রোজ তুমি আমার উঠোন ঘুরে যাও
আলগোছে
নিভৃতে ।
যাবার বেলায় পায়ের ছাপটি মুছে যাও উত্তরাধুনিক চারুতে
তোমার গায়ের সুরভি তবু ঠিক ঝুলে থাকে
আত্মাকর্ষণে
বাড়িময়
তোমার চলে যাওয়ার পথে শাদাছড়ি দ্যাখায় আমাকে তা।
ইতস্তত ওঠে দাঁড়াতেই চৌকাঠে আচমকা ধাক্কায় বসে পড়ি ফের
অন্ধ আমি
বসে থাকি ঠায়
আগামিকালে অন্ধদৃষ্টি স্থির হয়ে থাকে কেবল।
...
[২০১৬০৪২৮/১৫৪১]হ
No comments:
Post a Comment