়