বনানী ১১ নম্বর রোড থেকে রিকশা করে কাকলী আসছিলাম। সাথে এক সহকর্মী। রাত ১০ টা ১৫ মিনিট। পিছন থেকে আমাদের রিকশা ঘেঁষে একটি মোটর বাইক ওভারটেক করার সময় আমার কোলের উপর রাখা ব্যাগ ধরে টান দেয় আচমকা। আমার ব্যাগে ল্যাপটপসহ অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্যুমেন্ট ছিল। বাঁ হাত দিয়ে আমার ব্যাগ ধরা ছিলো। হ্যাঁচকা টানে আমার ভাঙ্গা হাতে ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠি।
থাবাটা ঠিক যথার্থ না হওয়ায় এবং ব্যাগের স্ট্র্যাপটি আমার হাতে আটকানো থাকায় সফল হতে পারে নি তারা।
কী হতো যদি- তাদের থাবার টাইমিং ঠিক থাকতো? আমার সব প্রয়োজনীয় ডক্যুমেন্টসহ ল্যাপটপ খোয়া যেতো। আর আমিও পড়তে পারাতাম রিকশার নিচে!
এমনই আমাদের সময়!!
[২০১৬০৪৩০/০০২২]
[২০১৬০৪৩০/০০২২]
No comments:
Post a Comment