Wednesday, November 30, 2016

সোহেল আহমেদ পরান



সোহেল আহমেদ পরান ভালুকার ছায়া সুনিবিড় কাশর গ্রামের সন্তান।ছোটবেলা থেকে লেখালেখির সাথে জড়িত।স্কুলজীবন থেকেই স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় লিখতেন তিনি। ঢাকার দৈনিক আজাদ, বাংলার বাণী, ইত্তেফাক, বাংলাবাজার পত্রিকায় তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছে। পাশাপাশি গাজীপুরের গণমুখ পত্রিকায় করতেন সাংবাদিকতা। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পেশাগত ডিগ্রি এমবিএ ও মানবসম্পদ-ব্যবস্থাপনায় ডিপ্লোমা অর্জন করেন। সরকারি ও বেসরকারি জব করছেন অনেকদিন। বর্তমানে একজন ফ্রীল্যান্স লেখক ও গবেষক হিসেবে সুনাম অর্জন করেছেন। বিশ্বের বৃহত্তর আর্টিকেল গ্যালারি ‘এজাইন আর্টিকেল ডট কম’ এর একজন এক্সপার্ট অথর তিনি।
বাংলা গল্পকবিতা লেখালেখিতে দীর্ঘ বিরতির পর আবার তিনি লিখছেন বছর দুই থেকে। কবিতার পাশাপাশি তিনি গল্প, সমকালীন ছড়া ও নিবন্ধ লিখে থাকেন। বিশেষ করে – বাংলা লিমেরিক নিয়ে তাঁর ব্যতিক্রমী চিন্তা রয়েছে। তিনি অনেক লিমেরিক লিখেন। শুধু ব্যঙ্গ নয়; সময়কে লিমেরিকে তুলে আনা তাঁর  লক্ষ্য। সৃজনশীল লেখালেখি করে বেশকিছু স্বীকৃতিও পেয়েছেন। সোহেল আহমেদ পরান অনলাইন সাহিত্য ম্যাগাজিন জলছবি বাতায়ন’র নির্বাহী সম্পাদক ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। সম্মিলিত প্রকাশনার মধ্যে রয়েছেঃ কোমল গান্ধার (কাব্যগ্রন্থ) ও মুক্তিযুদ্ধ ও অন্যান্য গল্প (গল্পগ্রন্থ)। 

টিপু 

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়