Saturday, January 30, 2016

অণু

অভিমানে কয় না কথা
বলা হয়না সরি
অভিনয় নয় অভিমানই

ভালোবাসার কড়ি।

Friday, January 29, 2016

লিমেরিকঃ ফুয়েল ছাড়া ফাইল নড়ে না


ফুয়েল ছাড়া ফাইল নড়ে না পড়ে থাকে টেবিলে
কর্তা এবং কেরানিগণ সাইন করেন না সে বিলে
ফুয়েল রূপে ঘুষ
জোগায় কাজে জুস

সময় এবং সমাজটাকে পেয়েছে যে ডেবিলে।
-
২০১৬০১২৯
ছবি ও খরর সোর্সঃ বাংলাদেশ প্রতিদিন

তোমার আদর ভালোবাসা

তুমি ভালোবাসলে আমার
ঝলোমলো ভোর,
তুমি কাছে আসলে আমার
ভালোবাসার ঘোর।

তুমি ছুঁয়ে দিলে আমার
রক্ত হয় অধীর,
তুমি পাশে থাকলে আমি
বিশ্বজয়ী বীর।

তোমার বুকের উমে আমি
যাই গলে যাই শেষ,
তোমার আদর ভালোবাসা
বিমূর্ত এক রেশ। 
-
২০১৬০১২৯



Sunday, January 24, 2016

অণু অনুভব

দুঃখের কথায় লাইক মেরে যায়
বন্ধু আমার ফেসবুকে,
কমেন্ট থেকে থাকে দূরে
হয় সুখী আমার দুঃখে!!

Saturday, January 16, 2016

পরানেরকথা‬ ০৬৫

ভূমিকম্পে কাঁপে ধরা
মন কি কাঁপে মোটে?
নানান ছলে চতুর সে মন
ধান্ধা পিছেই ছোটে।
‪#‎পরানেরকথা‬
২০১৬০১০৪

পরানেরকথা‬ ০৬৪

কবিদেরও সনদ লাগে
সেরা কবির তকমা চাই,
মেকআপ গেটাপ নজরকাড়া
উত্তরীয়ও যেনো পাই!!
-
‪#‎পরানেরকথা‬
২০১৬০১০৭

পরানেরকথা‬ ০৬৩

কষ্ট পেয়ে দুঃখ পেয়ে
হোস নে হতাশ মন আমার,
নিগৃহকে শক্তি করা
এটাই এখন পণ আমার্।
‪#‎পরানেরকথা‬
২০১৬০১০৯

#পরানেরকথা‬ ০৬২

মায়া নাকি মিছে মায়ায়
যাই জড়িয়ে রোজ,
সময় তটে হাতড়ে বেড়ায়
মন পাখি অবুঝ।
‪#‎পরানেরকথা‬
২০১৬০১১৪

পরানেরকথা‬ ৬১


আমি কি হায় চিনি আমায়!
ভেতর এবং বাহির,
কলুষ তো খোলসে থাকে
শুদ্ধটুকুই জাহির!!
‪#‎পরানেরকথা‬
১৯/৯/১৫

Saturday, January 9, 2016

‎পরানেরকথা‬ ৬০

হৃদয়পাতা কান্না-ভেজা
বেহাগ কিবা ভৈরবী,
বেশ তো আছিস দূরের আকাশ
কথা ছিলো সই রবি।
‪#‎পরানেরকথা‬
২০১৬০১০৯

পরানেরকথা‬ ৫৯

কষ্ট পেয়ে দুঃখ পেয়ে
হোস নে হতাশ মন আমার,
নিগৃহকে শক্তি করা
এটাই এখন পণ আমার্।
‪#‎পরানেরকথা‬
২০১৬০১০৯

অণু অনুভবঃ মেমোরি

~আজ কোনো স্মৃতি নেই
ধৃতি উদ্ধৃতি নেই
স্মৃতিহীন এই দিনে
কষ্ট বা গীতি নেই ~
‪#‎FBmemory‬

বিবর্তনে 'পিক'


(১)~ পিক ~ বলতে পানের পিক-কেই বুঝাতো- এই ফেবুকা (ফেসবুক কালচার) আসার আগে। অনেক জায়গায় লিখাও থাকতোঃ "এইখানে পানের পিক ফেলিবেন না।"
(২) অভিধান কী বলে? - [[পিক [pika] বি. 1 চিবানো পানের রস; 2 থুতু।]]
(৩) আর এখন "পিক" এর মানে ভিন্ন; ইংরেজি "পিকচার" ফেবুকাতে "পিক" হয়ে গেছে। এমনকি পিক-এর আসল অর্থ আজকের ফেবুপ্র (ফেসবুক প্রজন্ম) জানতেও পারবে না।
(৪) মজার ব্যাপারঃ ছবিতে মন্তব্য আসতে দেখা যায়ঃ "দারুণ পিক" "সুন্দর পিক" আরো এখানে প্রকাশ অযোগ্য বিশেষণ। কিন্তু মন্তব্য যাই হোক, সাথে পিক শব্দটি থাকবে। ~~~ এটা খুবই ভালো; কারণ যার পিক সে তো আর অরিজিনাল পিক দিচ্ছে না। বেশির ভাগ ক্ষেত্রেই "এডিট" খপ্পরে পড়ে তা ব্যক্তির প্রতিচ্ছবিকে পেছেনে ছুঁড়ে ফেলে কেবলই "পিক" এ রূপ নেয়!!
(৫) হায় পিক!!!
‪#‎অণুঅনুভব‬
২০১৬০১০৮

Thursday, January 7, 2016

অণু অনুভবঃ ভালোলাগা ভুল




ভালোলাগা ভুলগুলোও তো ফেলনা নয়
অনুভূতির যে নির্যাস তা খেলনা নয়। 

০৭/০১/২০১৬ 

Monday, January 4, 2016

পরানেরকথা ৫৮



ভূমিকম্পে কাঁপে ধরা
মন কি কাঁপে মোটে?
নানান ছলে চতুর সে মন
ধান্ধা পিছেই ছোটে।
‪#‎পরানেরকথা‬




LIFE SUCCESS FLIGHT  

অণু অনুভবঃ রঙ্গব্যঙ্গ

অনুভূতি নিয়ে খেলা করো
সারল্য নিয়ে ব্যঙ্গ
ভালোবাসি মুখেই বলো
আদতে তা রঙ্গ ।
-
০৪.১.১৫

রঙ্গব্যঙ্গ

রঙ্গ চলছে
ব্যঙ্গ চলছে
আম-আবেগ
পায়ে দলছে !!
-
04.1.15

Saturday, January 2, 2016

অণু অনুভবঃ কে আর রাখে খোঁজ


অণুঅনুভব‬

সম্পর্ক- >> সে যেনো স্বার্থের কাছেই আজন্ম দাসখত দিয়ে রেখেছে। তা রক্ত-সম্পর্ক হোক; কিংবা রক্তপাতবিহীন। স্বার্থের বন্দিত্ব থেকে আর ছাড়া পেলো না সে।
‪#‎অণুঅনুভব‬
২২/১২/১৫

পরানেরকথা‬ ৫৭

অস্থিমজ্জার গণ্ডি ছেড়ে
পচন এখন চিন্তায়,
দিনদুপুরে সুস্থ ধী সব
হয় যে নিখুঁত ছিনতাই।
‪#‎পরানেরকথা‬
২২/১২/১৫

অণুঅনুভব

কে আর আমার আছে যে আজ
কে আর রাখে মনে?
মৃত মাঠের সবুজ ছেনে
ক্লান্ত ধূসর ক্ষণে।

‪#‎অণুঅনুভব‬
২৩/১২/২০১৫

অণুঅনুভব

গলির ধারে, পথের মোড়ে ছেলেদেরকে আড্ডা দিতে দেখা যেতো। এরা সবাই হাফ প্যান্ট বা থ্রি- কোয়ার্টার প্যান্ট পরা। হাতে মোবাইল। মুখে মামা কালচার। শীতকাল আসার পর এদের একটু কম দেখা যাচ্ছে রাস্তায় সন্ধ্যের পর। আর যাদের দেখা যাচ্ছে, তাদের পরনের প্যান্টও লম্বা হয়ে ফুল-প্যান্টে রূপ নিয়েছে।
#অণুঅনুভব (২৬/১২/২০১৪)

শৈশব


অণু অনুভব: গরব

আর কতো বাণ কষ্ট দিয়ে
তোর সে ষোলো পূর্ণ হবে?
আর কতোটা পোড়লে আমি
তোর সে গরব চূর্ণ হবে!!
...
০২/০১/২০১৬

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়