Wednesday, March 26, 2014

***স্বাধীন! স্বাধীন!!***

স্বাধীন স্বাধীন
তা ধিন তা ধিন
নয়তো অধীন কারো।
এদিন সেদিন
কুদিন সুদিন
শেকল খোলা তারও।।

ইচ্ছে পাখি
কুজন ডাকি
দেয় মেলে দেয় পাখা।
কেবল শাখে
খাঁচার ফাঁকে
যায় না বেঁধে রাখা।।

বহতা নদী
জল নিরবধি
মাল্লা মাঝির গান।
আহা কী মায়া
শান্তির ছায়া
প্রাণ শুধু অফুরাণ।।

এ ধরা মাঝে
সকাল কি সাঁঝে
বাংলা স্বাধীন মা।
সুখে কি অসুখে
মুখে কি বিমুখে
বলে যাই শুধু তা।।

(সোআপ-২৫/৩/১৪)

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়