Tuesday, September 29, 2015

My Fancy Kite

My thoughts- Not my cage-bird
They wanna fly,
To and fro round the clock
Heart’s yard ply.

My thoughts – my imagery
They be the phoenix,
I know them sometimes
At times come enix.

My thoughts- my realm
Dwell in me right,
They are my bluebirds

My fancy kite.

-
২৯.৯.১৫

পরানের কথা ০৪৯

ভাঁড়ে ভারাক্রান্ত সময়
হাসির ছন্দ ভ্রমে,
আঁধার নামে ফিকে আলোয়
কষ্ট সহজ দমে। 
-
২৭.৯.১৫

অণু অনুভব

আমি কারো কবিতায় থাকি না
আমি গড়ি জীবনের বাতিঘর
বিপন্ন আস্বাদে।

পরানের কথা ০৪৮

কেউ কি দ্যাখে ভেতর বাড়ি
জানতে পারে মন? 
দৃষ্টি সবার অবয়বে
দৃশ্যে অনুক্ষণ। 

পরানের কথা ০৪৭

এমন সময়ধারা
নিঃশব্দ কলরবে
স্মার্টফোনে বুদ সবে 
মিছেয় পাগলপারা |

Saturday, September 26, 2015

পরানের কথা ০৪৬

কোরবানী ও কোরবানী!!
সুনাম এবং টাকার খেলা
ওটাই যাচ্ছে দেখা ম্যালা
মর্মকথা দূর বাণী!!
-
24.9.15

পরানের কথা ০৪৫

কাজে তো আর হয় না ফল আজ
কথায় ভিজে চিড়ে,
'নিষ্ঠা' বন্দি অসার-গৃহে
নাচন 'মেকি' ঘিরে।
=
22.9.15

অণু

এমন তোমার আঁধার
আঁতিপাঁতি খুঁজেফিরে
পাইনে কিছু বাঁধার।
-
২০/৯/১৫

পরানের কথা ০৪৪

জেনে বুঝে দিনে দিনে
হয় যে গুরু নত,
না জেনে বা কিয়ৎ জেনে
নবীন দুর্বিনীত।
-
20.9.15

Saturday, September 19, 2015

পরানের কথা ০৪৩

আমি কি হায় চিনি আমায়!
ভেতর এবং বাহির,
কলুষ তো খোলসে থাকে 
শুদ্ধটুকুই জাহির!! 
-
১৯/৯/১৫

Thursday, September 17, 2015

পরানের কথা ০৪২

দেখো শুধু লেবাস!
দেখো কভু ভেতর ঘরে?
নীরব কিবা সরব স্বরে
নিত্য করে যে বাস!! 

Thursday, September 10, 2015

অণু-অনুভবঃ আক্ষেপ

চিত্তহীন এক বৃত্ত ঘিরে
তোমার দ্বিত্ব খেয়াল,
স্বপ্ন-সাঁকো গুঁড়িয়ে হায়
তুলছো কাঁটার দেয়াল।
‪#‎আক্ষেপ‬

অণূ-অনুভবঃ নখদর্পণ

আমার বৃত্তে আমার সুখ থাকে না
গৃহকোণে দুঃখটুকুন নখাগ্রে রচে নীড়
নখদর্পণে তাই দুঃখেরই প্রতিচ্ছবি...

অণু-অনুভব (প্রশ্ন)

ট্রিকস এবং পলিটিকসে 
তুমি বেজায় ভালো
জানো তোমার ভেতরবাড়ি
কয়লা-সম কালো?

Friday, September 4, 2015

দহন

মনের ভেতর বন্দি ব্যথা
ছাইচাপা তার দহন,
কেউ দেখে না বাইরে থেকে
সঙ্গোপনে বহন।

বিষের যাতন মন পোড়ে খায়
যায় না তো তা কহন,
চাঁদের আলো যায় না দেখা
সঙ্গী থাকে গ্রহণ।

কৃষ্ণ-সময় জীবন খুঁড়ে
দুঃখবেদী গহন,
মর্ম-ছেঁড়া অনল জ্বলে
চোখ বুজে তা সহন।
-
সো আ প
০৪/৯/১৫






Wednesday, September 2, 2015

পরানের কথা ০৪১



বৃষ্টিটাই কি সৃষ্টিছাড়া
ব্যবস্থা কি নয়?
বৃষ্টি হলেই বিশ্বজুড়ে
এমনটি কি হয়!!

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়