Wednesday, March 11, 2015

ফেবুকা


ফেসবুক নামে একটা বিশাল বই যে আছে
হেথায় আবার অনেক বন্ধু, সই আছে।

বন্ধু-সইদের একটা করে পেজ আছে
তাতে হরেক সেগমেন্ট ও স্টেজ আছে।

স্ট্যাটাস দিয়ে বন্ধু-সই যে  আপডেট থাকে
পড়তে বাধ্য করতে আবার ট্যাগে রাখে।

আপডেটে সব লাইক-কমেন্ট যায় চেয়ে
বন্ধু দিলখুশ বেশি বেশি তাই পেয়ে।

সেলফি  তোলে কেউ ওয়ালে পোস্ট করে
পেজ খুলে কেউ অফার, ইভেন্ট হোস্ট করে।

গ্রুপ খুলে কেউ বিষয় চর্চায় মত্ত হয়
আলোচনায় অভিজ্ঞতায় তত্ত্ব রয়।

এড দিয়ে কেউ  বিজনেসটাকে  হাইলাইট করে
প্রফিট এবং সুনামটাকে খুব ব্রাইট করে।

মেসেঞ্জারে চ্যাট নিয়ে কেউ বিভোর রয়
খেয়ালহারা কখন সন্ধ্যা কি ভোর হয়!

ফেসবুকে কেউ প্রেমের পরে ঘর যে বাঁধে
কেউবা পা দেয় পরকীয়ার অসার ফাঁদে।

আইডিটাকে ফেইক করে কেউ চিট করে
মুক্তি পেতে  হৃদয় তখন রিট করে।

এমনকরেই  বন্দি ফেবুর হাতেহাতে
প্রতিক্ষণেই দিবা-রাতি, সাঁঝ-প্রভাতে।
--
ঢাকা
১০-০৩-২০১৫

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়