তখন একটি গ্রুপে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। হাস্যরস প্রিয়
আমার এক বন্ধু আমাকে সব সময় বলতো- সাধারণ ম্যানেজার (জেনারেল=সাধারণ)। আমি
হাসতাম। তবে বাস্তবতা হলো- আমি কখনোই "মহা" ছিলাম না; ছিলাম, আছি সাধারণ
হয়ে সধারণের মাঝে।
সাধারণ হয়ে থাকার মধ্যে অনেক প্রাপ্তি আছে। অনেক আগে যাদের সাথে (যাদের নিয়ে) কাজ করেছি, তারা আমাকে মনে রেখেছেন শুধু এজন্যই। তাই কোনো জব ছেড়ে দেবার সময় অনেকের চোখের কোণে পানিও দেখেছি। আবার যারা নিজেদের "মহা' জাতীয় কিছু মনে করেন, তারা খুশী হয়েছেন আমার অনুপস্থিতিতে।
সাধারণ হতে পারা, সাধারণ থাকতে পারা এবং সাধারণ্যে থাকতে পারায় কী আনন্দ ও তৃপ্তি - তা তো "মহা"জনরা বুঝতে পারবেন না।
#অণুঅনুভূতি
[২০১৬০৬২৫]
সাধারণ হয়ে থাকার মধ্যে অনেক প্রাপ্তি আছে। অনেক আগে যাদের সাথে (যাদের নিয়ে) কাজ করেছি, তারা আমাকে মনে রেখেছেন শুধু এজন্যই। তাই কোনো জব ছেড়ে দেবার সময় অনেকের চোখের কোণে পানিও দেখেছি। আবার যারা নিজেদের "মহা' জাতীয় কিছু মনে করেন, তারা খুশী হয়েছেন আমার অনুপস্থিতিতে।
সাধারণ হতে পারা, সাধারণ থাকতে পারা এবং সাধারণ্যে থাকতে পারায় কী আনন্দ ও তৃপ্তি - তা তো "মহা"জনরা বুঝতে পারবেন না।
#অণুঅনুভূতি
[২০১৬০৬২৫]
No comments:
Post a Comment